নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাকালের অনন্ত সীমায় একদিন হারিয়ে যাব আমি।

''প্রভু, ভুল ভেঙ্গে দাও; যে ভুলে তোমারে ভুলি, হিরা ফেলে কাচ তুলি, আমার সেই ভুল তুমি ভেঙ্গে দাও প্রভু।''

এম এম হোসাইন

সহজ সরল

এম এম হোসাইন › বিস্তারিত পোস্টঃ

'ইসলাম শিক্ষা' বইয়ের নাম পরিবর্তন করে ''ইসলাম ও নৈতিক শিক্ষা' করার কারন কি?

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

'ইসলাম শিক্ষা' বইয়ের নাম '' ইসলাম ও নৈতিক শিক্ষা' করার কারন কি?



ইসলামে কি নৈতিক শিক্ষা নেই?



মুসলমানদেরকে কি নৈতিক শিক্ষা আলাদা ভাবে শিখতে হবে?!?

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

তনম্য় বলেছেন: সিমপল হিসাব! অন্য ধরমের লোকেরা একটু পড়ে দেখার জন্য কি আছে বিতরে।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯

এম এম হোসাইন বলেছেন: তাহলে তো নিয়ত ভাল বলেই মনে হচ্ছে।

২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২

মদন বলেছেন: ইসলাম শিক্ষা > ইসলাম ও নৈতিক শিক্ষা > নৈতিক শিক্ষা

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬

এম এম হোসাইন বলেছেন: আপনার চিন্তা অমূলক নয় বলেই মনে হচ্ছে।

৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

পাগলামামা বলেছেন: বর্তমানে সকল ধর্ম বই এর নামে নৈতিক শিক্ষা লেখাটা আছে। যেমন-ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

এম এম হোসাইন বলেছেন: ভাই, আমার প্রশ্ন তো এখানেই। নৈতিক শিক্ষা কি আলাদা কিছু?
ধর্মে কি নৈতিক শিক্ষা নেই?

এত এত কাজ পরে থাকতে নামটা পরিবর্তন করার কি আলাদা কোন উদ্দেশ্য আছে?

এই নাম পরিবর্তন করে আসলে কি লাভ হল তা বুঝতেছি না বলেই এই পোষ্ট দিলাম।

৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২

মুহম্মদ মুসাদ্দিক হুসাইন সাজু বলেছেন: ইসলাম শিক্ষা নাম কেন বদল করা হল??? জানতে চাই।

ইসলামে কি নৈতিক শিক্ষা নেই?

''ইসলাম ও নৈতিক শিক্ষা' বদলে ''ইসলাম শিক্ষা' করা হোক

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

এম এম হোসাইন বলেছেন: ভাই, আমি আসলে বুঝি না এইসব বেহুদা কাজ গুলি সরকার কেন করতে যায়? এতে আসলে লাভটা কি?

৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭

এম.ডি জামান বলেছেন: এটাই হল ধর্ম নিরপেক্ষতা।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

এম এম হোসাইন বলেছেন: ধর্ম শিক্ষার বইও কি ধর্ম নিরপেক্ষ হবে?

৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭

শিপু ভাই বলেছেন:
ইসলাম যে নৈতিকতার শিক্ষা দেয়- শুধুমাত্র নামাজ কালামই শিখায় না- তারজন্য এই নামকরন!!!

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

এম এম হোসাইন বলেছেন: তাহলে তো নিয়ত ভাল বলেই মনে হচ্ছে।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২

এম এম হোসাইন বলেছেন: ভাই, আমার কেন জানি মনে হয় সরকার এই বেহুদা কজগুলি করতে গিয়ে শুধু শুধু মানুষের সমালোচনা করার সুযোগ করে দিচ্ছে। এতে করে কোন লাভ হচ্ছে কি?

৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩০

এম.ডি জামান বলেছেন: ইসলাম ও নৈতিক শিক্ষা যদি সকলের জন্য পড়া বাধ্যতামূলক হতো তাহলে আপনার কথা মানা যেত - শিপু ভাই।

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

এম এম হোসাইন বলেছেন: শুধু ''নৈতিক শিক্ষা'' শব্দটা যোগ করলেই কি সমাজে নৈতিকতা চলে আসবে? এই শব্দটা বরং সমাজিক বিজ্ঞান বইতে ''সমাজ ও নৈতিক শিক্ষা'' নামে দিতে পারত।

যাই হোক আশা করি সরকার ভবিষ্যতে এই বেপারে সচেতন থাকবে।

৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

এম. মাসুদ আলম. বলেছেন: akjon college chatra rape korlo, akjon madrasha chatra rape korlo. Tader moddha babodhan ki? Tader ki nai? Ans: noitik shikkha.

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

এম এম হোসাইন বলেছেন: জি ভাই, আপনি ঠিকই বলেছেন, আমাদের সমাজ থেকে নৈতিক শিক্ষা দিন দিন হারিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার প্রতিটা ক্ষেত্রে নৈতিক শিক্ষা জরুরী।

৯| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

শিপু ভাই বলেছেন:
যারা শুধু খুত খোঁজে তারা সব কিছুতেই ভুল পাবে।

"ইসলাম ও নৈতিক শিক্ষা"- সমস্যা কি???

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

এম এম হোসাইন বলেছেন: শিপু ভাই, আমিও কিন্তু পাল্টা প্রশন করতে পারি যে আগে শুধু "ইসলাম শিক্ষা" ছিল তাতে কি সমস্যা কি ছিল?

একথা সত্যি যে কারো খুত ধরা সহজ। তবে সম্ভবত কোন উদ্দেশ্য না থাকলে নাম চেঞ্জ করত না! আমি সেই উদ্দেশ্যটা কি তাই জানতে চেয়েছিলাম।

১০| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯

লেজ কাটা শেয়াল বলেছেন: ''ইসলাম ও নৈতিক শিক্ষা' বদলে ''ইসলাম শিক্ষা' করা হোক
এখানে সূক্ষ্ম উদ্দেশ্য কাজ করেছে বোলে মণে করী।

১১| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

শিপু ভাই বলেছেন:
কোন সমস্যা ছিল না। তবে আগের চেয়ে এবার নৈতিক বিষয়গুলোতে বেশি জোর দেয়া হয়েছে। শুধু ইবাদত বন্দেগী ই না ইসলাম যে আমাদের নৈতিকতা ও মনুষ্যত্বের শিক্ষা দেয় সেটা ফোকাস করার জন্য এই নামকরন।

:)

থিংক পজিটিভ!!! এম্নেই আমাগো নেগেটিভ জিনিসের অভাব নাই!!!

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২

এম এম হোসাইন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.