নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখকের জন্ম ০৯ অক্টোবর ২০০০ সালে যশোর জেলায়। তিনি ২০১৭ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ও বৈদ্যুতিন প্রকৌশলে অধ্যয়নরত আছেন।

মোবায়দুল সাগর

ম্লেচ্ছ, সন্ন্যাসী, যাযাবর।

মোবায়দুল সাগর › বিস্তারিত পোস্টঃ

নারীরা আমাকে চোখ দিয়ে গিলে খায়।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৪

রাস্তায় বের হলে নারীরা আমাকে চোখ দিয়ে গিলে খায়। ওরা আমাকে কামনা করে। আমার শরীরকে একান্ত মনে কামনা করে। কামনায় ছটফট করে। আমার চওড়া বুক, আমার পেশিবহুল হাত-উরুকে কামনা করে, ছিড়ে-ছিড়ে খেতে চাই, নখ দিয়ে আঁচড় দিতে চাই। বান্ধবীদের সাথে একে অপরে বলতে থাকে, "ওই মালকে পেলে না কাঁচা চিবিয়ে খেতাম। দ্যাখ কি বডি, যেন সালমান খান।" আরেকজন বলে, "না রে দোস্ত ওই মালটা আমার। একদম টম ক্রুজের মত দেখতে। উহু.....কি জিনিস!"

এসব আমাকে শুনতে হয়। আমি এসব মেয়েদের নিয়ে খুব চিন্তায় থাকি। পরকালে এদের কি হবে। আমার জন্য এরা সব নরকের আগুনে পুড়ে মরবে। কিন্তু আমি চাই না আমার জন্য ওরা নরকে যাক। আমি আমার সমস্ত শরীরকে ঢিলা কাপড়ে আবৃত করে বাইরে বের হব। আমার কোনো অঙ্গ দৃষ্টিগোচর হবে না এমনকি চোখও না। আমার শরীর কোনো নারীই আর দেখতে পাবে না। না পারবে আমাকে কামনা করে পাপের সাগরে ডুব দিতে। আমি জানি আমার শরীর কত মূল্যবান।

© পুরুষ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিপরীতে আকর্ষণ থাকবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.