নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাকালের অনন্ত সীমায় একদিন হারিয়ে যাব আমি।

''প্রভু, ভুল ভেঙ্গে দাও; যে ভুলে তোমারে ভুলি, হিরা ফেলে কাচ তুলি, আমার সেই ভুল তুমি ভেঙ্গে দাও প্রভু।''

এম এম হোসাইন

সহজ সরল

এম এম হোসাইন › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ ও তার রাসুল (স) কে যে যত গালি দিতে পারবে সে তত বেশি মুক্তমনা, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক!!!???

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৮


আল্লাহ ও তার রাসুল (স) কে যে যত গালি দিতে পারবে সে তত বেশি মুক্তমনা, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক!!!??

ভাব দেখে মনে হয় মুক্তমন ও বিজ্ঞানের ঠিকাদারি দেয়া হয়েছে তাদেরকে।

আপনি নাস্তিক হন, সমস্যা নাই, কিন্তু মানুষকে ভালবাসতে শিখুন, মানুষের প্রতি নুন্যতম শ্রদ্ধাবোধ যেন আপনার মধ্যে থাকে। তা না হলে সাময়িক উত্তেজনা সৃস্টি করতে পারবেন হয়তো, কিছু লোককে নিজেদের দলেও পেয়ে যাবেন, কিন্তু মানুষের ভালবাসা পাবেন না।

নবী রাসুলগন ভালবাসার মাধ্যমেই মানুষের মন জয় করেছেন। তাই যুগ যুগ ধরে লক্ষকোটি মানুষ রাতের অন্ধকারে নবীর নামে দরুদ পড়ে চোখের জলে বুক ভাষায়। আপনি তাদের সাথে একমত না হতে পারেন, কিন্তু তাদেরকে দিনের পর দিন কটুকথা শোনানোর দরকার কি আপনার?

মনটাকে একটু বড় করুন। একটু সময়ের জন্য সত্যিকারের মুক্তমনা হোন, সব চিন্তা ঝেড়ে ফেলে একবার সেই বৃদ্ধলোকটির (হয়ত সে আপনার বাবা কিংবা দাদা) দিকে তাকান, তাকে অপমান করতে আপনার কি একটুকুও খারাপ লাগবেনা? আমার তো মনে হয় অবশ্যই আপনার খারাপ লাগবে যদি আপনি সত্যি সত্যি মানুষ হয়ে থাকেন। আমার
বাবাকে আমি যতটা ভালবাসি আমার নবীকে আমি তার চেয়েও বেশি ভালবাসি। এটা বুঝার ক্ষমতা যদি আপনার নাই থাকে তাহলে আপনি নিজেকে মুক্তমনা দাবি করতে পারেন কি?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৪৩

সুমাইয়া আলো বলেছেন: নাস্তিক মানেই কিন্তু ইসলামের বিরোধীতা নয়, এই গুলো ইসলাম বিদ্ধেশি, তাই মুক্তমনা হওয়া মানেই যদি হয় ইসলামকে সমালোচনা করা,
মুক্তমনা লেখক হওয়া মানে ই যদি হয়
নবী মুহাম্মাদ (সাঃ) কে কটুক্তি করা
তাহলে ঐ সব মুক্তমনা লেখক দের
রাস্তায় জবাই করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.