![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজ থেকে অন্যায়, অপরাধ আর দুর্নীতি নামক সাঁপেদের বিশ দাঁত ভেঙ্গে ফেলতে চাই। ধুয়ে ফেলতে চাই যুদ্ধাপরাধী নামক কলুসগুলোকে
আজ হরতাল চলাকালে ষ্কুল যাত্রী মা ও মেয়ের উপর হামলা করে লাঞ্ছিত করা এবং এক বিএনপি নেতার নির্দেশে দলের নেতারা একটি স্কুলে ঢুকে ছোট ছোট শিশু, প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাদের উপর যে হামলা করেছে তাকে কোন মানবিকতায় বিচার করব বলা সম্ভব না। এ আর কিছু নয়, তারা যে সেই পাকিস্তানী হায়না তা আর বলার অপেক্ষা রাখে না। এরাই আবার কাথায় কথায় সরাকারের বিরুদ্ধে অভিযোগ করে বলে এটা কোন সভ্য দেশের কাজ? পুলিশের কাজকে বলে গণহত্যা। তবে তারা কি করছে? রাস্তা ভাঙ্গছে, গাছ কাটছে, যানবাহন পোরাচ্ছে, মানুষকে কর্মহীন করছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে, মানুষ মারছে। এ কেমন হরতাল? হরতাল তো দেশে আগেও হয়েছে।তারা কোন দেশের লোক? তারা কি দেশের ভাল চায় না ক্ষতি? তারা কি দেখছে না দেশের অর্থনীতি ভেঙ্গে পড়ছে। আমি সমস্ত বিবেকবান মানুষকে এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্ববান জানাচ্ছি।আসুন আমরা সবাই মিলে এর বিরুদ্ধে দাঁড়াই।
©somewhere in net ltd.