নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে তা হল তার কল্পনা, আর জেগে জেগে যে স্বপ্ন দেখে তা হল তার সংকল্প ।

Mmh Mahamud

রাজ্যহীন রাজপূত্র

Mmh Mahamud › বিস্তারিত পোস্টঃ

অষ্ট্রেলিয়ায় চলছে ক্যাঙ্গারু নিধন যজ্ঞ ! ! !

২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:২২

ক্যাঙ্গারু - নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বুকের বিশেষ থলেতে বাচ্চা নিয়ে দ্রুত পদে লাফিয়ে চলা একটি প্রানীর প্রতিচ্ছিবি । তার সাথে অজ্ঞতা ভেসে ওঠে সাগর তীরে সিডনি অপেরা হাউজের চিরচেনা ছবিটাও । উঠবেই না বা কেন , ক্যাঙ্গারুদের বাসস্থান যেখানে সেই অস্ট্রেলিয়ার রাজধানী যে সিডনী !
যথারিতী অস্ট্রেলীয়ার জাতীয় পশুও এই ক্যাঙ্গারু । এমনকি বিশ্ব দাঁপীয়ে বেড়ানো অস্ট্রেলীয়ান ক্রীয়া দলগুলোর স্মারক চিহ্ন হিসেবে ব্যাবহার করা হয় এদের । কিন্তু এবার নিজের ঘরেই নিগৃহীত হচ্ছে বিশ্বের বিরল বৈচিত্রময় এ প্রানীরা । গত ৩ মাসে ১০টি ক্যাঙ্গারু অভয়ারন্য এলাকাতেই শিকারীদের গুলিতে প্রান হারিয়েছে ১৫০০ ক্যাঙ্গারু । তবে আপনার যদি মনে হয় জাতীয় প্রানী হত্যার দায়ে শাস্তির মুখোমুখি হতে হবে শিকারীদের তবে তা নেহায়েৎই ভূল ধারনা । কারন , ক্যাঙ্গারু বধকারীদের যে ভাড়া করেছে খোদ অস্ট্রেলীয়ান সরকার !
অস্ট্রেলীয়া সরকারের দাবী পরিবেশের ভারসম্য রক্ষা করতেই চালানো হচ্ছে এ হত্যা যজ্ঞ । ক্যাঙ্গারু এমনিতে নীরহ প্রানী হলেও খাবারের সন্ধানে হরহামেশাই হানা দেয় স্থানীয় সবজী ক্ষেতে এবং বিনষ্ট করে সবজী ও কচি গাছপালা । তাই অস্ট্রেলীয়ায় সম্প্রতি ক্রমবর্ধমান ক্যাঙ্গারুগোষ্ঠি অস্ট্রেলীয়ার কৃষি ও পরিবেশের জন্য খুব একটা সুবেধের নয় ।তাই বিগত কয়েকবছর ধরেই এভাবে ক্যাঙ্গারু নিধন করে রক্ষা করা হচ্ছে পরিবেশের ভারসম্য ।
তথ্য অনুযায়ি সরকারের ভাড়া করা শিকারীদের হাতে বিগত ৩ বছরে মারা পড়েছে ৪ হাজারেরও অধিক ক্যাঙ্গারু । এবছর মে মাসে আবার নতুন করে ৩ মাস মেয়াদি ক্যাঙ্গারু নিধন অভিযানে নিয়োগকরা হয় শিকারীদের যার মেয়াদ শেষ হবে আগামী ১লা আগস্ট ।
এসময়ের মধ্যে শিকারীরা হত্যা করবে ১,১৯১ টি ক্যাঙ্গারু । তবে ক্যাঙ্গারু হত্যার ক্ষেত্রে কিছু বিধী-নিষেধ মেনে চলতে হচ্ছে শিকারীদের । হত্যার সময় প্রানীদের কষ্ট লাঘব করতে কাছে গিয়ে সোজা মাথায় টার্গেট করে গুলি করতে বলা হয়েছে তাদের । যাতে জন্তুগুলো আংশিক আহত হয়ে কষ্ট না পায় এবং দ্রুত মৃত্যু নিশ্চিত হয় ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:৪৪

মারজানি বলেছেন: আহা বেচারা ক্যাঙ্গারু :(

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৩:০২

Mmh Mahamud বলেছেন: :-(

২| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৩:১৮

আহম কামাল বলেছেন:


এই খবরটা পড়ে বাংলাদেশের গ্রাম-বাংলার সেই প্রবচনটি মনে পড়ছেঃ
"ভাত খাওয়ানোর মুরোদ নাই, কিল মারনের গোঁসাই"।

৩| ২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৩৩

মূল-উপদল বলেছেন: ওদের এমনিতেই বর্বর বললে বেশি বলা হয় না, সাদারা সেই দিবসকে জাতীয় দিবস পালন করে যেই দিন তারা অগুনতি নেটিভদের মেরে অই আইল্যান্ড দখল করে অস্ট্রেলিয়া নাম দেয়

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৫

Mmh Mahamud বলেছেন: দুর্ধর্ষ জাতী বৈকি ! রক্তে এমন বর্বরতা না থাকলে কী আর খেলার মাঠ দাঁপিয়ে বেড়ানো যায় । আর এরা তো ইংরেজদেরই বংশধর । এর চেয়ে ভাল আর কীই বা আশা করা যায় তাদের কাছ থেকে ।

৪| ২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মূল-উপদল বলেছেন: ওদের এমনিতেই বর্বর বললে বেশি বলা হয় না, সাদারা সেই দিবসকে জাতীয় দিবস পালন করে যেই দিন তারা অগুনতি নেটিভদের মেরে অই আইল্যান্ড দখল করে অস্ট্রেলিয়া নাম দেয়

++++++++++++++++++++

৫| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৫

সিলা বলেছেন: ইস..... কি সন্দর প্রানী গুলর এই দুর্দশা :(

৬| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৩

জুন বলেছেন: ক্যাংগারু না মেরে তার চেয়ে ওদের জন্য খাবারের বন্দোবস্ত করুক, অর্থাৎ তাদের জন্য সব্জী ক্ষেত লাগানো হোক। তাদের মত উন্নত দেশে কত হাবিজাবি কাজের জন্য তো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে, যেমন আতশবাজি যা একবার আকাশে উঠে মুহুর্তের মধ্যে মিলিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.