![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনাজপুরে সংখ্যালঘু কৃষকের ধানের পালায় আগুন
সাত লাখ টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামে এক সংখ্যালঘু কৃষকের প্রায় সাত লাখ টাকার ধানের পালায় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকার সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
গত শুক্রবার রাত ১১টার পর দুর্বৃত্তরা দক্ষিণ শিবপুরের খগেন্দ্রনাথ রায়ের ওই ধানের পালে আগুন দেয়। আগুন লাগানোর ঘটনা টের পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার ব্রিগেড এসে আগুন নেভায়।
স্থানীয়সূত্রে জানা গেছে, বাড়ির সামনের খোলানে ২৭ বিঘা জমির ধান কেটে পালা করে রাখা হয়েছিল। আগুনে প্রায় ৭ লাখ টাকার ধান পুড়ে গেছে। খবর পেয়ে কোতোয়ালী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে গত ১৭ ডিসেম্বর খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর গ্রামের পাঁচটি সংখ্যালঘু পরিবারের প্রায় দুই হাজার মণ ধান দুর্বৃত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
মামুন_চট্টগ্রাম বলেছেন: কর্তৃপক্ষের উচিত এই দুর্বৃত্তদের আইনের অধীনে নিয়ে আসা যেমনটা হয়েছে বিশ্বজিৎ এর ক্ষেত্রে তবে যেমনটা হয়নি সাগর-রুনির ক্ষেত্রে।