![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি হবে ছাত্র সেজে
চুমু খেয়ে চনদখানা
যদি হয় বিদ্যালয়টা
পতিতাদের আড্ডাখানা
এর চেয়ে মরাই ভালো
দেশ ছেড়ে যাওয়াই ভালো
কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে?
কি হবে নেতা হয়ে
জনবলে ঘারফুলিয়ে
রাজপথ গরম রেখে
যদি থাকো ঘরে শুয়ে
এর চেয়ে সেজেগুজে
ভিলানের সঠিক পোজে
দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে
কি হবে আলেম হয়ে
ঈমাম সেজে সমাজেতে
পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে
চাকরির ভয় কর যদি
ছেড়ে দাও ওই না গদি
কি হবে ধোকা দিয়ে আল্লাহকে?
©somewhere in net ltd.