নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুরাদুল মোস্তফা

মুরাদুল মোস্তফা › বিস্তারিত পোস্টঃ

এত বুদ্ধি নিয়া ক্যামনে ঘুমাই

১৪ ই মে, ২০১৫ ভোর ৬:৩০

একটা গল্প বলি , এক লোক ছিলো যিনি গোল বলতে ফুটবলকেই বুঝত । ওই লোক ইন্টারনেট থেকে
জানতে পারল পৃথিবী গোল । এরপর থেকে ওই লোক লিখতে শুরু করল , “ পৃথিবী গোল । পৃথিবী একটা ফুটবল !
এডিডাস নামক এক কোম্পানি ভাল পৃথিবী বানায় । এই পৃথিবী অনবরত ঘুরতে আছে । ধারনা করা হয় মেসি অথবা
রোনাল্ড নামক ব্যক্তির লাথি খাওয়ার পর থেকে পৃথিবী অনবরত ঘুরতে আছে । তবে আমি নিশ্চিত এই কাজ রোনাল্ড
এর । কারন তিনি জোরাল শট নিতে পারেন । ”

উপরের শ্রেণীর মত ব্যক্তিরা আজকে দেশের বিজ্ঞান এর বিকাশ ঘটাচ্ছে । তারা এতটাই জ্ঞানী যে সৃষ্টির শুরু
থেকে এখন পর্যন্ত বিজ্ঞানের যে সব অমীমাংসিত বিষয় আছে তারা তার সামাধান বের করে ফেলছে !!! যা
বিজ্ঞানীরা ও পারে নাই । অল্পবিদ্যা যে কতটা ভয়ংকরী এরা এর বাস্তব প্রমাণ । এদের ধারে কাছে ও যাবেন না
তাহলে এরা আপানাকে বুঝাতে চাইবে , পৃথিবী একটা ফুটবল এবং এর উপরে রোনাল্ড এর ভূমিকা ।
যেই লোকের জ্ঞানের পরিধি এত সীমিত তারে আপনি কেন নিউটন আইসা ও কিছু বুঝাতে পারবে না উল্টা
উনি নিউটনেরে বুঝাইয়া দিবে অভিকর্ষ, মহাকর্ষ , ক্যলকুলাস ।
(চলবে ………।।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.