![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দশর্ন : ধর্ম নিরপেক্ষতা একটা জুজু। আর নিরপেক্ষ ধর্ম হলো ইসলাম, কারন ইসলাম বিশ্বাস করে 'যার যার ধর্ম তার তার কাছে' । এবং ইসলাম কঠোর তা বাস্তবায়নে, উদার স্বাধীনতায়। ধর্ম নিরপেক্ষতা হলো এমন একটা ব্যাপার যেখানে ধর্মগুলোকে প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়ে দেয়। আমার পেশা : কম্পিউটার নামক বেয়াড়া যন্ত্রদানব কে বাগে এনে ঘন্টা (সিস্টেম এনালাইসিস, প্রোগ্রমিং, প্রোজেক্ট ম্যানেজম্যান্ট) পড়িয়ে কাজ করানো । প্রিয় ব্যক্তিত্ব ও আদর্শ : নবী করিম (সা:) প্রিয় নেতা : মাহাথির মোহাম্মদ [অর্থনীতি ও প্রশাসন], ফিদেল কাষ্ট্টো, সাদ্দাম, নবাব সিরাজ-উদ-দৌলা, টিপু সুলতান [সার্বভৌমত্ব ও দেশপ্রেম] প্রিয় বিষয় : থিংকিং হিউম্যানলি, দ্য কগনিটিভ মডেলিং এপ্রোচ [আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স] সাফল্য হলো - Inventing admissible heuristic function : Optimized Memory-bounded heuristic search
প্রাসংগিক বক্তব্যঃ
একজন ব্লগার ১নং সমস্যা উল্লেখপূর্বক একটা পোস্ট দিয়াছেন, সেই পোস্টের উত্তর দিতে গিয়ে এই পোস্ট টি দিতে অনুপ্রানিত হলাম। আপনাদের মতামত জানালে খুশি হবো। প্রশ্নও করতে পারেন, এই অধম উত্তর না দিতে পারলেও কোনো না কোনো পোড় খাওয়া, জ্ঞানী ব্লগার সাহায্য করতে পারবেন ইনশাল্লাহ।
সমস্যা নং - ১: বউ/হবু বউ স্মার্ট হতে নিষেধ করেছে, কি করি বলুন তো?
উত্তরঃ ক্ষ্যাত স্টাইলে পোষাক পড়ুন, ক্ষ্যাত ভাব কথা বলুন। ২/১ বার এইভাবে শ্বশুরবাড়ী ভিজিট করুন, শ্বশুর বাড়ী যেয়ে বউয়ের ভাবীদের/পাশের বাড়ীর ভাবীদের সাথে গল্প করুন।
অথবা, বউয়ের বান্ধবীদের সাথে ক্যাবলা-মার্কা কথা বলুন। মাত্র ২ মিনিট। বেশী না, রেড আ্যলার্ট!
আপনি ২/১ দিনের মধ্যেই নতুন জামা-কাপড় পাবেন, পারফিউম,সানগ্লাস, ঘড়িসহকারে (অবশ্য আপনার পকেটের টাকা খরচ হবে অজান্তে)। আবার আগের অবস্থান ফিরে পাবেন খুবই দ্রুত।
অবিবাহিত আপুরা চোখ বন্ধ করে পড়ুন, নয়তো আবার গবেষনা করে নতুন কিছু আবিস্কার করতে হবে, এতে জাতীয় মেধার অপচয় ঘটবে!
(ইহা একটি পরীক্ষিত ফর্মুলা )
----------------
সমস্যা নং - ২: বউ আমার আড্ডাবাজীতে বাগড়া দিয়াছে, সমাধান কী?
উত্তরঃ এইসব ছোট বিষয়ে টাইট দিতে যাবেন না, হীতে বিপরীত হবে। এখন হয়তো টাইটে কাজ হবে, কিন্তু বাসায় আসলে পরে খানা পাবেন না, এফ.এম. রেডিও বাজবে সারাদিন। ব্যক্তিত্ব বজায় রেখে যা করার একটু টেকনিকে করুন।
আর একটা কথা, খুব শীঘ্রই কাজে লাগবে। "আপনার আড্ডার উপর নিষেধাজ্ঞা জারী হবে"। কোনো কথা বলবেন না। ঘরের কোনে সারাদিন বসে থাকবেন, ঘন্টায় ঘন্টায় চা খেতে চাইবেন। একটু পরপর ডাকবেন। এইটা চাইবেন, ঐটা চাইবেন। টিভি চ্যানেলে খবর দেখবেন সারাদিন, আপনার হবু বউ ক্রিকেট পছন্দ করলে ফুটবল দেখবেন বা উল্টাটা। প্রতিবাদ আসবে। আপনি বলবেন, সব কথা শুনছিতো, এখন একটু খবর/খেলা দেখতে দাও। আর চায়ের দোকানে চাইলেই চা দেয়
ব্যস! ৭ দিনেই কোর্স কমপ্লিট :>
----------------
সমস্যা নং - ৩: (হবু) বউ একটু পরপর ফোন করে খোজ খবর নেয়, ফোনের মাত্রা কমানোর উপায়?
উত্তরঃ সহজ, অতি সহজ! ফোন করলেই বলবেন, আমি এই মাত্র ফোন করতে নিছিলাম। আহ দেখো, মনের কতো মিল! তুমি ফোন করতে চাইলেই আমার মনটা কেমন জানি আনচান আনচান করে
। তুমি আমারে আগে ফোন করতে দিলা না, খেলুম না
। মাঝে মাঝে টাইমিং এর আগে ফোন দেন। এইভাবে ১৫ দিনের মধ্য শান্তিময় সমাধান পেয়ে যাবেন, ভালবাসা-ভাবসাব বেড়ে যাবে আর ফোনের মাত্রা কমে যাবে
।
----------------
সমস্যা নং - ৪: অবিবাহিত বন্ধুদেরকে আপনার (হবু/) বউ পছন্দ করেন না?
উত্তরঃ একটু খোজ করে দেখেন আপনার (হবু) বউয়ের কোন বান্ধবীর প্রতি আপনার (হবু) বউ একটু দুর্বল এবং উনার জন্য বিয়ের পাত্র খুজতেছেন। পেয়ে গেছেন? ব্যস সমস্যার সমাধান হয়ে গেছে! (ইয়া আলী )। বিয়ের ব্যবস্থা করতে হবে না বা করতে চাইলেও অসুবিধা নাই, করলে বরং সোয়াবের কাজ। আপনি আপনার (হবু) বউয়ের সাথে শলাপরামর্শ করুন , কিভাবে এই জুটিকে এক করা যায়। সংসদ অধিবেশনে বেশীবার আপনার বন্ধুবরের কথা উচ্চারন করবেন না, শুধু বান্ধবীর কথা আলোচনা করুন। আমাদের নেত্রীদের মতো আমাদের (হবু) ভাবীও দেখবেন বিপরীত অবস্থান গ্রহন করে আপনার বন্ধুর কথা বলছেন (অজান্তেই
)। ব্যস, একদিন নিজের উদ্যোগেই উনি দাওয়াত করে বসবেন। হয়ে গেলো একবারে মাইগ্রেশন ভিসা
----------------
সমস্যা নং - ৫: ঝগড়া করেছেন? ফোন ধরছে না?
উত্তরঃ ফোন বন্ধ করে রাখলে, এবং মিসকল এ্যালার্ট অন করা থাকলে ইচ্ছে মতো ফোন ডায়াল করুন। একটু রিল্যাক্স করুন, ঘুম দেন, আড্ডা দেন। বাইরে একটু ঘুরেও আসতে পারেন। আর আপনার বাসায় কাউকে ফোন করে আপনার অবস্থান জানতে চাইলে ছোট বোন/ভাই, ভাবীকে বলে রাখুন আপনি এখন বাইরে বেরুচ্ছেন, কাজ (!) আছে। একটা টেক্সট পাঠিয়ে দিতে পারেন - "যাও পাখি বলো তারে, সে যেনো ভুলে না মোরে "। তারপর এখন আপনি ফোন টা বন্ধ করে দেন। স্যাটেলাইট দিয়ে আপনাকে খুজে বের করবে
। অবশ্যই ভূমিধস ঠেকাতে একটা প্রিয় উপহার সাথে সাথে রাখতে ভুলবেন না যে
। এটা আপনাকে ধস ঠেকাতে সাহায্য করবে
আজ এই পর্যন্তই! ধন্যবাদ
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:৩১
মোহাইমেন বলেছেন:
গুরু?!
সিগারেট ছেড়ে লালপানিতেই শুরু?
সিগারেটের চেয়ে লালপানি বড়ই আকাম
ভাবী বুঝেছে তাই তাকে প্রেনাম।
মাতাল হয়ে পড়েছিনু কী ভাবীর পদযুগলে??
রাত গেছে পার হয়ে তবু পারেনি বিছানায় তুলে দিতে!!
রাগীনির রাগ,
বিমূর্তভাব, দিয়াছে গাল তবে!
সিগারেট তুমি ভালই তো ছিলে,
লালপানি এসে সোয়ামীকে নিয়ে গড়াগড়ি খাচ্ছে ভূমে।
ধোয়া দিয়ে তবে ভাবী দূর করিছে পাপ
লালপানি তাই চলি গেছে দূরে দিয়াছে ধোয়াকে অভিশাপ
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:১২
াঢারে ালো বলেছেন: কারিমাট বলেছেন: আমারে সিগারেট খাইতে মানা করছিলো এবং কসম দিয়াছিল
আমি তার পর দিন কিছু বাংলা লালপানি খাইয়া বাসায় হাজির
তারপর কইলাম সিগারেট ছাড়ছি লালপানি ধরছি
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:২৩
মোহাইমেন বলেছেন:
উনি বস মানুষ, তবে আমার কোবতে খানিতে ভাবীকে একটু হাইলাইট করা আছে -
মাতাল হয়ে পড়েছিনু কী ভাবীর পদযুগলে??
রাত গেছে পার হয়ে তবু পারেনি বিছানায় তুলে দিতে!!
রাগীনির রাগ,
বিমূর্তভাব, দিয়াছে গাল তবে!
সিগারেট তুমি ভালই তো ছিলে,
লালপানি এসে সোয়ামীকে নিয়ে গড়াগড়ি খাচ্ছে ভূমে।
রহস্যটা এইখানে লুকায়িত আছে মনে হয়
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:২৫
লুথা বলেছেন:
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৫৭
মোহাইমেন বলেছেন:
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সমাধান আছে!!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৩
মোহাইমেন বলেছেন:
....
এইযে সমাধান
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৩
শিবলী বলেছেন: বড়ই চমেৎকার বুদ্ধি... কিন্তু ওপেন এয়ারে চলে আসল তো... মেয়েরাও কি কম বুদ্দি রাখে??
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১২
মোহাইমেন বলেছেন:
এগুলো ৮০%-৯০% সময়ে কার্যকরী
একটা কথা বলি, আমাদের নেত্রীরা কি জানেন না যে উনারা বেশী কথা বলেন? তবু কেন বকে যান? কারন উনারা নারী। ওপেন এয়ার কেন, ওপেন বুকে লিখে রাখলেও কি সব থেমে যাবে? নাহ
জ্বী, উহাদের বুদ্ধি চরম, কিন্তু ভালবাসার কাছে পরাজিত। আমিতো ভালবাসা বিমুখ কোনো পরামর্শ দেই নাই
------------------------
বিজ্ঞাপন: ৯৯.৯৯৯৯৯% নিশ্চয়তা সহকারে সমাধান দেয়া হয় । চা-নাস্তা, ফ্লেক্সি সহ যোগাযোগ করুন। গোপনীয়তা রক্ষা করা হবে
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:২০
আহাদিল বলেছেন: ব্যাপক মজা পেলাম।
শিবলী বলেছেন: মেয়েরাও কি কম বুদ্দি রাখে??
এখন কোন মেয়ে আগুয়ান হয়ে একটি প্রতিপোস্ট দিলে বোঝা যাবে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৪
মোহাইমেন বলেছেন:
ডরাইছি!
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪০
খন্ডকাব্য বলেছেন: আহাদিল বলেছেন: ব্যাপক মজা পেলাম।
শিবলী বলেছেন: মেয়েরাও কি কম বুদ্দি রাখে??
এখন কোন মেয়ে আগুয়ান হয়ে একটি প্রতিপোস্ট দিলে বোঝা যাবে।
অপেক্ষায় আছি মেয়েদের প্রতিপোষ্টটা কেমন হয়
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৬
মোহাইমেন বলেছেন:
অপেক্ষায় আছি
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০১
সবার প্রিয় বলেছেন: আমার অন্য পোস্ট গুলো ঘুরে দেখবেন আশা করি........ আরো উত্তর পাবেন............
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৮
মোহাইমেন বলেছেন: ধন্যবাদ
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২৫
প্রভাষক বলেছেন: ও-রে-রে... লাল-পানি...
আসল-এ-ই...
অনেক সমস্যার সমাধান-এর খনি!!!...
এই বান্দা-ও একই তরিকা মানি!!!...
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৯
মোহাইমেন বলেছেন:
ধোয়া দিয়ে তবে ভাবী দূর করিছে পাপ
লালপানি তাই চলি গেছে দূরে দিয়াছে ধোয়াকে অভিশাপ
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৫
শিরোনাম বলেছেন: কারিমাট বলেছেন: আমারে সিগারেট খাইতে মানা করছিলো এবং কসম দিয়াছিল
আমি তার পর দিন কিছু বাংলা লালপানি খাইয়া বাসায় হাজির
তারপর কইলাম সিগারেট ছাড়ছি লালপানি ধরছি
ব্যাস এতেই কসমতুলে নিয়াছে সিগারেট এর উপর থিক্কা
মাগার লালপানির উপ্রে কসম বলবত আছে
হা হা হা
আমার এক বন্ধুরে তার প্রেমিকা বলছিলো সিগারেট খাওয়া ছেড়ে দিতে। আমার বন্ধু বললো সিগারেটের সাথে প্রেম হইলো ৮ বছর আর তোমার সাথে ৬ মাস এখন বলো কোন্টা ছাড়তে?
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪১
মোহাইমেন বলেছেন:
জটিল হিসাব! শাখের করাতে ফেলে দিছে আপনার বন্ধু। অবশ্য একটু চরম পন্থা
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৮
ধ্রুবমেঘ বলেছেন: ইস্টারে আরো একখান ক্লিক পড়ি গেলু। ব্রাভো ব্রাদার।
বছর পাঁচেক পরে কাজে লাগবার পারে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৩৩
মোহাইমেন বলেছেন:
তখন কৌশলেরও পরিবর্তন হইবে
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৩
ডিজিঢাল প্রাণী বলেছেন:
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৯
মোহাইমেন বলেছেন:
মন খারাপ ক্যান ভাই, পিডা খাইছেন নাকি
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৬
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: সব সবময় টেকা-পয়সার হিসাব চাইলে কি করুম?
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০৪
মোহাইমেন বলেছেন:
এইখানে দেখার বিষয় আছে -
আপনি কী বেহিসাবী? তবে হিসাব দিয়ে দিন, তাতে পরিবারের মংগল হবে।
আর উনি যদি হিসেবী না হন তবে -
দিনের প্রতিটি হিসাব নোট করে রাখুন, প্রতিদিন বাসায় ফিরে গল্প করার ছলে হিসেবটা গছিয়ে দিন। তাকে দিয়ে সংসারের নিত্যদিনের কেনাকাটা করান। তিনি হিসেবী হয়ে উঠবেন ইনশাল্লাহ।
১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪২
মাহমুদুল হাসান শান্ত বলেছেন: বিয়াফক মজা পাইলাম।
পেলাস পেলাস পেলাস। লগে স্টার
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০৪
মোহাইমেন বলেছেন:
শান্ত কেন অশান্ত হইলো?
১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আর চায়ের দোকানে চাইলেই চা দেয়
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২৫
মোহাইমেন বলেছেন:
দেয় তো কফি মিক্স করেও দেয়
১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৯
সদালাপী বলেছেন: সিগারেট খাইতে মানা করে। কসম দেয়।
কিন্তু লাল পানি সাহায্য ওত নিতে পারতেছি না।
অন্য কোন উপায় আছে কি?
বড়ই সমস্যায় আছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২২
মোহাইমেন বলেছেন:
ভাইজানঃ কয়েকটি ব্যপারের মধ্যে এই একটি ব্যপারকে আমি এড়িয়ে চলি। আমার এক বন্ধু সিগারেট খাওয়া নিয়া বউ এর সাথে ঝগড়া করলো। বউ বাপের বাড়ি চলে গেল। বউ বললো আমি ডাক্তার হয়ে কিভাবে সিগারেট খাওয়াকে সমর্থন করতে পারি? পরে বন্ধু নাকে খত দিলো খাবে না (যদিও খায় তবে অনেক কম)।
তাই, ভালমন্দ আপনারা দুজনে বুঝে নেবেন। আমি অপারগ এই ব্যপারে কিছু বলতে।
অবশ্য অভিজ্ঞ কেউ হয়তো সাহায্য করতে পারবেন।
১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৩
আশিস বলেছেন: পেলাস + প্রিয়তে
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২২
মোহাইমেন বলেছেন: ধন্যবাদ।
১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১১
রাজসোহান বলেছেন: হেহে ভালা পোস্ট
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৩
মোহাইমেন বলেছেন:
হাসেন ক্যান রে ভাই, বিবাহিতদের অনেক জ্বালা
১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১৬
প্রভাষক বলেছেন: ও-রে ভাই...
ধোয়া-তে-তো অভ্যাস নাই...
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩২
মোহাইমেন বলেছেন:
আপনি তো এক কাঠি সরেস দেকচি বাবু!! ধুমপানে অনীহা আচে কিন্তু পানে আগ্রহী!!! :#>
২০| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১২:৩৪
প্রভাষক বলেছেন: ভাই... কঠিন একটা লজিক আছে এর পেছন-এ...
ধোয়া গরম এবং উপরে দিয়ে উঠে... তাই... চান্দি গরম করে...
পানি ঠান্ডা পান করতে হয়... তাই... পেটে গিয়ে শরীর ঠান্ডা করে...
০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:০৩
মোহাইমেন বলেছেন:
ধুয়া ফুসফুস ফুটা করে, কইলজ্যা পুড়ায় জানতাম।
লালপানিতো পরিপাকতন্ত্র পুরাটাই জ্বালাইয়া ফেলে জানি। কেমনে কী
ঠান্ডা হওনের অনেক তরিকা আছে, টাইম পাইলে সেইটা নিয়া পরে পুস্টানো ইচ্ছা আছে (জটিল ভাব্স এর ইমো)
২১| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১২:৪৫
কবির চৌধুরী বলেছেন: সামুতে বইলে বউ চিল্লায়!
কি করতাম?
০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:০৭
মোহাইমেন বলেছেন:
সোজা, তরিকা অনেক সোজা।
পেয়ার মহব্বতের সাথে ব্লগিং করানোর নেশাটা ধরিয়ে দেন, ব্যস কাজ হয়ে যাবে। তবে রান্নাবান্না করতে টাইম না পাইলে আমার বাড়িতে খেতে আসবেন না কিন্তু বুজতেই পারতেছেন আমার কি দশা !!
২২| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ২:৫৬
শান্তির দেবদূত বলেছেন: জটিল পোষ্ট ......
অবিবাহিত পুলাপান দেখলে মায়ায় লাগে, এতিম এতিম মনে হয়। ইচ্ছা করে একটা করে ধরি আর বিয়া করায়া দেই।
০১ লা অক্টোবর, ২০১০ রাত ৩:০০
মোহাইমেন বলেছেন:
আলহামদুলিল্লাহ, আপনার মতো ঘটক থাকতে অবিবাহিত পুলাপানদের আর টেনশন নাই।
আইজ থেইকা আপনে আমার কাছে 'শান্তির দেবদূত' না, আপনে হইলেন 'বিয়ার দেবদূত'
২৩| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১:৫৩
ম,ন,রেজা বলেছেন: হে: হে: হিউ হিউঃ.। হাঃ হাঃ ব্যপক মজা.।।
০২ রা অক্টোবর, ২০১০ রাত ৩:৩০
মোহাইমেন বলেছেন: ভাই হেচকি উঠলো কেল্লা? শরম পাইছেন নিকি
২৪| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১:৫৬
ম,ন,রেজা বলেছেন: প্রেম আমারে মিথ্যাবাদী বানাইছে.।আমি আগে সত্যবাদী ছিলাম।
আমি কী করূম সত্য বললে মানতে চায়না।কিন্তু মিথ্যা বললে সেটাই বিশ্বাস করে।
ভাই আমার কী গুনাহ হইব?
০২ রা অক্টোবর, ২০১০ রাত ৩:৪৩
মোহাইমেন বলেছেন:
সংবিধিবদ্ধ সতর্কীকরন: ইহা বিবাহকালীন ও বিবাহপরবর্তীকালীন তরিকা পোস্ট, বিবাহপুর্ববর্তী প্রেম বিষয়ক পোস্ট নহে
--------------------------------------------------------
তবে একটা কথা বলি, মাইন্ড লইয়েন না, আপনে মিছা কতা কওয়ার একটা উছিলা খুজতাছিলেন, এখন আপনার মমতাজ জাহানের কান্ধে দোষ দিয়া দিলেন। আর এই কথা যদি ভুল হয় তবে - আপনার কথার আওয়াজ মমতাজ জাহানের চেয়ে কম। এইডা সত্যি হইলে বিপদ -
আপনের (ভবিষ্যৎ) পোলামাইয়া আপনের বিবির চেহারা ও আচরন পাইবো, আপনের লগে খুবই কম মিল থাকতে পারে । এর কারন "স্বামী-স্ত্রীর কর্তব্য" জাতীয় বই থেকে পড়ে নেবেন
---------
বউয়ের সাথে মিছা কতা কওন যায়, যেমন "তুমারে আইজকা বিউটিফুল,নানা কদমফুল!! নাহ তাও না, তুমারে শাপলাফুলের মতো লাগতাছে" এতে আপনের বিবি খুশী হইবো আর বেশী বেশী পেয়ার মহব্বত করবো। কিন্তু বিবাহছাড়া বেগানা নারীরে মিছা বললে ডাবল গুনাহের কাজ হইবো
২৫| ০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪৬
নাজনীন১ বলেছেন: নাহ্, এ পোস্ট আমার জামাইয়ের কোন কাজে দিবে নাহ্।
এক্কেবারে নাদান পোস্ট। আমি আরো চালাক আছি! সেরের উপরে সোয়া সের!
:> :>
০২ রা অক্টোবর, ২০১০ বিকাল ৪:০১
মোহাইমেন বলেছেন:
আপনার তো মনে হচ্ছে শ্বাশুড়ী হওয়ার কাল চলতেছে
ব্যাপক অভিজ্ঞতা, সামনের পর্বগুলোতে বুইড়্যাদের নিয়া লিখার ইচ্ছা আছে :>
২৬| ১৮ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:০২
মুভি পাগল বলেছেন: ইহা একটি অতীব চমৎকার পোস্ট
১৮ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৩৮
মোহাইমেন বলেছেন: হেহেহে থেংক্যিউ
২৭| ২১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:২৪
হুপফূলফরইভার বলেছেন: অবিবাহিতের এইসব নিয়মকানুন না মানলেও চলবে তাইনা?
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১:১১
মোহাইমেন বলেছেন: জেনে রাখা ভালো, সামনে কাজে দিবে
২৮| ২২ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:৪১
ফারহান আহমেদ বলেছেন: নাজনীন১ বলেছেন: নাহ্, এ পোস্ট আমার জামাইয়ের কোন কাজে দিবে নাহ্।
এক্কেবারে নাদান পোস্ট। আমি আরো চালাক আছি!
দেখসেনি ভাই
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১:১৩
মোহাইমেন বলেছেন: ব্যাপারস না, আপনি কি যুবক নাকি বুইড়্যা? যুবক হলে আপনার কাজে দিবে আর বুইড়্যা হলে পোস্ট আসিতেছে, বিশাল 'বুইড়্যা দাবড়ানি' পোস্ট, কারণ তাদের তৈলে কাজ হবে না
২৯| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৩:২৭
ফারহান আহমেদ বলেছেন: যুবক বিয়া ও করি নাই।
নাজনীন১ কি এটা জিগায়া লই
২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১:৫৮
মোহাইমেন বলেছেন: তাইলে এই পোস্ট আপনার জন্য, পুথিপাঠের মতো করে তরীকা মুখস্ত করেন, কাজে দিবে
৩০| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫৯
ভুলো মন বলেছেন: সামনে বছরই বিয়া করবার খায়েশ আছে। পোষ্টটা বহুত কামে দিবো।
আপনারে তিনটা + !! (মিথ্যা বললাম, ১টার বেশী তো দেওয়াই যায় না!! বিয়ার পরে মিথ্যা বলার প্র্যাকটিস শুরু করলাম আজ থেকেই!!!)
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৩:০৭
মোহাইমেন বলেছেন: না ভাই অযথা মিথ্যা বলবেন না, মেয়েদের ইনটুইশন প্রখর, আপাতত পার পেয়ে গেলেও ভবিষ্যৎতে বিপদে পড়বেন। মিথ্যাকে এড়িয়ে যাওয়াই উচিত। একটু কৌশলী হলেই পার পেয়ে যাবেন
অগ্রীম বিয়ে মোবারক
৩১| ১৫ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
পথিক মানিক বলেছেন: সিগারেটে অনেকের সমস্যা হলে কোন এক ফাঁকে একটা গল্প বলবেন...
আতিক সাহেবের স্ত্রী প্রায়ই আতিক সাহেবকে বলতেন শুনছো জামান সাহেব কত ভাল । সিগারেটটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন স্ত্রীর অনুরোধে। আর তুমি এতবার বলা সত্যেও সিগারেট টা ছাড়লে না।
আতিক সাহেব তখন বললেন ঠিক আছে আমি আজ থেকে সিগারেট ছেড়ে দিলাম কিন্তু আজ থেকে আমি একা শোবো। এই বলে আতিক সাহেব পাশের রুমে শুতে গেলেন এবং টানা ৭ দিন থাকলেন অষ্টম দিন রাতে হঠাৎ দরজায় করাঘাত। আতিক সাহেব জোর গলায় জানতে চাইলেন কে ? কে দরজা ধাক্কায়..? তখন তার স্ত্রী উত্তরে বললেন শুনছো জামান সাহেব না আবার সিগারেট খাওয়া শুরু করেছেন........
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৩:০৮
মোহাইমেন বলেছেন: ভাই কি বিবাহিত??!!! আপনার তো জম্পেশ অভিজ্ঞতা
৩২| ০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৪
আরিফ্ ৯১ বলেছেন: প্রিয়তে রাইক্ষা দিলাম।বিয়ার আগে আগে আবার রিভিউ দিমু।কামে লাগবার ও পারে!
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:২০
মোহাইমেন বলেছেন:
৩৩| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০২
েভােরর স্বপ্ন বলেছেন: বেপক মজা পাইলাম...
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:০৮
মোহাইমেন বলেছেন: অবিবাহিত নিশ্চই??
মজা বের হবে বিয়ে করেন আগে, তারপর বুঝবেন ঠেলার নাম বাবাজী।
বিবাহিত? ঠিক আছে। আপনার জন্য আমরা সমব্যাথী
৩৪| ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:২৭
নেটওয়ার্ক-এর বাইরে থেকে বলেছেন: বিরাট একখান LoL
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৩
মোহাইমেন বলেছেন: নেটওয়ার্কে প্রবেশ করেন, তারপর বুঝবেন কলিশ্যন কাকে বলে
৩৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৩১
আধাঁরি অপ্সরা বলেছেন: সরাসরি প্রিয় তে নেবার মত পোস্ট!!!!!!
২২ শে জুলাই, ২০১১ রাত ২:০১
মোহাইমেন বলেছেন: ধন্যবাদ
৩৬| ২৫ শে মার্চ, ২০১১ দুপুর ২:৪১
শায়েরী বলেছেন: প্রিয় তে নিলামজামাইকে পরামু
২২ শে জুলাই, ২০১১ রাত ২:০৪
মোহাইমেন বলেছেন: ধন্যবাদ
৩৭| ১৯ শে জুন, ২০১১ দুপুর ২:০১
িনর্বাক বলেছেন: হুম..........
৩৮| ০৩ রা আগস্ট, ২০১১ রাত ৮:২৬
কলম.বিডি বলেছেন: আমরা দুইজন পোষ্ট পড়ে হাসলাম খুব। একটা ব্যাপার হল, আমার উনি সারাদিন বাসায় বসে শতখানেক অর্ডার দিলেও আমার খারাপ লাগে না।কিন্তু কিছু বন্ধুদের কাছে যাওয়াটা আমার ভালো লাগতো না।আল্লাহর রহমতে,আজকাল তিনিও বুঝেছেন আমার এই অপছন্দের কারণ কি।অথচ আগে একটু রাগ করতেন।আমি কখনই বলতাম না।কিন্তু অপ্রসন্নতা দেখেই উনি রাগ করতেন।আল্লাহর রহমতে,আজকাল তিনিও বুঝেছেন আমার এই অপছন্দের কারণ কি। আর শুনেন উনি ব্লগাইলে আমার একটুও খারাপ লাগে না।মজার পোষ্ট হলে আমাকে উনিই ডেকে দেখান।যেমন এটা।
প্রিয়তে রাখলাম।
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:০৫
মোহাইমেন বলেছেন: সমস্যা নং ২ তে ভাইজান আক্রান্ত হইছিলেন আপনাদের পারস্পারিক বোঝাপড়াতে সম্পর্ক দৃঢ় হয়েছে - আলহামদুলিল্লাহ।
আর আপনার উনি মন্তব্য নং ২১ এর উত্তরের প্রয়োগ করেছেন দেখছি। তবে খেতে দিতে ভুলবেন না কিন্তু
৩৯| ০৩ রা আগস্ট, ২০১১ রাত ৮:২৮
কলম.বিডি বলেছেন: আমরা দুইজন পোষ্ট পড়ে হাসলাম খুব। একটা ব্যাপার হল, আমার উনি সারাদিন বাসায় বসে শতখানেক অর্ডার দিলেও আমার খারাপ লাগে না।কিন্তু কিছু বন্ধুদের কাছে যাওয়াটা আমার ভালো লাগতো না।আমি কখনই বলতাম না।কিন্তু অপ্রসন্নতা দেখেই উনি রাগ করতেন।আল্লাহর রহমতে,আজকাল তিনিও বুঝেছেন আমার এই অপছন্দের কারণ কি। আর শুনেন উনি ব্লগাইলে আমার একটুও খারাপ লাগে না।মজার পোষ্ট হলে আমাকে উনিই ডেকে দেখান।যেমন এটা।
প্রিয়তে রাখলাম।
৪০| ০৩ রা আগস্ট, ২০১১ রাত ৮:২৮
কলম.বিডি বলেছেন: আমরা দুইজন পোষ্ট পড়ে হাসলাম খুব। একটা ব্যাপার হল, আমার উনি সারাদিন বাসায় বসে শতখানেক অর্ডার দিলেও আমার খারাপ লাগে না।কিন্তু কিছু বন্ধুদের কাছে যাওয়াটা আমার ভালো লাগতো না।আমি কখনই বলতাম না।কিন্তু অপ্রসন্নতা দেখেই উনি রাগ করতেন।আল্লাহর রহমতে,আজকাল তিনিও বুঝেছেন আমার এই অপছন্দের কারণ কি। আর শুনেন উনি ব্লগাইলে আমার একটুও খারাপ লাগে না।মজার পোষ্ট হলে আমাকে উনিই ডেকে দেখান।যেমন এটা।
প্রিয়তে রাখলাম।
৪১| ০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৪৫
এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন:
বেয়াফুক গেয়ানি পোষ্ট...... :#> :#> :#>
১০ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৭
মোহাইমেন বলেছেন: হেহেহে বিয়ে করছেন??!! ঐটা দিল্লীর লাড্ডু
৪২| ০১ লা ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৪
মাহমুদুল হাসান অনিক বলেছেন: ছোট ভাইগো কথা চিন্তা কইরা জ্ঞান দেবার জন্য ধন্যবাদ
জোস
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:০৫
মোহাইমেন বলেছেন:
৪৩| ১০ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:২৫
আমি অতি সাধারণ বলেছেন: ৯০ তম ব্লগার হিসেবে প্রিয়তে রাখলাম ৬২ তম প্লাসস সহ ।।
কবে যে বিয়ে করতে পারব?? আফসোস !! ৪-৫ বছর পর হয়ত কাজে লাগতে পারে। তখন যদি কৌশল পাল্টাতে হয় আপনার কিন্তু বুদ্ধি দেয়া জাতীয় দায়িত্তের মধ্যে পড়ে ! না দিলে খবর আছে !!
আমার যেসব ক্লাসমেট মাইয়া আছে এদের অনেকের ইতিমধ্যে বিয়া হইয়া বাচ্চা হইয়া পুরা বিশ্রী অবস্থা , ফেসবুকে সারাক্ষন বাচ্চাকাচ্চার ছবি দিয়া রাখে, খাইয়া কোন কাজকাম নাই তাই প্রতিদিন নতুন নতুন ছবি দেয় আর কথা শুনলে মনে হয় এদের থেকে বয়সে ১০ বছরের বড় বুইরা লোকরে বিয়া কইরা এরা চরম খুশি । আফসোস লাগে যখন দেখি আমরা ছেলেরা যেই বয়সে জীবন সংগ্রাম শুরু করি তখন আমাদেরই ক্লাসমেট মাইয়ারা সুখের মহাসাগরে হাবুডুবু খায় । আহারে জীবন ! আমাদের জীবন। মাঝে মাঝে মনে হয়, আমার ও সময় আসবে , তখন তোমরা আমাকে ঈর্ষা করবে ।
সেই সময়ের অপেক্ষায় সেই সময়ের জন্য কাজ করে যাচ্ছি তবে মাঝে মাঝে অনেক ক্লান্ত লাগে।
যা হোক, সবাই কেবল মজার কথাই শুনতে চায়, কেউ কষ্টের কথা শুনতে চায়না তাই আর কথা বাড়ালাম না। পোস্টের জন্য ধন্যবাদ !!
১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৫
মোহাইমেন বলেছেন: (ডাইনে-বামে-পিছনে দেখে কমেন্ট করতেছি )
বিবাহ যত দেরীতে হবে, স্বাধীনতার সূর্য তত পরে অস্ত যাবে
বিবাহ হইলো দিল্লীর লাড্ডু, বুঝে-সুঝেই খেয়েয়েন
আমি ব্যাচেলর লাইফ কে মিসাই, বন্ধুরা আড্ডায় একসাথে হলে ব্যাচেলর হয়ে যাই
৪৪| ১৩ ই জুন, ২০১২ দুপুর ১২:৪০
জামিল আহমেদ জামি বলেছেন: ১০১ টা তরিকা!? এখানে মাত্র ৫টা, বাকিগুলা কই? তাড়াতাড়ি দেন....
অনেক ভাল হইসে!!!
০৫ ই জুলাই, ২০১২ ভোর ৬:১১
মোহাইমেন বলেছেন: টাইম পাই না, তাই একটু স্লো।
এইখানে ২য় পর্ব পাবেন - Click This Link
৪৫| ০৫ ই জুলাই, ২০১২ সকাল ৯:৪৬
সাদা মানুষ বলেছেন: প্রিয়তে রাইক্ষা দিলাম।বিয়ার আগে আগে আবার রিভিউ দিমু।কামে লাগবার ও পারে! +++++++++
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১০
মোহাইমেন বলেছেন: ওক্কে ভাই, কামে লাগলে লিখা হবে স্বার্থক
৪৬| ০৫ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনে দেখি "সমাধান গুরু" !!
প্রিয় তে রাখুম কিনা বুঝতাসিনা। কঠিন ঝগড়া লাইগ্যা ব্রেক আপ পিরিয়ড চলতাসে। ভাবতাসি জীবনে বিয়াই করুম না, তাইলে আর সমাধান দা কি হইবো!!
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৮
মোহাইমেন বলেছেন: বি প্র্যাকটিক্যাল, সময় হলে সব শিখে যাবেন
৪৭| ০৫ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৪
লুল মামা বলেছেন:
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১১
মোহাইমেন বলেছেন: লুল মামুর এতো খুশি ক্যান? বউকি বাপের বাড়ি গেছে?!
৪৮| ০৫ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৪
ভাবুক পথিক বলেছেন: মান খাসকি জিনিষ লেখছেন.।
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১২
মোহাইমেন বলেছেন: মান খাসকি!! (ভাবুক ভাবুক ইমো হইবেক)
৪৯| ০৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩০
এ হেলাল খান বলেছেন: এইটা একটা কামের পোষ্ট বিয়ার পরে কামে লাগব।
০৭ ই জুলাই, ২০১২ রাত ১২:৫০
মোহাইমেন বলেছেন: কামে লাগলেই হইলো, তবে যুগ পাল্টাইছে না?
নতুন ফর্মুলা এ্যাপলাই করতে হতে পারে
৫০| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৪৪
ভয়ংকর বোকা বলেছেন: সমস্যা নং ৫ এর উত্তর পরীক্ষিত..বাকি সমাধান গুলি নজরে রাখলাম, কাজে লাগবে।
০৩ রা আগস্ট, ২০১২ রাত ২:২৬
মোহাইমেন বলেছেন: বদ নজর দিয়েন না ভাই, তাহলেই হবে
৫১| ০৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:০১
ভার্চুয়াল মানব বলেছেন: এখানে ক্লিক করুন
৫২| ১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৪২
নাজমুস চৌধুরি বলেছেন: ভালা বুদ্দি
০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৯
মোহাইমেন বলেছেন: হম ভালা বুদ্দি
৫৩| ১৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১০
বর্ণিল বিলাস বলেছেন: Good alerts for girls! Watch out
০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪৭
মোহাইমেন বলেছেন: আপনে কিডা!
আমি তো বয়েজদের জন্য লিখলাম! আর আপনে মিয়া সব প্রকাশ করে দিতাছেন
৫৪| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫০
অপ্র্রকাশিত বলেছেন: আর কই??????? খেলুম না
৫৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৯
htusar বলেছেন: মজার
৫৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
সোহাগ+দৃষ্টি =০ বলেছেন: আমার কাছে এটা খুবি ভালো লেগেছে কিন্তু পুরাটা লেখার জন্য অনুরোধ করছি
৫৭| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০২
সোহাগ+দৃষ্টি =০ বলেছেন: আমার বউ আমাকে সারাদিনে একবারো ফোন করেনা এবং আমি ফোন করলে ভালোভাবে কথা বলেনা। কথা বলাল সময় শুধু বলে কথা শেষ এবার ফোনটা রাখি।
এর একটা সঠিক সমাধান আপনার কাছে আসা করছি সমাধান পেলে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:০৮
কারিমাট বলেছেন: আমারে সিগারেট খাইতে মানা করছিলো এবং কসম দিয়াছিল
আমি তার পর দিন কিছু বাংলা লালপানি খাইয়া বাসায় হাজির
তারপর কইলাম সিগারেট ছাড়ছি লালপানি ধরছি
ব্যাস এতেই কসমতুলে নিয়াছে সিগারেট এর উপর থিক্কা
মাগার লালপানির উপ্রে কসম বলবত আছে