![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিডিয়ার সামনে কি সুন্দর করে বল্লেন তিনি সাংবাদিকদের মার ধর করেননি অথচ youtube a দেখলাম উনি নিজেই মারছেন, কি চরম মিথ্যে কথা দেশবাসীর সামনে. আর একটা কথা না বল্লেই নয়, রনি যদি অপরাধ না করে থাকেন তাহলে সাংবাদিককে এত ভয় কেন বা তাদের উপরে এতো রাগ ই বা কেন? শুনেছি চোর কে চোর বল্লে রেগে যায় তারাতারি . সালমান এফ রাহমান শেয়ার মার্কেট এর লুটপাট এর প্রধান পরামর্শ দাতা এটা সত্তি কিনা জনিনা তবে দেশের অনেকে এটা বিস্সাস করে.
কিন্তু রনি সাহেব কি এটা টের পেয়েছেন তিন বছর পর্। নাকি খেপার পিছনে আসলে অন্য কোন কারন আছে? কারণ টা মনে হয় অন্য কিছু . কারণ শেয়ার মার্কেটে মার খাওয়া মানুসের প্রতি মায়া থাকলে রনি সাহেব এর re-action টা আরো অনেক আগে হয়ার কথা ছিল .
২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
মহী বলেছেন: ভাই বেশি কঠিণ কিছু বলি নাই কারন রনি আবার দেশ প্রেমিক খেতাব পেয়ে যেতে পারে।
২| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২
নষ্ট ছেলে বলেছেন: সাংবাদিকরা আইন না মাননে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যায় কি?
৩| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
ঢাকাবাসী বলেছেন: শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয় ছাড়া রনির পক্ষে এসব অসম্ভব।
২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
মহী বলেছেন: যে সরকারের প্রধানমন্ত্রী cnn এর সাথে সাক্ষাৎকারে পর্যন্ত মিত্থা বলেন সেই সরকারের এক জন এম পি মিত্থা বলতেই পারেন।
৪| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
দুরন্ত সাহসী বলেছেন: পায়ে লাথি মেরেছে সেটা সে এসএটিভিতে বলেছে। আর সব চেয়ে বড় কথা কোন ভ্দ্র লোক কোন ভবনের সিড়িতে বসে ভিডিও ক্যমেরা অন করে ভিডিও করেনা। রনি যখন নিচ থেকে উঠে আসছে সিড়ি বেয়ে তখন তাকে ভিডিও করার কি হলো? কোন তথ্য জানতে হলে তার রুমে যাবে ,সেখানে বসে আলোচনা করবে। তারা যেই বিষয় নিয়ে কথা বলতে আসছে সেটা তালাশের তালাশ করার মত কিছুনা, ওটা ছিলো মামলা আদালতের বিষয় যা তালাশ করার দরকার হয়না, সাধারণ সাংবাদিক গন নিউজ কালেকশান করার মত একটা বিষয়।
আর এই তালাশ পালশ গুলো আজকে সব চেয়ে বেশি ক্রাইম করছি, নানা জনের নানা বিষয় নিয়ে তারা জিম্মি করে টাকা হাতিয়ে নেয় এটা কারো অজানা নয়। আর তিনি এই বিষয়ে কথা বলেবেননা বলেনি,বলেছে তিনি প্রাশাসনের সামনেই এই বিষয় কথা বলবেন এবং তিনি সেই জন্য থানা পুলিশের লোকদের উপস্থিত থাকতে অনুরোধ করেছিলেন।কিন্তু দরবেশ বাবার এত ক্ষমতা যে কেউ আসতে সাহস পায়নি।
বড় কথা এই দেশে শিক্ষিত লোকদের রাজনীতি করতে দিবেনা দরবেশরা,কারণ শিক্ষিত লোকরা দরবেশদের পা চাটেনা।
জিয়াউর রহমান একটা কথা বলেছিলো - আমি এই দেশে রাজনৈতিক নেতাদের রাজনীতি করা ডিফিকাল্ট করে দিবেন।এসব তারি ধারাবাহিকতা।
সমালোচনা করবেন করেন,এই দেশে রনিদের চেয়ে খারাপ লোক আছে নেতা সেজে বসে আছে ক্ষমতায়।রনিদের হাজারটা ভালো কাজের মধ্যে কিছু মন্দের প্রতিবাদ যদি মন্দ দিয়ে হয় তা নিয়ে বাজনা বাজানোর কিছু নেই।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠিক।
এখন সময় এসেছে এভাবেই বলার!
সুশীল শব্দ দিয়ে নয়
কূটনীতির নামে কথার মারপ্যাচে নয়
মোটা দাগে
মোটা গলায় বলতে হবে- রাজা তুই ন্যাংটো!!!
রনি তুই মিথ্যাবাদী।
শব্দের কচকচানি দিয়ে ভিডিওতে ধারনকৃত সত্যকে মিথ্যা করা যায় না।
একজন সংসদ সদস্য হিসাবে মিথ্যা বরায় দায়ে তার বিরুদ্ধে মামলা করা যায় কিনা আইনবিদরা ভেবে দেখূন।