![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজ থেকে অন্যায়, অপরাধ আর দুর্নীতি নামক সাঁপেদের বিশ দাঁত ভেঙ্গে ফেলতে চাই। ধুয়ে ফেলতে চাই যুদ্ধাপরাধী নামক কলুসগুলোকে
অবতীর্ণ হলো যুদ্ধাপরাধের একটি রায়ের প্রথম কার্যকর করার ক্ষণ। এখন শুধু দেশ ও জাতির অপেক্ষা। সময় এসেছে কালিমা মোচনের। কিন্তু শত্রুরাও তৈরী বাঁধা দেওয়ার জন্য। তাই কান্ডারী হুসিয়ার। আমরা ক্ষতিগ্রস্থ মানুষ চাই এই রায় জনসম্মুখে কার্যকর করা হোক। আরব দেশগুলিতে শিরঃছেদ দিনের আলোয়ে জনসম্মুখে খোলা মাঠে করা হয়। যাতে বাকী লোক দেখে সাবধান হয়। সেই রকম আমরাও চাই। সম্ভব না হলে লাইভ ভিডিও সম্প্রচার করা যেতে পারে। তাতে যুদ্ধাপরাধে ক্ষতিগ্রস্থ গণমানুষের সামান্য হলেও স্বস্তি মেলে, শহীদগণের আত্মার শান্তি আসে। বিশ্বব্যপী আর কেউ যেন এমন অপরাধ করার দুঃসাহস না করে। যেন এই ঘটনা ইতিহাস হয়ে থাকে।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৮
নাজমুল বিলাস বলেছেন: সবাই একমত হই। এই যুদ্ধাপরাধের বিরুদ্ধে জেগে উঠি। রায় কার্যকর করার ব্যাপারে সবাই এই মতে আওযাজ তুলি।