![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে করি আমরা তিন বন্দু এক মার্কেটে গেলাম| সেখান থেকে ১টি সার্ট কিনলাম ৯৭ টাকা দিয়ে কিন্তু, আমার কাছে টাকা নেই, তাই আমি আমার দুই বন্দু ৫০ টাকা করে মোট ১০০ টাকা নিলাম| এবং সার্টের বিল দিলাম| দোকানদার আমাকে ৩ টাকা ফেরত দিল, আমি ৩ টাকা থেকে আমার দুই বন্দুকে ১টাকা করে দিয়ে আর ১ টাকা আমার কাছে রাখলাম| এখন আমার বন্দুরা আমার কাছে পাবে ৪৯ টাকা করে আমি যদি ৪৯+৪৯=৯৮ টাকা দিয়েদেয়| আগে দিলাম ১+১=২ তাহলে হল ৯৮+২=১০০ এখন আমার কাছে ১টাকা কিভাবে অবশিষ্ট থাকল|
২| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৮
গার্ডেড ট্যাবলেট বলেছেন: কারন আপনার কেনা শার্টটির দাম ৯৭ টাকা (৯৮ টাকা নয়)। প্রথম দফায় আপনার দুই বন্ধুকে ২ টাকা দেয়ায় আপনার কাছে দোকানদারের ফেরত দেয়া ৩ টাকা থেকে (৩-২=১) ১ টাকা অবশিষ্ট থেকে যায়।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৮
হাসিনুল ইসলাম বলেছেন: আপনার কাছে দুই বন্ধুর ৫০ পয়সা করে মোট ১টাকা থেকে গেছে।

আপনার কাছে কোনো টাকা ছিল না- তাই দুই বন্ধু শার্টের দাম ৯৭ (৪৮.৫+৪৮.৫) টাকা দিয়েছে। ফেরত ৩ টাকা আসলে দুই বন্ধু পাবে ১.৫০ ও ১.৫০ করে। আপনি দুজনের ৫০পয়সা করে মেরে দিয়েছেন