নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহনাময়ী

মোহনাময়ী › বিস্তারিত পোস্টঃ

ওভারপ্রটেক্টিভ প্যারেন্টস

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০১

ঘটনা পর্যালোচনা করলে কারণটা বের হয় ওভারপ্রটেক্টিভ প্যারেন্টস। অনেকের সাথেই হয়ত মিল পাওয়া যাবে। বাইরে যাব ঘুরতে ফ্রেন্ডদের সাথে। অনেক প্ল্যান প্রোগ্রাম করা হল এই করব, সেই করব। ঠিক যাওয়ার আগের দিন বা যাওয়ার দিনই ধুম করে বাসায় বলে বসবে,"কোথাও যাওয়া চলবে না। বেহেশত ঘুরার ফ্রি টিকিট পাইলেও না।" যাহ!! সব প্ল্যান প্রোগ্রাম চুলায় গেল। ফ্রেন্ডরা গালাগালি করবে, "তুই কি এখনও ডায়াপার পরস? চেঞ্জ করার জন্যে মা ছাড়া চলবে না? গ্রো আপ গার্ল!! বাসার সবকিছু শুনতে হয় না।"

আসলে শুনতে হয় না বলে না। অনেককিছুই শুনি না। ছবি আঁকা একটা টাইম প্যাশন ছিল। বাসার হাউকাউতে ছেড়েই দিছিলাম। কি মনে করে সেই কাজ আবার শুরু করছি। লেখালিখি করাটা আমার জন্যে নিষিদ্ধ জিনিস। তারপরও লুকাইয়া লুকাইয়া লিখি। আমার বাপ যদি কোনকালে জানতে পারে আমি ব্লগে লিখি তাইলে ডাইরেক্ট বাসায় নেট কানেকশন ভ্যানিস করে দিবে। অনেক বাসাতেই বাবা মা বলেন,"এইসব করে কি হবে? পড়াশুনা কর। ওইটাই আসল। এইসব করে কিচ্ছু হবে না।" হুম। কিছু হবে না সেটা আমরাও জানি। মনের আনন্দের জন্যে কাজগুলো করি। টেক্সট বুকের ভিতরে সারাদিন মাথা গুঁজে থাকাটা জীবনের সব না। এইসব হয়ত তাদের বুঝাতে পারব না আমরা কেউ।

কেন তাদের সব কথা শুনি? আসলে শোনার একমাত্র কারণ হল ইচ্ছা। ইচ্ছা করেই শুনি। মেয়ে তো। বড়জোর টেনেটুনে আর দুই তিন বছর। এরপর সোজা ভেগে যাব। ভেগে যাব বলতে, হয় শ্বশুরবাড়ি নাহয় দেশের বাইরে। তখন এইসব খবরদারি আর কেউ করতে আসবে না। শুধু দূর থেকেই বলবে,"সাবধানে থাকিস। এইদিক ওইদিক বেশি ঘুরিস না। উল্টাপাল্টা কিছু করিস না।" শুধু সাবধান বাণী পর্যন্তই, শাসনটা আর কেউ করবে না। ঠিক যেমন স্কুলে যেতে একটা সময় ভাল লাগত না অতি দুষ্টামির জন্যে ডিটেনশন দিত বলে। অথচ এখন খুব মিস করি। তেমনি আমার ওভারপ্রটেক্টিভ প্যারেন্টসের শাসন গুলা মিস করব। সত্যিই অনেক মিস করব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.