নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজা

রাজা

রাজামশাই

আমি রাজা

রাজামশাই › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম - কুঞ্জ লতা

০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৪

আমি নিশ্চিত এই ফুল টা অনেকই দেখেছে।





কুঞ্জ লতা মিক্স







ফুলের বাংলা নাম - কুঞ্জলতা

অন্যান্য নামের মধ্যে - কামলতা, তারালতা, Cypress Vine, Star Glory, Hummingbird Vine

বৈজ্ঞানিক নামঃ Ipomoea quamoclit এটি Convolvulaceae (morning glory family) পরিবারে একটি উদ্ভিদ।

অন্য প্রজাতিঃ Quamoclit pinnata







অনেকে এটাকে সূর্যকান্তি ফুল নামেও ডাকে।

এই ফুল গুলি সকালে ফোটে বলে একে সূর্যকান্তি বলে। পাঁচ কোনা বিশিষ্ট তারকাকৃতি ফুল হয় বলে একে তারালতা নামেও ডাকা হয়। ৩ থেকে ৪ ইঞ্চি লম্বা পালকের মতো পাতা হয়। সাধারনত বীজ থেকে এর বংশ বিস্তার হয়।







মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৬

ফ্রুলিংক্স বলেছেন: ফুলটা সত্যি সত্যিই সুন্দর। গ্রামের বাড়িতে অনেক ছিলো। এখন আর নাই :(

বীজ থেকে খুব সহজেই চারা হয়ে যায়।

০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫২

রাজামশাই বলেছেন:
আবার লাগানো হোক

২| ০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৬

রুবেল শাহ বলেছেন: +++++

০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫২

রাজামশাই বলেছেন: ++++++++++++++

৩| ০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫০

আইরিন সুলতানা বলেছেন: মনে হয় ফুল গাছটা দেখেছি ...প্রথম ছবিটা দারুন হয়েছে ..মনে হচ্ছে ...ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে রঙিন বাতি দিয়ে ...

ফুলের রঙটা ভালো ...

০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৩

রাজামশাই বলেছেন:
হুমম

৪| ০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫০

মনির হাসান বলেছেন: ... রাজামশাই বাংলার পরিচিত সব ফুল ( এবং পারলে গাছগাছালি )একটি একক পোস্টে দিলে খুব উপকার হয় । শহুরে কবি পোলাপান না দেখইখ্যা না চিইন্যা বহু কবিতা লিখা ফালায় ... ওগোরো সুবিধা হয় ।

০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫২

রাজামশাই বলেছেন: ঘুরে আয় আমার বাগান থেকে

Click This Link

৫| ০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

রাত বলেছেন: সুন্দর ফুল, আমার এক আত্মিয়ের বাসায় দেখছিলাম এই ফুল।

১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪২

রাজামশাই বলেছেন: ওরে কেমন আছিস

৬| ১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫১

সুলতানা শিরীন সাজি বলেছেন: অদ্ভুত সুন্দর.......ছোটবেলায় আমাদের বাসায় ছিলো।বাগানের গেইট এ।
মনে পড়ে গেলো।
শুভেচ্ছা থাকলো।

১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৫

রাজামশাই বলেছেন:

খুশী হইলাম। ধন্যবাদ

৭| ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২২

আইরিন সুলতানা বলেছেন: পাঁচ কোনা বিশিষ্ট তারকাকৃতি ফুল হয় বলে একে তারালতা নামেও ডাকা হয়।
================

নজরুলের একটা গানে আছে -

দেব খোঁপায় তারার ফুল ...

ওইটাকি অন্য কোন ফুল নাকি এইটাই ?

১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৭

রাজামশাই বলেছেন:
মনে তো হয়।

কোন নজরুর বিশেষজ্ঞরে জিগাইলে পাওয়া যাইতো।

৮| ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৫

বিবর্তনবাদী বলেছেন:

এরে জিগান @ আইরিন সুলতানা & রাজাজি

Click This Link)

১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪২

রাজামশাই বলেছেন:
হে হে হে

৯| ১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮

আইরিন সুলতানা বলেছেন: লিংক লুপে পড়ে গেলাম দেখি ...কিন্তু জবাব পাইলাম না :| :(

১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৩

রাজামশাই বলেছেন: :)

১০| ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

বিবর্তনবাদী বলেছেন: এখন দেহেন

Click This Link)

১১| ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

বিবর্তনবাদী বলেছেন: ধুর এইটা দেখেন

১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৬

রাজামশাই বলেছেন: হুমম

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৮

বংশী নদীর পাড়ে বলেছেন: অসাধারন সৌন্দর্য্য।

০৮ ই মার্চ, ২০১০ দুপুর ১:৪৩

রাজামশাই বলেছেন: আসলেই সুন্দর

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫২

ডাইনোসর বলেছেন: চিনি তো!!

২২ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৩৭

রাজামশাই বলেছেন: হ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.