![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল পক্সি চেন্জ করে ইউটিউব থেকে একটি ভিডিও দেখলাম। পরের দিন মানে আজ নেটে বাংলালায়ন মডেমে কানেক্ট করার পর ডিভাইস কানেক্ট হয় কিন্তু ব্রাউজে কানেকশন পা্য় না। গুগুল ক্রমে, মজিলা্য়,ইন্টারনেট এক্সপ্লোরারে ঢুকা মাত্রই বলে পক্সি চেন্জ করতে।অথচ মডেম কিন্তু কানেক্ট অবস্থা্য় আছে.............
দয়া করে কারো জানা থাকলে হেল্প করেন............
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
মোমের মানুষ বলেছেন: হিমুদা........ আসলেই বিপদে আছি..........
দুলাভাইয়ের পিসি থেকে ব্লগিং করছি........
২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
হিমু নিয়েল বলেছেন: চামে PC চেন্জ করে ফেলেন
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
মোমের মানুষ বলেছেন: হায় হায় বস কন কি? দেড় মাস ও হয়নি, কোরাই ৩ এর নতুন পিসি নিলাম।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০
joy789bd বলেছেন: একই ঘটনা আমার সাথেও হয়েছিলো তবে Qubee তে। আপনি আবার system proxy setting বা no proxy দিতে পারেন (Firefox এর ক্ষেত্রে)
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
মোমের মানুষ বলেছেন: কিভাবে দেব ভাইয়া? হেল্প মি.........।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
গোবর গণেশ বলেছেন: ফায়ার ফক্স এবং ইন্টারেনট এক্সপ্লোরার -এ প্রক্সি সেট করা/ নো প্রক্সি করা যায়। ফায়ার ফক্সে টুল্স মেন্যু থেকে অপশনে ক্লিক করুন
ছবিতে প্রদর্শিত ক্রম অনুসারে ক্লিক করুন,
উপরের ছবির মতো কানেকশন সেটিংস পাবেন। এখানে প্রক্সি সেট করা বা নো প্রক্সি করা ইচ্ছেমত করতে পাবেন।
আর ইন্টারনেট এক্সপ্লোরারের
টুলস মেন্যু থেকে ইন্টারনেট অপশনে আসলে
এই রকম অপশন পাবেন যেখানে প্রক্সি সেট করা যায়।
ধন্যবাদ
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
মোমের মানুষ বলেছেন: গোবর গণেশভাই@ অনেক অনেক ধন্যবাদ আাপনাকে। কাষ্টমার কেয়ারের এক ভাই ঠিক এমনই পরামর্শ দিয়েছিলেন। অবশেষে কিছুক্ষন আগে পক্সি চেন্জ করে সফলতার সাথে ঢুকতে পারলাম। ধন্যবাদ ভাই। ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
হিমু নিয়েল বলেছেন: আমিতো জানতাম আপ্নিই টেকি লোক । নিজে টেকি ঝামেলায় পরলে আপ্নারে জিগামু । এখন এইডা আমি কি দেখলাম