নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজা

রাজা

রাজামশাই

আমি রাজা

রাজামশাই › বিস্তারিত পোস্টঃ

আজকের গাছ তাল

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৮

তবলার তাল লইয়া আইরিন কথা কইতে ছিল। তাই তালের কথা মনে হইলো দিলাম তাল লইয়া পোষ্ট।



ঐ দেখা যায় তাল গাছ

ঐ আমাদের গা......



তালগাছ একপায়ে দাঁড়িয়ে

.....





প্রথমেই এইগুলি মনে হইলো।





এই গাছ টার নাম বাংলায় - তাল



বৈজ্ঞানিক নামঃ Borassus flabellifer



বৈজ্ঞানিক বিভাজন এইভাবে

Kingdom: Plantae

Division: Magnoliophyta

Class: Liliopsida

Order: Arecales

Family: Arecaceae

Genus: Borassus L.

Species: B. flabellifer



আমাগো অতি পরিচিত গাছ। একপায়ে খাড়া হইয়া থাকে। তালের বীচির খাইতে তুলানা নাই। ভাদ্র মাসে তালের পিঠা না খাইলে.... ।





তোরা তালগোল পাকা.. :D

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৪

আইরিন সুলতানা বলেছেন:
:) :) :)

আমি একবার রেডিও ফুর্তিতে এস.এম.এস -এ কয়টা লাইন লিখসিলাম ---

ঝলমলে রোদ
হচ্ছে গরম বোধ
ঘামছে সব অঝোরে
সকাল, বিকেল দুপুরে
ভাদ্র মাসের গরম
তাল পেকে নরম ....


:) :) :)

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫

রাজামশাই বলেছেন: ;) :)

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৮

ফারহানা আহমেদ বলেছেন: যে যাই কন না ক্যান এই গাছটা কিন্তুক আমার.............

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৮

রাজামশাই বলেছেন: আচ্ছা ?

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫২

রিক্তা বলেছেন: তোমার কি আর কোনো কাম নাই? একদিনে কয়ডা পুষ্ট দাও ?আগে ফুল শেষ করো তারপর গাছ ধইরো। নইলে তোমার রাজত্ব দখল করা হইবো কইলাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৭

রাজামশাই বলেছেন: ওরে রে

তয় উপদেশ টা খারাপ না। এরপর পাখী ;)

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০২

সিটিজি৪বিডি বলেছেন: তোমার কি আর কোনো কাম নাই? একদিনে কয়ডা পুষ্ট দাও ?আগে ফুল শেষ করো তারপর গাছ ধইরো। নইলে তোমার রাজত্ব দখল করা হইবো কইলাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২

রাজামশাই বলেছেন: আমার অনেক কাম

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪

নিবিড় অভ্র বলেছেন: ওওও.......:). কিন্তু রাজামশাই আজ তো আশ্বিনের আট, তালটা ভাদ্র মাসে খাওয়ালেই বোধহয় বেশি মজা লাগতো। তবে কৃপা করে দিয়েছেন এই বেশি। মহারাজ কি জয়!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২

রাজামশাই বলেছেন: হুমম

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৪

রাত বলেছেন: তালের পিঠা খেতে অতটা ভাল লাগে না, যতটা তালের বিচি খেতে লাগে।

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৩

রাজামশাই বলেছেন: হুমমম

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৪

কঁাকন বলেছেন: ফুল থেকে ফল

রাজামশাই তাল ফুল হয় না?

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১২

রাজামশাই বলেছেন: দেখি পাওয়া যায় নাকি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.