নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদীনার মোসাফির

মদীনার মোসাফির › বিস্তারিত পোস্টঃ

ইমাম আ’যম রহঃ-এর জীবনের পট পরিবর্তন

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৫

হযরত আবু মুহাম্মদ হারেছা বর্ননা করেন যে, ইমাম আ’যম আবু হানিফা (রহ) একদিন

কোন এক কাজে বাজারে যাচ্ছিলেন । পথিমধ্যেই ততকালীন সময়ে কূফার প্রখ্যাত আলেম

ইমাম শা’বী (রহ)-এর সাথে সাক্ষাত হয় । তিনি ইমাম আ’যম (রহ)-এর আকার-আকৃতি

এবং বেশ-ভূষা দেখে ভাবলেন, এ নওজোয়ান নিশ্চই কোন তালিবে ‘ইলম হবে ।



* ইমাম শা’বী(রহ) তাকে ডেকে জিজ্ঞেস করলেন, হে নওজোয়ান! প্রতিদিন তুমি কোথায় যাওয়া-আসা কর ?



* ইমাম আ’যম(রহ) জবাব দিলেন, হাট-বাজারে ।



* ইমাম শা’বী(রহ) পুনরায় তাকে জিজ্ঞেস করলেন, আমি জানতে চাচ্ছি তুমি উলামায় কিরামের সান্নিধ্যে আসা-যাওয়া কর কি না ?



* ইমাম আ’যম(রহ) অনুতাপের স্বরে বললেন, উলামায়-কেরামের সান্নিধ্যে আমার আসা-যাওয়া খুবই কম ।



* ইমাম শা’বী(রহ) তখন বললেন, হে নওজোয়ান; আমি তোমার ভিতরে ইলমের নূর দেখতে পাচ্ছি। তাই, এখন থেকেই উলামায়-কিরামের মজলিসে আসা-যাওয়া রাখবে এবং তাদের কাছে জ্ঞান আহরন করবে ।



* ইমাম আ’যম(রহ) বলেন, ইমাম শা’বী(রহ)-এর এ কথা আমার মনে ভীষন রেখাপাত করল । আর এরপর থেকেই আমি বাজারে যাতায়াত বন্ধ করে ইলম চর্চায় মশগুল হয়ে গেলাম । আল্লাহ তা’আলা ইমাম শা’বী (রহ)-এর মাধ্যমে আমার জীবনের পট পরিবর্তন করে দিলেন ।



……তাই বিশ্বের বিভিন্ন লেখকগন ইমাম শা’বী (রহ)সাথে আবু হানিফা (রহ)-এর এ সাক্ষাতকে তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি হসেবে ব্যক্ত করে থাকেন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.