নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখাতে নয়, স্বপ্ন দেখতে ভালবাসি

ভেবেছিলাম আর কখনো যুদ্ধ হবেনা, আমার আর কখনো যুদ্ধ দেখা হবেনা, কি বোকা আমি, কখন যে যুদ্ধ শুরু হয়ে গেছে বুঝতেই পারিনি, আমি এখন যোদ্ধা, এ যুদ্ধ সারা জীবনের যুদ্ধ, এ যুদ্ধ জীবন যুদ্ধ......

মো: ইলিয়াস

কখনো কান্না আর কখনো হাসি, এভাবেই কেটে যায় মানুষের দিন, রঙহীন জীবনে যতই লাগাও রঙ, হবেনা হবেনা তা কখনো রঙিন। পেছনে আঁধার আর সামনে আলো, জীবনটা আসলে সাদাকালো......

মো: ইলিয়াস › বিস্তারিত পোস্টঃ

বাংলা সিনেমার কালজয়ী কিছু রোমান্টিক গান

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৮

বাংলা সিনেমার কালজয়ী কিছু রোমান্টিক গানঃ



১। আবার দুজনে দেখা হল, কথা হল, মনে যে হল

২। তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা

৩। তুমি আজ কথা দিয়েছ, বলেছ, দুটি মন

৪। আজ রাত সারা রাত জেগে থাকবো

৫। আমি ধন্য হয়েছি ওগো ধন্য

৬। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে

৭। চিরদিন সাথী তোমাকেই চাই

৮। আমি তোমারি প্রেম ভিখারী

৯। কি যাদু করিলা, পিরিতি শিখাইলা

১০। পাথরের পৃথিবীতে কাঁচে হৃদয়

১১। সবাইতো ভালোবাসা চায়

১২। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে

১৩। সুখের দিনেও আমি তোমার দুখের দিনেও

১৪। যদি বৌ সাজোগো, আরো সুন্দর লাগবেগো

১৫। একবার যদি কেউ ভালোবাসত

১৬। তুমি আমার কত চেনা

১৭। এই মন তোমাকে দিলাম

১৮। তুমিতো এখন আমারি কথাই ভাবছ

১৯। যেওনা সাথী, চলেছ একেলা কোথায়

২০। তুইযে আমার মিলন মালারে বন্ধু

২১। তুমি ভুলে যেও সবি, শুধু এই কথা ভুলোনা

২২। কথা বলবনা, বলেছি, শুনবো না

২৩। বলনা একবার, এ রাত তোমার আমার

২৪। তুমি আমার জীবন, আমি তোমার জীবন

২৫। তুমি যে আমার কবিতা

২৬। যে দিকেই তুমি দেখবে দুচোখে

২৭। পৃথিবীর যত সুখ, আমি তোমারি ছোয়াতে

২৮। কত যে তোমাকে বেসেছি ভালো

২৯। আকাশের ঐ মিটি মিটি তারার সাথে কইব কথা

৩০। আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকব

৩১। জীবন ও আধারে পেয়েছি তোমারে

৩২। যদি বৌ সাজো গো আরো সুন্দর

৩৩। আমার বুকের মধ্যখানে মন যেখানে

৩৪। আমার গরুর গাড়িতে বৌ সাজিয়ে

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই গানের লিঙ্কগুলো সাথে দিলে ভাল হত আরও বেশী

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৩

মো: ইলিয়াস বলেছেন: ধন্যবাদ ভাই। চেষ্টা করব লিংক দিতে।

২| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৪

বোকামন বলেছেন:
পোস্টের জন্য ধন্যবাদ। যদি লিংক এ্যড করে দিতেন .....

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৫

মো: ইলিয়াস বলেছেন: লিংক এড করেছি

৩| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৩

ঢাকাবাসী বলেছেন: এসব গান কে কবে কোথায় গেয়েছেন বোঝা না গেলে অনেক অসুবিধা। ধন্যবাদ।

৪| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:২২

নীল_সুপ্ত বলেছেন: লিঙ্ক লিঙ্ক লিঙ্ক চাই...
লিঙ্ক ছাড়া উপায় নাই ... :P

লিঙ্ক দিলে খুব উপকৃত হইতুম :)

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৫

মো: ইলিয়াস বলেছেন: লিংক এড করেছি

৫| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৫

এবং ব্রুটাস বলেছেন: মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তবে বিস্তারিত দিলেই পারতেন।

৬| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৬

সোহাগ সকাল বলেছেন: লিঙ্ক ছাড়া গানের নাম দেইখা খালি আফসোসই করা লাগবো। :( লিঙ্ক দিলে অনেক ভালা হইতো ভাই!

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৫

মো: ইলিয়াস বলেছেন: লিংক এড করেছি

৭| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৯

মুহাম্মদ তৌহিদ বলেছেন: সোহাগ সকাল বলেছেন: লিঙ্ক ছাড়া গানের নাম দেইখা খালি আফসোসই করা লাগবো। :( লিঙ্ক দিলে অনেক ভালা হইতো ভাই!

৮| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৭

মুকুল সালাহউদ্দীন বলেছেন: গান গুলো আমার খুব প্রিয়, ইন্টানেট ইউটিউ ভিডিওতে প্রায় দেখি , এই গানগুলো জীবনেও পুরনো হবেনা

৯| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪২

টানিম বলেছেন: :) :) :) :) :) :)

১০| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৩

লাবনী আক্তার বলেছেন: দারুণ! লিঙ্ক পেলে খুশি হতাম অনেক।

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৪

মো: ইলিয়াস বলেছেন: লিংক দিয়ে দিয়েছি

১১| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৯

সুজাহায়দার বলেছেন: কি দিয়া মন কারিলা ও বন্ধুরে

১২| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩১

সুনীল রায় বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫০

আখতার ০১৭৪৫ বলেছেন: ------------

১৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৩১

ক্যাপটেন জ্যাক স্প্যারো বলেছেন: লিঙ্ক দেয়ার জন্য ধন্যবাদ। সবগুলো গান একসাথে রাখতে পারব।
++++++

১৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৫৫

কাচু বলেছেন: ধন্যবাদ।
আমি মাঝেমধ্যে সময় পেলে শুনি। এর জন্য আধুনিক কিছু মানুষ আমাকে আবার বৃদ্ধ ভাবে। শুনতে ভালই লাগে।

০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:২২

মো: ইলিয়াস বলেছেন: কে কি বলল সেটা ব্যপার না। মনের শান্তি হল বড় শান্তি।

১৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৫৮

জানতে চায় বলেছেন: :)

১৭| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৪১

এস বাসার বলেছেন: চমৎকার !

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৬

সদাইবাড়ি বলেছেন: ফাহ‌মিদা নবী এবং সা‌মিনা চৌধুরীর ক‌ন্ঠে গাওয়া কালজয়ী শিল্পী মাহমুদুন্নবীর কিছু গান। অামার কা‌ছে ভাল লেগে‌ছে তাই শেয়ার করলাম। অাশা ক‌রি অাপনা‌দেরও ভাল লাগ‌বে..........
সু‌রের ভুব‌নে অা‌মি অাজও পথচারী
https://youtu.be/f_6yHc_ySd0

ও মে‌য়ে নাম দেব কি
https://youtu.be/sVQSv71hwLY

তু‌মি কখন এসে দা‌ড়িয়ে অা‌ছো
https://youtu.be/Pq_W2H5ENy0

বড় একা একা লা‌গে
https://youtu.be/Vay0itH58Og

গা‌নেরই খাতায় স্মরলি‌পি লি‌খে
https://youtu.be/5nAmXjXRIUM

অায়না‌তে ঐ মুখ দেখ‌বে যখন
https://youtu.be/YvlGSHQfugM

ও‌গো মোর মধু‌মিতা
https://youtu.be/nT_Nu111-7k

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.