নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইনের চেয়ে মানবাধিকার বড়।

আমি আইনের কথা ই শুধু বলবো।

বাংগাল গাজী

বাংগাল গাজী › বিস্তারিত পোস্টঃ

গোলাম মাওলা রনি; আইনের শাসন !!!

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮

এটা কোন রাজনৈতিক বিষয়ের পোষ্ট মনে করলে ভুল করছেন !!!



অদ্য দুপুরে আদালত আদেশ দিলেন যে মাননীয় সংসদ সদস্যকে গ্রেফতার করতে হবে। ঘণ্টা খানিকের মধ্যে গ্রেফতার। বাহ !!! কি চমৎকার আইনের শাসন !!! মানুষ তো খুশিতে গদ গদ। আমি দুঃখিত ২ বার, প্রথম বার দুঃখিত কারণ এম পি সাহেব হামলা করেছেন সাংবাদিকের উপর। ২বার দুঃখিত, উনি গ্রেফতার হয়েছেন, এই ভেবে আমরা সাধারণ মানুষ খুব খুশি এই কারনে। ২ কারণ টাই আগে বলি। অন্য কোন মানুষকে মারধোর করলে কি পুলিশ এত তৎপর হত ??? আমি বলছি না এই তৎপরতায় কোন দোষ আছে। কিন্তু, আইন তো সবার জন্য সমান হওয়ার কথা। কিন্তু, কারো কারো ক্ষেত্রে এই আইন বেশী তৎপর সেই জন্য সময়ের দাবী আইন ভিন্ন ভিন্ন মানুষের জন্য ভিন্ন ভিন্ন ভাবে করতে হবে। যে কাজ এম পি সাহেব করেছেন তাঁর জন্য মারধোরের অভিযোগে মামলা হওয়া টাই সমীচীন ছিল। তা হলে এই মামলাটাতে জামিন ‘Matter of Right’ হত। কিন্তু, অতীতের রাজনীতিই তাঁর জন্য কাল হয়েছে। এমন ঘটনা আমরা শুধু দেখেছি বিরোধী দলের ক্ষেত্রে, এখন দেখলাম বিরোধী কণ্ঠের একজনের সাথে। এই টুকুই ভিন্ন। কিন্তু, এই ভাবে আর কত কাল। এম পি সাহেব যে দুধে ধুয়া আমি তা বিশ্বাস করি না। কিন্তু, অন্যরা কি ???



আমি বলছি না যে, এম পি সাহেব খুব ভালো কাজ করেছেন। কিন্তু, আইনের প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা আমাকে খুব ভাবাচ্ছে। সাংবাদিকের জন্য আলাদা আইন, আইনজীবীদের জন্য আলাদা আইন, সংসদ সদস্যদের জন্য, রাজনীতিবিদদের জন্য...... সময় হয়েছে আসুন নতুন একটা রাষ্ট্রের চিন্তা করি যেখানে আলাদা আলাদা আইন থাকবে, সেই মতে আমরা আইনের শাসন কায়েম করবো। তাতে করে কেউ বলবে না আমরা খারাপ রাষ্ট্র।



[পুনশ্চঃ এম পি সাহেবকে কখনো আমি নিজে চোখে দেখি নাই, বা কোন ধরনের সম্পর্কও নাই। উনাকে প্লট করে লেখার কারণ শুধু আইনের বিষয়ের অবতারণা করা। ]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯

অরন্যক বলেছেন: সাংবাদিক দৈোরাত্ব বলে মনে হচ্ছে। সাংবাদিকদের অত্যাচারে সাংসদরা পর্যন্ত জেলে। এটাকে সাংবাদিকদের ক্ষমতার অপপ্রয়োগ বলে মনে করি।এর ফলে সাংবাদিকদের সমন্ধে বিরুপ ধারনা হবে।অতএব সাধু সাবধান।

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯

বাংগাল গাজী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। কিন্তু, সাবধান হওয়ার মত সাধু তো আজকাল দেখাই যাচ্ছে না। অতএব, সাবধান হওয়ার সম্ভাবনাই নাই। আপনার মতামত কি ???

২| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

ল্যাটিচুড বলেছেন: হুম ....... ভাই আপনার চিন্তাভাবনার লাইন দেইখা ডরাইসি :(

আপনারে চান্স দিলে, আপনে দেখি - আওয়ামিলীগের জন্য আইন, বিএনপির জন্য আইন, জামাতের জন্য আইন , আবাল পাবলিকের জন্য আইন বানাইয়া ফেলবেন :P :P :P

তয় মন খারাপ করার কিছু নাই, আপনি যা চাইতেছেন তা আইন না - যেমন খুশি তেমন কর ( যেমন বর্তমানে হচ্ছে) এটাতো চালুই আছে .........

আর আপনি ভয় পাইতেছেন - পাছে কেউ খারাপ রাষ্ট্র কয়? অসুবিধা নাই, শাহাবাগে কয়েকটা গাঞ্জাখোর পাঠাইয়া দিয়া কদিন হল্লা-ফাল্লা করেন, তাইলেই কম্মসাবাড় - নতুন আইন হইবে - কেউ আমাদের 'খারাপ রাষ্ট্র' কেইলেই তার ফাঁসি।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫১

বাংগাল গাজী বলেছেন: ভাই আমার চিন্তার সাথে মূলে কিন্তু আপনিও এক (আশা করি)। আমি মনে করি প্রতিটি সুনাগরিক ই আমার চিন্তার সাথে গাঁথা। অথবা বলতে পারেন সকল সুনাগরিকের চিন্তার সাথে আমার ইচ্ছা, আকাঙ্খা, ভাবনা একই সুরে গাঁথা। হয়তো তফাৎ কিছুটা নিজের অধিকার নিয়েই। আজ আমরা ভুলেই গিয়েছি যে আমাদেরো সমান অধিকার আছে এই দেশে সকল কিছুর উপর। আমরাও সকল ক্ষেত্রে দুর্নীতি মুক্ত হয়ে চলার অধিকার রাখি। অথবা, হয়তো আমরা ভূলেই গিয়েছি যে, অপরাজনীতির কারনে যে সমস্যা আমাদের হচ্ছে তা থেকে আমরা মুক্ত হতে অধিকারী।
[একটা কথা সন্তর্পণে বলতে চাই; আমি আমার জায়গায় থেকে বিড়ালের মত মেও মেও করেই যাবো, কিন্তু, আপনারাতো বাঘ। আপনারা নিশ্চুপ কেন???]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.