![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজ থেকে অন্যায়, অপরাধ আর দুর্নীতি নামক সাঁপেদের বিশ দাঁত ভেঙ্গে ফেলতে চাই। ধুয়ে ফেলতে চাই যুদ্ধাপরাধী নামক কলুসগুলোকে
আমার আজও মনে পড়ে, সোহরওয়ার্দী উদ্দানে স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে ভাষণ দিতে দাঁড়িয়ে তিনি উপস্থিত জনসমুদ্রের দিকে শুভেচ্ছার হাসি হেসে তাকাচ্ছিলেন। আর সকলে তার দিকে জয়দ্ধনি দিচ্ছে। তিনি যেন সকল মানুষের মধ্যে বাংলাদেশকে দেখছিলেন, বঙ্গবন্ধুকে দেখছিলেন, মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের দেখছিলেন। অবিসংবাদিত নেতার এই বিদায়ে সারা বিশ্ব আজ শোকে বিহবল। মৃত্যু কত সানদার কত মর্যাদার হতে পারে! ইতিহাসের এক নায়ক, এলেন জয় করলেন বিদায় নিলেন।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৯
পাঠক১৯৭১ বলেছেন: ম্যানডেলা দরিদ্র কালো-আফ্রিকানদের র জন্য তেমন কিছু একটা করেননি; যদিও ওরাই উনার মুক্তির কারণ। উনি কালো-আফ্রিকানদের অধিকার প্রতিস্ঠা করেছে, তবে সবাই সঠিভাবে অরথনৈতিক পাবার জন্য কিছু করেননি।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: তারাই মহামানব
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪
নাজমুল বিলাস বলেছেন: সকল মানুষের রক্তের রং লাল, সাদা কি কালো