![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের খেলোয়াড়দের নিলাম মূল্যে দেশি-বিদেশি সব ক্রিকেটারের দামকে ছাড়িয়ে গেছেন ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সর্বোচ্চ ৩ লাখ ৬৫ হাজার ডলারে বিপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল ঢাকা গ্ল্যাডিয়েটর্স কিনে নিয়েছে জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডারকে। বাংলাদেশী টাকায় এর মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি টাকা।
হোটেল রেডিসনে গতকাল অনুষ্ঠিত খেলোয়াড়দের এই নিলামে সাকিব আল হাসানকে কেনার জন্য সিলেট রয়্যালস ছাড়া বাকি ৬ দলই দেশি গোল্ডেন ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য বেঁধে দেয়া সর্বোচ্চ মূল্যসীমা (৭০ হাজার ডলার) অতিক্রম করে ফেলে। নিয়মানুযায়ী গোপন খামে প্রস্তাবিত মূল্য জমা দেয় দলগুলো। আর তাতে বিদেশি গোল্ডেন ক্রিকেটারদের জন্য বেঁধে দেয়া সর্বোচ্চ মূল্যও (১ লাখ ৫০ হাজার ডলার) ছাড়িয়ে যায় সাকিবের দাম।
দেশি-বিদেশি সব ক্রিকেটারকে ছাড়িয়ে ৩ লাখ ৬৫ হাজার ডলারে তাকে কিনে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। গোপন খামে সাকিবের জন্য খুলনা রয়েল বেঙ্গলস ৯০ হাজার, বরিশাল বার্নার্স ১ লাখ ২ হাজার, চিটাগং কিংস ১ লাখ ৭৫ হাজার, রংপুর রাইডার্স ১ লাখ ৬০ হাজার, দুরন্ত রাজশাহী ২ লাখ ৩০ হাজার ডলার দাম হাঁকে। সবাইকে টপকে গিয়ে ৩ লাখ ৬৫ হাজার ডলার দিয়ে সাকিবকে কিনে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
গত বছর প্রথম আসরে সাকিব আইকন খেলোয়াড় হিসেবে ২ লাখ ১০ হাজার ডলারের বিনিময়ে খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে খেলেছিলেন। প্রথম আসরেই বিপিএলের ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার কৃতিত্ব দেখান সাকিব। পুরস্কার হিসেবে পান একটি হোন্ডা ব্র্যান্ডের প্রাইভেট কার।
এদিকে দেশি খেলোয়াড়দের মধ্যে গোল্ডেন ক্যাটাগরিতে অপর তিন ক্রিকেটারের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের। সিলেট রয়্যালস তাকে কিনেছে ২ লাখ ৫ হাজার ডলারে। সহ-অধিনায়ক মাহমুদুল্লাহকে ১ লাখ ২৫ হাজার ডলারে চিটাগং এবং তামিম ইকবালকে কিনেছে দুরন্ত রাজশাহী ১ লাখ ৬৫ হাজার ডলারে।
গোল্ডেন ক্যাটাগরির বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন পাকিস্তানের হার্ড হিটার ব্যাটসম্যান ইমরান নাজির। ২ লাখ ৮০ হাজার ডলারে চিটাগং কিংস দলে ভিড়িয়েছে তাকে। একই ক্যাটাগরিতে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন একই দেশের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ২ লাখ ৭৫ হাজার ডলারে তাকে কিনেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
©somewhere in net ltd.