![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দোস্ত মোটরকারের ব্যবসা করে। আবার কাব্যও করে। রীতিমত জট্টিল সব কাব্য। এমনকি সেইসব কাব্য নিয়া সামুতে ব্লগিংও করে। শুনে তার বয়স সম্পর্কে ধারণা হয়? মোটে তিরিশ বছর। ইদানীং তারে যখনই ফোন দিই, বলে শোরুমে আছি দোস্ত। ব্যস্ত। আসতি পারুম না। পুরা মাসে একবার শুধু দেখা হয়, যেখানে ঐ ব্যাটা তার কাব্য ফলাইতে পারে। মাসিক সাহিত্যবোধিনীসভা। একটু পুরনো স্টাইল। ঐখানেই একদিন সে মেজাজ খারাপ করে আসল। কারণ মোটরকারের ব্যবসায় লস গেছে এই মাসে। তাই ঐ বেটা মোটরকার দেখলেই মেজাজ খারাপ করতেসে।
তৎক্ষনাৎ, আমার চট করে মনে পড়ল জীবনানন্দবাবুর উনিশশো চৌত্রিশের কবিতাটি। তার প্রথমদিককার কয়েকটি লাইন হল:
একটা মোটরকার
খটকা নিয়ে আসে।
মোটরকার সব-সময়েই একটা অন্ধকার জিনিস...
বন্ধুরে বললাম, আচ্ছা দোস্ত কওতো জীবনানন্দবাবু এই কবিতাখানি কবে, কোন পরিস্থিতিতে লিখেছিলেন? মানে শানে নুজুল আর কি!
বন্ধু সাথে সাথেই উত্তর দেয়, ইটি মনে হয় জীবনবাবু যখন মোটরকারের বিজনেস করে পথে নেমেছেন এবং লস খেয়ে কবিতা লিখতে বসেছেন, সেই সময়কার কবিতা! আমিতো হা, আরে আরে জীবনবাবু কি রিয়েলি মোটরকারের বিজনেস করেছেন নাকি? দোস্ত মিটিমিটি হাসতি হাসতি কয়, যদি মোটরকারের বিজনেসই না কইরতেন তাইলে এই কবিতা লিখলেন ক্যান? আর তুই কি জানস না জীবনবাবু শেষকালে গাড়ির নিচেই প্রান দিয়েছেন। মানে ভদ্রলোক এর মন থেকে এই মোটরকারের খটকা শেষকাল তক যায় নাই। রয়েই গেছিল। আমি আবার দোস্তের কথায় কবিতাটি মেপে মেপে পড়লাম এবং হাসলাম। মনে হোল, মোটরকারের বিজনেসেই ত আছি আমরা সবাই, জীবনবাবু সচেতন ছিলেন, আর আমরা অসচেতনভাবে মোটরকারের ইচ্ছের কাছে নিজেরে ছেড়ে দেই। আমার কথা শুইন্যা দোস্ত মিটিমিটি হাসে, শালার কবিতো, আগেই বুইঝ্যা ফালাইছিলো:
একটা মোটরকার
খটকা নিয়ে আসে।
মোটরকার সব-সময়েই একটা অন্ধকার জিনিস,
যদিও দিনের রৌদ্র-আলোর পথে
রাতের সুদীপ্ত গ্যাসের ভিতর
আলোর সন্তানদের মধ্যে
তার নাম সবচেয়ে প্রথম।
একটা অন্ধকার জিনিস :
পরিষ্কার ভোরের বেলা
দেশের মটরশুঁটি-কড়াইয়ের সবুজ ক্ষেতে-মাঠে হাঁটতে হাঁটতে
হঠাৎ অবাক হয়ে তাকিয়ে দেখছি
লাল সুরকির রাস্তার ভিতর দিয়ে
হিজলগাছ দুটোর নিচে দিয়ে
উনিশশো চৌত্রিশের মডেল একটা মোটরকার
ঝকমক করছে, ঝড় উড়িয়ে ছুটেছে;
পথ ঘাট ক্ষেত শিশির সরে যেতে থাকে,
ভোরের আলো প্রতিকূল যুক্তির বিরুদ্ধে কোণের বধূর মতো
সহসা অগোচর
মাঠ নদী যেন নিশ্চেষ্ট,
সহসা যেন প্রতীজ্ঞা হারিয়ে ফেলে,
এই মোটর অগ্রদূত,
সে ছুটে চলেছে
যেই পথে সকলের যাওয়া উচিত;
একটা মোটরকারের পথ
সব সময়েই আমার কাছে খটকার মতো মনে হয়েছে,
অন্ধকারের মতো।
স্ট্যান্ডে
শহরের বিরাট ময়দানের পুবে পশ্চিমে-ফুটপাথের পাশে
মোটারকার;
নিঃশব্দ।
মাথায় হুড
ভিতরের বুরুশ-করা গভীর গদিগুলো
পালিশ স্টিয়ারিং-হুইল হেডলাইট;
কী নিয়ে স্থির?
কলকাতার ময়দানের একটা গাছ অন্য কিছু নিয়ে স্থির,
আমি অন্যকিছু নিয়ে স্থির;
মোটরের স্থিরতা একটা অন্ধকার জিনিস
একটা অন্ধকার জিনিস :
রাতের অন্ধকারে হাজার-হাজার কার হু-হু করে ছুটছে
প্যারিসে-নিউইয়র্কে-লন্ডনে-বার্লিনে-ভিয়েনায়-কলকাতায়
সমুদ্রের এপার ওপার ছুঁয়ে
অসংখ্য তারের মতো,
রাতের উল্কার মতো,
মানুষ-মানুষীর অবিরাম সংকল্প আয়োজনের অজস্র আলেয়ার মতো
তারাও চলেছে;
কোথায় চলেছে, তা আমি জানি না।
একটা মোটরকারের পথ- মোটরকার
সবসময়ই আমার কাছে খটকার মতো মনে হয়েছে,
অন্ধকারের মতো।
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
দোস্ত এই মহাকবিতার একখান প্যারডি বানাইছিল: ''গাড়ি সবসময়তই ভেজাইল্যা জিনিস..''.. আমি আর আগাইতে দেই নাই, বলছি চাটগাঁর ভাষাত ইটির অনুবাদ করন ভাল হইতো না। দোস্ত তারপরও দেহি মিটিমিটি হাসে। ক্যান কি জানি!
পরিশিষ্ট: জীবনবাবুরেতো জানলাম, সবাইরে একটি ধাধা দিয়ে শেষ করতে চাই, নিম্নলিখিত কাব্যখানি কার?
'কাফের' 'যবন' টুটিয়া গিয়াছে, ছুটিয়া গিয়াছে ঘৃণা,
মোসলেম বিনা ভারত বিফল, বিফল হিন্দু বিনা;
-মহামৈত্রীর গান
বাজিছে আকাশে নবভারতের গরিমায় গরিয়ান..
নাহ, বাদ দেন, ইটিও জীবনবাবুর। মেলাতে পারেন? মেলাতে নাপারলেও সমস্যা নেই। নজরুল সর্বপ্লাবী ছিলেন। সেই যুগে রবীন্দ্রনাথের পর নজরুলের যে ধুমকেতুর আসর, তার বলয় থেকে বহুদিন আমাদের জীবনবাবুও বের হতে পারেন নাই। সেই নজরুলের জন্মদিন আজ। তাকে সালাম। আসুন, সনমস্বরে বলি, বল বীর,বল উন্নত মম শির।
২৫ শে মে, ২০০৯ রাত ১২:৩১
মগ্নতা বলেছেন: কেউ কমেন্ট করে না দেখি। সবসময় সাহায্য পোষ্ট জাতীয় জিনিস দিই, এই প্রথম এত্ত লম্বা পোষ্ট লেখলাম ব্লগে। কেউ একটু উৎসাহ দেবার জন্যও এল না? উহ!
২| ২৫ শে মে, ২০০৯ রাত ১২:৩৬
স্বাধীন_০৮ বলেছেন: উৎসাহ দিলাম। । । একটা প্লাস ও দিলাম।
২৫ শে মে, ২০০৯ রাত ১২:৩৯
মগ্নতা বলেছেন: ভাইরে আপনার প্লাস দেখা যায় না। প্লাসটা কই গেলো? উৎসাহ পেয়ে ধন্য হলাম। লেখা পড়েছেনতো?
৩| ২৫ শে মে, ২০০৯ রাত ১২:৪৮
খারেজি বলেছেন:
আমার খুব পছন্দের কবিতা মোটরকার। ধন্যবাদ মগ্নতা নেমন্তন্নের জন্য।
২৫ শে মে, ২০০৯ রাত ১২:৫৫
মগ্নতা বলেছেন: ধন্যবাদ খারেজি মশাই। নেমন্তন্ন রক্ষা করতে এসে ভদ্রতা করলেন বেশ।
৪| ২৫ শে মে, ২০০৯ রাত ১:০২
হাসতে হাসতে পরে গেলাম বলেছেন: রাজামশাইকে খবর দেন... ইনাম পাবেন
২৫ শে মে, ২০০৯ রাত ১:০৪
মগ্নতা বলেছেন: রাজামশাই কে? এই লেখার জন্য তিনি এনাম দেবেন কেনরে ভাই?
৫| ২৫ শে মে, ২০০৯ রাত ১:৪১
ওস্তাসাঁই বলেছেন:
'কাফের' 'যবন' টুটিয়া গিয়াছে, ছুটিয়া গিয়াছে ঘৃণা,
মোসলেম বিনা ভারত বিফল, বিফল হিন্দু বিনা;
এটি জীবন বাবুর প্রথম দিককার লেখা, যখন তিনি নজরুলকে ফলো করতাছেন- তবে সেটা গড়নের দিক থেকে, বক্তব্য উনি বলেছেন ভালই। আর মটরকারের খটকা পরে আসল। উনি আসলে ভয়ে সিদ্ধান্ত নিতে পারে নাই দেখি এই খটকা টিইক্ক্যা গেছে।
বন্ধুর মতন আপনিও চুপকে হাসেন- টিইক্ক্যা যাবেন।
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:২১
মগ্নতা বলেছেন: হাসতেসি।
৬| ২৫ শে মে, ২০০৯ রাত ১:৫৩
খারেজি বলেছেন:
ভদ্রতা করি নাই তো মগ্নতা, কবিতাটাতে মগ্নতা জানিয়ে গেলাম।
আচ্ছা এবার পোস্টেও মগ্নতা জানিয়ে গেলাম।
হুম্?
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:৪০
মগ্নতা বলেছেন: হুম। ঠিকাছে।
৭| ২৫ শে মে, ২০০৯ রাত ১:৫৫
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: এই করেছো ভালো
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:৪২
মগ্নতা বলেছেন: হাঁ, এই করেছো ভালো।
৮| ২৫ শে মে, ২০০৯ রাত ২:০০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৩
মগ্নতা বলেছেন: ভরিয়া পরান শুনিতেছি গান..
৯| ২৫ শে মে, ২০০৯ রাত ২:৩৩
তায়েফ আহমাদ বলেছেন: রবী বাবু, নজরুল মিয়া আর জীবন বাবু তিনজনরেই ভালা পাই।
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৪
মগ্নতা বলেছেন: হাঁ ভালা পাই।
১০| ২৫ শে মে, ২০০৯ রাত ২:৩৮
আশরাফ মাহমুদ বলেছেন: লেখাটি ভাল লেগেছে। শুভেচ্ছা।
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৪
মগ্নতা বলেছেন: শুভেচ্ছা।
১১| ২৫ শে মে, ২০০৯ সকাল ৯:০৭
পারভেজ বলেছেন: উৎসাহ দিলাম।
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৫
মগ্নতা বলেছেন: পাইলাম। কিন্তু লেখা পড়সেন তো?
১২| ২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৮
নকীবুল বারী বলেছেন: কবিতা টা আগে পড়ি নাই। থাঙক্যু
২৫ শে মে, ২০০৯ রাত ১০:২৮
মগ্নতা বলেছেন: থাঙক্যু।
১৩| ২৫ শে মে, ২০০৯ রাত ১১:৩৯
একরামুল হক শামীম বলেছেন: দারুন
০২ রা জুন, ২০০৯ রাত ১:৩৬
মগ্নতা বলেছেন: থ্যাংক্যু।
১৪| ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:৩১
মার্ক জুবাবের বলেছেন: একটা মোটরকারের পথ- মোটরকার
সবসময়ই আমার কাছে খটকার মতো মনে হয়েছে,
অন্ধকারের মতো।
জীবনদারে সালাম। অসাধারন এই কবিতা লেখনের লাইগ্যা...
ছুটো কারেকশনঃ জীবনদা ইন্তিকাল করছিলেন ট্রামের ধাক্কা খাইয়া।
০২ রা জুন, ২০০৯ রাত ১:৩৭
মগ্নতা বলেছেন: ট্রামের মাধ্যমেই মরণ হইসিল জীবনদার। সত্য কথা।
১৫| ২৭ শে মে, ২০০৯ রাত ৯:২২
আবদুল ওয়াহিদ বলেছেন:
....আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
.................................................................................................
মগ্নতা অসাধারন লিখেছেন।
আপনার বন্ধু কি রিকন্ডিশন গাড়ীর ব্যবসা করে?
০২ রা জুন, ২০০৯ রাত ১:৩৯
মগ্নতা বলেছেন: না, ব্রাণ্ড নিউ। লাগবে? সফটওয়ার লাগলেও কইয়েন। অইখানেও এক দোস্ত খাঁড়ান আছে।
১৬| ৩১ শে মে, ২০০৯ রাত ১১:১০
৭১ বলেছেন:
পন্ডীতি। ব্লগটাকে পঁচাইতে আর বাকি নাই।
০২ রা জুন, ২০০৯ রাত ১:৩১
মগ্নতা বলেছেন: কমেন্টের ঘরটা পঁইচা গেল ৭১ আপুর কারণে।
১৭| ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ১:৪৯
কানা বাবা বলেছেন:
কন্ কী!
দাশবাবু যে রিকন্ডিশান্ড মোটর ফেরি কৈরা ব্যারাইতেন এমুনের গুরুত্বপুন্নো তৈথ্যডাও আপ্নে জান্তেন্না!
স্যাড... ভেরী স্যাড...
১১ ই জুন, ২০০৯ রাত ১:০৬
মগ্নতা বলেছেন: সত্যি কানাবাবা, আমি জান্তাম্না।!!!
১৮| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:৩৭
ফাউণ্টেন পেন বলেছেন: একটা মোটরকার খটকা নিয়ে আসে? জোশ কোয়াশ্চেন।
১১ ই জুন, ২০০৯ রাত ১:০৮
মগ্নতা বলেছেন: হ। জোশ কোয়াশ্চেন।
১৯| ১১ ই জুন, ২০০৯ রাত ১২:৪৪
সিদ্ধার্থ আনন্দ বলেছেন:
একটা মোটরকার খটকা নিয়ে আসে।
এটা তো সিম্বল মাত্র। সে সভ্যতা খটকা নিয়ে এলো, যে সভ্যতা মোটর গাড়ী নিয়ে এসেছে।
এমন কাব্য কি কেউ লিখেছে....
একটা গরুর গাড়ী
খটকা নিয়ে আসে।
সে বন্ধু খটকা নিয়ে এলো, যে মোটর গাড়ী বেচে খায়......
হা..হা..হা..
১১ ই জুন, ২০০৯ রাত ১:১০
মগ্নতা বলেছেন: সে বন্ধু খটকা নিয়ে এলো, যে মোটর গাড়ী বেচে খায়......
হা..হা..হা..
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০০৯ রাত ১২:১৭
মগ্নতা বলেছেন: কবিতার কম্পোজটি Click This Link এই পোষ্টে একরামুল হক শামীমের কমেন্ট থেকে নিয়েছি। কৃতজ্ঞতা।