![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের গ্রাম থেকে পার্শ্ববর্তী বাজারের নাম ঝলমলিয়া। প্রতি সোম এবং বৃহস্পতিবার বাজার বসে। যদিও বাজার বলছি, আসলে হবে হাট। আমাদের গ্রাম থেকে ৩ কিলোমিটার দুরত্ব।
খুব ছোটবেলা থেকেই দাদার সাথে হাটে যেতাম। ছোট বলতে ৪/৫ বছর বয়স থেকেই। হাটে যেতাম বেড়ানোর উদ্দেশ্যে নয়। ছোট্ট একটা উদ্দেশ্য থাকতো। হাটে গেলেই মিষ্টি খেতে পেতাম। হাটে গেলেই দাদার সকল কাজ শেষ হলে শেষ কাজ ছিলো আমাকে মিষ্টি খাওয়ানো। মন্টু নামে এক মিষ্টিওয়ালার দোকানে চলে যেতাম। দাদা বলতো- মন্টুরে, নাতিরে মিষ্টি খাওয়া। মন্টু ছোট টিনের প্লেটে করে মিষ্টি তুলে দিতে আমি খেতাম। মন্টুর মিষ্টির দোকানটি স্থায়ী নয়। উপরে টিন দেয়া আছে কিন্তু চারিদিকে বেড়া দেয়া নেই। প্রতি সোম এবং বৃহস্পতি সে হাটে আসতো। মিষ্টি খাওয়া হলে দাদার সাথে একহাড়ি মিষ্টি নিয়ে বাড়ি চলে আসতাম। বাড়িতে এসে আবার নিজের ভাগের মিষ্টি খাওয়া ।
একবার মন্টুর দোকানের মিষ্টি খেয়ে বাসায় ফিরতে ফিরতেই মুখের মধ্যে ফুলে যেতে শুরু করলো। রাতের মধ্যেই মুখ ফুলে ঢোল হয়ে গেল। সকালে এতো ফুলে গেলো যে চোখ খুলে তাকাতে পারি না। সম্ভবত মিষ্টি খাবার সময় মৌমাছির হুল জাতীয় কিছু ফুটেছিল।
দাদা জান্নাতবাসী হয়েছেন কিন্তু আমার মিষ্টি খাওয়া বেড়েছে। আমাদের সকল আত্নীয় জানেন যে আমি মিষ্টি খেতে ভালবাসি আর তাই যাদের বাসাতেই যাবো, তারা আমাকে মাষ্টি খেতে দেন, আমিও খাই ।
যেদিন নিজের ফ্রীজ কিনলাম সেদিন থেকে মিষ্টি খাওয়া প্রায় নিয়মতি হয়ে গেলো। আর গত ২ মাস হলো প্রায় প্রতিদিন মিষ্টি খাচ্ছি । দিনে ২/১ বার মিষ্টি খাওয়া না হলে মনটা কেমন উসখুস করে
।
গতকাল সিদ্ধান্ত নিলাম আমাদের এলাকার যত মিষ্টির দোকান আছে সব দোকান থেকে সবগুলো আইটেম একবার করে খাবো ।
২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০১
মদন বলেছেন: যাইতেসি কিরে ভাই অলরেডী গেছি। এই জন্য নিয়ম করে সন্ধ্যায় হাটি যেন ডায়বেটিক না হয়
২| ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৫
নোঙ্গর ছেঁড়া বলেছেন: মিষ্টি খাইতে মন্ছায়...!!!!
২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৩
মদন বলেছেন: টেবিলে এক বাটি সুজির হালুয়া নিয়া বইলাম
৩| ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৪
সামি আদনান বলেছেন: আমি ে তো ভাই আপনার মত মিষ্টি খোর । আমি সরাসরি জীবনে তেঁতুল খেয়েছি কিনা আমার মনে পড়ছে না । তবে মিষ্টির কথা আর বলবেন না , আমার কিন্তু অলরেডি মিষ্টি খােয়ার জন্য মুখ উসখুস করছে । কিন্তু উপায় নেই , সেই পাঁচ টায় ছুটি । সুতরাং আসুন অন্য কথা বলি ।
২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪১
মদন বলেছেন: আমি পারতপক্ষে টক জাতীয় জিনিস খাইনা। ইদানিং ভাতের সাথে লেবু খাবার অভ্যাস করতেছি সুস্বাস্থ্যের জন্য
৪| ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৫
সামি আদনান বলেছেন: আর অনেক ধন্যবাদ সহমত পোষন করার জন্য
৫| ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৩
অলস ছেলে বলেছেন: কানতে কানতে মাইনাচ
২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
মদন বলেছেন: কান্দনের কি আচে? মিষ্টি খাইয়া ঝাল লাগছে????
৬| ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৮
পুরাতন বলেছেন: অলস ছেলে বলেছেন: কানতে কানতে মাইনাচ
৭| ২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২১
তাজা কলম বলেছেন:
মিষ্টি খাইতে মস্চায়!
২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
মদন বলেছেন: আর আমি খাইতেই থাকি
৮| ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৫
ভুরিদত্ত বলেছেন: আর কতো দিন বাসি কলায় চালাইবা? ডিজিটাল অইতে অবে।
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১১
মদন বলেছেন:
৯| ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৯
নীলতারা বলেছেন: ভাই,
আপনার ফ্রিল্যান্স কাজের কথা জানতে চাই। কিভাবে শুরু... কিভাবে টাকা হাত পর্যন্ত পাইলেন... ইত্যাদি... মেইল করেন- [email protected] প্লিজ...
১০| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:০৭
ধূসর মানচিত্র বলেছেন: আমি আপনার ছোটবেলায় মিস্টি পাগলা ছিলাম। কেউ কিছু প্রশ্ন করলেই- মিস্টি খেতে চাইতাম। আব্বু আমার এই মিস্টি প্রিয়তায় এবং ন্যাকামিতে বিরক্ত হয়ে একবার মিস্টির বড় ডিশের সামনে দোকানে বসিয়ে দিয়েছিল।
মিস্টির ছবি দেখে পিচ্চি কালের স্মৃতি মনে পড়ল। আপনাকে +++
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩০
মদন বলেছেন: এক রাতে বাড়ী ফিরছি, পথিমধ্যে এক মিষ্টির দোকানে দেখি মিষ্টি বানাচ্ছে। মিষ্টি টি আমাদের এদিকে "পানতোয়া" নামে পরিচিত। একটি বিশাল কড়াইতে(আখের গুড় বানাননো কড়াই) ১-২ মন মিষ্টি সদ্য বানিয়ে রাখা। আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না। মিষ্টির দোকানদারকে গিয়ে বললাম ভাই আমি এখান থেকে মিষ্টি খাই আপনি গনেন, যা দাম হয় দিয়া দিমুনে । সেদিনও খাইছিলাম আচ্ছামতো
১১| ১০ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
আইরিন সুলতানা বলেছেন: আমাদের গ্রাম থেকে পার্শ্ববর্তী বাজারের নাম ঝলমলিয়া।
--------
গ্রামের নাম পছন্দ হইসে।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫২
ধ্রুবমেঘ বলেছেন: আপ্নে তো দেখি মিষ্টিখোর হইয়া যাইতেসেন।
আপ্নের বাড়ি কি নাটোর?