নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্গানিক কৃষি প্রযুক্তি

অর্গানিক কৃষি প্রযুক্তি

মোহাম্মদ মহি উদ্দীন চেীধুরী

অর্গানিক কৃষি প্রযুক্তি › বিস্তারিত পোস্টঃ

বিটি বেগুন

২১ শে জুন, ২০১৭ রাত ১২:৩৪

বিটি বেগুনের বৈজ্ঞানিক প্রক্রিয়া হচ্ছে ,ব্যাকটেরিয়া থেকে বিষাক্ত প্রোটিন লজিন ব্যাকটেরিয়া থেকে আলাদা করে জেনেটিক প্রক্রিয়ায় বেগুনের জিনোমের মধ্যে প্রবেশ করানোর ফলে বেগুনের মধ্যেই একই ধরণের বিষাক্ত প্রোটিন উৎপাদিত হয় । ফলে বেগুনের মধ্যে সাধারণভাবে আমরা যে পোকা সব সময় দেখি ,সেই ব্রিঞ্জাল ফ্রুট অ্যান্ড শুটবোরার বা লেদাপোকা বেগুনের গায়ে আক্রমণ করলে বা বেগুনের কোন অংশ খেলে এগুলোর পুষ্টিনালি ছিদ্র হয়ে মারা যায়। কিন্তু বিটি বেগুন এতোই বিষাক্ত যে পোকা পোকা খা্ওয়ার ্ও উপযোগী নয়,সেই বেগুন কী করে মানুষের খা্ওয়ার উপযোগী হতে পারে ? বিটি প্রযুক্তির মাধ্যামে বিষ ব্যবহার না করার মিথ্বযা এবং প্রতারণা । আসলে বিষ ব্যবহার বন্ধ নয়, বিষক্ত বীজ ব্যবহার করা হচ্ছে, যা কোম্পানি বা উদ্ভাবক নিজেই কৃষককে করে দিচ্চে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.