নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহানাম

মহানাম › বিস্তারিত পোস্টঃ

কি নামে আখ্যায়িত করবো, অাপনারাই বলে দিন : ‌‌মৃত্যুর মুখ থেকে ফিরে আসা' না ‌‌‌‌‌নতুন জীবন পাওয়া'না নীরবে চলে যাওয়াটা ব্যাহত হওয়া', কোনটি ?

০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৫

বিগত ২৪ অাগস্ট, ২০১৪ ইং হঠাৎ করে অামার গ্লুকোলাইট লেভেল অর্থাৎ রক্তে লবণশূণ্যতা কমে যাওয়ায় (ডাক্তারী ভাষায়) অামি সংজ্ঞাহীন হয়ে পড়ি। অামার এই অবস্থা শুনে আমেরিকায় অবস্থিত অামার তৃতীয় কনিষ্ঠ ভাই ড. তিলক কান্তি সেন-এর পরামর্শমতে আমাকে এম্বুলেন্সে করে সিলেটে নিয়ে যাওয়া হয় এবং মীরের ময়দানস্থিত এলাইড ক্রিটিক কেয়ার ক্লিনিকে ভর্তি করে দেওয়া হয় । চার দিন পর ডাক্তারদের অক্লান্ত চেষ্টায় ধীরে ধীরে অামার সংজ্ঞা ফিরে অাসে। ৩২ দিন ক্লিনিকে চিকিৎসা পাওয়ার পর আমি সেখান থেকে ছাড়পত্র পাই যদিও এখনো দু'দুটো তারিখে ভিন্ন ভিন্ন টেস্ট করার কথা ।
কিন্তু এখন অামার মনে হচ্ছে, এমনি করে নীরবে চলে যাওয়ার কি কোন দ্বিতীয় সুযোগ আর আসবে ?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৪

জুন বলেছেন: সৃষ্টিকর্তার অশেষ রহমত

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫২

মহানাম বলেছেন: ধন্যবাদ জুন ও ময়ুরাক্ষীকে। এটাও সৃষ্টিকর্তার কাছে নিবেদন করুন যেন তিনি সহসাই এমনি করে নীরবে আমাকে নিয়ে যান।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩০

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আল্লাহ প্রত্যেক মানুষের হায়াতকে নির্দিষ্ট করে রেখেছেন এর এক মুহূর্ত আগে বা পরেও কেউ মৃত বা জীবিত থাকতে পারবে না। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমীন।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৩

আজমান আন্দালিব বলেছেন: শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আল্লাহ প্রত্যেক মানুষের হায়াতকে নির্দিষ্ট করে রেখেছেন এর এক মুহূর্ত আগে বা পরেও কেউ মৃত বা জীবিত থাকতে পারবে না। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমীন।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২৬

কলমের কালি শেষ বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল । :)

৭| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০২

পাজল্‌ড ডক বলেছেন: শব্দটা মনে হয় ইলেকট্রোলাইট, অবশ্য একই সাথে গ্লুকোজ ও কমে যেতে পারে
শুভ কামনা রইল ।

৮| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

মহানাম বলেছেন: হ্যাঁ, ইলেকট্রোলাইট। ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.