নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহানাম

মহানাম › বিস্তারিত পোস্টঃ

আর কত ঘুমিয়ে থাকবি হিন্দুরা, আর কত যাতনা পেলে তোরা প্রতিরোধে নামবি বল।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

লাকসামে হিন্দু পরিবারগুলো এখনো আতংকে

রাত জেগে পাহারা

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা



জামায়াত নেতা কাদের মোল্লাকে ফাঁসি দেয়ার পর থেকে কুমিল্লার লাকসামে হিন্দু পরিবারগুলো এখনো আতংকের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।



জানা যায়, কাদের মোল্লার ফাঁসি দেয়ার পর লাকসাম পৌর এলাকার সংখ্যালঘু অধ্যুষিত ধামৈচা গ্রামের ৩টি বাড়িতে দফায় দফায় অগ্নিসংযোগের ঘটনায় ঐ গ্রামের ৮০টি পরিবার আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। বাড়িঘর ও জানমাল রক্ষায় গ্রামের লোকজন পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছে। এছাড়া পৌর এলাকার হিন্দু অধ্যুষিত উত্তর লাকসাম জেলে পাড়া, পেয়ারাপুর, পশ্চিমগাঁও, ঠাকুরপাড়া, সাহাপাড়া, দক্ষিণ লাকসাম, পূর্ব লাকসাম, জগন্নাথ বাড়ী, মিশ্রি প্রভৃতি এলাকার হিন্দু পরিবারগুলোও আতংকে রয়েছে।



গত ১২ ডিসেম্বর মধ্যরাতে ধামৈচা গ্রামের পরিমল দাস ও স্বর্ণ কমল দাসের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় টের পেয়ে বাড়ি ও আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। পরের রাতে সাবেক পৌর কমিশনার ডা. সচীন্দ্র কুমার দাসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঐদিন পাশের বাড়িতে বিয়ে আয়োজন চলায় বিয়ে বাড়ির লোকজনসহ গ্রামবাসী আগুন নিভিয়ে ফেলে। পর পর অগ্নিসংযোগের ঘটনায় সংখ্যালঘুরা আতংকগ্রস্ত হয়ে পড়ে। এ ঘটনায় গ্রামবাসী মাষ্টার দেবাশীষ ভৌমিকের বাড়িতে পরামর্শ সভায় মিলিত হয়। ডা. সচীন্দ্র কুমার দাসের সভাপতিত্বে ঐ সভায় গ্রামবাসীর বিশেষত সংখ্যালঘু সমপ্রদায়ের জানমাল রক্ষায় কমিটি গঠন করা হয়। ৯৬ সদস্যের ঐ কমিটির চার গ্রুপে ভাগ হয়ে প্রতিরাতে পালাক্রমে রাত জেগে পাহারা দেয়ার সিদ্ধান্ত হয়। প্রত্যেক গ্রুপের হাতে লাঠি, টর্চলাইট ও বাঁশি দেয়া হয়। রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলে এ পাহারা ।



এ ঘটনার পর লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গিয়ে গ্রামবাসীদেরকে আশ্বস্ত করেন যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা নেয়ার কথা বলে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০

স্বস্তি২০১৩ বলেছেন: এমন কখা অনেকেই বলে কিন্ত কাজের সময় কারো দেখা পাওয়া যায় না

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০

স্বস্তি২০১৩ বলেছেন: এমন কখা অনেকেই বলে কিন্ত কাজের সময় কারো দেখা পাওয়া যায় না।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

মহানাম বলেছেন: তাহলে মার খেতেই থাকুন।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

স্বস্তি২০১৩ বলেছেন: তাই তো হচ্ছে দেখছেন না।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: একটি মাত্র মহিলার জেদের কারণে দেশের এই অবস্থা। আর কতো ঘুমাবে দেশবাসী ?

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: দাদা তোমাদের আর কত লাগবে সরকার তোমাদের তো পুরাই দিচ্ছেন।

আমাদের তথা মুসলমান দের দিচ্ছেন শুধু বাঁশ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

HHH বলেছেন: সে কি গো দাদা, !! এতো খুবই খারাপ খবর!

শীঘ্রই আপনাদের কালো বিড়াল বাবুকে জানান

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

ক্লিকবাজ বলেছেন: (আর কত ঘুমিয়ে থাকবি হিন্দুরা, আর কত যাতনা পেলে তোরা প্রতিরোধে নামবি বল, আর কতদিন তোরা BAL এর গোয়া চাটবি??? এখনি সময় BAL এর মুখুশ খোলার। সংখ্যালঘু নয়, এবার তোরা মানুষ হ!। )

সংখ্যালঘু ভাইদের বলছি : আর কতকাল BAL এর দ্বারা ব্যবহৃত হবেন ?
--------------------------------------------------------------------------------

BAL ও তার দালালরা সবসময় একটা কথাই বলে যে ১৮ দলীয় জোট ক্ষমতায় আসলেই সংখ্যালঘু নির্যাতন বেড়ে যায় !
ত্যানারা ত্যানা পেঁচিয়ে শুধু এটাই বুঝানোর চেষ্টা করে যে আওয়ামীলীগের কাছেই সংখ্যালঘুরা নিরাপদ !
আওয়ামীলীগ একটি অসাম্প্রদায়িক দল !
ব্লা ব্লা ব্লা ............
আনলেই কি তা! তবে আসুন শুধু বিগত দিনের পত্রিকার সামান্য কিছু খবরগুলোতে চোখ বুলাই :

* নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাহমুদপুর গ্রামের তিনটি সংখ্যালঘু পরিবারের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা !

* রাজধানীর সূত্রাপুরের ৯৫ ঋষিকেশ দাস লেনে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এক হিন্দু পরিবারের বাড়ি দখল করতে তাদের নয়জনকে মারধর, লুটপাট এমনকি পরে তাদের অপহরণ করে !

* কেরানীগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সম্পত্তি দখল করতে গিয়ে অজিত করাতি ওরফে ক্ষীরমোহনকে (৫৫) পিটিয়ে হত্যা করে !
এ সময় চারটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটও করা হয় !
অজিত করাতিকে পিটিয়ে হত্যার ভিডিও ফুটেজ ক্যামেরায় ধারণ করায় পুলিশ সাংবাদিকদের লাঞ্ছিতও করে !

* সিংড়ার তাজপুর গ্রামে দেবোত্তর সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাড়িতে ও খড়ের পালায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে !
এতে রাজবিহারী ঘোষ নামে একজন বৃদ্ধ দগ্ধ হন !
দুই দিন পর তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান !
উপজেলা আওয়ামী লীগ নেতাদেরই স্থানীয় সংখ্যালঘুরা দায়ী করেছেন !

* নরসিংদীর পলাশের চরসিন্দুর গ্রামে শ্মশানের জায়গা দখলকে কেন্দ্র করে সংখ্যালঘুদের চারটি বাড়িঘর ও মূর্তি ভাঙচুর এবং তাদের বাড়িতে লুটপাট করা হয় !

* দোহারের নারিশা পূর্বচর গ্রামে সংখ্যালঘু নৃপেন মালাকারের জমিতে সাইনবোর্ড ঝুলিয়ে দখল করে স্থানীয় আওয়ামীলীগ নেতা !

* পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের সিকদারবাড়িসহ চার সংখ্যালঘু পরিবারের পানের বরজ ও খড়ের গাদায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় আওয়ামী কর্মীরা !

* চট্টগ্রামের সীতাকুন্ডের আওয়ামী এমপির পুত্র বনবিভাগের গাছ কেটে জায়গা দখল করেই ক্ষান্ত হননি,তিনি জমিসংলগ্ন জেলেপাড়ার ৭০-৮০টি সংখ্যালঘু পরিবারের চলার পথ বন্ধ করে দেন !

* সপরিবারে নির্যাতিত হলেন অমরেন্দ্র !
নির্যাতনের শিকার অমরেন্দ্র মল্লিক খোড়াতে খোড়াতে নিউ এজ অফিসে এসেছিলেন !
তার এক হাত ভেংগে গেছে ! শরীরে নির্যাতনের অসংখ্য চিহ্ন !
তিনি বলেন,
"গত ৫ মে দুপুর আড়াইটায় কিছু আওয়ামী লীগ নেতা কর্মী আমার বাড়িতে যান !
তারা গিয়েই আমার বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়–য়া পুত্র শিমুল মল্লিককে বেধড়ক মারধর শুরু করে !
আমি খবর পেয়ে বাড়ি যাই !
আমাকে সামনে পেয়ে আমার ওপরেও চড়াও হয় !
আমরা দ্রুত ঘরের ভেতর ঢুকে পড়ার চেষ্টা করি !
কিন্তু তারা দড়জা লাগানোর সময় দেয়নি !
ঘড়ের ভেতর ঢুকে আমাকে ও আমার পুত্রকে মেঝেতে ফেলে দিয়ে মারধর করতে থাকে !
আমাকে পরিবারের সামনেই উলংগ করে ফেলে পেটাতে থাকে !
পরে আমাকে দড়ি দিয়ে পিছমোড়া বেঁধে কিল ঘুষি মারতে মারতে টেনে বাইরে নিয়ে যায় !"

* আওয়ামী লীগ নামধারী একদল সন্ত্রাসী বন্দুক উঁচিয়ে কাফরুল থানার পুলিশের সামনেই ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য রীতা গমেজের বাড়ির অধিকাংশ জমি জবর-দখল করে !
রীতা গমেজের পরিবার থেকে পুলিশ স্টেশনে অভিযোগ করতে গেলে তা নেওয়া হয়নি !
রীতা গমেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে জানান,
"তিনিও আওয়ামী লীগের কর্মী !গত নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন !
অথচ এখন আওয়ামী লীগের পরিচিত লোকজনই পুলিশ-প্রশাসনের সহায়তায় ক্যাথলিক খ্রিস্টানদের পৈতৃক ভিটেমাটি থেকে উচ্ছেদ করছে !
অভিযোগপত্রে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় উপস্থিত আওয়ামী লীগ কর্মীরা এ সময় রীতা গমেজের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন এবং হুমকি দেন, তারা তাদের বাড়ি থেকে উচ্ছেদ করবেনই !
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তার দলের লোকজনকে নিবৃত্ত না করে উল্টো বলেন,
"বাংলাদেশে জমিজিরাত দখলের ঘটনা ঘটছে, তাকে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে তুলনা করা হচ্ছে কেন?"

* রাতের আধাঁরে মৌলভীবাজারের কুলাউড়ায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা উপজেলার পানপুঞ্জির খ্রিস্টান সম্প্রদায়ের কবরস্থান দখল করে ক্রুশ গুঁড়িয়ে দিয়েছেন।

* সাতক্ষীরার আবাদের হাটের ঘোষাল পরিবারের ৩৮ বিঘা জমি দখল করে নেয়
যুবলীগের এক ক্যাডার ও তার সহযোগীরা !

* দেবহাটার কালাবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের মালিকানাধীন ৩০০ বিঘার ঘের দখল করে নেয় ভূমিহীন আওয়ামী লীগ নামধারী সন্ত্রাসীরা !
সুভাষ ঘোষ জানান,
"১৯৭৯ সালে তার বাবা ওই জমি সরকারের কাছ থেকে নিলামে কেনেন !"
দখলে বাধা দিলে তার স্বজনদের পিটিয়ে আহত করা হয় !

* কালিগঞ্জের উজয়মারিতে ২২টি সংখ্যালঘু পরিবারের জমি দখল করে নেন আওয়ামী লীগের আরেক কর্মী !
এরপরই ওই জমিতে ইটভাটা তৈরির কাজ শুরু করেন তিনি !
এতে বাধা দিতে গিয়ে জমির মালিক রমেশ মন্ডলসহ আহত হন তিনজন !

* আওয়ামী লীগ নেতা শ্যামনগরের গোপালপুরের সুরেশ মন্ডলের দুই বিঘা জমি জোর করে দখল করে নিয়েছেন !
তিনি সুরেশ মন্ডলের বিরুদ্ধে সাতক্ষীরা ও ফেনী আদালতে একাধিক মিথ্যা মামলাও করেছেন।

* রাজধানীর সূত্রাপুরে দুই আওয়ামী লীগ নেতার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী দুইশ’ বছরের প্রাচীন একটি মন্দিরে হামলা চালিয়ে ৫টি প্রতিমা ভেঙে চুরমার করা হয় !

* লালমনিরহাটের সদর উপজেলার ভোলার চওড়া নামক গ্রামে গভীর রাতে ক্ষমতাসীনরা সংখ্যালঘু সমপ্রদায়ের (হিন্দুর ) মহাদেব ও কালীমায়ের মন্দিরে প্রবেশ করে প্রায় ভরি খানেক স্বর্ণালঙ্কার লুট করা ছাড়াও ভেঙ্গে দিয়েছে মহাদেব ঠাকুরের মূর্তি !

এখানে লেখার আকারজনিত কারনে
বিশ্বজিত হত্যাকান্ড,
পাবনার বনগ্রামের ঘটনা,
বরিশালের দাঙ্গা,
রামুর বৌদ্ধমন্দির সহ আরো শত শত ঘটনা উল্লেখ ই করিনি !
কারন এসব ঘটনা নিয়ে ফেসবুকে ঝড় উঠার সুবাদে এর পিছনের দায়ীদের নিয়ে আপনারা সবাই অবগত !

আর সরকারের দালাল হলুদ মিডিয়া ও সংবাদপত্রের উপর সরকারের ন্যাক্কারজনক হস্তক্ষেপে এমন আরো শত শত ঘটনা পত্রিকাতেই আসেনি !

আরেকটা ব্যাপার লক্ষ্যণীয় !
গত চারদলীয় জোট আমলে সংখ্যালঘুদের উপর যে সকল নির্যাতনের রগরগে বর্ণনা সবাই দিয়ে থাকেন তা আদতে রাজনৈতিক সহিংসতা !
একথা অস্বীকারের কোনো উপায় নেই যে এদেশের অধিকাংশ হিন্দুই আওয়ামীলীগ করে !
তো আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষে কোনো হিন্দু আহত বা নিহত হলে তবুও সেটাকে সংখ্যালঘু নির্যাতনের যৌক্তিকতা কি ?
আর বিগত দুই বছর ধরে যে পরিমান সংখ্যালঘু নির্যাতন করা হয়েছে তাদের কয়জন বিএনপি করতো বা রাজনৈতিক সংঘাতের বলি ?

আশা করি সংখ্যালঘু ভাইয়েরা তা ভেবে দেখবেন !
আরকতকাল আওয়ামীদের রাজনৈতিক বলির পাঁঠা হবেন ?
আর কতকাল আপনাদের নিয়ে একটি দলকে ন্যাক্কারজনক রাজনীতি করতে দিবেন ?
আর কতকাল আওয়ামীদের দ্বারা টয়লেট টিস্যুর ন্যায় ব্যবহৃত হবেন ?

অট : দেশনেত্রী বেগম খালেদা জিয়া 'সংখ্যালঘু' শব্দটিতে আপত্তি জানিয়েছেন কারন দিনশেষে আমরা সবাই বাংলাদেশী !
এখানে সবাই আমার ভাই,আমার বোন ! আমরা সবাই সমান !
এখানে কোনো সংখ্যালঘু নেই বা সংখ্যাগুরুও নেই !

(কার্টেসী : ধ্রুব মহাকাল )


BAL চরিত্র সম্পর্কে আরো জানতে নীচের লিংকে ক্লিক করুন।
http://awamicrime.blogspot.com/
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

এই আমি রবীন বলেছেন: @ক্লিকবাজ, BAL এর চরিত্র খারাপ, গোলাপী MAL এর চরিত্র আরো খারাপ, আর JAMA(T)L চরিত্র?? থুঃ

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

এই আমি রবীন বলেছেন: @লেখক? তো প্রতিরোধ বলতে কি করতে চান? বোমা মারবেন?? যুদ্ধ ঘোষনা করবেন?

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১

স্বস্তি২০১৩ বলেছেন: সবাই ভালো। এখানে বোমা মারার বা যুদ্ধ ঘোষনার কথা কেন আসছে।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

বন্ধুহারা০০ বলেছেন: B:-) :-B !:#P B-) =p~

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

ভাইজান০০৭ বলেছেন: হিন্দু বা সংখ্যালঘু সমপ্রদায় না বলে বলুন, আওয়ামীলীগার বা লীগের দলীয় যেসব সন্ত্রাসী আছে তারা তাদের কর্মফল কি ভোগ করবে না!!!!!
সবাই কে মানুষ হিসেবে বিবেচনা করুন।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

HHH বলেছেন: বেশি বেশি করে একটি বিশেষ দলের চামচামি করেন। ভোট দেন। তাহলে কোন ঝামেলা থাকবে না।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

খােলদ িস বলেছেন: সরকার এখন নিজের নিরাপওা নিয়ে টেনশনে আছে। নিজেদের নিরাপওা নিজে দেরি দিতে হবে। পালা করে রাত জেগে পাহারা দেয়াটা
খুবই ভালো আইডিয়া।

মাষ্টার দেবাশীষ ভৌমিকে সাধুবাদ সঠিক সময়ে সঠিক সিধান্ত।

আমাদের এলাকা হিন্দু দের না, কিন্তু ভাই আমাদেরও রাত জেগে পাহারা দিতে হয় ডাকাতের ভয়ে।

বর্তমানে ল এন্ড অর্ডার নেই, পুলিশ ব্যাস্ত বিরোধি দমনে তাহলে আমাদের নিরাপওা দিবে কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.