নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

janina kisu

মইন

আমি পড়তে, শুনতে এবং দেখতে ভালোবাসি। শুধু পড়ছি, শুনছি এবং দেখছি। বসে আছি শুধু সময়ের অপেক্ষায়। সেই অপেক্ষায় যেদিন আমি বলতে পারবো আমার গোপন কথা গুলো, শোনাতে পারবো আমরা অব্যক্ত ইচ্ছা গুলো, স্বার্থক করে দেখাতো পারবো আমার স্বপ্নগুলো। বসে আছি শুধু সময়ের অপেক্ষায়। ----------------------- কর্মক্ষেত্রে আমি একজন ওয়েব ডিজাইনার। ভালই আছি কম্পিউটারের সামনে বসে দিন রাত।

মইন › বিস্তারিত পোস্টঃ

গুগল ট্রেন্ডে "সেক্স" সার্চে শীর্ষে পাকিস্তান - (১৮+ পোস্ট)

১৯ শে জুলাই, ২০১০ ভোর ৪:১২

নিউজখান এত্তো ব্লগে পড়লাম, লেবু একটু বেশি তিতাই হইয়া গেছে, তাই গেলাম লেবুর গাছটারে দেখবার।

নিউজটা বাহির হইছে ফক্সনিউজ থাইকা। তাগো সূত্র দেইখা লন:

Click This Link



তয় দেইখা একটু অবাক হইলাম, হালার তথ্য ২০০৪ থেকে ২০১০ পর্যন্ত, কিন্তু এই ২০১০ এ আইসা ফাকিস্তান সেরা দশেই নাইক্কা। ২০০৯ এ আবার ছিল শীর্ষে।



শহরের লিস্টে যাইয়া দেখলাম আবার আরেক দশা, সেইখানে ভারতের জয় জয়কার, প্রতি বছর অন্তত দুইটা শহর আছে সেরা পাঁচে, তার মাঝে দিল্লি তো আছে এক নাম্বারে। এইখানে আবার ফাকিস্তানের নাম গন্ধও নাইক্কা।



দেশগুলো দেখেন, বেশির ভাগই এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলো। আর তার বাইরে আছে একমাত্র ভিয়েতনাম। সবগুলো দেশে সমাজ ব্যবস্থায় বিয়ের আগে নো সেক্স সামাজিক আইন বিদ্যমান, যা থেকে একটা বিরাট অংশ বের হতে চায়, কিন্তু পারছে না সমাজের বুইড়া-বুইড়িগো লাইগা X(। এই বিরাট অংশটা চাইছে পাশ্চাত্য সমাজের "সেক্স" নিয়ে সামাজিক যে সহজলভ্যতা রয়েছে, তার সাথে পা চালিয়ে এগিয়ে যেতে। একে অনেকে এগিয়ে যাওয়া বলবেন, অনেকে পিছিয়ে যাওয়া বলবেন। আর মাঝে মাঝে কেউ কেউ ফক্সনিউজের মতো কোপ মারবে। আজকে ফাকিস্তানরে দিছে, কালকে ভারতরে দিবোনা, কেঠা কইছে?



প্রশ্ন হইলো, এই যে সাইট গুলো ব্রাউজ করা হইতাছে এই এশিয়ার মানুষগুলোর দ্বারা, কইতে পারেন সেইগুলো কোথায় হোস্ট হইতাছে? মনে না পড়লে কইয়া দেই, আম্রেকা, ইউরোপ-এ।



প্রশ্ন হইলো, সেই সাইটগুলা কেনে আম্রেকা, ইউরোপের মানুষ দেহে না?

খিক, খিক, খিক, দরকার আছে নি? রাস্তায় বাহির হইলেই টাকার বিনিময়ে দেহ মিলে, পানশালায় গেলে ফ্রী, সিডির দোকার হাজার হাজার সিডি আছে, হুদা কামে গুগলে সার্চ মাইরা লাভ কি? B-)B-)B-)B-)B-)



তাও আপনে আমি হাসমু এই কথা কইয়া, শালা ফাকিস্তান, গুয়া চুদাইনা ওয়ালারা, নিজেগো গোয়া মারতে চায় ডাঙ্কি দিয়া।



একটু ছবিখান দেইখা লন:



http://i32.tinypic.com/i53h9g.jpg



ভাগ্যিস গুগল এখনো বাংলা ভাষা বুজে না। তাইলো হইতো আমগো বাংলা বা বাংলিশ ভাষার খুজোন গুলি দিয়া আমগোরেও লিস্টে রাখতো, বাংলা গুগুলে অশ্লীলতার যে আধিপত্য তা দিয়া কিন্তু বোঝাই যায়, আমরা সার্চ করি কি।



আমরা হয়তো গাধা দিয়ে আমগো পাছা চুদতে চাইনা, কিন্তু যা করতে চাই (ছবিটা দেখেন, আমি কি কইছি বুজতে না পারলেই ভালো) গাধা দিয়ে পাছা চুদানো থেকে তা কিন্তু ভালো না।



ভাই, শুধু ফাক/ভারত লইয়া মাতামাতি কইরেন না, নিজেগো দিকে একটু তাকান, নিজের অবস্থানটা তুলনা করেন, যদি ভালো কিছু ফলাফর বাহির হয়, সেইটাই আমার পোস্টের চাওয়া, পাওয়া।

মন্তব্য ১৪ টি রেটিং +২১/-৯

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১০ ভোর ৪:২৯

কাঠের খাঁচা বলেছেন: কতা খারাপ কন্নাই।

ভাগ্যিস গুগ্লা মামায় বাংলা বুজেনা :| :| :|

১৯ শে জুলাই, ২০১০ ভোর ৪:৩১

মইন বলেছেন: তিনজনের ভালা লাগে নাইক্কা, কোনডা ভালা লাগে নাই, সেইখান বুজবার পারলাম না।

২| ১৯ শে জুলাই, ২০১০ ভোর ৪:৩৪

চিরনীল বলেছেন: আমি এই পোস্টে ঢুকলাম ৩ জনের ভালো লাগেনি এই জন্য ।

তাদের কেন ভালোলাগেনি ?

১৯ শে জুলাই, ২০১০ ভোর ৪:৩৭

মইন বলেছেন: আমিও জানি না।

৩| ১৯ শে জুলাই, ২০১০ ভোর ৪:৩৫

কাঠের খাঁচা বলেছেন: পোস্ট পড়েনাইক্কা মনে হয়। পাকির বিরুদ্দে লেকচেন মনে কইরা মাইলাস দিয়া ভাগসে

১৯ শে জুলাই, ২০১০ ভোর ৪:৩৯

মইন বলেছেন: ভাই মনে লয় পোস্টটা ভালা কইরা পড়েন নাই।
পাকিগো ১ নম্বর হওয়াতে আমার কোন কিছুই আহেনা। কিন্তু যে ভূমিকম্প সেইখানে শুরু হইছে, তার ধাক্কা কিন্তু আমগো দেশেও আইয়া পড়ছে। কিন্তু হাসতাছে যারা ভূমিকম্প তৈরি করছে।
আমরা হাসতাছি আমাগো প্রতিবেশি শত্রুর অবস্থা দেইখা, কিন্তু নিজেগো অবস্থা কেউ দেখতাছি না।

৪| ১৯ শে জুলাই, ২০১০ ভোর ৪:৪৮

নাজিরুল হক বলেছেন: গুগল সাজেসনে আরো কিছু বিশ্রি শব্দ আসে, যে গুলো দেখতে খুবই খারাপ লাগে।

১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৩:২৭

মইন বলেছেন: তবে আজকে দেখলাম, খারাপ শব্দগুলো কম আছে, ১০টার মাঝে ২টা। আগে যেখানে ছিল ৬/১০।

৫| ১৯ শে জুলাই, ২০১০ ভোর ৫:১৪

ঢাকাইয়া টোকাই বলেছেন: আমারে জেনারেল বানাইছে বাংলাদেশের টা দেখাইছি বইলা........


:(( :(( :(( :(( :(( :(( :(( :((

১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৩:২৯

মইন বলেছেন: কপাল খরাপ।

৬| ১৯ শে জুলাই, ২০১০ ভোর ৫:১৮

মারিয়া আকতার বলেছেন: ভালো বলেছেন

১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৩:২৯

মইন বলেছেন: থাঙ্কু।

৭| ১৯ শে জুলাই, ২০১০ সকাল ৮:১৪

হাসান মোহাম্মাদ বলেছেন: খুবই দু:খজনক আমাদের জন্য।

৮| ২২ শে জুলাই, ২০১০ রাত ৮:৪৯

শৈল্পিক ভাবনা বলেছেন: কাঠের খাঁচা বলেছেন: কতা খারাপ কন্নাই।

ভাগ্যিস গুগ্লা মামায় বাংলা বুজেনা :| :| :|

একটু একটু বুঝা শুরু করছে। আশা করি সবাইকে আমরা অচিরেই ছাড়িয়ে যাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.