নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহানাম

মহানাম › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়া সহ বি এন পি-র অন্যান্য উস্কানিদাতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক

০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

এবার প্রকাশ্যেই জামাতে ইসলামী ও তার অঙ্গসঙ্গঠন ছাত্র শিবিরের প্রতি খালেদা জিয়ার প্রেম উতলে উঠেছে। সিঙ্গাপুরে নিজের চিকিৎসা অসমাপ্ত রেখেই ছুটে এসেছেন তিনি জঙ্গীদের প্রতি সহমর্মিতা দেখাতে। তিনি তার বক্তব্যে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের প্রতিও কুমিরের মার মায়াকান্নার মত সহানুভুতি দেখিয়েছেন। তিনি তার কৃত অপকর্মের কথা বেমালুম চেপে গিয়েছেন। কতটুকু নির্লজ্জ হলে এটা সম্ভব, তা ভুক্তভোগীমাত্রই জানে। তার শাসনামলে ভারতে বাবরি মসজিদ ভাঙার পর ও ২০০১ সালের নির্বাচনের পর সারাদেশব্যাপী হিন্দু নর-নারীর উপর যেভাবে চড়াও হয়েছিলেন, যেভাবে হিন্দুর বাড়ী-ঘর ভেঙেছেন ও পুগড়য়েছেন, হিন্দুর সহায়-সম্পদ লুঠ করেছেন, তার পিয়ারের বদমাশদের দিয়ে যেভাবে হিন্দু যুবতী নারীর সম্ভ্রম হানি করিয়েছেন, তার জন্য তাকেও বিচারের কাঠগড়ায় আনা উচিত এ জাতির ললাট হতে কলঙ্ক মোচনের জন্য। তিনি ভাল করেই জানেন জামায়াত ছাড়া তার রাজনৈতিক অবস্থান এক্কেবারেই শূণ্য, তাই তিনি জাতীয় দুশমনদের পক্ষ নিয়ে কথা বলছেন। অন্যায়কারী ও অন্যায়ের সমর্থনকারী একই অপরাধে অপরাধী, এটা বিবেচনায় এনে তাকে এক্ষুণি বিচারের কাঠগড়ায় আনা উচিত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬

গৃহন্ডুলে বলেছেন: এত কাহিনি করা বাদ দিয়া সংবিধানে পরিবর্তন আনা হোক যে, বাংলাদেশ আজীবন শাসন করব বাল!

২| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

ক্ষুধিত পাষাণ বলেছেন: অমন বিচারের একনম্বর প্রারর্থী শেখ হাসিনাকে দিয়েই শুরু হোক। B-)) B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.