নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে সবাইকে স্বাগতম

আমার ব্লগে সবাইকে স্বাগতম

মোমের মানুষ

[email protected]

মোমের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বাংলানিউজ২৪ আর অমি রহমান পিয়াল

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫





সামহয়্যার ইন আমাদের প্রিয় ব্লগ এখানে অনেক ব্লগারদের বিভিন্ন ব্লগ সাইটে একাউন্ট থাকার পরও সামহয়্যারেই আমরা বেশি থাকি। সামহয়্যার ব্লগকে আমরা, বিশেষ ভাবে আমি জ্ঞান আহরন ও জানার এক বিশাল জগত মনে করি। তাইতো সকালে সবার আগে আমাদের প্রিয় সামুতে ঢুকি, তারপর অন্যান্য পত্রিকা পড়ি। এখানে দেশ-বিদেশের সর্ব শেষ খবর সবার আগে পাই। রাজনীতি, বিনোদন, খবর, মানবাধিকার, ধর্ম, নিত্যনতুন আবিষ্কার আমরা বাংলাভাষায় এখানেই পাই। হউক না তা বিভিন্ন স্থান থেকে কপি-পেস্ট করা। একজন মানুষের পক্ষে সমস্ত সাইট ভিজিট করা সম্ভব হয় না। তাই এখানকার কপিপেস্ট লেখাগুলো ও সমান গুরুত্বের দাবী রাখে। আমাদের প্রিয় সামহয়্যারকে স্বাধীন মতামত পেশ করার জন্য উপযুক্ত স্থান হিসাবে দেখি। যেখানে আমরা যে কেউ যখন তখন যে কোন লেখা কর্তৃপক্ষের নিয়মঅনুসারে প্রকাশ করতে পারি।

গতকয়েক দিন ধরে যুদ্ধাপরাধীদের ফাসির দাবীতে শাহবাগে চলমান আন্দোলন যার শুরু হয়েছিল ব্লগ থেকেই তা এখন জাতিয় দাবীতে পরিনিত হয়েছে এবং সবাই এতে সংহতি জানাচ্ছে। এবং আমাদের প্রিয় সামুর ব্লগাররা সেখানে সক্রিয় ভাবে অংশগ্রহন করছেন। এবং সামহয়্যারে শাহবাগ আন্দোলনের প্রচার প্রসার এবং এ নিয়ে বিভিন্ন লেখাও ধারাবাহিক ভাবে আসছে। শুরু হতেই এটা যেমন সকল শ্রেনি ব্লগারদের ব্লগ এবং স্বাধীন মত প্রকাশের উপযুক্ত স্থান তাই জামাত শিবিরের ব্লগাররাও এখানে ব্লগিং করছেন। তাই যুদ্ধাপরাধিদের পক্ষের কোন লেখা বা তাদের কোন প্রচারনাকে ভার্চুয়াল ভাবেই জবাব দেয়া হচ্ছে। অতিতেও তাদের জবাব দেয়া হয়েছে ভবিষ্যতেও তাদেরকে ভার্চুয়ালজগতে কঠিনভাবে জবাব দেয়া হবে।

সম্প্রতি ০৯ ফেব্রুয়ারি ২০১৩তে বাংলানিউজ২৪ কমে প্রকাশিত রিপোর্টটি সামহয়্যারের বিরুদ্ধে কেবল মিথ্যা প্রপাগন্ডাই নয়, বরং স্বাধিন মতপ্রকাশের উপর বড় ধরনের আঘাত।এবং এর পেছনে রয়েছে সূদর প্রসারী গভীর ষড়যন্ত্রের নীল নকশা। যেটা আমরা আরেকবার দেখেছি দাড়িপাল্লা নিক ধারি জনৈক ব্লগারের ঘটনা কেন্দ্র করে সামহয়্যার নিষেদ্ধের অযৌক্তিক দাবী উঠেছিল।

সামহয়্যারের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র এখনও চলছে, যেটা শুরু হল আরেকটি জনপ্রিয় মিডিয়া বাংলানিউজ২৪ এর মাধ্যমে। আর বাংলা নিউজ২৪ এর সাথে যোগ দিয়েছেন সামহয়্যারেরএকসময়কার প্রবীন ব্লগার অমি রহমান পিয়াল জানি না বাংলা নিউজ২৪ এর কোন নীল নকশা বাস্তবায়নের জন্য তিনি কাজ করছেন. কিনা।তবে অমি ভাইকে এতটুকু বলতে পারি.......আপনার ব্লগের হাতেখড়ি কিন্তু এই সামহয়্যার দিয়েই অতএব কৃতজ্ঞতাবোধ না দেখান অন্ত্যত স্বাধীন মতপ্রকাশের অন্যতম জনপ্রিয় ব্লগ সাইট সামহয়্যারের কিছুই করতে পারবেন না। এর সাথে রয়েছে লক্ষাধিক ব্লগারদের ভালবাসা।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: কোন নিল নকশা টকশা না। সামু কর্তৃপক্ষ সাফ সাফ শিবিরগুলারে খেদাই দিক। শেষ কথা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

মোমের মানুষ বলেছেন: শিবির খেদানোর জন্য কেবল সামু কর্তৃপক্ষই নয়, ওদের জন্য তৈরি আছে একদল লড়াকু ছাগু ফাইটার

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

শিপন মোল্লা বলেছেন: আমার আরেকটা দেশ সামহয়্যারইন ব্লগ টিকে থাক যতোদিন বাংলা ভাষা টিকে থাকবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

মোমের মানুষ বলেছেন: যতবাধাই আসুক সামহয়্যার টিকে থাকবে

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

রোদেলা দুপুর বলেছেন: উনাদের কোন চালাকিতে কাজ হবে বলে মনে হয় না। সব গুলারে দেশ ছেড়ে পালাতে হবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

মোমের মানুষ বলেছেন: সামহয়্যারের বিরুদ্ধে যতঅপপ্রচারই হউক না কেন সামহয়্যারের কিছুই করতে পারবে না

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: সামু আমার প্রিয় ব্লগ । যে যত মিথ্যা ছাড়াক, আমরা সত্যের সাথে আছি ।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

মোমের মানুষ বলেছেন: রাজীব নুর@ InshAllah Thakbo.................

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

আমিনুর রহমান বলেছেন:


সামু' আমাদের
দেশ ও আমাদের
কারো সাধ্য নেই একে নোংরা করার ...


চটি লেখক চুচিলরা সাবধান ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

মোমের মানুষ বলেছেন: সাবধান, সাবধান
হুশিয়ার সাবধান
সামুর কিছুই করতে পারবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.