![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষকে ভালোবাসি।
গীবত শব্দটির আভিধানিক অর্থ দোষারোপ করা, কুৎসা রটনা, পেছনে সমালোচনা করা, পরচর্চা করা, পরনিন্দা করা, কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা। ইসলামি শরিয়তে গীবত হারাম ও কবিরা গুনাহ। যারা অগ্র-পশ্চাতে অন্যের দোষ বলে বেড়ায় তাদের জন্য ইসলামে ধবংসের দুঃসংবাদ রয়েছে। (মুসলিম)
“হে ঈমানদারগণ! তোমরা অধিক ধারণা থেকে দূরে থাকো; কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। একে অপরের গীবত কোরো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃতভ্রাতার গোশত ভক্ষণ করতে চাইবে?” (কোরআন: সুরা হুজরাত-১২)
রসূলুল্লাহ সা: বলেন, “তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কারণ, ধারণাভিত্তিক কথা সবচেয়ে বড় মিথ্যা। তোমরা একে অপরের দোষ অনুসন্ধান কোরো না আর পরস্পর হিংসা ও বিদ্বেষ পোষণ কোরো না এবং পরস্পর শত্রুতা ও দুশমনি পোষণ কোরো না; বরং হে আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে থাকো।” (বুখারি শরীফ)
গীবতের সবচেয়ে উত্তম সংজ্ঞা দিয়েছেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা কি জান গীবত কাকে বলে? সাহাবিরা বললেন, আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই ভালো জানেন। তিনি বলেন, তোমার কোনো ভাই (দীনি) সম্পর্কে এমন কথা বলা, যা সে অপছন্দ করে, তাই গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, আমি যে দোষের কথা বলি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? উত্তরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুমি যে দোষের কথা বল, তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তবে তুমি অবশ্যই গীবত করলে আর তুমি যা বলছো তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তার ওপর মিথ্যা অপবাদ দিয়েছো। (মুসলিম)
ইসলামের দৃষ্টিতে গীবত করা যেমন নিষেধ, তেমনি গীবত শোনাও নিষেধ। যে গীবত শোনে সেও গীবতের পাপের অংশীদার হয়ে যায়। হাদিস শরিফে আছে, যখন কেউ আপনার সঙ্গে বসে অন্যের গীবত করে তখন তাকে থামতে বলুন, আল্লাহর হুকুমের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবধান করুন। আর তাতেও যদি কাজ না হয় তবে সেখান থেকে সরে আসুন। কোনোভাবেই গীবত শোনা যাবে না।
গীবতকারীদের সম্পর্কে বলতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। (বুখারী ও মুসলিম)
আয়েশা (রা.) থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুনিয়াতে যে ব্যক্তি তার ভাইয়ের গোশত ভক্ষণ করবে অর্থাৎ গীবত করবে, কিয়ামতের দিন গীবতকারীর সামনে গীবতকৃত ব্যক্তিকে মৃত অবস্থায় উপস্থিত করা হবে এবং বলা হবে তুমি মৃত অবস্থায় তার গোশত ভক্ষণ কর যেমনভাবে জীবতাবস্থায় তার গোশত ভক্ষণ করতে। অতঃপর সে অনিচ্ছা সত্ত্বেও চিৎকার করতে করতে তা ভক্ষণ করবে। (বুখারী)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তার সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসুল গীবত কি জেনার চেয়েও মারাত্মক? জবাবে তিনি বললেন, হ্যাঁ, কারণ কোনো ব্যক্তি জেনার পর (বিশুদ্ধ) তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। কিন্তু গীবতকারীকে যার গীবত করা হয়েছে, তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। (মুসলিম)
হাফস বিন আসেম থেকে বর্ণিত, রাসূল সা. বলেন,
‘ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তাই বলে বেড়ায় ’ (মুসলিম : ৫)
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩
মোক্তারুজ্জামান বলেছেন: আমিন।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩২
শাহিন বিন রফিক বলেছেন: মহান আল্লাহ তায়ালা আমাদেরকে এসব থেকে হেফাজত করুক। আমিন।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪
মোক্তারুজ্জামান বলেছেন: আমিন।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫০
নীল মনি বলেছেন: এখন তো ডিজিটাল গীবত হয় জানেন তো
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৯
মোক্তারুজ্জামান বলেছেন: আল্লাহপাক ভালো জানেন।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১:৩২
ঢাকার লোক বলেছেন: অত্যান্ত ভালো এবং উপকারী পোস্ট, আল্লাহ আমাদেরকে এসব থেকে হেফাজত করুন ।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৪
মোক্তারুজ্জামান বলেছেন: আমিন। ধন্যবাদ।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৩:১৮
চাঁদগাজী বলেছেন:
আমরা যে, শেখ সাহেব, জেনারেল জিয়া, ইয়াহিয়া খান নিয়ে হাজার রকম কথা বলছি ১৭ কোটী নাগরিক; এদের কি হবে, বলুন!
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৭
আকিব হাসান জাভেদ বলেছেন: জেনে শুনে ভুল করছি প্রতিনিয়ত । কথার ভুল , লেখার ভুল , চোখের ভুল । গীবত তো সাধারন ব্যাপার এখন। আল্লাহ আমাদের ক্ষমা করুণ। আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুণ। আমিন।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৯
মোক্তারুজ্জামান বলেছেন: আমিন।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১২
ক্স বলেছেন: ইসলামে এত সুন্দরভাবে গাইডেন্স দেয়া আছে যে সেগুলো মেনে চললে কারোই বভ্রান্ত হবার সুযোগ থাকেনা। মানুষের মধ্যে সম্পর্ক গভীর হয়।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০
মোক্তারুজ্জামান বলেছেন: সঠিক। ধন্যবাদ।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৭
করুণাধারা বলেছেন: ভাল বিষয়ে লিখেছেন। অনেক ধন্যবাদ।
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৪
মোক্তারুজ্জামান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩১
শাহিন বিন রফিক বলেছেন: আল্লাহ আমাদের এসব থেকে হেফাজক করুক। আমিন।