![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনের আলোর গ্রন্থিতে গ্রন্থিতে রাঙা আছে মজদুর,
তোমার স্বপ্ন
ও মজদুর ,তোমার কৃষাণীর ভালবাসা,
ভালবাসার শস্যদানা জ্বলে জ্বলে দ্বিগুণ
এ তোমার আপন, পরম আপন সোনা –সবুজ।
ও মজদুর ,ঘামে কেনা মাটিতে ফলা ভালবাসা
লুটে যায়, লুটে খায় । রাঙা স্বপ্ন বোনা দিনের অবশেষে
একা! মজদুর আর কৃষাণীর ভালবাসা একা!
২| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:০১
খায়রুল আহসান বলেছেন: ব্লগিং জগতে সুস্বাগতম! এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক!
কবিতা লিখে পোস্ট করার আগে নিজেই কয়েকবার পড়ে নিলে সম্পাদনার অনেক কিছু পাওয়া যায়, কবিতার মানও উন্নত হয়। আর চেষ্টা করে যাবেন, যারা আপনার লেখায় মন্তব্য করে যান, তাদেরকে যত দ্রুত সম্ভব উত্তর দিয়ে ভাবের আদান প্রদান করতে। নিজেও অন্যের লেখা পড়ে মন্তব্য করবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৫
আহমেদ জী এস বলেছেন: এম এম মুজাহিদ অনিক ,
মোটা্মুটি হয়েছে ।
আরো লিখুন । চর্চা করুন । লেখাকে ঘসামাজা করুন । তবেই লেখার হাত শক্তিশালী হবে ।