নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজা

রাজা

রাজামশাই

আমি রাজা

রাজামশাই › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম - গন্ধরাজ

১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৮

ফুলটার বাংলা নামঃ গন্ধরাজ



খুবই পরিচিত একটা ফুল



অন্যান্য স্থানীয় নামঃ Gardenia, Cape jasmine • Hindi: Gandhraj• Manipuri: কবোকলৈ Kaboklei • Urdu: Gulchand • Marathi: Gandroya •



বৈজ্ঞানিক নামঃ Gardenia jasminoides

Family: Rubiaceae (coffee family)



মন্তব্য ২২ টি রেটিং +১১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০১

ঘাসফুল বলেছেন: ছুবি গুলি দারুনৈছেরে, মনে হয় সুঘ্রাণ আসতাছে... :)

১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০২

রাজামশাই বলেছেন: তাইতো মনে হইতাছে

২| ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৩

তানজু রাহমান বলেছেন: বহুতখুব!

১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৩

রাজামশাই বলেছেন: মারহাবা

৩| ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৪

এক্স ফাইলস্‌ বলেছেন: আমার বাসায় একটা বড় গাছ ছিলো, সকালে সৌরভে ভরে যেতো পুরো উঠোন।

১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৫

রাজামশাই বলেছেন: ছিলো কেন রে - কেটে ফেলেছিস নাকি?

৪| ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৫

এক্স ফাইলস্‌ বলেছেন: আমি কেটে পড়েছি।

১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৭

রাজামশাই বলেছেন: :(

৫| ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৫

চাচামিঞা বলেছেন: গন্ধরাজ আমার খুব প্রিয় ফুল, হাসনাহেনা নিয়ে কিছু লিখসেন? প্লাসাইলাম।

১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৭

রাজামশাই বলেছেন: এখনও দেয়া হয় নাই - তয় দিবো

৬| ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৮

আইরিন সুলতানা বলেছেন:
এই গাছ, ফুল এখন আর দেখিনা ....অনেকদিন :(

একটা জিঙ্গেল মনে পড়সে...লালবাগের হাঁস মার্কা গন্ধরাজ তেল ....;)

১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৪

রাজামশাই বলেছেন: চাচা মিয়ার জাবরকাটা পড়তে পড়তে

সিরিজ গুলার মাঝখানে এই এডটা দিতো খুব

এইটা মনে হওয়াতেই আমি এই পোষ্ট টা বানাইলাম

৭| ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৯

বিবেক সত্যি বলেছেন: সুগন্ধ-রাজজজজজ....

১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৯

রাজামশাই বলেছেন: হুম

৮| ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৬

ব্যাকটেরিয়া বলেছেন: ভাল লাগলো :)

১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৬

রাজামশাই বলেছেন: :)

৯| ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৩

নাফিস ইফতেখার বলেছেন: :) গন্ধরাজ আমার খুবই প্রিয়.....আমার বাসায় গাছও আছে....বর্ষার দিনে বৃষ্টি সিক্ত গন্ধরাজ দেখার আনন্দ আর কিছুতে নেই....

১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৭

রাজামশাই বলেছেন: হক কতা

১০| ১২ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৯

কোজাগরী চাঁদ বলেছেন: আমার সব চেয়ে প্রিয় ফুল গন্ধরাজ।
সেকেন্ড প্রিয় হাসনা হেনা।

ঘাসফুল বলেছেন: ছুবি গুলি দারুনৈছেরে, মনে হয় সুঘ্রাণ আসতাছে... ---------------একদম খাঁটি কথা। মনে হচছে যেন ছুলেই পেলব পাপড়ীর স্পর্শ পাওয়া যাবে।

চাচামিঞা বলেছেন: গন্ধরাজ আমার খুব প্রিয় ফুল, হাসনাহেনা নিয়ে কিছু লিখসেন? প্লাসাইলাম।-------------------আমারও এখন এইরকম সতেজ হাসনা হেনা দেখাতে ইচ্ছে হচ্ছে।

১২ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৬

রাজামশাই বলেছেন: হুম

১১| ০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ৩:৫৭

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: :)

০২ রা ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৫৮

রাজামশাই বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.