নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দাম দিয়ে কিনেছি বাংলা

ক্যাপটেন

ভেবোনা গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনা তে.......।

ক্যাপটেন › বিস্তারিত পোস্টঃ

হিট পোষ্টের কতিপয় আইটেমঃ চেষ্টা করে দেখতে পারেন:P:P:P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৮

নাফিস ইফতেখার, সামু'র বিখ্যাত ব্লগার। উনি উনার এক পোষ্টের কমেন্টে বলেছিলেন, হিট এবং কমেন্ট পাওয়া একটি ব্লগীয় রোগ। ব্যাক্তিগত ভাবে আমারও তাই মনে হয়। বেশীরভাগ ব্লগার রাই চান তাদের পোষ্টে হিট পড়ুক এবং তাদের পোষ্টে দলে দলে কমেন্ট করুক। এর মধ্যে আবার ব্যাতিক্রম আছে। কোন কোন ব্লগার আছেন যারা কোয়ালিটি পোস্টে বিশ্বাসী, আবার কোন কোন ব্লগার আছেন যারা কোয়ান্টিটিতে বিশ্বাসী। বেশি পোষ্ট মানেই বেশি হিট। কোয়ালিটি ব্লগার রা আবার অনেক দিন খেটে খুটে একটা পোষ্ট লিখেন। তার আগে ফেবুতে ছোট ছোট স্ট্যাটাস দিয়ে পাঠকদের মাঝে এক ধরণের উত্তেজনা সৃষ্টি করাও হিটাকাঙ্খার ই বহিঃপ্রকাশ। যে যেভাবে ইচ্ছা করুক আমি আর সে আলোচনা তে যাচ্ছিনা। আসলে সচেতন/অবচেতন মনে আমরা সবাই হিট সীকার। কোয়ালিটি পোষ্ট কিভাবে দিতে হয় তা আমার মতো ক্ষুদ্র ব্লগারের মাথায় নাই কিন্তু হিট পোষ্ট দেয়ার ব্যাপারে কিছু জিনিস আমার মাথায় ঘোরঘোর করতেছেঃ



*সামুর বড় বড় রুই-কাতলা মার্কা ব্লগারদের শিরোনাম করে কিছু লিখুন-(তাদের জন্মদিন, কারো বাচ্চা হলে, বিয়ে করলে অথবা কোন ডিগ্রী অর্জন করলে অথবা তাদের পোষ্টের কোন সবল/দুর্বল দিক নিয়ে লেখুন)। পোষ্ট হিট হইতে বাধ্য থাকিবে।



* প্রচুর মুভি রিভিউ দিতে পারেন। কষ্ট কম। হিট বেশি। (মুভি না দেখেও মুভি রিভিউ দিতে পারেন আইডিএম অথবা উইকির সাহায্য নিয়ে)



* চামড়া অতিশয় মোটা থাকিলে আপনার মনে লুকিয়ে থাকা ভারত অথবা পাকিস্তান প্রীতি নিয়া কোন পোষ্ট করতে পারেন। মন্তব্য যেমন তেমন আপনি পুরাই হিট।



*বিডি নিউজের গ্লিটজ এ নজর রাখতে পারেন। ওখানে বলিউডের সব তাজা খবর পাবেন। যেমন ধরেন আজকে আসছে "বিপাশার চেয়ে বেশি সেক্সি সানি লিওন" এই জাতীয় পোষ্ট কপি পেষ্ট করতে পারেন।



* আপনার যেকোন পোষ্টে ১৮+ ট্যাগ দিয়ে দিতে পারেন। পোষ্ট হিট।



* যেকোন স্টিকি পোষ্টের বিপক্ষে একখান পোষ্ট দাঁড় করায়া দেন। আশা করি হিট পাবেন।



* আপনি যদি ফটোশপের কাজ কারবার জানেন তাইলে অবশ্যই ফেবু স্ক্রীনশট বানায় পোষ্ট করবেন বড় বড় ব্লগারদের নামে। দেখবেন ব্লগার রা কেমন খায়।



* নিজের একটা কেবলা মার্কা ছবি ব্লগে দিয়ে ক্যাপশন দিয়ে দিতে পারেনঃ স্যা সামথিং এ্যাবাউট দিস ফটো, ইটস মি



* লুলীয় ধারা'র যেকোন লেখা হিট হইতে বাধ্য। কারণ আমরা লুল ফেলতে ভালবাসি। :P



কিছু ক্লুঃ(শিরোনামের জন্য প্রযোজ্য)



১। কৌশিক আপনাকে ভাল করেই চিনি X(X(X(

২। নাফিস ইফতেখার আপনাকে বলছি :P:P:P

৩। জাতির নানাকে সাবধান করে দিতে চাই X((X((X((

৪। আমার পছন্দের ব্লগীয় লুলেরা ;););)

৫। ডজন সিনেমা নিয়েও বেকার সাহারা :)

৬। বিপাশার চেয়েও আবেদনময়ী সানি লিওন

৭। শাহরুখ-ক্যাটরিনার লন্ডনী রোমান্স:D

৮। বাংলাদেশ- ভারতের দয়ায় স্বাধীনতা পাওয়া এক দেশ (যাদের বাংলাদেশপ্রীতি বিষয়ক এলার্জী আছে তারা ঢুকবেন না)

৯। ভারতের পা চাটার চেয়ে পাকিস্তান ই মনে হয় ভাল ছিলঃ কি বলেন আপনারা?

১০।এয়ার কন্ডিশনের রিমোট ব্যবহারের নিয়ক কানুন জানুন এই পোষ্টে

১১। মোবাইলে মেসেজ দেয়ার সিস্টেম (নিয়মিত আপডেট হবে)

১২। মডুরে গালাগালি কইরা যে কোন পোষ্ট (হিট পাবেন ঠিকি তবে এটাই হয়তো শেষ পোষ্ট হইতে পারে আপনার)X(X(

১৩। বিশ্বের সেরা ১৮+ জোকস (১ম ৫০) -এরপর চলতে থাকবে:P:P:P

১৪। সমসাময়িক বিষয়ে ব্লগার সেন্টিমেন্টের বিপরীতে যেকোন পোষ্টঃ যেমনঃ সাগর রুনি হত্যাকান্ডের মূল হোতা পরকীয়া-দেশটা উচ্ছন্নে গেল:((:((

১৫। আমার লেসবিয়ান অভিজ্ঞতা (সমকামিতা'র টা ব্যাপক মার্কেট পাইছিল।:P:P:P

আরো অনেক গুলো আসছে মাথায়। কিন্তু সময় স্বল্পতার কারণে পারছিনা। তবে পোষ্ট হিট করানোর জন্য শুধু পোষ্ট না অপটিমাইজেশনের দিকেও লক্ষ্য রাখুন। ফেবুতে এবং অন্যান্য ব্লগারদের ব্লগেও লিংক দিয়ে দিন। যেকোন ব্লগারের পোষ্টে প্রথম কমেন্ট করার চেষ্টা করুন যখন আপনার পোষ্টটি ১ম পাতায় থাকবে এবং কমেন্ট করবেন পজিটিভলি।

ভাই/বোনেরা আর পারতেছিনা। হ্যাপি ব্লগিং। এখানে কারো নাম অনুমতি নিয়ে প্রকাশ করা হয়নি । এজন্য আন্তরিক ভাবে দুঃখিত।

মন্তব্য ৬০ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৯

অথৈ সাগর বলেছেন: জোশ :P :P +

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩২

ক্যাপটেন বলেছেন: ধন্যবাদ :)

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাল বিশ্লেষণ।

চালিয়ে যান।
হিট।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

ক্যাপটেন বলেছেন: হিট দেয়ার জন্য ধইন্যা :#) :#)

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

দিকভ্রান্ত একা বলেছেন: :-B :-B :-B :-B পুরা হিট

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫০

ক্যাপটেন বলেছেন: :-B :-B :-B :-B আপনারেও ধন্যবাদ কোমেন্ত এবং হিত দেয়ার লাগি :)

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

ব্লাক উড বলেছেন: পোস্টের বক্তব্য রুঢ় হলেও কঠিন সত্য বলার জন্য ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫১

ক্যাপটেন বলেছেন: আপনাকে স্বাগতম ভাই। ইহাই চলে আসছে ব্লগে :)

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

রায়হান কবীর বলেছেন: হিট পেতে ফেসবুকে প্রচারণা অনেকেই চালান তবে দিনের পর দিন আসিতেছে ......। এই রকম ভাবে অ্যাড দেয়ার কথা আগে শুনিনি।

পোস্টে প্লাস।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

ক্যাপটেন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। অপটিমাইজেশনের আরো কতগুলো সিস্টেম আছে সময়ের অভাবে দিতে পারিনাই :(

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

ব্লাক উড বলেছেন: বেশীর ভাগ ক্ষেত্রেই বিভিন্ন কারনে আড্ডা,গনহারে মন্তব্য,কারো জন্ম দিন নিয়ে ধারাবাহিক পোস্ট দেয়ার উদ্দেশ্য নিজের পোস্টে মন্তব্য খয়রাত করা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

ক্যাপটেন বলেছেন: সহমত

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫০

হাবীব কাইউম বলেছেন: ***

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

ক্যাপটেন বলেছেন: ধন্যবাদ :)

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৪

গাধা মানব বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৬

ক্যাপটেন বলেছেন: ;)

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৩

আমি তানভীর বলেছেন: শীত গ্যাছেগা, এহন আর হিট দর্কার নাই /:)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৬

ক্যাপটেন বলেছেন: :( আপনে কুল পড়েন হিটের জায়গায় X(

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৪

সৈয়দ রাহী বলেছেন: কিভাবে পোষ্টে হিট বাড়াইতে হয় বুঝাইতে গিয়া আপনের পোষ্টেও হিট বাড়াইয়া দিছেন =p~

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৭

ক্যাপটেন বলেছেন: সে আর বলতে =p~

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

ইসাকুল বলেছেন: ভালো বোলেচেন :প

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৮

ক্যাপটেন বলেছেন: আপনেও ভাল লেকেচেন :প

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

ফারজুল আরেফিন বলেছেন: আপনিও একটা হিট পোস্ট দিলেন। =p~ =p~ =p~

++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৯

ক্যাপটেন বলেছেন: পরের পোষ্টের অপেক্ষায় থাকেন। আসিতেছে-সানি লিওনকে নিয়ে মসলাদার কাহিনী :-P

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪০

মাথাল বলেছেন: কীভাবে ব্লগে হিট হবেন টাইপ পোস্ট করুণ, দেখবেন রাতারাতি হিট হয়ে গেছেন। =p~ =p~ =p~ =p~

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫১

ক্যাপটেন বলেছেন: ;) B:-/ X( :P ভাইডি আমারে পচায়েন না। আপনার পোষ্টে নিয়মিত কোমেন্ত করুম নে ;)

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

লিন্‌কিন পার্ক বলেছেন: হিট হওয়ার জন্য হট পোস্ট দরকার B-)) B-))

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫২

ক্যাপটেন বলেছেন: সবসময় হট পোষ্ট লাগেনা। বুদ্ধি কইরা পোষ্ট দিলেই হিট। কথায় আছে "বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয়না" =p~ =p~ =p~

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৮

বাংলাদেশী পোলা বলেছেন: সবগুলো উপসর্গের সাথে লুলানশার আকামের মিল আছে:)!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৪

ক্যাপটেন বলেছেন: এক কাজ করেন আরেকজন রে ধইরা নিয়া আহেন আমার পোষ্টে ক্যাচাল করতে। তাইলেই পোষ্ট হিট। ইস আমার আরেকখান নিক থাকলে কতো ই না ভাল হইতো :(

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৯

বাংলাদেশী পোলা বলেছেন: পোস্টে প্লাস।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৪

ক্যাপটেন বলেছেন: ধন্যবাদ :)

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৭

শর্বরী-শর্মী বলেছেন: এই বিষয়ে ব্লগের কিংবদন্তী নাফিস ইফতেখারের একটি অনুসন্ধানী রিপোর্ট আছে; দেখে নিয়েন। এগুলোতো ছিলোই; সেই সাথে আরো অনেক বিষয় তিনি আলোচনা করেছিলেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৫

ক্যাপটেন বলেছেন: ওকে দেখবো খন। ধন্যবাদ :)

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৯

বেঈমান আমি বলেছেন: :P :P :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৫

ক্যাপটেন বলেছেন: খালি ইমো চলবে? কথা হপেনা??

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৪

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

হা হা হা :D

ব্লগ জীবনে আর হিট হওয়া হলোনা :( , দেখি আপনার দিক নির্দেশনা মূলক পোস্ট অনুসারে চেষ্টা তদবীর করে!

এমন শিরোণামে কাউন্টার পোস্ট দেবঃ

ক্যাপটেনের হিটাকাঙখি পোস্টে হিটের খরা, আসল হিট পেতে আগামী গ্রীষ্মকাল পর্যন্ত অপেক্ষা না করে এখানে আসুনঃ সামান্য ১৮+ ছোটরাও দেখতে পারেন

:P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৭

ক্যাপটেন বলেছেন: আমার নাম দিলে হিট খাইবোনা। নাফিস ভাই অথবা কৌশিক ভাইয়ের নাম দিবেন । নিশ্চিত হিট। :P :P

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৪

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ১৪ নং পিলাচ, ভালই লিখছেন ;)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৮

ক্যাপটেন বলেছেন: ;) ধইন্যা

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৫

লক্ষ্যভেদী বলেছেন: মাম্মার সাথ মিল্গিয়া:)!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৮

ক্যাপটেন বলেছেন: ভাই আমি ব্লগে নতুন। মামা কিডা? ;)

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৭

অর্পণ! বলেছেন: :-B :-B :-B

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৫৭

ক্যাপটেন বলেছেন: ইমো বুঝিনা,কতা কন !

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪১

নীল পেন্সিল বলেছেন: +++++++++++++++++++++++++++ B-) :D B-) ;)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১০

ক্যাপটেন বলেছেন: এত পিলাচ কোতায় রাকি? আমারে ত চিন্তায় ফালায়া দিলেন :(

২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪৭

শিশিরের শব্দ বলেছেন: Ki komu bujhtachina B-) B-) :P :P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১১

ক্যাপটেন বলেছেন: যা ইচ্ছা বলেন, কুনু সমস্যা নাইক্কা B-))

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০২

রুপ।ই বলেছেন: "হিট হইতে মুন্ছায় " এ ব্যাপারে আমার গবেষনা আর আপনার লেখা মিলে গেছে। এখন লিখেন হিট হইলে কি লাভ ? আর আমরা যারা গরিব ব্লগার হিট পোস্ট না থাকলে কি ক্ষতি ? একটা জিনিশ বাদ গেল, লেখা না পড়েই "দারুন লিখেছেন" , এদের দেখি নাই এই টাইপ অটো কমেন্ট ছাড়া অন্য কিছু লিখতে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৪

ক্যাপটেন বলেছেন: এই জবাব টির আশা করছিলাম প্রথম থেকেই। আপনাকে জাঝা। তবে একটা কথা কইঃ হিটাকাঙ্খা একটি ব্লগীয় রোগবিশেষ। সবাই চায় তার পোষ্টে কমেন্ট আর হিট পরুক।

২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৬

ক্যাপটেন বলেছেন: এই পোষ্টের উদ্দেশ্য কোন কোয়ালিটি ব্লগার কে অসম্মান করা নয়। শুধু কোয়ানটিটি ব্লগার আর নিতান্তই অগোছালো কিন্তু হিট সিকার ব্লগারদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়া তারা কি করছেন। ;)

০৭ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫৭

ক্যাপটেন বলেছেন: তলে তলে যে তুমি ও হিট সিকার এইডা না কইলেই বুঝা যায় X( X(

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৭

শিপু ভাই বলেছেন:
ভাল বিশ্লেষণ।++++++++

আমিও একটু হিট দিয়া গেলাম!!! B-))

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১০

ক্যাপটেন বলেছেন: ধন্যবাদ শিপু ভাই। হিট দেয়ার জন্য ধইন্যাপাতার শুভেচ্ছা B-)) B-))

২৮| ০৭ ই মার্চ, ২০১২ দুপুর ১:০০

মুহসীন৮৬ বলেছেন: ব্লগ এসসিও'র বিষয়টা ভাল লেগেছে। দেখি কামে লাগানো যায় কিনা? B-)) পোষ্টে +++

০৭ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৪২

ক্যাপটেন বলেছেন: এসইও নিয়ে আরেকটা লেখা দেয়ার ধান্দায় আছি B-))

২৯| ০৭ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৫২

প্রিন্সিপাল বলেছেন: হমানে হিট কামাইতে মুন্চায় :(

১২ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪৭

ক্যাপটেন বলেছেন: কামাইতে না করচে কেউ আপনারে? কামান কামান....... :P

৩০| ১২ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪৯

সারেমল বলেছেন: দরকারি পোস্ট

১৮ ই মার্চ, ২০১২ দুপুর ১:৩৩

ক্যাপটেন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.