নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুরাদুল মোস্তফা

মুরাদুল মোস্তফা › বিস্তারিত পোস্টঃ

আতেল ২

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৯

আতেলদের বাবা- মা একটা জীবন্ত ঢোল । আপনার কোন
আতেল সহপাঠীর বাবা - মায়ের সাথে যদি আপনার
বাবা-মায়ের পরিচয় থাকে তাইলে আপনি শেষ । আতেল
সহপাঠীর বাবা - মায়েরা নিয়মিত (সপ্তাহে কমপক্ষে
তিনবার )
তাদের ছেলের/মেয়ের গুন-কৃত্তন এর ঢোল পেটাবে আপনার
বাবা –মায়ের কাছে । যেমন ,ভাই আমার ছেলে/মেয়ে তো
ফার্স্ট হইছে ,
ওরে তো টেবিল থেকে উঠাতেই পারি না ( পারবেন কেমনে
ওয় তো টেবিলের সাথে সুপার গ্লু দিয়া রাখছে ) । ভাই
আমাদের “বাবু ” বলল ওর সব বন্ধু - বান্ধবরা (শয়তানে তো
কামড়ায় মানুষ আপনার বাবুর বন্ধু হইব ! ) নাকি বিড়ি-
সিগারেট খায় , ভাই আপনার ছেলেকে সাবধানে রাখবেন
(আপনার কফিনে শেষ পেরেক টাও ঢুকিয়ে দিল )।
আজকাল যা দিন পড়ছে, অনেকে নাকি প্রাইভেট পড়েনা
কিন্তু বাসা থেকে ঠিকই টাকা আনে । বুঝলেন ভাই ! তা
আপনার ছেলের
খবর কি ? লাস্ট পরীক্ষায় কত পেয়েছে ? প্রতিদিন কয় ঘণ্টা
পড়ে ? স্বাভাবিক ভাবেই আপনার বাবা এই প্রশ্ন গুলর কোন
সদুত্তর দিতে পারবে না কিন্তু তার ঝাঁজ আপনার উপর কড়ায়
গণ্ডায় নিবে। আপনাকে রিমান্ডে যেতে হবে । পরীক্ষার
ভাইবার মত ।
আপনার বাবা – মা ও সেই আতেলের রেফারেস্ন টেনে বলবে
, অমুকের ছেলে তমুক(আতেল) এই করছে ,সেই করছে তুই আমার
ভাত নষ্ট ছাড়া আর কি করছচ ? এই গুলি আপনাকে নিয়মিত
শুনতে হবে ।আতেলের কল্যাণে।
আরেকটা বড় পার্থক্য হচ্ছে আতেলের কাছে যেই জিনিসটা
কাজ সেই জিনিসটা হচ্ছে আপনার জন্য “ প্যারা ” ।
আতেলরা
অনেকটা মেশিনের মত তো, তার নন স্টপ কাজ করে যেতে
পারে (সমস্যা নাই ) । কিন্তু তারা ভাবে তাদের পাশের
স্বাভাবিক
মানুষ ও তাদের মত কাজ (প্যারা নিতে ) করতে পারে
( এইখানেই সমস্যা )। যদি কোনক্রমে আপনি তাদের
(আতেলদের)
কমউনিটিতে থাকেত বাধ্য হউন তাহলে তো কথাই নাই
প্যারা খাইতে খাইতে প্যারাসুট হইয়া যাইবেন ।
আতেলদের মানসিক বিকাশ ও একটু দেরিতে হয় । আপনি যেই
দু্ষ্টামি ক্লাস সিক্সে করছেন সেই দুষ্টমি সে ক্লাস
টুয়েলভে
কইরা ভাববে দুনিয়া উলটাইয়া দিছি , আমি ছাড়া বাকি
সবই মদন ।
আরেক শ্রেণির আতেল আছে এরা পড়াশুনা করে না । কিন্তু
সারাদিন পড়াশুনার ট্রপিক্স নিয়া আলোচনা করে এই
অ্যাসাইমেন্ট , নোট , শিট , , প্রজেক্ট , এদের কাছে এক
মিনিট থাকলে আপনার মাথা ধরে যাবে । আপনি যত
অমনোযোগী ছাত্র হউন না কেন আপনার মনে হবে আপনার
এখনই পড়তে বসতে হবে । যদি রুমে যাওয়ার আগেই সেই ইচ্ছা
শেষ হয়ে যায় । আর এদের নোট , শিট , , প্রজেক্ট করতে করতে
জীবন যায় ।
আপনি আতেল না হলেও আতেলরা আপনার জীবন কে অতিষ্ঠ
করে তুলবে ।
(চলবে ……।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.