নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইল্লা কাটা।

মোঃ মোশাররফ হোসাইন

আমি মনের এলোমেলো ভাবনাগুলি লিখার চেষ্টা করছি।

মোঃ মোশাররফ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

ডাক্তাররা "হাটুরে কিল" খাচ্ছেন - ৪

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৮

মনে করেছিলাম এই সিকুয়েল আর লিখবোনা। লিখতে বসলাম আত্মগ্লানিতে। আমরা কেন শুধু ডাক্তারদের কিল মারলাম? এই সমাজে কে আমাদের ছেড়ে কথা বলছে? অপেক্ষাকৃত "নিরীহ" প্রাণী বলে আমরা শুধু ডাক্তারদের ধরলাম? আসুন দেখি পাশাপাশি রেখে ঘটনা কি হচ্ছে।



১) আমরা কক্ষনো নাকে কাঁদি না উকিল/বারিস্টার আমার চামড়া তুলে টাকা নিয়েছে। ওদের কক্ষনো কসাই ডাকি না। কারণ: সে আমাকে প্রমিস করেছে আমার হয়ে সে বাঁশটা দিয়ে দিবে। এক্কেবারে "আন ক্লিন" বাঁশ



২) আমি একবার এক ল' কলেজে ভর্তির খোঁজ নিতে গেলে আমাকে জিজ্ঞাসা করলো "এই বছর ভর্তি হবেন না গত বছর?"



৩) আমরা সানন্দে ঘুষ দিয়ে আমাদের লোন নিয়ে নেই কক্ষনো বলিনা ব্যাংকার "কসাই "।



৪) এই সমাজে ডাক্তাররাই কেবল তাদের মেধা ও যোগ্যতা দিয়ে রোগী দেখে মরার আগের দিন পর্যন্ত সৎ উপার্জনে চলতে পারবেন। গ্যারান্টিড।



৫) একমাত্র ডাক্তার বিনা ফিতে যে পরিমান রোগী দেখে তা টাকা ছাড়া অন্য প্রফেসনের লোকেরা করে না।



৬) আমরা কেন আশা করবো ডাক্তার আমাকে সবার আগে বা বিনা টাকায় দেখবে? রোগ আমার দুর্বলতা। এটাকে পুঁজি করে মানবতার দোহাই করে আর মৌচাকের মোড়ে লেমিনেট করা কাগজ দেখিয়ে ভিক্ষা করা আমার কাছে এক।



ডাক্তারদের বলছি আপনারা প্রতিবাদ করুন আপনাদের সেই স্বজাতীয়দের :



১) যারা দালাল রাখেন রোগী ধরার জন্য।



২) যারা বিনা প্রয়োজনে রোগীকে অপারেশন টেবিলে শোয়ায়।



৩) যারা প্রেসক্রিপশনের বাঁ দিকে ডায়াগনসিস লিখে না।



৪) যারা ক্লিনিকের সাথে আঁতাত করে ভুয়া ইন্ভেস্টিগেশন লিখে।



৫) যারা ম্যালিগ্নান্ট আর বেনাইন গ্রোথ এর পার্থক্য বোঝেনা।



৬) যারা রোগীদের সাথে দুর্ব্যবহার করে।



৭) যারা দিনের পর দিন হাসপাতালের ইকুইপমেন্ট বিকল করে রাখে। নতুন ইকুইপমেন্ট এর প্যাক খোলে না।



৮) ভর্তি পরীক্ষায় ফেলকরাদের মেডিকেল এ ভর্তি করার।



৯) যারা নামের পেছনে একগাদা আলফাবেট বসায়/ভিয়েনা ডিগ্রী বসায় রোগীকে বিভ্রান্ত করার জন্য।



আপনারা প্লিজ নিজেদের হোমিও বা কলিকাতা হারবালের শ্রেণীতে নামিয়ে আনবেন না। আমরা আমাদের নিজেদের সবচেয়ে ভালবাসি আর অসুস্থ হলে নিশ্চিন্তে এই ভালবাসার শরীরটাকে আপনাদের হাতে ছেড়ে দিতে চাই। কোনো সন্দেহ মনে আনতে চাই না। প্লিজ আবার রেগে গিয়ে আমাকে "Hard bed rest, Nothing through mouth" লিখে দেবেন না !!!!!



মাত্র গুটি কয়েক ডাক্তার নামের কলংকের জন্য এই মহৎ পেশাটিকে ধ্বংশ হতে দিবেন না।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনারা প্লিজ নিজেদের হোমিও বা কলিকাতা হারবালের শ্রেণীতে নামিয়ে আনবেন না। আমরা আমাদের নিজেদের সবচেয়ে ভালবাসি আর অসুস্থ হলে নিশ্চিন্তে এই ভালবাসার শরীরটাকে আপনাদের হাতে ছেড়ে দিতে চাই। কোনো সন্দেহ মনে আনতে চাই না। প্লিজ আবার রেগে গিয়ে আমাকে "Hard bed rest, Nothing through mouth" লিখে দেবেন না !!!!!

মাত্র গুটি কয়েক ডাক্তার নামের কলংকের জন্য এই মহৎ পেশাটিকে ধ্বংশ হতে দিবেন না।

৯ দফায় ;) সহমত ++++

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৮

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আজ বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এর বিজ্ঞাপন দেখে মন ভরে গেলো। আপনাদের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। আপনারা সুদ্ধি অভিযান চালিয়ে যান, আমরা পাশে থাকব।

৩| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৫

দখিনা বাতাস বলেছেন: উকিল পুলিশ ঘুসখোর সরকারী কর্মকর্তা বা তদবিরের টাকা নেওয়া রাজনীতিবীদ-- কাউকে আমরা গালি দেইনা বা কসাই ডাকিনা কারন, এরা াপনার টাকা নিয়ে রাতকে দিন বানিয়ে দিবে। দিনকে রাত। দিয়ে যা করতে বলবেন তাই করবে। কিন্তু ডাক্তাররা টাকাও নিবে উল্টা ভুল চিকতসা করে আপনারে যমের দুয়ারে পাঠাবে।

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩০

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আপনার কথাটা অর্ধ সত্য। বেশীর ভাগ ভালো কিছু খারাপ। এবার ধাক্কা খেয়ে মনে হয় পরিবর্তন আসবে। আজ দেখেন জাতীয় দৈনিকে ওদের বিজ্ঞপ্তি। একটু হলেও হুঁশ ফিরেছে।

৪| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১০

মিজানুল হক বলেছেন: আমি একবার এক ল' কলেজে ভর্তির খোঁজ নিতে গেলে আমাকে জিজ্ঞাসা করলো "এই বছর ভর্তি হবেন না গত বছর?" -------মজা পাইলাম।

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৫

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আরও অনেক পয়েন্ট ছিল মন্তব্য আশা করেছিলাম।

৫| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

সোহানী বলেছেন: সহমত........ কিন্তু ডাক্তাররা যত সহজে যমের দুয়ারের টিকেট কেটে দিতে পারে অন্যদেরটা একটু সময় লাগে... সেই কারনেই এ নাম করন। যাহোক আমার ফ্যামিলির সবাই ডাক্তার হয়েও যে কুৎসিত অভিগ্ঙতা হয়েছে তা আর নাই বললাম কারন নিজের গায়ে থুথু ছিটাতে নেই।

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আপনার জন্য সহানুভূতি রইলো। দোয়া করি যেন অন্য কোনো প্রফেসনের লোকের সঙ্গে আপনার কোনো তিক্ত অভিজ্ঞতা হোক। তাহলে "জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াই " বুঝতে পারতেন। বিশ্বাস করুন তেমন অবস্থাও করতে পারে। আমাদের যে ক্ষয় ধরেছে তাতে সব কিছুই ভয়ংকর হয়ে উঠছে।

৬| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮

সচেতনহ্যাপী বলেছেন: সাধারন একটা ব্যাপার,আজকাল বেশীর ভাগ বাচ্চার ক্ষেত্রেই অপারেশন করতে হচ্ছে, কারনটা কি "বাচ্চারা আধুনিক হয়ে স্বাভাবিক উপায়ে দুনিয়া দেখতে চাচ্ছে না?? যদি উত্তর না বোধক হয়, তাহলে কেন এবং কি জন্য??

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৮

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আপনি একটি অত্যন্ত জরুরী ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। ডেলিভারির যে সমস্ত পদ্ধতি আছে, এর মধ্যে সিজারিয়ানটা খুব বেশী হচ্ছে হচ্ছে। নরমাল ডেলিভারী চোখেই পড়ে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট ডাক্তাররাই ভালো বলতে পারবে। আমার মন্তব্য করা ঠিক হবে না। আপনাকে ধন্যবাদ।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫১

ইমিনা বলেছেন: আমরা আমাদের নিজেদের সবচেয়ে ভালবাসি আর অসুস্থ হলে নিশ্চিন্তে এই ভালবাসার শরীরটাকে আপনাদের হাতে ছেড়ে দিতে চাই। কোনো সন্দেহ মনে আনতে চাই না। প্লিজ আবার রেগে গিয়ে আমাকে "Hard bed rest, Nothing through mouth" লিখে দেবেন না !!!!!
...
দারুন বলেছেন ভাইয়া। এর চেয়ে আর কতোটা ভালো বলা যাবে তা আমার ভাবনায় আসছে না। ধন্যবাদ ।।

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৩

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩০

জন কার্টার বলেছেন: :| :| #:-S #:-S

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: B:-) B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.