নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাকালের অনন্ত সীমায় একদিন হারিয়ে যাব আমি।

''প্রভু, ভুল ভেঙ্গে দাও; যে ভুলে তোমারে ভুলি, হিরা ফেলে কাচ তুলি, আমার সেই ভুল তুমি ভেঙ্গে দাও প্রভু।''

এম এম হোসাইন

সহজ সরল

এম এম হোসাইন › বিস্তারিত পোস্টঃ

ক্যান্সার চিকিৎসার জন্য বাংলাদেশের সবচেয়ে ভাল হাসপাতাল (প্রাইভেট) কো্নটা ? কারো জানা থাকলে জানাবেন প্লিজ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৯

ক্যান্সার চিকিৎসার জন্য বাংলাদেশের সবচেয়ে ভাল হাসপাতাল (প্রাইভেট/বেসরকারি তবে এপোলো ও স্কয়ার বাদে, কারন এত টাকা নাই) কো্নটা ? কারো জানা থাকলে জানাবেন প্লিজ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৫

কানাবাছুর বলেছেন: http://www.kyamch.org ... এই লিংকটা দেখেন...খুবই ভাল এবং কম খরচ...

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৭

কানাবাছুর বলেছেন: http://kyamch.org/cancer/kyamch_cancer_center/ ...

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩০

এম এম হোসাইন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৯

সাইফুল ইসলাম এলিন বলেছেন: জাপান বাংলাদেশ হসপিটাল। ধানমনডি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩১

এম এম হোসাইন বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৩

ভারসাম্য বলেছেন: কি ধরণের ক্যান্সার? রেডিয়েশন থেরাপীর জন্য সিরাজগঞ্জ এর খাজা ইউনুস আলী মেডিকেল সবচেয়ে অত্যাধুনিক মেশিন এনেছিল শুনেছিলাম।খরচ কেমন জানিনা।

আর কেমোথেরাপীর ক্ষেত্রে মেডিসিনের দামই অনেক। দেশের ভাল কোন ক্যান্সার বিশেষজ্ঞের অধীনে প্রাইভেট চিকিৎসা নেয়ার চেষ্টা করতে পারেন। অবশ্য এ ব্যাপারে এর বেশি কিছু বলতে পারছিনা। আপনার/আপনার রোগীর ক্যান্সারের ধরণ উল্লেখ করে আরেকটু বিস্তারিত দিলে হয়তো আরো ভাল সাড়া পেতে পারেন।

পরিশেষে রোগীর আরোগ্য কামনা করছি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৭

এম এম হোসাইন বলেছেন: মন্ত্যবের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
প্রস্টেট ক্যান্সার। অপারেশন ও কেমোথেরাপী লাগতে পারে। আমাদের বাসা যেহেতু ঢাকায় তাই ঢাকায় হাস্পাতালের ঠিকানা দরকার।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৬

ভারসাম্য বলেছেন: উপরে দেয়া লিংকটাই খাজা ইউনুস মেডিকেলের। আমারও মনে হয় ওটা ভাল হতে পারে।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৮

রাজ হাসান বলেছেন: খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল , এনায়েতপুর , সিরাজগন্জ।

ফোনঃ ৮৮০৭৫১ ৬৩৭৬১-৩,৮৮০১৭১৬২৯১৬৮১
ফ্যাক্সঃ ৮৮০৭৫১৬৩৮৫৩
ঢাকা তথ্যকেন্দ্র ফোনঃ ৮৮০২৮১৫৩৩৮৯,৮৮০২৮১২৮৬৪৩,৮৮০১৭১৬২৯১৬৮০।


ইমেইল: [email protected] Web: http://www.kyamch.org

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৮

এম এম হোসাইন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৭

গুনাহগার বলেছেন: 1. Cancer Institute, Mohakhali
2. Ahsania Missn cancer hospital, Mirpur-13
3. Delta Hospital, Paikpara, Mirpur.

Cancer Institute e costing lowest, bt table er nich die taka na dile serial e paben na.

Porer 2 ta private, 2 ta valo Cancer treatment e.

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৭

এম এম হোসাইন বলেছেন: সুন্দর মন্ত্যবের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২০

শোভন এক্স বলেছেন: আমার বাবার প্রস্টেট ক্যান্সার ধরা পড়েছিলো ২০০১ সালে। মুম্বাইয়ের টাটা মেমরিয়াল হসপিটালে গিয়ে অপারেশন করে প্রস্টেট গ্ল্যান্ড বাদ দেয়া হয়েছিলো। কোন কেমোথেরাপি বা রেডিয়েশন দরকার হয়নি। এখন পর্যন্ত আর কোন সমস্যাও হয়নি। কাজেই দু:শ্চিন্তা করবেননা, রোগীকে মনে সাহস রাখতে বলবেন, আর একদম দেরি করবেননা ট্রিটমেন্টের জন্য। শুভকামনা থাকলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৪

এম এম হোসাইন বলেছেন: সুন্দর মন্ত্যবের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.