নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ফাইসা গেছি

মোঃ সজীব

আমি অত্যন্ত অলস।

মোঃ সজীব › বিস্তারিত পোস্টঃ

বেসামাল শব্দমালা

৩০ শে জুন, ২০১৫ রাত ১২:১২

আমি মরে যাওয়ার অনেক দিন পর অথবা যখন হারিয়ে গেছি, হারিয়ে গেছে নাম, হারিয়ে গেছে সময় অনেক অনেক দিন পর তুমি অথবা অন্য কেউ অথবা বেখেয়ালে কেউ অথবা উৎসুক কেউ যদি ভুল করেও এই সব শব্দ দেখে অথবা পড়ে অথবা চেষ্টা করে বোঝার তবে বুঝবে এই সব কেবল আবজাব অথবা হেয়ালী অথবা খামখেয়ালী, অর্থ নেই, মানে নেই, যুক্তি নেই, তত্ত্ব নেই, শিল্প নেই, সুর নেই, ছন্দ নেই, কেবল নেই আর নেইয়ের মাঝে একটা কিছু আছে, নেই আছে- তুমি আছো- নেই আছে- তুমি আছো- তুমি আছো- নেই আছে- তুমি আছো- নেই আছো- নেই তুমি- তুমি নেই- নেই, নেই- তুমি তুমি একটা যিকির আছে প্রতিটি ছত্রে, প্রতিটি শব্দে, প্রতিটি অক্ষরে যেমন তরো ভাবে মনসুর বলে আনাল হক, আনাল হক, আনাল হক।

বেসামাল শব্দমালা
২৯/০৬/২০১৫

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ রাত ১২:২২

এহসান সাবির বলেছেন: আনাল হক টা কে?

২| ৩০ শে জুন, ২০১৫ রাত ১২:৩৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আনাল হক মানে 'আমি আল্লাহ'। এই কথা বলে মনসুর হাল্লাজ মৃত্যু বরণ করেন। তাকে শূলে চড়িয়ে মৃত্যুদন্ড দেয়া হয়। এরপর তার প্রতিটি রক্ত কণা থেকে 'আনাল হক' ধ্বনি উঠতে থাকে। এরপর তার দেহ পুড়িয়ে দেয়া হয়। সেই পোড়া দেহের প্রতিটি ছাইয়ের রেণু থেকে ধ্বনিত হতে থাকে 'আনাল হক'। সেই ছাই ফেলে দেয়া হয় নদীতে (নদীর সঠিক নামটি মনে পড়ছেনা)। সেই নদীর প্রতিটি ঢেউ থেকে 'আনাল হক' ধ্বনি রব উঠতে থাকে। এরপর নদীর পানি ফুলতে থাকে, আকাশে জমতে থাকে মেঘ। সকলে বুঝতে পারে এইবার আর রক্ষা নেই। রক্ষা যে থাকবে না মনসুর হাল্লাজ নিজেও জানতেন। তাই তিনি তার এক ভাব শিষ্যকে তার আলখেল্লা দিয়ে গিয়েছিলেন। আর বলে গিয়েছিলেন, যদি নদীতে বান আসে তবে নদীকে এই আলখেল্লা দেখিয়ে বলো, হে নদী তুমি শান্ত হও, এটা মানসুর হাল্লাজ এর আলখেল্লা, তিনি চান, তুমি শান্ত হও।' নদী শান্ত হলে সেই যাত্রায় সকলে পরিত্রাণ পায়।

৩| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৪০

শাশ্বত স্বপন বলেছেন: গভীর চিন্তা-চেতনার বিষয়, ভাব আছে। অাপনার নেই আছে, সব অাছে, আবার কিছুই নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.