নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহানাম

মহানাম › বিস্তারিত পোস্টঃ

ঠেলার নাম বাবাজী

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৪

শর্ত ছাড়াই ভারতের সঙ্গে আলোচনায় রাজি পাকিস্তান

যুগান্তর ডেস্ক | প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৫
কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই ভারতের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তান রাজি বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শান্তি প্রতিষ্ঠার স্বার্থেই তিনি এ পদক্ষেপ নিচ্ছেন বলে জানান।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলন উপলক্ষে মাল্টায় সফররত নওয়াজ শরিফ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে একথা জানান।
ভারত ও আফগানিস্তানসহ সবা প্রতিবেশী দেশের সঙ্গে পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষায় আগ্রহী বলেও জানান তিনি। বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা ক্ষেত্রে এ সময় যুক্তরাজ্য ও পাকিস্তান ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও একমত হয়েছে।
এনএসএ বৈঠক বাতিল হয়ে যাওয়ার প্রায় দুমাস পর আলোচনার কথা বললেন পাক প্রধানমন্ত্রী। নওয়াজের বিশেষ অ্যাসিস্টেন্ট তারিক ফতেমি মঙ্গলবার করাচিতে ভারত-পাক সম্পর্কের বিষয়ে এক সভায় বক্তব্য রাখছিলেন। সেই সভাতেই ফতেমি বলেন, এটাই সত্যি যে, প্রধানমন্ত্রী সব সময় ভারতের সঙ্গে সুসম্পর্কই চান। তিনি আরও বলেন, নওয়াজ শরিফ ভারতের সঙ্গে কথা বলার উদ্যোগ নিয়েছিলেন। এছাড়া সাধারণ মানুষের উদ্দেশে ফতেমি বলেন, তারা যেন দুই দেশের সুসম্পর্কে নেতা-মন্ত্রীদের উৎসাহ দেন।
আগস্টে দুই এনএসএ পর্যায়ের বৈঠক বাতিল হয়ে যাওয়ার পর থেক এখন পর্যন্ত কোনো শান্তি বার্তার উদ্যোগ নেয়া হয়নি। ভারতের দেয়া শর্ত পাকিস্তান মানতে রাজি না হওয়ায় বাতিল হয়ে যায় এনএসএ পর্যায়ের বৈঠক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছিল কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কোনোভাবে আলোচনায় রাজি নয় ভারত।
- See more at: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.