![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা ইতিমধ্যে MRP করেছেন, কিন্তু মেয়াদ শেষ হয়ে গিয়েছে এই লেখা শুধু মাত্র তাঁদের জন্য। ব্লগে এবং নেটে অনেকে অনেক কথাই বলেছেন। কিন্তু, আমি গত কালই জমা দিয়ে আসলাম। আপনাকে নির্ধারিত অংকের টাকা নিদৃষ্ট ব্যাংকে জমা দিতে হবে।
রিনিউ ফি: রিনিউ এর জন্য আপনাকে ৩ হাজার টাকা ব্যাংকে পে করতে হবে, জরুরী হলে ৬ হাজার। সাথে ১৫ % ভ্যাট। সর্বমোট ৩৪৫০ বা ৬৯০০/-। ব্যাংক এ টাকা জমা দেয়ার স্লিপে আপনার নাম বাংলা এবং ইংরেজীতে লিখতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে। উক্ত স্লিপে রি-ইস্যুর বক্সে টিক চিহ্ন দিতে হহবে।
যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে এবং তা অনধিক ৩ মাস হয় তবে আলাদা স্লিপে ৩০০ টাকা জমা দিতে হবে অন্যাথা ৬০০ টাকা জমা দিতে হবে এবং অবশ্যাই ভ্যাট বাবদ ১৫ % টাকা সহ।
নিম্নের লিঙ্ক থেকে ফরম ডাউনলোড করুন এবং ভরাট করুন।
http://www.dip.gov.bd/site/page/17da3dd2-2bb4-4c58-bbc0-0efbfc6ba478/রি-à¦à¦¸à§à¦¯à§/তথà§à¦¯-পরিবরà§à¦¤à¦¨/সà¦à¦¶à§à¦§à¦¨-à¦à¦¬à§à¦¦à¦¨-ফরম-
গাইড লাইনের জন্য লিঙ্কঃ
http://www.passport.gov.bd/Reports/MRP_Application_Guide_Reissue_MRP.pdf
আপনাকে যা জানতে হবে।
** ১। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, ২। পাসপোর্টের সত্যায়িত ফটোকপি, ৩। পাসপোর্ট নিয়ে উপরোক্ত ফরম ভরাট করে ব্যাংকে টাকা জমার স্লিপ ফর্মের সাথে যুক্ত করে পাসপোর্ট অফিসের (ভিন্ন ভিন্ন অফিসে ভিন্ন ভিন্ন রুম/লাইন আছে) নির্ধারিত স্থানে জমা দিতে হবে।
** উক্ত ফরম জমা দেওয়ার সময় অফিসার আপনার পাসপোর্টটি স্ক্যান করে নিবেন এবং একটি প্রিন্টেড রসিদ/ডকুমেন্ট দিবেন। নির্ধারিত দিনে গেলে পাসপোর্ট পেয়ে যাবেন।
** মনে রাখবেন কোন তথ্যা সংযোজন বা বিয়োজন করতে চাইলে উক্ত ফরমেই আপনাকে তা উল্লেখ করতে হবে এবং তাঁর জন্য আলাদা কোন ফি দিতে হবে না। আর হে, আপনাকে উক্ত পরিবর্তনের জন্য প্রমান স্বরূপ উপযুক্ত কাগজ জমা দিতে হবে।
২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৪
বাংগাল গাজী বলেছেন: লিংক কপি পেষ্ট করুন। পেয়ে যাবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৫
সুমন কর বলেছেন: লিংকগুলো কাজ করছে না !!!