![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'মুই এলা কি নিয়া বাঁচিম, ভগবান তুই ওমার বিচার করিস'
সিদ্ধার্থর বাড়িতে শোকের মাতম
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা
'ওরে আমার মানিক, ওরে আমার বুকের ধন রে....তুই মোক একালা ছাড়ি কোটে গেইলিরে বাপ, মুই এলা কি নিয়া বাঁচিম বাবারে। হরতাল নাই তাও ওমরা মোর ছাওয়াক মারি ফ্যালাইছে, ভগবান তুই ওমার বিচার করিস।' রাজশাহীতে ককটেলের আঘাতে নিহত পুলিশ সদস্য সিদ্ধার্থ চন্দ সরকারের মা প্রেয়সী রানী সরকার এভাবেই সন্তান হত্যার বিচার চাইলেন। গত শুক্রবার সিদ্ধার্থের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দি গ্রামে গিয়ে দেখা যায়, শত শত মানুষ ছুটে এসেছে অসহায় পরিবারটিকে সান্ত্বনা দিতে। সেখানে চলছিল শোকের মাতম।
বাবা বিমল চন্দ সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, একমাত্র উপার্জনকারী ছিল সিদ্ধার্থ। সে ২০১০ সালের ২৫ মে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগদান করে। তার আয়েই চলতো সংসার। মাত্র ছয় মাস আগে ঘটা করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জের অতুল অধিকারীর কন্যা পুলিশ সদস্য দীপ্তি রানীর সঙ্গে বিয়ে হয় সিদ্ধার্থের।
সিদ্ধার্থের মেঝো ভাই পার্থ এখন এইচএসসিতে পড়ছে। আরেক ভাই দেব্রত সরকার পড়ছে ৫ম শ্রেণিতে।
গত বৃহস্পতিবার রাজশাহীতে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলে সিদ্ধার্থ গুরুতর আহত হলে তাকে ঢাকা সিএমএইচএ ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় সেই রাতে মারা যায় সে। রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার রাত দশটার দিকে সিদ্ধার্থের লাশ তার গ্রামের বাড়ি এসে পৌঁছে। এ সময় তাকে দেখতে আসেন রংপুর জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, কাউনিয়া থানার ওসি আব্দুল লাতিফ মিঞা, শহীদবাগ ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানসহ এলাকার সর্বস্তরের মানুষ। শহীদবাগ কেন্দ ীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে তার পারিবারিকসূত্রে জানা গেছে।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
বাংলার আকাশ বলেছেন: keno ? er nihoto nai ? manush hon.
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
ইউরো-বাংলা বলেছেন: সিদ্ধার্থদের রক্তের কথা বলেছেন ভালো কথা। বিশ্বজিতের ব্যপারটাও মাথায় রাইখেন।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
ফোর টোয়েনটি বলেছেন:
তার জন্য কষ্ট লাগলেও তার বুলেটের আঘাতে হয়তো কোন মায়ের বুক খলি হয়েছে, একটি তরুণ হয়তো খুড়িয়ে হাঁটছে অথবা চিরদিন পঙ্গুত্ব ভা ক্ষতের চিহ্ন নিয়ে চলতে হবে, এই দৃশ্য মনে আসায় কষ্ট কমে গেল।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১
উপপাদ্য বলেছেন: সিদ্ধার্থকে যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনার পাশাপাশি সিদ্ধার্থদের গনহত্যার শিকার হয়ে যে কয়েক হাজার মানুষ গত ৫ বছরে নির্মমভাবে নিহত হয়েছে সেইসব হন্তারক সিদ্ধার্থদেরও বিচারের আওয়াতায় এনে ফাঁসি নিশ্চিত করা উচিত।
পাশাপাশি বিশ্বজিৎদের হত্যা করার সময় যেসব সিদ্ধার্থরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে এবং হত্যাকারী, অন্যায়কারীদের সাহায্য করে ও তাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় সেসব সিদ্ধার্থদেরও আইনের আওতায় আনা জরুরী।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বাংলাদেশে একজন সিদ্ধার্থ-ই কি মারা গেছে?শত শত সিদ্ধার্থকে যারা মারলো তাদেরও বিচার এই বাংলাদেশের মাটিতে হবে।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
জহির উদদীন বলেছেন: শেখ হাসিনা এই আমলের সব চেয়ে বড় সাফল্য কিছু অন্ধ দালাল, দলদাস ও গোলাম বানানোর সফলতা....
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫
প্রমিথিউস22 বলেছেন: দাদা, সিদ্ধার্থর মৃত্যুর বিচার চাই আমরাও চাই।
তা আপনি কি বিশ্বজিত হত্যার বিচার চান? আর শত শত মানুষের মৃত্যুর জন্য দায়ী যে আওয়ামীলীগ তাদের কি বিচার চান?
আশা করি, আপনি বিবেকহীন নন।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫
হাসিব০৭ বলেছেন: আহারে কত ভাল লোক ছিল রে!!!!!