নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

টোটালি ল লেস সিচুয়েশন

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৬

মুল হোতা জামাত এবং সেনাপ্রধান।
এজাবৎ যা যানা যাচ্ছে
সেনাপ্রধান কলকাঠি নেড়েছে। হাসিনাকে ভাষণ দিতে দেয়নি, দিলে হয়তো পরিস্থিতি চেইঞ্জ হতে পারে এই ভয়ে
সারাক্ষণই গণভবন হেবিলি প্রোটেক্টেড ছিল।
হাসিনাও ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন।
কিন্তু সেনাপ্রধান এবং জামাতের ইচ্ছা ছিল হাসিনাকে গণপিটুনির নামে হত্যা করা।
হঠাৎ প্রটেকশন উঠিয়ে দিয়ে বলে যে এখন আর সময় নেই আপনাকে চলে যেতে হবে এখনই।
ভাষণ দেওয়ার সময় নেই, মানুষের ভিড় বাড়ছে কোন হেলিকপ্টার বা বিমানও হাতে নেই, সময় লাগবে।
দেহরক্ষীদের কৌশলে হাসিনা অল্পের জন্য বেঁচে যান এবং কোনমতে অন্য একটি সাধারন গাড়িতে করে পুরাতন বিমানবন্দরে একটি এসএসএফ হেলিকপ্টার রাখা ছিল। সেটাতে করে আগরতলা যান।

সারা দিনের তান্ডবের পর ২য় দিনেও অগ্নিসংযোগ চলছে।
দেশে প্রায় কোথাও পুলিশ নাই। কত পুলিশ মারা গেছে? হাজারের উপর। অধিকাংশ থানা হামলার শিকার। ঢাকা সহ বড় শহরগুলোতে তো কথাই নাই। পুলিশ অফিসার, কনস্টেবল সব পলাতক। শুধু পুলিশ না আইন-শৃংখলা রক্ষাকারী অন্য বাহিনীগুলারও একই অবস্থা। টোটালি ল লেস সিচুয়েশন। আওযামি লীগ সন্দেহে দোকান লুট লোকজনকে পিটিয়ে, জবাই করে, আগুন দিয়ে যেভাবে পারে হত্যা করছে। সেনাবাহিনীও দৃশ্বমান কিছু করছে না। তথাকথিত মুক্তিযুদ্ধের বিজয় পরবর্তী প্রথম দিনে যা হয়েছে দ্বিতীয় দিনেও তা চলবে মনে হচ্ছে।
খুন, খারাপী লুটপাট তো চলছেই, সাথে মিডিয়া ব্ল্যাকআউটও চলছে যাতে এসব বেশি একটা টিভিতে বা পত্রিকায় না আসে।
সংবাদপত্রের কি স্বাধীনতাটাই না ছিনিয়ে আনা হয়েছে। যা খবর, তথ্য এসেছে তার পুরোটাই দেশের পরিচিত বন্ধু বা আত্নিয়স্বজন দের মাধ্যমে।

সবচেয়ে সমস্যা বিপদে পরেছে পুলিশ সদস্যরা।
সেনাপ্রধান তার ভাষনে পুলিশের নিরাপত্তা দেয়ার কথা বা কাজে যোগ দেয়া বা ফেরার কথা কিছুই বলছে না। নিজেরাও নিরাপত্তা দিচ্ছে না।
প্রতিটি থানায় থানায় আগুন লাগানো হচ্ছে, অস্ত্র লুট চলছে। এখনো চলছে। সেনাবাহনী কোথায়।
এজাবৎ প্রাপ্ত সংবাদে এক হাজারের উপর পুলিশ মেরে ফেলা হয়েছে। সাভারে অজ্ঞাতরা গুলি চালাচ্ছে।
উত্তরাতে র গুলি করে ১২ জন মেরে ফেলেছে। আর্মি কোথায়????

মনে হচ্ছে আইয়ুবের মত রায়টের সময় হত্যাকান্ড চালানোর দু দিন 'ফ্রী টু অল' করে দিয়েছে সেনাপ্রধান।

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৭

জাহিদ অনিক বলেছেন: মোটামুটি আমরা এখন সবাই জানি, কাল রাতে দেশের নানা জায়গায় কী কী হয়ে গেছে। যদি এমন হতো যে একটা দেশ মাত্র স্বাধীন হলো, এর কোনো অবকাঠামো নেই, কে কী করবে কেউ জানে না, তাহলে মেনে নেয়া যেত যে ঠিক আছে সবকিছু রি-ফর্ম করতে সময় লাগবে। কিন্তু সবকিছু থাকতেও এই অবস্থা মেনে নেয়াটা দুঃখজনক। একজন সাধারণ নাগরিক হিসেবে এর বাইরে আর কীইবা বলার আছে।

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় গত রোববার তৃতীয় দফায় বিক্ষোভকারীদের হামলার পর আত্মসমর্পণ করতে চেয়েছিলেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। কিন্তু তাতেও কাজ না হওয়ায় যে যাঁর মতো দৌড়ে পালানোর চেষ্টা করেন কর্তব্যরত প্রায় ৪০ জন পুলিশ সদস্য। তাঁদের কেউ থানার ছাদে, কেউ পাশের বাড়িতে, কেউ শৌচাগারে, কেউবা জঙ্গলে আশ্রয় নেন। সেখান থেকেই খুঁজে এনে একে একে ১৪ জনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এলাকাবাসীর কাছে অপরিচিত হামলাকারীরা (প্রথম আলো)
view this link

২| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেনাপ্রধান জামায়াতের আমিরের কথাই বার বার বলছিলেন। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না।

৩| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৮

তানভির জুমার বলেছেন: আবার গুজব শুরু করলেন। সেনাপ্রধান উল্টা থাকলে উনি ভাগতে পারতেন না। পুলিশ সেনাবাহিনী নিরাপত্তা দিয়েছে অনেক জায়গায় দেখেছি। আন্দোলনকারী এবং বিএনপির লক থানা পাহারা দিয়েছে। আওয়ামীদের হাতে হাজার হাার প্রাণঘাতী অস্র ছিল, এইগুলো দিয়েই শেখ হাসিনা পালানোর পর তারা অনেক জায়গায় ম্যাসাকার করেছে। পুলিশ বাহিনীতে বেশীরভাগই ছাত্রলীগের সন্ত্রাসীরা ছিল তারাই লাস্ট সময়ে ম্যাসাকার করতে চেয়েছিল।

চট্টগ্রামে পুলিশের থানা ‘পাহারা’ দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা. ডেইলী স্টার এর খবর.

৪| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এবার একটু বিরতি নেন ভাই। অনেক তো হল। এবার কিছুদিন কথা শুনেন...

৫| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সেনা প্রধান শেখ হাছিনার আত্নীয় । তার নিয়োগপ্রাপ্ত । পনের বছরের ধ্বংসযজ্ঞের ক্ষোভ চার শতাধিক মানুষ হত্যা করার ক্ষোভ, গণহত্যার ক্ষোভ এসব ক্ষোভের বহিঃপ্রকাশ ।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ক্ষোভ কতদিন চলবে?

৯ টি চ্যানেল বন্ধ। বাকি চ্যানেলগুলো পুলিশ হত্যা হিন্দু হত্যার ব্যাপারে টু শব্দ করছে না। সপিংসেন্টার লুন্ঠনে সেনাবাহিনী ৩য় দিনেও বাধা দিচ্ছে না। আর কতদিন উদজাপনের সুযোগ দিবে সেনা প্রধান?
দেশের সমস্ত মুর্তি ভাষ্কর্য মুক্তিযুদ্ধের ইতিহাস টোটালি গুড়িয়ে দেয়া সম্পন্ন হওয়া না পর্যন্ত?

৬| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০০

নতুন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


ভাই আয়ামীলীগ করলেই তো শুধু গুজবে কান দিতে হবে এটা ঠিক না।

সেনা বাহিনি উনাকে সরিয়ে না দিলে জনগনের সামনে পরলে কি হতো একটু চিন্তা করুন।

সেনা প্রধান উনার চাচাতো বোনের জামাই। জয় এবং শেখ রেহানা উনাকে বুঝিয়ে রিজাইন করতে রাজি করাইছে।

Personal life
Zaman is married to Begum Sarahnaz Kamalika Rahman who is the eldest daughter of late General Mustafizur Rahman and the couple have two daughters.[14] His father-in-law Gen. Mustafizur Rahman served as the Chief of Army Staff of the Bangladesh Army from 24 December 1997 to 23 December 2000; he was Prime Minister Sheikh Hasina's uncle.[23][24] Zaman's wife is Hasina's cousin.

[25]- https://en.wikipedia.org/wiki/Waker-uz-Zaman

স্বপ্নেও জামাত শিবির দেখেন, শেখ মুজিবরের চাচাতো ভাইয়ের জামাই কেও জামাত শিবির ভাবতে শুরু করেছেন আপনারা।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
গ্রামে সাধারন তুচ্ছ জমি নিয়ে আপন ভাইই বেইমানি করে। ফুফাতো বোন জামাই তো অনেক দুরের।
ot ডালিম কিন্তু হাসিনার আত্নিয় ছিল।

৭| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০৩

নয়া পাঠক বলেছেন: আহ আর কত করবেন, ব্লগার হিসেবে একজন শিক্ষিত মানুষ হিসেবে কি আপনার বিবেক বলে কিছুেই নেই, পুরোটাই আওয়ামী লুটপাটের টাকায় ভরা। এতদিন কোথায় ছিলেন ভাই, উন্নয়নের নামে যে লুটপাট চলেছে তার ভাগ তো পেয়েছেন, এবার অন্যকে একটু করতে দিন । যদিও এসব সন্ত্রাসলীগ এর কাজ, সব স্থানের সিসি ফুটেজ, সকল ভিডিও চেক করলে ধা অচিরেই পাওয়া যাবে। আর তাদের বিচারও হবে এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ।

৮| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০৭

নতুন বলেছেন: বাঙ্গালীরা সভ্য হইয়া উঠতে পারেনাই। আর প্রতিটা সমাজেই কিছু সুবিধাবাদী মানুষ থাকে।

সংসদের ভেতরেই এক ছাত্রী বলেছে যে মানুষ লেক্সাস বিস্কুটের পেকেট নিয়ে যাচ্ছে আমি লজ্জিত। কিছু ছাত্র বাইরে দাড়িয়ে জিনিস পত্র জমা করেছে, নিতে দেয় নাই। ভিডিও আছে, সংবাদিকদের সামনেই তারা এটা করেছে।

পুলিশ ৩-৪ শত মানুষ মেরেছে, হাজারের উপরে আহত করেছে, তারা জানতোই সরকার চলে গেলে তাদের উপরে জনগন চড়াও হবে। তারা নিজেদের লাভের জন্য করেছে, এখন দৌড়ের উপরে থাকলে সেটা তো তাদের চয়েস।

আপনি আপনার এই মিথ্যা প্রপাগান্ডা ব্লগটি মুঝে ফেলুন।

আপনার দাবি যে মিথ্যা তার প্রমান উপরেই দিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবরের চাচাতো ভাইয়ের জামাতাকে আপনি শিবির কর্মী বলছেন এই ব্লগে। আমি তার নিন্দা জানাচ্ছি।

৯| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নির্লজ্ব আর আমি দেখিনি তোমাকেই দেখছি।

১০| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৮

সাহাদাত উদরাজী বলেছেন: আপাতত নাকে তেল দিয়া ঘুমান, এই দেশ নিয়ে আর আপনারদের মত লোকদের চিন্তার কারন নাই। অনেক চুষেছেন। আর কত, নাকি অভ্যাস এখনো যায় নাই।

১১| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১১

গোবিন্দলগোবেচারা বলেছেন: বিএনপি জামাত ২০০১-২০০৬ পর্যন্ত ৬২ বিলিয়ন ডলার চুরি করেছে। চুরির টাকায় সেনাবাহিনীকে কিনে নিয়েছে। তবে টাকার জোর চিরকাল থাকে না, জনতার শক্তি আসল শক্তি।
আপনি জয় মামুকে নিয়ে দেশের ছেলে দেশে ফিরে আসেন। গোটা দেশ আপনাদের পিছনে আছে। কয়দিন পরে ইলেকশন হবে। গত ১৫ বছরের মতো ফেয়ার ইলেকশন হলে BAL আবার ক্ষমতায় আসবে। সূক্ষ্ম বা স্থুল কারচুপি করে আমাদের হারানোর চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে আবার ক্ষমতায় আসবো। কুল ডাউন।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
তারেকের বন্ধু গিয়াসুদ্দিন মামুন মুক্ত।
জামিনের আবেদন বাদেই? এত দ্রুত।

১২| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৬

বাউন্ডেলে বলেছেন: কাঁদানে গ্যাসের প্রতিক্রিয়া । দেশের সত্যবাদীরা আপাতত তালকানা। ট্রান্স রাজাকারেরা ভয়ংকর অবস্থার দিকে দেশ কে নিয়ে গেছে । অন্ধকার আরো গভীরতরও হচ্ছে।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
সেনাবাহিনী দাঁড়ানো থাকা অবস্থায় সব লুট, ভাংচুর আর অগ্নিসংযোগ হচ্ছে অথচ এরা কি ভয়ে চুপ করে আছে বুঝা যাচ্ছেনা.
তাহলে এরা কি ননীর পুতুল হয়ে দাড়িয়ে থাকার জন্য আছে নাকি তাদের কোন দায়িত্ব নাই?
৯ টি চ্যানেল বন্ধ। বাকি চ্যানেলগুলো পুলিশ হত্যা হিন্দু হত্যার ব্যাপারে টু শব্দ করছে না।
সপিংসেন্টার লুন্ঠনে সেনাবাহিনী ৩য় দিনেও বাধা দিচ্ছে না। আর কতদিন হত্যা লুন্ঠন উদজাপনের সুযোগ দিবে সেনা প্রধান?

১৩| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৭

রবিন_২০২০ বলেছেন: আপনি একটা নির্লজ্জ মিথ্যুক। ডালাসে বসে বসেই এক হাজার পুলিশ হত্যার খবর জানেন আর দেশের মানুষ কিছুই জানে না। বেহায়া কোথাকার।

১৪| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৮

রানার ব্লগ বলেছেন: হাসিনা একটা কেনো পঞ্চাশ টা ভাসন দিলেও কোন কাজ হতো। তার ভাসন গুলা কাকের কা কা ছাড়া কিছুই মনে হতো না।

পুলিশের অতি উতসাহী কিছু মানুষের জন্য এই অবস্থা। সেই সকল অতি উতসাহীরা অনেক আগেই পগারপার ফেলে গেছে ভাংগা রাইফেল ওয়ালা বৃদ্ধ হাবিলদারদের।

নামে নামে যোমে টানে। এক সাহাবুদ্দিনের ধাক্কায় সে কুপকাত হয়েছিলো আর এক সাহাবুদ্দিনের আমলে তাকে দেশ ছাড়া হতে হলো। মাঝে মাঝে গ্রামীন উপকথা গুলো মানা উচিৎ।

১৫| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় হাসান ভাই, আপনাকে ভালো লাগে, যদিও ভালো লাগার কারণগুলো আমি নিজেই জানি না। যাই হোক, আপনার পোস্টের তথ্যগুলো গুজব হবার সম্ভাবনাই বেশি, আর যদি সত্যি সত্যিই ঘটে থাকে, তাহলে সেগুলো ছাত্রলীগের কাজ। একটা পরাজিত শক্তি শেষ মুহূর্তে নৈরাজ্য সৃষ্টির জন্য অনেক নৃশংসতা করে থাকবে। আর এটা যে ছাত্রলীগ করবে, তাদের সেই পরিকল্পনার কথা আগেই ফাঁস হয়ে গিয়েছিল, যা করুণা আপার পোস্টটিতে দেখা যায়।

সেনাপ্রধানের স্ত্রী হলেন শেখ হাসিনার ফুপাত বোন (চাচাত বোন নয়)। শেখ হাসিনার সাথে জেনারেল মুস্তাফিজের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধু তার কন্যা শেখ হাসিনার পরিবর্তে বোনকে তুলে দিয়েছিলেন জেনারেল মুস্তাফিজের হাতে। জেনারেল মুস্তাফিজের এক মেয়েও আছে সেনাবাহিনীর সিগন্যাল কোরে, সম্ভবত লেঃ কর্নেল পদে। ফুফাত বোনের জামাই হিসাবে জেনারেল ওয়াকার সর্বাত্মক চেষ্টা করেছেন শেখ হাসিনাকে বাঁচানোর জন্য। তার উপর বরং এই অভিযোগটাই প্রবল থেকে প্রবলতর হচ্ছে, তিনি কেন শেখ হাসিনাকে পালাবার জন্য সেইফ এক্সিট দিলেন? আপনি চিন্তা করুন, যেভাবে জনস্রোত ঢুকে পড়েছিল গণভবনে, শেখ হাসিনা সেখানে উপস্থিত থাকলে তার অবস্থাটা কী হতো! বাংলাদেশে আরেকটা নজিরবিহীন কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি হতো, যা পৃথিবীর বুকেই বিরল একটা ঘটনার জন্ম দিত। যে পরিমাণ ঘৃণা আর ক্ষোভ জন্ম দিয়েছিল মানুষের মনে, মানুষ তা তিলে তিলে শোধ নিত। আমরা আশ্বস্ত হতে পারি এই ভেবে যে, বাংলাদেশ সেই কলঙ্কময় ঘটনা থেকে বেঁচেছে।

আমি প্রায়ই বলে থাকি, বাংলাদেশের লিডারগণ ডিপ্লোমেটিক ভাষা বোঝেন না, বলেন না, তাদের প্রকাশভঙ্গিও দুর্বল। কিন্তু সেনা প্রধান গতকাল বিরাট এক কৌশল অবলম্বন করেছেন, উদ্দেশ্য একটাই - দেশ যেন আরো ফুঁসে না উঠে শান্ত হয়। জামায়াতের কথাটা ইচ্ছা করেই তিনি সবার আগে বলেছেন। ইচ্ছা করেই তিনি নিজে থেকে আওয়ামী লীগের কথা বলেন নি। (কেন, তা আশা করি আপনার মতো হাই ইন্টেলেক্টের লোককে ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নেই) তিনি জনগণের পাল্‌স বুঝে এভাবে কথা বলেছেন। তিনি সেনাবাহিনীর বুদ্ধিমান ও স্মার্ট অফিসারদের একজন।

দলমত নির্বিশেষে এখন আমাদের একটাই চাওয়া, দেশ একটা অক্টোপাসের হাত থেকে বেঁচেছে, এই দেশ যেন আরো কঠিন কোনো অক্টোপাসের জালে না আটকে যায়। আমাদের আগামী দিনের শাসকগণের উচিত হবে, বাংলাদেশের অতীত এবং ইতিহাস থেকে শিক্ষা নেয়া। সর্বাবস্থায় জনগণের প্রতি অনুগত থাকতে হবে, জনগণের কথা বলতে হবে, রাজনীতি হবে জনগণের উন্নয়ন ও দেশের অগ্রগতি নিয়ে। দুঃখজনক হলো, আমাদের প্রতিটা সরকারের রাজনীতি ছিল কেবল বিরোধী দলকে নিয়ে, দেশ বা জনগণকে নিয়ে নয়। বিরোধী দলকে কীভাবে ঘায়েল করা যায়, গুম ও খুন করা যায়, সবগুলো ক্ষমতাসীন সরকারের এই লক্ষ্য ছিল। আমাদের আগামী দিনের শাসক গণ ও রাজনীতিবিদগণ এই ভুল যেন আর না করেন, তাদের কাছে সেই চাওয়া।

নীচে দুটা স্ক্রিনশট দিলাম। দয়া করে বলবেন না, এটা ফেইক। কারণ, এগুলো আমার হাতে এসেছে গতকাল সন্ধ্যা ৬ঃ৩১-এ, করুণা আপা সকালে পেয়েছেন বলে জানিয়েছেন। কাজেই, রাতে যে এসব কাণ্ড ঘটে গেছে, তা ছাত্রলীগ ছাড়া আর কেউ করতে পারে না। বিএনপি, জামাত জানে যে এই নৈরাজ্যের দায় তাদের উপর চাপানো হবে, তাই তারা নিজেরাই স্বউদ্যোগী হয়ে মন্দির, থানা পাহারা দিয়েছে। মাদরাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে। এগুলো বিভিন্ন টিভি খবর থেকে জানা যাচ্ছে।

আপনি ভালো থাকুন। আমার খুবই ইচ্ছা, কোনো একদিন রাষ্ট্র ক্ষমতার কোনো এক পদে আপনাকে দেখি। সেই শুভ কামনা থাকলো।



০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:

"এখন ছাত্রলীগ নিজেরা করে বিএনপি-জামাতের সুনাম নষ্ট করছে"

বর্তমান সিচুয়েশনে এসব কথা বলা হাস্যকর।
যারা করছে দিন দুপুরে করছে। এসব তাণ্ডব চলছে দিন দুপুরে। এবং পরিচিত মুখ।
আর গ্রাম বা উপজেলায় মোটামুটি সবাই সবাইকে চেনে কে কোন দলে থাকে।
আমার নিজের এলাকায় এবং আমার পরিচিত অন্যান্য এলাকায় আমি নিজে খবর নিয়েছি ব্যক্তিগতভাবে।
প্রতিটি উপজেলায় এমনকি প্রতিটি গ্রামেও কথিত হিন্দু বা আওয়ামী লীগ সন্দেহে দোকান অফিস ঘরবাড়ি লুট হয়েছে অগ্নি সংযোগ হয়েছে।
তাণ্ডব অগ্নিসংযোগ এখনো চলছে।
আর গণ ভবনের মেধাবী মুরগি চোররা দ্বিতীয় দিনের মত এখনো চুরি অব্যাহত রেখেছে।

১৬| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪২

রানার ব্লগ বলেছেন: গোবিন্দলগোবেচারা @ বাংলাদেশের নেত্রী দুইজন দুইটা কুলাংগার পয়দা করেছে। এরা জানে কেবল খাইতে আর ঘুমাইতে। এদের দিয়ে রাস্ট্র শাষন হবে না তবে শোষন চোষন লেহন পুরা দমে পার্টি করে হবে।

১৭| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৫

ধুলো মেঘ বলেছেন: পিতা এবং কন্যার মধ্যে কি অদ্ভুত মিল। স্বাধীনতার রগরগে ঘোষনা দিয়ে আবার ইয়াহিয়া খানের সাথে আলোচনায় বসে পাক বাহিনীকে প্রস্তুত হবার সময় দিয়ে কাউকে কিছু না বলে হঠাৎ হাওয়া হয়ে গেলেন। পাক বাহিনীর সমস্ত ঝাল এবার মেটালো নিরীহ বাঙ্গালীর উপর।

কন্যাও বাপের মতই কাপুরুষতা দেখিয়ে নিজেকে মিথ্যুক আর ধোঁকাবাজ প্রমাণিত করে সবার অলক্ষ্যে সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ে গেলো পালিয়ে। পিতা আর কন্যার স্বভাব এক হতে পারে, কিন্তু পরিণতিও এক হয় - এমনটা আর দেখিনি। মানুষ এখন পাক বাহিনীর ভূমিকায় নামবে - এটাই তো স্বাভাবিক।

১৮| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫০

ঘুম ভাঙ্গা শহরে বলেছেন:





দুইটাই সুযোগ পেলে লুটতরাজ করে।

১৯| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

শ্রাবণধারা বলেছেন: আপনার এই পোস্টের একটা গুঢ় অর্থ আছে। অর্থটা আমি বুঝেছি বলেই আমার ধারণা।
আপনি যে শীতল রক্তের সাঙ্ঘাতিক একজন মানুষ, এটা কিন্তু আমার ধারণা ছিল না! এই লেখাটায় আপনাকে নতুন করে চিনলাম।

২০| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩০

হাসান মাহবুব বলেছেন: উনি ভাষণ দিলে অবস্থা আরো খারাপ হতো। সেনাবাহিনী তাকে গনপিটুনির হাত থেকে বাঁচাইছে।

২১| ১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৯

ক্লোন রাফা বলেছেন: কেমন আছেন হা.কা.বৈশাখী?
শেখ হাসিনার অপসারন ও দেশ ত্যাগের নেপথ্যের কারনগুলো এখনও পরিষ্কার নয়। কারন ঘটনার প্রত্যক্ষদর্শী বা ঘটনার শিকার যারা,তাদের কোন বক্তব্য এখনও আমরা পাইনি! তবে আমার কাছে রহস্যজনক চরিত্র মনে হোচ্ছে সেনা প্রধান ওয়কারুজ্জামান’কে!
জামাত’কে কেনো সামনে আনা হলো এটার ১টা কারন জামাতের সসস্র তান্ডব। এক দফার আন্দোলনে নিয়ে যাওয়ার মুল ক্রিমিনাল শিবিরের জঙ্গি শাখা।
ধীরে ধীরে আরো স্বচ্ছ হয়ে আসবে সব কিছু। সেনাবাহিনী’র সৈনিক আর জুনিয়র অফিসার’রা সরকারের নিয়ন্ত্রনের বাহিরে চলে গিয়েছিলো নিশ্চিত।এসএসএফের জন্য হাসিনা জিবিত বের হয়ে যেতে পেরেছেন বলে আমার বিশ্বাস। ঘটনা জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
ধন্যবাদ॥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.