নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সূর্যালোকে আসুক নতুন জীবন

আমি একজন সাধারন মানুষ। সাধ আছে সাধ্য নেই। পৃথিবীর সবচেয়ে অসফল ব্যক্তি।

নাজমুল বিলাস

সমাজ থেকে অন্যায়, অপরাধ আর দুর্নীতি নামক সাঁপেদের বিশ দাঁত ভেঙ্গে ফেলতে চাই। ধুয়ে ফেলতে চাই যুদ্ধাপরাধী নামক কলুসগুলোকে

নাজমুল বিলাস › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধাঞ্জলি

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪২

মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান তাঁর বর্নাঢ্য জীবন সম্পন্ন করে আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছেন। তাঁর বিদায় কালে এ জাতি তাকে যে সম্মান দেখিয়েছে, সকল রাজনৈতিক দল, বিশেষ করে সামরিক বাহীনি যে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেছে তা অভাবনীয়। এজন্য সকল দল, সংগঠন বিশেষ করে সামরিক বাহীনিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এ প্রদর্শন ইতিহাস হয়ে থাকবে। কোন কোন মতে রাষ্ট্রপতি মানেই রাষ্ট্র।তাই রাষ্ট্রপতিকে সম্মান করা রাষ্ট্রকে সম্মান করা। আজকের এত মানুষের উপস্থিতি, এত মানুষের চোখের জল প্রমান করে ভালো মানুষের কত মুল্যায়ন, সততার কত দাম। একটি সৎ, নিষ্ঠাবান ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকে মানুষ কত ভালোবাসে। আরও প্রমান করে আদর্শবান মানুষের কত চাহিদা। মহান রাব্বুল আলামীন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানকে বেহেশ্ত নসিব করুন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান জাতির জনক বঙ্গবন্ধুকে সবসময় রাজনৈতিক আদর্শ মেনে এসেছেন। তাঁর রাজনীতির বড় একটা সময় কেটেছে বঙ্গবন্ধুর সঙ্গে। ৭৫’ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ঘাতকরা বঙ্গবন্ধুকে বিদায় কালীন প্রাপ্য সম্মানটুকু দেয়নি। কিন্তু আজ বঙ্গবন্ধুর স্নেহধন্য ও তাঁর আদর্শকে মেনে চলা রাষ্ট্রপতি জিল্লুর রহমান যে সম্মান নিয়ে গেলেন তা যেন বঙ্গবন্ধুকেই সম্মান করা হল। যেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান এ জাতির কাছ থেকে শুভেচ্ছা বয়ে নিয়ে গেলেন বঙ্গবন্ধুর কাছে। এবং বঙ্গবন্ধুসহ সেদিন চলে যাওয়া সকলকে এই শুভেচ্ছা পৌছে দিবেন। সঙ্গে তিনি তাঁর কর্মের স্বীকৃতি নিয়ে গেলেন। বড় অসময়ে চলে গেলেন। যার থেকে শেখার ও জানার অনেক বাকী ছিল। বিদায়কালে শ্রদ্ধাঞ্জলি হিসাবে কবিগুরুর গান দ্বারা সোপর্দ করে বলিঃ “চরণও ধরিতে দিয়ো গো আমারে, নিয়ো না, নিয়ো না সরায়ে……”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.