নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইল্লা কাটা।

মোঃ মোশাররফ হোসাইন

আমি মনের এলোমেলো ভাবনাগুলি লিখার চেষ্টা করছি।

মোঃ মোশাররফ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

গাউন

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

বলুন তো অফিসিয়াল কাজে কোথায় কোথায় গাউন ব্যাবহার করা হয়? মাত্র তিনটি জায়গায়।

১) ধর্মীয় কাজে
২) বিচার কাজে এবং
৩) শিক্ষা ক্ষেত্রে

তিন নাম্বারটা নিয়ে সন্দেহ? কেন গ্রাজুয়েশন এর সময় গাউন পড়েননি?

এই ভুমিকা করার একমাত্র কারণ আপনাদের মনে করিয়ে দেয়া শিক্ষার গুরুত্ব। বলা হয় এটা ঈশ্বর প্রদত্ত। তাই যে ডিগ্রী দেয় এবং যে নেয় সবাই গাউন পড়ে।

এবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরিক্ষার রেজাল্ট দেখলাম। ক ইউনিট ২০%, খ ইউনিট ১৪%, গ ইউনিট ১৭% এবং ঘ ইউনিট মাত্র ৯% পাশ!!!!!

অথচ দেশ এ প্লাস এর বন্যায় ভেসে যাচ্ছে। জেলায় জেলায় এ প্লাস দের সম্বর্ধনা!!! অথচ ভর্তি পরিক্ষায় পাশের হার????

এইচ এস সি লেভেলের মান কি এতই নেমে গেলো যে সামান্য পাশ মার্ক তুলতে পারছে না? নাকি ঢাকা ইউনিভার্সিটি তার এন্ট্রি লেভেল এর মান অনেক উপরে তুলে দিয়েছে?

শিক্ষাটা নিয়ে প্লিজ খেলাধুলা বন্ধ করেন। শিক্ষার স্থান অনেক উপরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
ক ইউনিট ২০%, খ ইউনিট ১৪%, গ ইউনিট ১৭% এবং ঘ ইউনিট মাত্র ৯% পাশ?

অযথা মানুষকে বিভ্রান্ত করেন কেন? এটা কি পাবলিক পরিক্ষা?
এসব পাসফেলের কোন ব্যাপার না। লক্ষ লক্ষ ভর্তিচ্ছুদের ভেতর থেকে কয়েশতকে কম পরিশ্রমে সিলেক্ট করার কৌশল।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি আমি বিভ্রান্ত কিভাবে করলাম? ১২ বছর লেখাপড়া করার পর পাশ মার্ক তুলতে পারবে না, আর আপনি বলছেন এটা ব্যাপার না? "লক্ষ লক্ষ ভর্তিচ্ছুদের ভেতর থেকে কয়েশতকে কম পরিশ্রমে সিলেক্ট করার কৌশল" আপনার এই ব্যাখ্যা মেনে নিতে পারছি না।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

মঞ্জু রানী সরকার বলেছেন: এই সব হলো গাইহ বই পড়ার ফল

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: গাইড বই হয়তো অনেক কারণের একটা। মান কোথায় গিয়েছে দেখেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.