| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Mmh Mahamud
রাজ্যহীন রাজপূত্র
এক মাস, হয়তো শুনতে খুব কম সময়ই মনে হয় । কিন্তু কেউ কি জানে এই একমাস অতিক্রান্ত করতে পারি দিতে হয় ৩০ টি দিন . . . ৭২০ ঘন্টা . . . ৪৩,২০০ মিনিট . . . ২৫,৯২,০০০ সেকেন্ড ।
এক মাস সময়টা নগন্য হলেও ঐ ৭২০ টি ঘন্টা অথবা ৪৩,২০০ মিনিট কিংবা ২৫,৯২,০০০ সেকেন্ড কিন্তু মোটেই নগন্য নয় ।
আজ একমাস হয়ে গেল কুমিল্লা ক্যান্টনমেন্টে বহু আলোচিত "সোহাগী জাহান তনু" হত্যাকান্ডের । হতভাগী মেয়েটি আধুনিক সভ্যতা ও সামরিক নিরাপত্তার প্রতিপত্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে গেছে না ফেরার দেশে । ফেলে গেছে আমাদের জন্য একটি প্রশ্ন , "আসলে কোথার নিরাপদ আমাদের মেয়েরা ? " দুর্ভাগ্যজনক হলেও সত্য এর উত্তর আমার কাছে নেই , হয়তো আমাদের কারও কাছেই নেই ।
এই এক মাসে তনুর আবাসস্থল কুমিল্লা ক্যান্টনমেন্টের অদূরে অবস্থিত গোমতি নদীতে জল গড়িয়েছে অনেকদূর । কিন্তু তনু পায়নি বিচার । কথিত উন্নয়নশীল আমাদের দেশের ডাক্তাররা এখনো তনুর মৃত্যুর কারনই বের করতে পারে নি । পারবে যে এ কথা বিশ্বাস করতেও কষ্টহয় । নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কথা নাহয় আজ থাক ।
একটি গনতান্ত্রীক দেশের মূল চালিকা শক্তি যে জনগন তারাও একমাসে কম আওয়াজ তোলেনি । তনু হত্যার বিচারের দাবিতে একের পর এক চলেছে আন্দোলন । #Justice_for_Tonu অথবা তনু হত্যার বিচার চাই দাবিতে ছেয়ে গেছে লাখ লাখ ফেসবুক প্রোফাইল । কিন্তু প্রশাসন যদি বিন্দুমাত্র কর্নপাত অথবা দৃষ্টিপাত কি ছিল তার প্রতি ? এভাবে আর কতদিনই বা আন্দোলন চালানো যায় ? তাই জনতার আহাযারি ক্রমেই ক্ষীন থেকে হচ্ছে ক্ষীনতর । অনেকে হয়তো হালই ছেড়ে দিয়েছেন এই ভেবে যে "আইনশৃঙ্খলা বাহিনী যেখানে অন্ধ ,প্রশাসন বধির বিচার পাওয়ার আশা সেখানে অলিক কল্পনা" ।
আসলেই এমন ঘটনাতো এই প্রথম না আমাদের দেশে । খুন হবে , ধর্ষন হবে অতঃপর অপরাধি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে সমাজের মাঝে । এইতো স্বাভাবিক । সাগর-রুনির মত সাংবাদিক যেখানে বিচার পায়নি তনু আর কি সেখানে । আর ধর্ষন ? এটাতো কোন অপরাধই না । প্রতিনিয়তই ধর্ষনের শিকার হচ্ছে আমার দেশ । হয়তো কখনো কোন নরপশু পুরুষ রুপে ধর্ষন করছে নারীকে । অথবা সেই নরপশুই নেতা রুপে ধর্ষন করছে আমাদের সমাজ কে ,জনগন কে । আর বিচার চাইবেন ? প্রশ্ন হল কার কাছে চাইবেন ? যেখানে বিচার চাইতে যাবেন সেখানেই দেখতে পাবেন অন্য একদল নরপশু বিচারক রুপে ধর্ষন করছে গোটা বিচার ব্যাবস্থাকে । বিচার চাইতে যাওয়া মানে টেকনিক চেন্ঞ্জ করে আরেকবার ধর্ষিত হওয়া ছাড়া আর কিছুই না । কারন ধর্ষক নয় আমাদের দেশে অপরাধী হল ধর্ষিতা ।
লন্ডনে জয়কে অপহরনের বিচার ঠিকই হয় কিন্ত তনুর নির্যাতন ও হত্যার আসামিই সনাক্ত করা যায় না । যাই হোক আমাদের রাষ্ট্র ব্যাস্থার তো এটাই নীতি Just Ignore It & be happy. আশাকরি বাঙ্গালী তার জাতীয় নীতি সসম্মানেই বহাল রাখবে এবং সাগর-রুনি , মাওলানা ফারুকি , অভিজিত দের মত তনুকেও দ্রুত ভূলে যাবে ।
আমরা হয়তো আবেগে তাড়িত হয়ে কিছুদিন এসবের বিচার চেয়ে আন্দোলন করবো । এবং যথানিয়মে সব ভুলেও যাবো । সাগর-রুনি অথবা তনু এরা কেউই আমাদের আপনজন না , তাই তনুর পরিবার অথবা সাগর-রুনির ছোট্ট ছেলেটি প্রতিমুহুর্তে যে অসহ্য যন্ত্রনা সহ্য করছে তা আমরা কখনোই বুঝবো না । কিন্তু কাল যে আমার সাথে আমার পরিবারের সাথে এমনটা হবেনা তার কি গ্যারান্টি আছে ? যদি এমন কিছু হয় তখন হয়তো বুঝবো যে সময়টা আসলে একমাসে না ২৫,৯২,০০০ সেকেন্ডে হিসাব করতে হয় ।
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১
Mmh Mahamud বলেছেন: আসলে মিনিট হবে । ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ।
২|
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫
আরণ্যক রাখাল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।
সরকার এটার বিচার করবে না স্বাভাবিক। কারণ, এখন সরকার সেনাবাহিনীকে খ্যাপাতে চায় না, তাদের ক্ষমতায় থাকার জন্য সেনাবাহিনীকে সন্তুষ্ট রাখা খুব জরুরী।
বাংলাদেশ আক্ষরিক অর্থেই একটা অসভ্য দেশ। এদেশে সামান্য পিয়ন হতে হলে ডিগ্রি পাশ করা লাগে অথচ রাজনীতিবিদ হতে গেলে কোন ডিগ্রি লাগে না। যলে মূর্খের হাতে আছে শাসন। ওদের কাছ থেকে আর কী আশা করা যায়।
আমাদের দেশের সমস্যা যদি একটা হতো তাহলে তনু হত্যাকাণ্ডের সমাধান হয়েই যেত এতোদিনে। কিন্তু গণ্ডায় গণ্ডায় প্রবলেম। এতো সমস্যা যে আমরা একটা সমস্যা নিয়ে বেশি চিল্লাচিল্লিকে বাড়াবাড়ি মনে করি।
বাংলাদেশে সবকিছু আন্দোলন করে আদায় করে নিতে হয়! এই যে সুন্দরবনে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে যা সুন্দরবনের জন্য ক্ষতিকর, চরমভাবে- এটা কতৃপক্ষ জানে না, বিশ্বাস করতে কষ্ট হয়। এই সরল সোজা জিনিসটার জন্যও আন্দোলন করতে হয়, এখানে। মানুষের নিরাপত্তা দেয়াটা রাষ্ট্রের দায়িত্ব। কাউকে খুন করা হলে, ধর্ষণ করা হলে, রাষ্ট্র ব্যবস্থা নেবে। হত্যাকারী, ধর্ষণকারী- এদের বিচার করাটা রাষ্ট্রের কাজ। অথচ, তনুর জন্য আন্দোলন করতে হলো। আর আন্দোলন করেই বা কী পেলাম?
এখানে, বাংলাদেশ, যা আমাদের প্রাপ্য, তা পাওয়ার জন্যও আন্দোলন করতে হয়, রাস্তায় নামতে হয়।
মাঝেমাঝে মনে হয়, ইংরেজরা থাকলেই ভালো ছিল। অন্তত সভ্য কিছু মানুষ শাসন করতো আমাদের!
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৮
মো: আবু আসলাম বলেছেন: ৪৩,২০০ সেকেন্ড না মিনিট?