নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মগজহীন

মগজহীন › বিস্তারিত পোস্টঃ

মগজহীনের "বহুদলীয় সরকার"

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

গত কিছুদিন ধরে এই লেখাটা লিখব চিন্তা করছিলাম। কিন্তু পড়াশুনার চাপে লিখতে বসা হচ্ছিল না। আজকে একটু সময় পেয়েই বসে গেলাম।



আমি একজন নতুন ভোটার। অনেক আশা ছিল ঢাকা সিটি নির্বাচনে জিবনের প্রথম ভোট দিব। তা যে আর হচ্ছে না এটা একরকম নিশ্চিত। এবার যদি দেশনেত্রী আর জননেত্রী আমাদের দেশবাসীর দিকে নেত্র মেলে চান তবে ১০ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার একটা আশা আছে। কিন্তু রাজকন্যা আর রানীর চুলের যুদ্ধে নিজের অস্তিত্ব নিয়েই ভয়ে আছি।

ক্ষমতা অর্থের থেকেও ভয়াবহ। আর আমরা বঙ্গদেশিরা হতো একটু বেশিই ক্ষমতা প্রিয়। তাইতো ক্ষমতায় টিকে থাকতে কত “প্রকৌশল”। দেশের কোন বিশ্ববিদ্যালয়ে “নির্বাচন প্রকৌশল” পড়ান না হলেও আমাদের দেশে আছেন বিখ্যাত “নির্বাচন প্রকৌশলীরা”। তাদের মুল কাজ সুপথে হোক আর বিপথে হোক নিজ দল কে ক্ষমতায় নেয়া। তবে আমরা সাধারণ মানুষরা তাদের কৌশল থেকে আমাদের কুশলের ব্যাপারে যারা চিন্তা করবে তাদেরই ক্ষমতায় দেখতে চাই। সেই থেকেই এই লেখা লিখতে বসা।

আমি নির্বাচন কালিন একটা বহুদলীয় সরকারের কাঠামো চিন্তা করেছি। আমার বলার জায়গা ব্লগ, সংসদে আমার কথা কেউ শুনবে না। এবার কাজের কথায় আসি। আমি যে কাঠামো চিন্তা করছি তার মুল ভিত্তি হবে বিগত দুটি সংসদ নির্বাচন। অর্থাৎ ১০ম সংসদের নির্বাচনের ক্ষেত্রে ৮ম ও ৯ম সংসদ নির্বাচন। বিগত দুই নির্বাচনে গড়ে সর্বাধিক প্রাপ্ত ৩ টি দল আনুপাতিক হারে ১৬ (১৫জন+১জন প্রধানমন্ত্রী) সদস্যর একটি নির্বাচন কালিন সরকার গঠন করে ৩ মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই তিন মাস হবে বর্তমান সংসদের মেয়াদের শেষ তিন মাস, বা মেয়াদ শেসে তিন মাস (সংবিধানে সুযোগ থাকা সাপেক্ষে)। আর ১৬ জন এর প্রত্যেকেই হয় ৮ম বা ৯ম সংসদের সদস্য হবেন।



একটু ব্যাখ্যা করিঃ

ধরা যাক বিএনপি ২০০১ এ আসন পেয়েছে ১৯৩ আর ২০০৮ এ ৩০ তাদের গড় আসন সংখ্যা (১৯৩+৩০)/২= ১১২ (প্রায়)*

আওয়ামীলীগ ২০০১ এ আসন পেয়েছে ৬২ আর ২০০৮ এ ২৩০ তাদের গড় আসন সংখ্যা (৬২+২৩০)/২= ১৪৬*

জামাত ২০০১ এ আসন পেয়েছে ১৭ আর ২০০৮ এ ২ তাদের গড় আসন সংখ্যা (১৭+২)/২= ১০(প্রায়)*

জাতীয় পার্টি ২০০১ এ আসন পেয়েছে ০ আর ২০০৮ এ ২৭ তাদের গড় আসন সংখ্যা (০+২৭)/২= ১৪ (প্রায়)*

সুতরাং ৩ টি দল মিলে ২৭২ আসন পেলে বিএনপি, আওয়ামীলীগ আর জাতীয় পার্টি সমানুপাতিক হারে যথাক্রমে ৬+৮+১= ১৫ জন নিয়ে একটি সরকার গঠন করবে । যেহেতু ২০০১ এ যেহেতু সংরক্ষিত মহিলা আসন ছিল না তাই আপাতত সেই ৫০ টি আসনকে এর বাইরে রাখলেও পরবর্তীতে তা হিশাবে আনা যেতে পারে।

মন্ত্রীসভার দায়িত্ব বণ্টনঃ

নির্বাচনের সাথে সম্পর্কিত সকল মন্ত্রনালয় বাদে বাকি মন্ত্রনালয় গুলোতে লটারির ভিত্তিতে সকলের মাঝে সমান ভাবে দায়িত্ব বণ্টন করে দেয়া যেতে পারে। আর নির্বাচনের সাথে সম্পর্কিত সকল মন্ত্রনালয় গুলো তাকবে নির্বাচন কমিশনের অধীনে। এই মন্ত্রীপরিষদ শুধুই চলতি দায়িত্ব পালন করবে।



প্রধানমন্ত্রী কে হবেন??

১। প্রধান হতে পারেন যাদের বর্তমান সরকারের প্রধানই বা

২। আনুপাতিক হারে যারা এগিয়ে থাকবে তাদের নির্বাচিত (১৫ এর বাইরে) কেউ বা

৩। আনুপাতিক হারে যারা দ্বিতীয় অবস্থানে থাকবে তাদের নির্বাচিত (১৫ এর বাইরে) কেউ বা

৪। নিরপেক্ষ তৃতীয় কেউ (যদি আলোচনায় একমত হতে পারে)



কেন আমার কাছে এটাকে সঠিক পদ্ধতি মনে হয়ঃ

১। মন্ত্রীসভার সদস্যরা সবাই নির্বাচিত জন প্রতিনিধি হবেন, ফলে গণতান্ত্রিক পদ্ধতি বাধাগ্রস্থ হবে না

২। সকল দলের অংশগ্রহন নিশ্চিত হবে

৩। যদি কেবল ৮ম বা ৯ম সংসদকেই বিবেচনায় হয় তবে তা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে।



শেষ কথাঃ জানি না আমার এই ধারনার কোন সাংবিধানিক সমস্যা আছে কিনা, বা এই ধারণা আদৌ কার কাছে গ্রহণযোগ্য হবে কিনা, তবে যেভাবেই হোক একটু সুষ্ঠু নির্বাচন হোক এটাই আমার এবং আমার বিশ্বাস সব শ্রেণীর জনগন এর চাওয়া।



*তথ্য সূত্রঃ

Click This Link Election 2001



Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.