নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

আমার বইপড়া ও ব্লগে পঞ্চবার্ষিকী পূর্তি!

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪

বইপড়া কবে ছেড়ে দিয়েছি - এটি অভিমানের কথা। আসল কথা হলো, বই পড়তে চাই, পড়তে পারি না। ক্লান্ত দেহে মন ভাগাভাগি হয়ে যায়। প্রথম মনে বই পড়তে চাই, দ্বিতীয় মনে চাই না। কিন্তু এখনও নীলক্ষেত কিংবা চারুকলা ইনস্টিটিউটের সামনে গেলে পুরান বই কেনার লোভ সংবরণ করতে পারি না! এখনও বইয়ের তাক দেখে মন আনন্দে নেচে ওঠে। বই পড়ার অভ্যাসটিকে কিছুটা নষ্ট করে দিয়েছে অনলাইন নিউজসাইটগুলো। নিউজ আর ভিউজ পড়তে পড়তে বই পড়ার আগ্রহটুকু আর থাকে না। কিন্তু আজ বলবো কিছু বইয়ের পাঠক অভিজ্ঞতার কথা।

আমার কাছে বইপড়া যেন লেখকের মনোজগতে আনন্দভ্রমণ। বঙ্কিমচন্দ্রের 'বিষবৃক্ষ' বা 'কপালকুণ্ডলা', বিভূতিভূষণের 'পথের পাঁচালী', শরৎচন্দ্রের 'শ্রীকান্ত', রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' বা মানিক বন্দোপাধ্যায়ের 'পুতুল নাচের ইতিকথা' পড়ে এমন মনে হয়েছিল। চরিত্র আর কাহিনি পাঠের সীমা অতিক্রম করে আমি পেয়েছিলাম শরৎচন্দ্র আর রবীন্দ্রনাথকে। পেয়েছিলাম স্বয়ং বঙ্কিমচন্দ্র বা বিভূতিভূষণকে। আর পেয়েছিলাম তাদের সময়ের সমাজচিত্রকে দেখার অসামান্য অভিজ্ঞতা। আহা কী যে আনন্দ! পড়তাম, হাসতাম, কাঁদতাম, পায়চারি করে হজম করতাম লেখকের বক্তব্যকে। বই পড়ার সময় মনে হতো আনন্দ সাগরে ডুবে আছি, কেউ তা জানে না।


বিদেশি কোন লেখা ভালো লাগলে আমার মনে একটি সিদ্ধান্ত কাজ করে। তা হলো, বাংলায় অনুবাদ করার জন্য 'অবাস্তবায়নযোগ্য' একটি সিদ্ধান্ত। ক্রিস্টোফার মারলো'র 'ডক্টর ফস্টাস' পরেই সিদ্ধান্ত নিলাম লেখাটি বাংলায় অনুবাদ করতে হবে। এত অভিনব কাহিনি আর বিষয়বস্তু সাধারণ বাঙালি পাঠকের সামনে তুলে ধরা উচিত। বন্ধুদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল এরকম, "আ্ইছে, বাংলায় অনুবাদ করবে! কে পড়বে তোর লেখা? ওটা কি মারলো'র লেখার মৌলিকত্ব ধরে রাখতে পারবে?" এ প্রশ্নের উত্তর দিতে না পারলেও আলবেয়ার ক্যামুর 'দি আউটসাইডার' পড়ে প্রায় অর্ধেক বই অনুবাদ করে ফেললাম। ম্যাকিয়াভেলির 'দ্য প্রিন্স' পড়েও এরকম হলো। ডিকেন্স-এর ‘আ টেইল অভ্ ‍টু সিটিস’। প্ল্যাটো বা সক্রেটিসের 'এপোলজি' পড়েও তাই হলো। এরকম অর্ধেক অনুবাদ আছে অনেক লেখার।

এসব বই পড়ার অভিজ্ঞতা এখনও মনে আছে, মানে হলো এরা এখনও আমার মনে বাস করে। আমার আত্মিক জীবনাচরণকে নাড়িয়ে দিয়েছিল, বলা যায় দৃষ্টিভঙ্গিতে তাৎক্ষণিক পরিবর্তন এনে দিয়েছিল রবার্ট ব্রাউনিং এবং ওয়াল্ট হুইটম্যানের লেখা। ব্রাউনিংয়ের 'রাবাই বেন এজরা' একটি দীর্ঘ কবিতা হলেও ওটার বাংলা অনুবাদ করার চেষ্টা করেছিলাম। হুইটম্যানের কয়েকটি কবিতা অনুবাদ করেছি। সবগুলোই এখানে আছে।

লুকিয়ে লুকিয়ে একটি বই পড়েছিলাম। স্কুল অথবা কলেজ জীবনে। একবার নয়, মোটামুটি তিন/চারবার। মোস্তফা মীরের 'ঈশ্বরের ঘ্রাণ'। পড়েছি খারাপ উদ্দেশ্য নিয়ে, কিন্তু বের হয়েছি ভালো চিন্তা নিয়ে। পড়েছি, থেমেছি, উপলব্ধি করেছি, আন্ডারলাইন করেছি, পাশে নোটও লেখেছি। বইটির সাবটাইটেল দিয়েছিলাম, 'গন্ধশাস্ত্র'। আমার কাছে গন্ধশাস্ত্র বলে মনে হয়েছিল। ওটি যেন বই নয়, একটি লিখিত চিত্রকর্ম!

হুমায়ুন আজাদের লেখার কথা বলে শেষ করা যাবে না! অনেকেই অবশ্য না পড়েই অনেক বলতে পারেন! নিজের লেখা ও বলার স্টাইলের জন্য অনেকের অপছন্দের কারণ হয়েছেন এই জ্ঞানতাপস। তার 'ছাপ্পান্ন হাজার বর্গমাইল'কে বলতে চাই, সমকালীন বাংলার পরিপূর্ণ উপন্যাস। এর প্রথম পাতায় লেখেছিলেন 'মইনুদ্দিন মইনুলকে শুভেচ্ছা’। (আমার নামে ভুল থাকলেও সেটি আমার কাছে অনেক আনন্দের স্মৃতি ছিল। অটোগ্রাফসহ বইটি বেহাত হয়েছে একজন অপাঠকের হাতে!) 'আমার অবিশ্বাস' তেমনই একটি মন জাগানো গ্রন্থ। তার কবিতার চেয়ে উপন্যাস আর প্রবন্ধই আমাকে বেশি আকৃষ্ট করেছে। একই ঘরানার লেখক, স্বশিক্ষিত আরজ আলি মাতুব্বর।


বই পড়লেই কি বিশ্বাস বদলে যায়? আদর্শ বদলে যায়? আস্তিক থেকে নাস্তিক, অথবা নাস্তিক থেকে আস্তিক? কই আমার তো তা হয় নি? নিজেকে বদলে দেবার মতো চাপ নিয়ে বই পড়ি নি। এই আশা নিয়ে বই পড়ি নি যে, সেটি আমার জীবনকে উন্নত করে দেবে। পড়তাম, শুধুই আনন্দের জন্য। বই পড়তে আনন্দ পেতাম। অবশ্য আনন্দ পাবো যেসব বইয়ে, সেগুলোই সংগ্রহ করতাম। বই কেনা, বই পড়া, এর পারিপার্শ্বিক পরিস্থিতি সবই আমার আনন্দের বিষয় হয়ে যেতো। জসিমউদদীনের 'নকশী কাঁথার মাঠ' এবং 'সোজন বাদিয়ার ঘাট' পড়ার সময় যেসব সমকালীন গান তখন বাজতো চারপাশে, সেগুলোও আমার মনে আছে। সেসব গান আবার যখন শুনি, তখন আমার রুপাই আর সোজনের কথা মনে পড়ে। মনে পড়ে বাংলার স্নিগ্ধ ছায়াময় গ্রামগুলোর কথা।

বই পড়লে আদর্শ বা আমল বদলে যায় এরকম মানসিকতা থাকলে বই পড়ার মতো নির্মল আনন্দ আর জ্ঞান লাভের অমূল্য সুযোগ থেকে বঞ্চিতই হতে হয়। বইকে বা এর লেখককে কোন মতবাদ দিয়ে শ্রেণীভুক্ত করে রাখা আর আকাশ দেখা থেকে দুচোখ বন্ধ করে রাখা একই কথা। পাউলো কোয়েলো’র ‘দি আলকেমিস্ট’ একটি আস্তিক মতবাদের গ্রন্থ। কিন্তু সেখানেও বলা হয়েছে, ধর্মকে জানার চেয়েও বিশ্বকে এবং এর মানুষকে জানা বেশি গুরুত্বপূর্ণ। না হলে ধর্মকেও বুঝতে পারা যায় না।



--------------
ব্লগে আমার প্রোফাইলের পাশে ৫ বছর ১১ ঘণ্টা দেখে লেখতে শুরু করেছিলাম। দু'মাস হয়ে গেলো কোন লেখা নেই। এদিকে আবার ডিসেম্বর মাস - সামুর বিশেষ মাস। সবমিলিয়ে কিছু একটা লেখার ইচ্ছে হলো। কিন্তু বই পড়া নিয়ে এত অল্পে শেষ হবে না। লেখাটি সম্পাদিত হতে থাকবে...

মন্তব্য ৬৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৭

মনিরা সুলতানা বলেছেন: সর্বভুক ,সর্বগ্রাসী এক পাঠককে বর্ষপূর্তির শুভেচ্ছা !!!

আশা করছি আপনার অর্ধেক অনুবাদ গুলো সময়ে পূর্ণতা পাবে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা.... অনেক ধন্যবাদ, মনিরা সুলতানা আপা। ভালো থাকুন...

২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৯

আখেনাটেন বলেছেন: বইপড়া নিয়ে কতশত ঘটনা। অাজকেই একজনের পোস্টে মন্তব্য করেছিলাম এ নিয়ে।

সুন্দর লিখেছেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ।
সব ঘটনা লেখে শেষ করা যাবে না। আপনারও অনেক আছে বলে আমার বিশ্বাস। একদিন বলে ফেলুন, আখেনাটেন :)

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩০

আখেনাটেন বলেছেন: পঞ্চম বছরের শুভেচ্ছা রইল।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন জনাব...

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগে দীর্ঘ সময় আছেন আপনি; ব্লগারদের জন্য অনেক উৎসাহ, অনেক সাপোর্ট।

অভিনন্দন।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনিই তো আমাদের প্রেরণা, চাঁদগাজী ভাই :)

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

কালীদাস বলেছেন: অনেক শুভেচ্ছা !:#P আপনার ব্লগিং চমৎকার লাগে আমার :) চলুক বৈচিত্রময় তথ্যের সমাহারের ব্লগিং :)

ইয়ে মানে অনেকদিন তো ভাল থাকলেন, এবার না হয় সিন্ডিকেট টাইপের কিছু একটা করুন ব্লগে :P

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনারা যেভাবে সঙ্গ দিয়েছেন, মন্তব্য করেছেন, তাতে সিন্ডিকেট করার প্রয়োজন হলো কই? :)

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

সকাল রয় বলেছেন: পঞ্চম বছরের শুভেচ্ছা

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবি সকাল রয়কে অনেক ধন্যবাদ।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: পঞ্চম বছরের শুভেচ্ছা রইল । গন্ধশাস্র ধারাবাহিকভাবে এখানে দিলে আমরা পাঠ করতে পারতাম । আরজ আলী মাতুব্বরের প্রথম লেখা 'আমার যত কেনর উত্তর ' লেখার সময় কিছুদিন তাঁর সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছিল । নীল ক্ষেতের পুরাতন বই অনেক উপকারী বস্তু । সেখানকার পুরাতন বই অনেক সময় জ্ঞানের আকর হওয়ার পাশাপাশি বেশ বড় মাপের আর্থিক সফলতার উপাদান হিসাবে কাজ করে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা গন্ধশাস্ত্র তো আমার লেখা না! অনুবাদও করার প্রয়োজন নেই, যেহেতু বাংলা :)

আরজ আলী মাতুব্বরে সান্নিধ্যে থাকার সুযোগ হওয়া তো অমূল্য অভিজ্ঞতা। ভালো লাগলো জেনে...

ডক্টর এম আলীকে অনেক ধন্যবাদ :)

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১২

উম্মে সায়মা বলেছেন: আহ, বই পড়ার গল্প শুনতে এত ভালো লাগে!
বইয়ের চেয়ে ভালো বন্ধু সত্যি আর এ দুনিয়ায় ২য় টি নেই :)

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনি যে একজন ভালো পাঠক, মন্তব্যে সেটি বুঝা যায়।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

ওমেরা বলেছেন: ৫ বছরটা বেশ গুরুত্বপূর্ণ ভাইয়া তাই একটা পার্টি দেন ভাইয়া।
বছর পূর্তীতে অনেক অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা... ব্লগ ডে উপলক্ষে একটি গরিবানা পার্টি দিতেই পারি। কিন্তু আয়োজক পাবো কোথায় :)

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: প্রিয়তে নিলাম মিতা(অর্ধেক)
ভাল থাকুন।অনেক অনেক শুভ কামনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা... অর্ধেক মিতা। কী অভিনব এক সম্পর্কের কথা বললেন ভাই! :)

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮

আমপাবলিক বলেছেন: বই পইড়া অইবো কি! বইয়ের লেখা জীবনের পাতায় নয় কাগজের ঠোঙ্গায় থাকে।বই পড়া বাদ দেন রাজনীতি করেন ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা... রাজনীতিটাই এখন আকর্ষণীয় হয়ে গেছে। সবকিছুর চেয়ে।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার বলেছেন । বই পড়লেই কি বিশ্বাস বদলে যায় ? আদর্শ বদলে যায়?
বই পড়া নিয়ে দারুন লিখেছেন ।
আর আপনাকে অভিনন্দন ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আন্তরিক মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ, নূর-ই-হাফসা।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪১

ফেরদৌসা রুহী বলেছেন: ৫ম বর্ষ পূর্তির শুভেচ্ছা।
আপনাকে দেখেই সামুতে এসেছিলাম, কিন্তু আপনি হয়ে গেলেন অনিয়মিত, যদিও আমিও নিয়মিত ছিলাম না কখনোই এখানে। এখন আবার চেষ্টা করছি থাকার।
আপনি যে একজন বই পোকা তাতো জানি খুব ভালো করেই।
আবারো নিয়মিত হোন।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কোথাও নিয়মিত হবার মতো যন্ত্রণা আর কিছু নেই। চলুন এখন থেকে অনিয়মিত থাকি :)
ব্লগ আছে বলেই তবু তো কথা হয়...

ভালো থাকবেন... ভান্দবী :)

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগে পাঁচ বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন।


বইপড়া একটা অভ্যাসের ব্যাপার। কোন কারণে সেই অভ্যাসে ব্যাঘাত ঘটলে রিকভারি করা খুব মুশকিল। আধুনিক তথ্যপ্রযুক্তির কল্যানে অনলাইনের সাথে যুক্ত থাকায় আমারও বই পড়ার অভ্যাসে কিছুটা ঘাটতি পড়েছে। তার পরেও আমি দিনের একটা সময় (দুই ঘণ্টার মতো) বই পড়ি। তা' ছাড়া উইকিপিডিয়া থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করি। ফলে বই পড়ায় ঘাটতি হলেও জ্ঞান চর্চার অভাব হয়নি। তবুও বই পড়ার কোন বিকল্প নেই।

ধন্যবাদ ভাই মাঈনুদ্দিন মইনুল।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

একদম ঠিক। কিন্তু আপনি এখনও দুই ঘণ্টার মতো পড়েন। বিশাল বড় একটি গুণ।

ভালো থাকবেন, হেনা ভাই :)

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৬

মোস্তফা সোহেল বলেছেন: মনিরা আপুর মত আমিও বলি,আশা করছি আপনার অর্ধেক অনুবাদ গুলো সময়ে পূর্ণতা পাবে ।
বর্ষপূর্তিতে শুভেচ্ছা রইল।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা... ধন্যবাদ।

কিছু অনুবাদ এখানেই আছে। এই পোস্টের আগেও একটি পূর্ণ অনুবাদ আছে। অনুবাদ মৌলিক লেখার চেয়েও কঠিন একটি কাজ।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন। ০৫ বছর পূর্তিতে।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

করুণাধারা বলেছেন: পাঁচ বছর পূর্তিতে অভিনন্দন। আরো অনেক বছর পূর্তি হোক!

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ...

বলুন... ব্লগ অমর হোক। ব্লগাররা তাতেই টিকে থাকবে :)

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে সেই যে আমার বই পড়ার দিনগুলি --
নতুন বই হাতে নিয়ে গন্ধ শুকতাম , বইএর যত শেষের দিকে যেতাম তত আফসোস হত 'আহারে বইটা শেষ হয়ে যাচ্ছে ---

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

নতুন বইয়ের গন্ধ শুকা একটি বাল্যকালের অভ্যাস। আমাদের প্রাথমিক শিক্ষা এটি করিয়েছে.... বইকে ভালোবাসতে।

গিয়াস উদ্দিন লিটন ভাই... আপনি একজন ভালো পাঠক। আমি নিশ্চিত :)

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বই মানুষের একান্ত সুহৃদ। একসময় সবই গোগ্রাসে গিলতাম। এখন আর সময় হয়ে ওঠে না। তারপরও সময় বের করে পড়ার চেষ্টা করি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

চেষ্টা করা উচিত। আমিও তাই ভাবছি। বই না পড়লে বুড়ো বুড়ো লাগে...

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

জেন রসি বলেছেন: বই মানুষকে আনন্দ দেয়। জ্ঞান দেয়। উপলব্ধি দেয়। মাঝেমাঝে কাছে টেনে নেয়। মাঝেমাঝে ধাক্কা মেরে ফেলে দেয়। বই পড়া-সে এক বৈচিত্র্যময় অভিজ্ঞতা।

শুভেচ্ছা এবং শুভকামনা। :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

উরিব্বাস.... কী কঠিন অভিজ্ঞতা!

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

খায়রুল আহসান বলেছেন: আপনাকে, কিংবা আপনার লেখা সম্পর্কে কিছু বলার আগে প্রথমেই আমি মনিরা সুলতানাকে এই মন্তব্যটার জন্য (১ নম্বর) ধন্যবাদ জানাচ্ছিঃ সর্বভুক ,সর্বগ্রাসী এক পাঠককে বর্ষপূর্তির শুভেচ্ছা!!! লেখাটা পড়ে মনে হলো, আমিও যেন এমনটিই বলতে চাচ্ছিলাম। :)
আপনার অনুবাদের মান উচ্চ হবে, এতে আমার কোন সন্দেহ নেই। তাই, উল্লেখিত অসমাপ্ত অনুবাদ কর্মগুলোর মধ্যে কয়েকটা অন্তততঃ আলোর মুখ দেখুক, এটাই চাচ্ছি।
বই পড়ে মানুষ আলোকিত হয়, আপনার পোস্ট ও মন্তব্য থেকে এর প্রমাণ পাওয়া যায়।
পাঁচ বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন! আরো অনেক, অনেক বর্ষপূর্তি এ ব্লগকে সমৃদ্ধ করুক!
পোস্টে ভাল লাগা + +

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনি সবসময় আঁজলা ভরে প্রশংসা করেন। এভাবে অনেকের প্রেরণা হয়ে আছেন ব্লগে...
কৃতজ্ঞতা!

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

খায়রুল আহসান বলেছেন: আপনার কোন একটা লেখা পড়ে জেনেছিলাম, আপনি শুধু বই এরই পোকা নন, এক সময় সিনেমারও পোকা ছিলেন (হয়তো এখনো আছেন)! :)
সামুর বিশেষ মাস উপলক্ষে ওমেরা এর আব্দারকৃত পার্টিটার কথা (৯ নং মন্তব্য) বিবেচনা করে দেখতেই পারেন! :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সিনেমার পোকা ছিলাম। ছিলাম একজন ত্যাগী দর্শক। নাস্তার টাকা বাঁচিয়ে ‍সিনেমা দেখেছি। এখন অবশ্য ২/৩ঘণ্টার সিনেমাকে সময়নাশক মনে হয়।

ওমেরা আবদারকৃত পার্টির বিষয়ে ওপরে একটি সমঝোতার প্রস্তাব দিয়ে এসেছি :)

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

কামরুন নাহার বীথি বলেছেন:


আপনার লেখার প্রতিটি লাইন কোট করতে চাইছিলাম। পারলাম না।
তবে বই পড়ার নানান অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনি আমার দীর্ঘ দিনের লেখক বন্ধু। তাই হয়তো সুনজরে দেখেছেন। এজন্য ধন্যবাদ :)

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

সুমন কর বলেছেন: সামুতে যে সকল উন্নত ব্লগার আছে, তাঁদের মধ্যে আপনি একজন। পঞ্চবার্ষিকী পূর্তির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা....

বই পড়া নিয়ে আপনার অভিজ্ঞতা একটু জেনে ভালো লাগল। আপনার মতো পাঠক পরবর্তী জেনারেশন আর হবে না।
+।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার মন্তব্যটি পড়ে আমি পেছন ফিরে তাকালাম। আপনি সময়ই আমাকে এরকম উচ্চে তুলে ধরেছেন। এরকম সহচর পাওয়া ভাগ্যের বিষয়।

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,





পঞ্চম বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে বই পড়া নিয়ে সম্ভবত পৃথিবীর শ্রেষ্ঠতম কথাটুকু তুলে দিলুম সৈয়দ মুজতবা আলীর লেখা থেকে ---
রুটি-মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখও ঘোলাটে হয়ে আসবে কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয় ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দেখুন সৈয়দ মুজতবা আলীও মদের মূল্য উপেক্ষা করেন নি ;)

অনেক ধন্যবাদ, প্রিয় আহমেদ জী এস ভাই!

২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন, অভিনন্দন
এভাবেই থাকুন অনন্তকাল বাংলার আকাশ জুড়ে।

সুন্দর লিখেছেন ভাই, নিজেকে খোলামেলা প্রকাশ কেবল লেখকরাই করতে পারেন। গ্রেট।

শুভকামনা আপনার জন্য সবসময়

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে, নাঈম জাহাঙ্গীর নয়ন :)

২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা কই গেল সেই দিন!

বই পড়তে পড়তে - সোফা, কার্পেট, বারান্দা, বিছানা, কাত. চিত, বসা, হেলানো হাল. . .
দুপুর গড়িয়ে কখন সন্ধ্যা হয়েছে খবর নেই- না ক্ষুধা না স্নান!
বই শেষ হতেই যেন হুড়মুড় করে রাজ্যের ভুখ লাগতো ;)

আর অনুবাদের পোকাটাও ছিল! একদিন এক জাপানী নাটক ইংরেজী অনুবাদ পড়তে পড়তে মনে হল
আর বাংলা করেও ফেললাম।
পড়ে জাপান এম্বেসীতে জমা দিলে কালচারাল এম্ব্যাসেডর সাক্ষাত প্রার্থী :P হয়েছিলেন-
সে এক সোনালী সময় গ্যাছে...

আপানর পোষ্ট রেখে নিজেরই প‌্যাচাল শুরু হয়েছে- দেখূন দিকি কি কান্ড ;)

অভিনন্দন বর্ষপূর্তির :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবিতাগুলোতে বিদ্রোহী ভৃগুকে বেশি দেখতে পাই।

দেখুন, একটি পোস্ট দিয়ে আপনার একটি বিশেষ গুণের খবর পেয়ে গেলাম :)

২৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২

শায়মা বলেছেন: পাঁচ বছরের শুভেচ্ছা ভাইয়া!!!!!!!!!


:):):)

দোয়া করি সারাটা জীবন আরও আরও আরও বই পড়ো!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ!

আপনার বছরশেষের পোস্টটির অপেক্ষায় আছি...

২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: পাঁচ বছর পূর্তিতে অভিনন্দন। শুভকামনা রইলো সুপ্রিয় ব্লগার।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


প্রিয় কবি... আপনাকে দেখলেই আপনার প্রোফাইলে একবার চোখ বুলাই। এরকম আরও ক’জন আছেন। এটি আমার ব্লগীয় অভ্যাস!

৩০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

জাহিদ অনিক বলেছেন:


আপাতত পাঁচ বছর পুর্তির শুভেচ্ছা রইলো।


বাকী কথা বিজ্ঞাপন বিরতীর পরে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপাতত ধন্যবাদ নিন :)

৩১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

ঘুমন্ত আমি বলেছেন: বই পড়লে দৃষ্টি ভংগী বদলায় না হয়তো কিন্তু দৃষ্টি অনেকদূর প্রসারিত হয় তখনই শুরু হয় দৃষ্টিকোণ পরিবর্ত্নের সম্ভাবনা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


বই পড়লে দৃষ্টিভঙ্গী বদলায় না, তা তো বলি নি! :)

৩২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

সোহানী বলেছেন: আহ্ নীলক্ষেত কিংবা চারুকলার সামনের বই কেনা আর সারা বছর অপেক্ষায় থাকা বইমেলার জন্য। আগে বাবার হাত ধরে তারপর প্রেমিক তারপর স্বামী তারপর ছেলের হাত ধরে স্টল থেকে স্টলে ঘুরে বেড়ানো............ আর সারারাত নতুন বইগুলো পড়া। মনে করিয়ে দিলেন সেই জীবন।

শুধু ৫ বছর নয় আজীবন লিখে যান প্রিয় ব্লগার................

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাই সোহানী... হেলো সোহানী! আপনার প্রতিটি মন্তব্য মজার এবং ইউনিক... হাহাহা!

অনেক ধন্যবাদ। আজীবন লেখে যেতে চাই...

৩৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:১৯

অন্তরন্তর বলেছেন: আপনার ৫ বছর ব্লগিং সম্বন্ধে যারা জানে তারা সবাই বুঝে আপনি যে একজন বই পড়ুয়া মানুষ। আপনার মত আমারও বই পড়ার নেশা। তাই আপনার পোস্ট নস্টালজিক করে দিল। প্রবাসে আমার এখন অফুরন্ত অবসর আল্লাহ্‌র রহমতে। সমস্যা হল প্রচুর বই নেই তারপরও যে বই পাই তাই পড়ি। আরও অনেক অনেক বছর আপনি ব্লগিং করবেন এই প্রত্যাশা করি। শুভ কামনা।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ধন্যবাদ!
তাই নাকি? এখনতো অনলাইনে প্রায় সব বইই পাওয়া যায়।

৩৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

পবন সরকার বলেছেন: ডিজিটাল যুগে এসে বই পড়াও যেমন কমেছে তেমনি বই ক্রয়ের পরিমাণও কমেছে। তবে আপনার অনুবাদ পড়ার আগ্রহ আছে। পাঁচ বছর পূর্তির শুভেচ্ছা রইল।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


একদম ঠিক বলেছেন। তবু বই কেনার অভ্যাসটি অনেক পুরাতন, সেটি ছাড়া কঠিন :)

ধন্যবাদ, পবন সরকার... অনেক দিন পর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.