![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা ভাষার প্রথম ব্লগ সামহোয়্যারইন-এ ইসলাম, ইসলামের নবী হজরত মোহাম্মদ (সা.), সাহাবায়ে কেরাম, পবিত্র গ্রন্থ কোরআন, হাদিস এবং মহান আল্লাহতায়ালা সম্পর্কে অবমাননাকর বক্তব্য অব্যাহতভাবে তুলে ধরা হচ্ছে।
ব্লগটিতে একজন ব্লগার মন্তব্য করে—‘আমার ধারণা, আল্লাহ আমার খাটের তলায় বয়া গাঞ্জা টানে’ (নাউজুবিল্লাহ)। আরেকজন ব্লগার মুসলমানদের কটাক্ষ করে বলে, ‘ওই শালাদের মসজিদ পুড়িয়ে দেয়া দরকার, ওইখানে তারা অমানবিকতার চর্চা করে।’ ছন্নছাড়া ছদ্মনাম দিয়ে একজন ব্লগার নবীজী ও কোরআন শরিফের বিরুদ্ধে লেখে—কোরআন, হাদিস মানবসভ্যতার জন্য বড় রকমের একটা হুমকি। এগুলোর আবিষ্কারক মোহাম্মদ প্রতারণা আর মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য ইতিহাসে নিকৃষ্ট মানুষরূপে আখ্যা পাবেন (নাউজুবিল্লাহ)। এভাবে আল্লাহ-রাসুল (সা.) ও ইসলাম সম্পর্কে রয়েছে অজস্র কুত্সা।
সামহোয়্যারইন ব্লগটি অনুসন্ধান করে পাওয়া গেছে বিভিন্ন ছদ্মনামে ইসলামবিদ্বেষী পোস্ট ও মন্তব্য করেছে শাহবাগ সমাবেশে ব্লগারচক্রটি। এরা হলো, আসিফ মহিউদ্দিন, আরিফুর রহমান, টেলি সামাদ, রাজসোহান, ইব্রাহিম খলিল প্রমুখ।
মতপ্রকাশের স্বাধীনতার নামে মুক্তমনা নামধারী বিকৃত মানসিকতার নাস্তিকদের মিলনমেলা বাংলা ভাষার প্রথম ব্লগ । ব্লগের মালিক বাংলাদেশী নাগরিক গুলশান আরা জানা এবং নরওয়ের নাগরিক আরিল। বিভিন্ন সময় ব্লগ কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে somewhereinblog.net-এর ব্লগারের সংখ্যা প্রায় দেড় লাখ (যদিও প্রকৃত ব্লগার সংখ্যা নিয়ে নিয়মিত ব্লগ ব্যবহারকারীদের দ্বিমত আছে। বেশিরভাগ ব্লগারেরই মাল্টি তথা একের অধিক ব্লগ আইডি থাকার কারণে প্রকৃত ব্লগারের সংখ্যা ৫০ হাজারের বেশি হবে না—এমনটাই ধারণা নিয়মিত
ব্লগারদের)।
বাংলা ভাষার প্রথম পাবলিক ব্লগ হওয়ার কারণে সামহোয়্যারইন ব্লগের জনপ্রিয়তাকে পুঁজি করে ২০০৯-২০১০ থেকে নাস্তিকরা এই ব্লগে মুসলমানদের ধর্মীয় বিভিন্ন উত্সব ঈদুল ফিতর, ঈদুল আজহা ও হজ নিয়ে অশালীন, অযৌক্তিক, অশ্লীল সব কমেন্ট করতে শুরু করে। আস্তে আস্তে শুরু হয় ইসলাম, আল্লাহ, রাসুল (সা.), বিভিন্ন সাহাবি, নবীকে জড়িয়ে নোংরা আক্রমণ। যার নেতৃত্ব দেয় প্রবাসী নাস্তিক ব্লগার আরিফুর রহমান। যদিও ব্লগারদের বিভিন্ন কমেন্টে আরিফুর রহমানের আসল নাম বলা হয়েছে নিতাই ভট্টাচার্য। একদিকে চলে মুসলিম নাম নিয়ে নোংরামি; অপরদিকে চলে রিভার্স (মুসলিম নিকনেম দিয়ে হিন্দুবিরোধী পোস্ট দিয়ে মুসলমানদের সাম্প্রদায়িক সাজানোর ঘৃণ্য প্রচেষ্টাকে ব্লগীয় ভাষায় রিভার্স বলা হয়) নোংরামি।
নাস্তিক গুরু হিসেবে খ্যাত আরিফুর রহমানের বিভিন্ন সময়কার কমেন্ট, বিভিন্ন পোস্টে এমন কোনো জঘন্য ভাষা নেই যে ভাষায় ইসলামকে আক্রমণ করা হয়নি। ১৬ অক্টোবর ২০১০ ব্লগার মামুনুর রশিদের অসামাজিক কার্যকলাপ : ‘তুরাগের ৯ নৌকা পুড়িয়েছে মুসল্লিরা’ শিরোনামের পোস্টে নাস্তিক আরিফুর রহমান কমেন্ট করে ‘ওই শালাদের মসজিদ পুড়িয়ে দেওয়া দরকার... ওখানে তারা অমানবিকতার চর্চা করে’।
সামহোয়্যারইন ব্লগের নীতিমালায় ৩ঞ অনুচ্ছেদে বলা আছে, ‘বাংলাদেশ অথবা যে কোনো স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্মবিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচরণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা যেতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা যেতে পারে।’ অবাক করার ব্যাপার হলো, সাধারণ ব্লগারদের তীব্র প্রতিবাদের মুখেও এমন জঘন্য কমেন্টের পরও আরিফুর রহমানের ব্লগিং সুবিধা বাতিল কিংবা পুরো ব্লগ বাতিল না করে কমেন্টটি মুছে দিয়েই দায় সেরেছে ব্লগ কর্তৃপক্ষ। আরিফুর রহমান ২৩ আগস্ট ২০১২ পর্যন্ত কমেন্ট করেছে। ২০০৯ থেকে এখন পর্যন্ত এই বিকৃত মানসিকতার নাস্তিক আরিফুর রহমান তথা নিতাই ভট্টাচার্য ঘনাদা, সুশীল সমাজ, ওঙ্কারসহ বিভিন্ন সময় বিভিন্ন মাল্টি নিকে ইসলাম ধর্মকে আক্রমণ করে আসছে। ব্লগ কর্তৃপক্ষ সব জেনেও নির্বিকার। যতবারই সাধারণ ব্লগার এসবের প্রতিবাদ চেয়েছে, ততবারই ২৪ ঘণ্টা মডারেশন করতে না পারার দোহাই দেয় ব্লগ কর্তৃপক্ষ!
২০১০ সালে টেলিসামাদ ছদ্মনামধারী এক ব্লগার কমেন্ট করেন, ‘আমার ধারণা, আল্লাহ আমার খাটের তলে বয়া গাঞ্জা টানে!’ (নাউজুবিল্লাহ)
এমন জঘন্য কমেন্টের পরও টেলিসামাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ১৩ ফেব্রুয়ারি ২০১১ পর্যন্ত বিভিন্ন পোস্টে ইসলামবিদ্বেষী কমেন্ট করে বেড়িয়েছেন টেলিসামাদ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ব্লগে টেলিসামাদের সব লেখা আছে।
আরিফুর রহমান, টেলিসামাদ, ছন্নছাড়া, রাজসোহান, দূরের পাখি, নারী ব্লগার মেঘসহ আরও বেশকিছু ব্লগার ভয়াবহ কমেন্ট করেছে ব্লগটিতে। এ ব্লগচক্রটি এখন শাহবাগ মাতিয়ে তুলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম ১৯ জন ব্লগারের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। ইসলামবিদ্বেষী ব্লগারদের নেতা হিসেবে আবির্ভূত হয়েছে ডা. ইমরান ও আসিফ মহিউদ্দিন।
এদের কুকীর্তির কয়েকটি নমুনা : আরিফুর রহমানের পর ব্লগে নাস্তিকতার নামে চরম অসভ্যতামি করে যাচ্ছে ইব্রাহিম খলিল ওরফে সবাক। অন্যদিকে সবাকের ফেসবুক আইডিতে দেখা যায়, তার নাম সুমন সওদাগর।
সবাকের বিভিন্ন পোস্ট এবং বেশ কয়েকজন ব্লগারের সঙ্গে কথা বলে জানা গেছে, জনৈক শিল্পপতি ব্লগারের বেশকিছু টাকা মেরে দিয়েছে। ব্লগ মালিকপক্ষের আশকারা পেয়ে একের পর এক অশ্লীল কমেন্ট পোস্ট করে যাচ্ছে সবাক। সাধারণ ব্লগাররা সবাকের বিরুদ্ধে বেশ কয়েকবার প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি। উল্টো সবাকের বিরুদ্ধে যারা প্রতিবাদ জানিয়েছে, তাদের ব্লগিং সুবিধা কেড়ে নেয়ার পাশাপাশি অনেকের ব্লগও বাতিল করেছে ব্লগ কর্তৃপক্ষ। সবাকের ‘ঈশ্বর দর্শন : গাঁজাখোর পর্ব’ শিরোনামের পোস্টটির পরও ব্লগ মালিকদের সঙ্গে ‘সবাক প্রেম’-এ ব্লগে প্রশ্ন উঠেছিল, ব্লগের মালিক গুলশান আরা জানার সঙ্গে সবাকের কী এমন সখ্য যে, আশি ভাগ মুসলমানের দেশেও এমন ভয়ঙ্কর অপরাধ করেও পার পেয়ে যায়?
আরিফুর রহমান, সবাকের পাশাপাশি গত দু’বছর ধরে বাংলা ব্লগিংয়ে ননস্টপ ইসলামকে আক্রমণ করে যাচ্ছে আসিফ মহিউদ্দীন। সাধারণ ব্লগারদের তীব্র প্রতিবাদ, অভিযোগের পরও আসিফ মহিউদ্দীনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
অক্টোবর ২০১২-তে আসিফ মহিউদ্দীন গ্রেফতার হওয়ার পর নিজের একটি পোস্টে স্বীকার করেছেন, ডা. জাফর ইকবাল আসিফের বড় বোনের সঙ্গে দীর্ঘ সময় নিয়ে আলাপ করে বুদ্ধি-পরামর্শ দিয়েছেন। সস্তা খ্যাতির লোভে আসিফ মহিউদ্দীন ধর্মকে নানাভাবে কটাক্ষ করেই নিজেকে আলোচনায় রাখেননি শুধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেন। এবং এর কয়েক মাস পর ছুরিকাহত হন।
আসিফ ছুরিকাহত হওয়ার পর জামায়াত-শিবিরের ওপর দোষ চাপিয়ে অনলাইনে প্রচার চালানো হলেও সুস্থ হয়ে আসিফ এ ব্যাপারে মুখ খোলেননি বললেই চলে। ব্লগের বিভিন্ন কমেন্টে দেখা গেছে, আসিফের ছুরিকাহত হওয়াকে সাধারণ ব্লগাররা ‘নাটক’ হিসেবে দেখছেন। অনেকে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির কারণেই আসিফ ছাত্রলীগ দ্বারা আক্রান্ত হয়েছেন এমন মন্তব্যও করেছেন।
উপরের স্ক্রিনশর্ট এবং নাস্তিকদের কার্যকলাপ দেখে পাঠকের মনে প্রশ্ন আসতে পারে সামহোয়্যারইন ব্লগে কি শুধু এসবই হচ্ছে? না পাঠক, শুধু নাস্তিকতায় না—মুক্তিযুদ্ধের চেতনার ভেকধারী আওয়ামীপন্থী ব্লগাররা ছাত্রলীগ, আওয়ামী লীগের দুর্নীতি, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করলেই ‘রাজাকার’ উপাধি দিয়ে হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে অত্যন্ত বাজে ভাষায় গালাগালি করে।
মোসাদ্দেক আলী ফালু এবং খালেদা জিয়াকে জড়িয়ে অত্যন্ত আপত্তিকর পোস্ট করেই ক্লান্ত হয় না ওরা। বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো বীরউত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকেও ‘মাগির পোলা কাদের সিদ্দিকী’ বলে গালি দেয়া হয়েছে। এ নিয়ে এসএ মল্লিক নামের একজন ব্লগার প্রতিবাদ করলে এসএ মল্লিকের ব্লগ বাতিল করে দেয়া হয় কয়েক মিনিটের মধ্যে। আসিফ নজরুল, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও আওয়ামীপন্থীদের অশ্লীল আক্রমণ থেকে রক্ষা পায়নি। সামহোয়্যারইন ব্লগ যেন ডিজিটাল বাকশালের কুিসত রূপ।
মুক্তিযুদ্ধের চেতনাধারী শাহবাগ আন্দোলনের কথিত অনলাইন নেতা মাহমুদুল হক মুন্সী (বাঁধন) ওরফে রুদ্রপ্রতাপ ওরফে স্বপ্নকথকের আক্রমণের শিকার হয়েছেন স্বয়ং ব্লগ মালিক গুলশান আরা জানা এবং আরিল। মাহমুদুল হক মুন্সীর একটি কমেন্ট মুছে দেয়া হলে অত্যন্ত জঘন্য ভাষায় গালি দেন।
মতপ্রকাশের স্বাধীনতার নামে কাদের ‘লালন-পালন’ করে যাচ্ছে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ? সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ইসলামকে এমনভাবে আক্রমণের দায় কি এড়াতে পারে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ? যেখানে আওয়ামী লীগ সরকারের যৌক্তিক সমালোচনার কারণেও ব্লগ বাতিল করা হয়, সেখানে ধর্ম নিয়ে অশ্লীলতার পরও কীভাবে এরা পার পেয়ে গেছে বিকৃত মানসিকতার নাস্তিক ও আওয়ামী সমর্থিত পাণ্ডারা? কী এজেন্ডা নিয়ে সামহোয়্যারইন ব্লগ পরিচালিত হচ্ছে? শান্তির ধর্ম, মানবতার ধর্ম ইসলাম অবমাননাকারীদের ‘লালন’ করার সাহস কোথায় পেয়েছে সামহোয়্যারইন ব্লগ মালিক কর্তৃপক্ষ?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
মোমের মানুষ বলেছেন: স্মার্টনেস যতই দেখাক এ দেশের সিংহভাগ মানুষের শরীরে এখনও মুসলমানের রক্ত প্রবাহিত। খোদার আদালতে বিচার হওয়ার আগেই এ দুনিয়ায় জনতার আদালতে তাদের বিচার হতে হবে।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫
অচিন.... বলেছেন: খবর ছাপার উদ্দেশ্যে যাই হোক, খবরের ৯০ভাগ অংশ কিন্তু হুবহু সত্য।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০
মোমের মানুষ বলেছেন: এ সত্যটির দিকে সম্মানিত মডারেটগনের সু-দৃষ্টি কামনা করছি
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০
টয় বয় বলেছেন:
-
১০০ ভাগ সত্য খবর| বোতললীগের নেতৃত্বে আজ শাহ বাগ!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
মোমের মানুষ বলেছেন: শাহবাগের আন্দোলন, শাহবাগের দাবী ইনশাআল্লাহ সফল হবেই
সাথে সাথে ধর্ম নিয়ে কুৎসনা রটানাকারীদের আমরা দেখতে চাই না
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০
বাবুরাম সাপুড়ে বলেছেন: নাস্তিকদের কথা মনে হলে পাখনাগজানো উইপোকার কথা মনে আসে আগে । যাইহোক আল্লাহ তাদের হেদায়েত দিক এই কামনে করি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০
মোমের মানুষ বলেছেন: এ দেশের সিংহভাগ মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে কটাক্ষকারীদের জামাত-শিবিরের ন্যায় বয়কট করতে হবে
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১
কলাবাগান১ বলেছেন: রাজাকার বাচাতে ধর্মের লেবাস পড়েছে আমার দেশ
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
মোমের মানুষ বলেছেন: আমারদেশ মিথ্যা লিখলে তাকেও কাঠগড়াতে দাড়াতে হবে।
কিন্তু ধর্ম নিয়ে কুৎসনা রটানো বিশেষ কিছু ব্লগারের হরহামেশাই রুটিন
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২
একাকী বাংলাদেশি বলেছেন: অচিন.... বলেছেন: খবর ছাপার উদ্দেশ্যে যাই হোক, খবরের ৯০ভাগ অংশ কিন্তু হুবহু সত্য।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯
মোমের মানুষ বলেছেন: ব্লগের এই নিতীমালাটি যেমন সত্য ঠিক তেমনি আমারদেশের খবরটিও সত্য
"৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রাজাকার বাঁচাতে ধর্মের লেবাস পড়েছে আমার দেশ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
মোমের মানুষ বলেছেন: আপু! ব্লগে কি এ নীতীমালাটির অহরহ লংগন হচ্ছে না ?
"৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪
কলাবাগান১ বলেছেন: ব্লগ হল মুক্তচিন্তার প্ল্যাটফর্ম... এখানে যেমন গোড়া আস্তিক আছে, তেমন প্রচন্ড নাস্তিক ও আছে......
আমার দেশের মত একটা সাম্প্রদায়িক পত্রিকা কিভাবে এপ্রেসিয়েট করবে মুক্তচিন্তা..
আমেরিকায় একটা কথা সবাই প্রচন্ড ভাবে বিশ্বাস করে... Diversity is the Core Strength of American Values and beliefs
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬
মোমের মানুষ বলেছেন: আমরা একটি সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছি..........
ব্লগের এ নীতীটির অহরহ লংগন হচ্ছে
"৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫
টয় বয় বলেছেন: -
উপড়ে ২ টা, কেম্নে লাফাইতাছে !!
আমার দেশ নাস্তিকদের পশ্চাতদেশে আগুন ধরাইয়া দিছে মনে হয়
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
মোমের মানুষ বলেছেন: আমারদেশ যাই লিখুক এখানে মুক্তচিন্তার দোহাই দিয়ে যা হচ্ছে তা, জনসম্মুখে প্রকাশ পেলে খুব মারাত্বক প্রভাব ফেলবে
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
কাজের কথা বলেছেন: সাবধান! ব্লগারদের ধর্ম বিশ্বাস কে পুজি করে জামায়াত শক্তিরা আবারও শাহবাদ আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করছে। তাদের ধর্ম বিশ্বাস আর রাজাকারদের ফাসিঁ দুইটা সম্পুর্ন ভিন্ন জিনিষ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
মোমের মানুষ বলেছেন: শাহবাগের আন্দোলন যেমন কেউ দমাতে পারবে না, তেমনি নাস্তিকদেরও বাংলার মানুষ ছাড়বে না
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
মো ঃ আবু সাঈদ বলেছেন: আমার দেশ নাস্তিকদের পশ্চাতদেশে আগুন ধরাইয়া দিছে মনে হয় ..
বর ছাপার উদ্দেশ্যে যাই হোক, খবরের ৯০ভাগ অংশ কিন্তু হুবহু সত্য।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪
মোমের মানুষ বলেছেন: ব্লগাররা এখানকার সবই জানেন, নাস্তিকরা কি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে না?
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯
নায়করাজ বলেছেন: ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে যুদ্ধাপরাধীদের বাচাতে চায় দৈনিক আমার দেশ ? আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান কি নামাজ পড়ে ? তার কি দাড়ি টুপি আছে ? সে কি আল্লাহ রসুলের নির্দেশ মতো জীবনযাপন করে ?
কোনটাই করে না। সে একজন নাস্তিকের মতোই জীবনযাপন করে। যুদ্ধাপরাধীদের বাচানোর মিশন নিয়ে নেমেছে এই মাহমুদুর রহমান। তার অতীত কার্যকলাপ সম্পর্কে খোজ নেয়ার সময় এসেছে।
এক সময় জ্বালানী উপদেষ্টা হিসেবে বিদেশী ইহুদী নাসারাদের কোম্পানীগুলোর কাছে এই দেশীয় তেল গ্যাস তুলে দেয়াই ছিল তার কাজ। তেল গ্যাস লুটপাট করে প্রচুর টাকার মালিক বনেছে সে। পেশাদার কোন সাংবাদিক না হলেও একটা জাতীয় পত্রিকার সম্পাদক হয়ে বসেছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
মোমের মানুষ বলেছেন: ব্যক্তি মাহমুদ যাই হউক এ দেশে ধর্ম নিয়ে কটুক্তকারীদের রক্ষা নেই
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২
দেশপ্রেমিক পোলা বলেছেন: এখানে আমার দেশ তো একটি কথাও মিথ্যা লেখেনি। সামু ভুল করেছে ধর্মকে আক্রমন করে লেখার পরেও ঐসব ব্লগারদের ব্লক না করে। সামু যদি সাধারণ মানুষের ব্লগ হতে চায় তাহলে কিছু উগ্র ব্লগারকে ব্লক করলে সামুর খুব বেশি কিছু যাবে আসবে না। এতে বরং সামুর সুনাম বাড়বে। এখানে ব্লগার আছে ৫০,০০০ অথচ এমন উগ্র ব্লগার আছে মাত্র ২০/৫০ জন। এটা করলে আমার দেশের মত কোন পত্রিকা সামুর বিরুদ্ধে লেখার সুযোগ পাবে না। কাউকে গালী দিলে তাকে ছাড়ি না, কিন্তু ইসলামকে গালী দিলেও মনে কিছু করি না। কেউ নাস্তিক হলে কোন সমস্যা দেখি না, কিন্তু নাস্তিক হয়ে ইসলাম সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান না রেখে আজেবাজে মন্তব্য করলে সত্যিই খারাপ লাগে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
মোমের মানুষ বলেছেন: আসলেই খারাপ লাগে, গোটা কয়েক ধর্ম নিয়ে কটুক্তকারী ব্লগারদের ব্যান করলে সামু হয়ে উঠবে এ দেশের সব মানুষের ব্লগ
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২
অন্তরপুর বলেছেন: কলাবাগান-১
সত্যকে অস্বীকার করতে পারবেন? আপনি বলেন আমার দেশ -এ প্রকাশিত এসব তথ্য কি মিথ্যা?
সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করবেন না। তার চেয়ে আসুন কতিপয় কিছু ব্লগার এর বিরুদ্ধে সোচ্চার হই। যারা ধর্মের বিরুদ্ধে কুৎসিত ভাষায় ব্লগ লেখে তাদের কে রিপোর্ট করি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২০
মোমের মানুষ বলেছেন: আসুন কতিপয় কিছু ব্লগার এর বিরুদ্ধে সোচ্চার হই। যারা ধর্মের বিরুদ্ধে কুৎসিত ভাষায় ব্লগ লেখে তাদের কে রিপোর্ট করি।
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যেসব ছাগুরা নাস্তিকতার দোহাই দিয়ে রাজাকারদের সাপোর্ট করছে তাদের প্রতি করুণা View this link
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২
মোমের মানুষ বলেছেন: আপু ব্লগের নিতীমালাটির কঠিন বাস্তবায়ন চাই
"৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।"
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
জায়েদ ইকবাল বলেছেন: ইউরোপের নাস্তিক এবং বাংলাদেশী নাস্তিকদের মধ্যে পার্থক্য
ইউরোপে আমার এক বন্ধু ছিল চাইনিজ । সে নিজে কোন ধর্মে বিশ্বাসী নয় । কিন্তু আমার ইসলাম ধর্মকে শ্রদ্ধা করত । তার কথা হল আমার আদর্শ আমার কাছে তোমার আদর্শ তোমার কাছে । সে বলত আমি কোন ধর্ম বিশ্বাস করিনা তার অর্থ এটা নয় যে কোন ধর্ম সম্পর্কে আমি খারাপ মন্তব্য করব । হোক
সেটা ইসলাম,হিন্দু,বৌদ্ধ,খিস্ট্রান ধর্ম ।
কিন্তু বাংলাদেশে নাস্তিকতার সজ্ঞাই মনে হয় ইসলাম ধর্ম সম্পর্কে কটুক্তি করা !!! আপনি যে আদর্শেরই হোন কেন সেটা আপনার ব্যক্তিগত । তাই অন্যের ধর্মীয় মূল্যবোধে আঘাত লাগে এমন কাজ করা কখনোই নাস্তিকতাবাদের
আদর্শ হতে পারেনা । তাই নাস্তিকদের বলছি জামায়াতকে সারাদিন গালি দেন তাতে আমাদের কিছু যায় আসে না কারণ ইসলাম জামায়াতের ধর্ম নয় ইসলাম মুসলমানের ধর্ম । কিন্তু আপনারা অন্যের মূল্যবোধে আঘাত লাগে এমন কাজ করবেন না আসা করি ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
মোমের মানুষ বলেছেন: বাংলাদেশি নাস্তিকদের ধর্ম চুলকানি স্মার্টনেস মনে করা হয়, অনকেও আবার হিট কামানোর জন্য ও এগুলো করে থাকেন
১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০
টয় বয় বলেছেন:
-
ছাগীটা না বুইজাই ভেঁ ভেঁ করে আর লীগের পোলাগো লগে লুলামী করে, এইটারে কেউ দড়ি দিয়া বাইন্ধা রাখে না কেন ??
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
মোমের মানুষ বলেছেন:
বাস্তব সমালোচনা করুন, ভাষা সংহত করুন
১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
লাবনী আক্তার বলেছেন: অচিন.... বলেছেন: খবর ছাপার উদ্দেশ্যে যাই হোক, খবরের ৯০ভাগ অংশ কিন্তু হুবহু সত্য
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
মোমের মানুষ বলেছেন: এই কঠিন সত্যটির দিকে সম্মানিত মডারেটদের সু-দৃষ্টি কামনা করছি
১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭
আমরা তোমাদের ভুলব না বলেছেন: জায়েদ ইকবাল বলেছেন: ইউরোপের নাস্তিক এবং বাংলাদেশী নাস্তিকদের মধ্যে পার্থক্য
ইউরোপে আমার এক বন্ধু ছিল চাইনিজ । সে নিজে কোন ধর্মে বিশ্বাসী নয় । কিন্তু আমার ইসলাম ধর্মকে শ্রদ্ধা করত । তার কথা হল আমার আদর্শ আমার কাছে তোমার আদর্শ তোমার কাছে । সে বলত আমি কোন ধর্ম বিশ্বাস করিনা তার অর্থ এটা নয় যে কোন ধর্ম সম্পর্কে আমি খারাপ মন্তব্য করব । হোক
সেটা ইসলাম,হিন্দু,বৌদ্ধ,খিস্ট্রান ধর্ম ।
কিন্তু বাংলাদেশে নাস্তিকতার সজ্ঞাই মনে হয় ইসলাম ধর্ম সম্পর্কে কটুক্তি করা !!! আপনি যে আদর্শেরই হোন কেন সেটা আপনার ব্যক্তিগত । তাই অন্যের ধর্মীয় মূল্যবোধে আঘাত লাগে এমন কাজ করা কখনোই নাস্তিকতাবাদের
আদর্শ হতে পারেনা । তাই নাস্তিকদের বলছি জামায়াতকে সারাদিন গালি দেন তাতে আমাদের কিছু যায় আসে না কারণ ইসলাম জামায়াতের ধর্ম নয় ইসলাম মুসলমানের ধর্ম । কিন্তু আপনারা অন্যের মূল্যবোধে আঘাত লাগে এমন কাজ করবেন না আসা করি ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
মোমের মানুষ বলেছেন: বাংলাদেশে নাস্তিকতার সজ্ঞাই মনে হয় ইসলাম ধর্ম সম্পর্কে কটুক্তি করা !!!
২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
নিম গাছ বলেছেন: কথিত নাস্তিকদের বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা নয়। তারা নাস্তিক ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মকে কটাক্ষ করে লেখাগুলো তারা কেন লেখে? নাস্তিকদের তো কোন ধর্ম নিয়ে মাথা ব্যথা থাকার কথা নয়। তবুও এরা শুধুমাত্র ইসলামকে অবমাননা করে পোষ্ট/মন্তব্য ইত্যাদি করে থাকে। আমার দেশ যাই বলুক, আমি প্রতিবেদন সঠিক বলে মনে করি। একটি কথাও মিথ্যা নয়।
মুসলমান নামের নিকধারী (প্রকৃত তারা হিন্দু) কিভাবে দিনের পর দিন এভাবে ইসলাম ধর্মকে কটাক্ষ করে এবং তারা বহাল তবিয়তে থাকে?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০
মোমের মানুষ বলেছেন: তারপরও মডারেটরা কেন নজর দেন না
২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
হেডস্যার বলেছেন: ইসলাম, আল্লাহ, নবীরাসূল নিয়া বিটলামি করার ব্যাপারে ঐ পত্রিকায় যা লেখা হইছে তা তো মিথ্যা না। কথাগুলা সত্য।
মদের বোতল হাতে ছবিওয়ালার বিরুদ্ধে কথা বলায় দুইবার জেনারেল হইছি।
তো আমার বিচার বিবেচনায় ঐ পত্রিকায় এই রিপোর্টের জন্য এই ব্লগ কর্তৃপক্ষই দায়ী।
বান্দর লাই দিয়া মাথায় উঠাইছে না !! এখন ঠেলা সামলাক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯
মোমের মানুষ বলেছেন: দেশের ইসলামপন্থী সাধারন জনগন প্রতিবাদি হয়ে উঠছে, ধীরে ধীরে বিষয়টি গনআন্দোলনে রূপ নিতে পারে। তার আগেই সামুকে সতর্ক হতে হবে
২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
মো ঃ আবু সাঈদ বলেছেন: জায়েদ ইকবাল-ভাই সহমত
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
মোমের মানুষ বলেছেন: ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার এ কথাটা আমরা খুব বেশি বলি, কিন্ত ধর্ম নিয়ে কুৎসনা রটনা কারীদের পশ্রয় দেই
২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
একাকী আমরা বলেছেন: জায়েদ ইকবাল আপনার সাথে আমি একমত।
আর খবর ছাপার উদ্দেশ্যে যাই হোক, খবরের ৯০ভাগ অংশ কিন্তু হুবহু সত্য।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
মোমের মানুষ বলেছেন: খবর সত্য কিন্ত এ কারনে সামু ভুগবে না তো?
২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
ShusthoChinta বলেছেন: রিপোর্টের প্রায় হান্ড্রেড পার্সেন্ট সত্য! আরিফুর,আসিফ মহিউদ্দিন,সবাক সম্পর্কে যা বলা হয়েছে তার সবকিছুই সামুর নিয়মিত সব ব্লগারের কাছে ওপেন সিক্রেট! এদেরকে যে সামু গৃহপালিত জন্তু হিসেবে লালন পালন করছে এই কথাটা খুব একটা জোর দিয়ে বলা হয়নি এই রিপোর্টে,অথচ এটাই সবচেয়ে বড় সমস্যা।
সামুতে নিয়মিত ব্লগিং করে এমন ব্লগারদের কাছ থেকেই তথ্য নিয়ে রিপোর্ট করা হয়েছে এটা বুঝাই যাচ্ছে। এতকিছুর পরও সামু কর্তৃপক্ষের টনক যে নড়বে না তা প্রায় নিশ্চিত! অন্তত ইসলাম আর নবীকে নিয়ে জঘন্য গালাগালিগুলো যদি বন্ধ করা যেতো...............
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
মোমের মানুষ বলেছেন: এদের সংখ্যা বড়জোর ২৫/৩০ জন হবে, কিন্ত বাকি লক্ষাধিক ব্লগার কি এদের কাছেই জিম্মী...........?
২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
আবু তাশফীন বলেছেন: এটা একটা সাহসী পদক্ষেপ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
মোমের মানুষ বলেছেন: মডারেশন প্যানেল আরো শক্ত হতে হবে
২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
মো ঃ আবু সাঈদ বলেছেন: সামু কে খুব ভালবাসতাম.....
আমি ছিলাম প্রথম দিকের সদস্য.....
এখন দোমনায় আছি আমার সাথে সামু কিছু কর্যকালাপে....
এখন আর সামুর প্রতি মন টানে না......
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
মোমের মানুষ বলেছেন: গোটা কয়েক নাস্তিক দের কাছে কি আমরা জিম্মী হয়ে পড়েছি.........।
এদের বিরুদ্ধে কথা বললে জেনারেল হতে হয়, নিক হারাতে হয়। সামু আমাদের সবার
২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪
দেলোয়ার জাহান রানা বলেছেন: Islam Nia jara negative kotha bole tahter block kore dilei kahini ses.
Notun ID nia korle ak e kam korte hoibo, seta hoilo block korte hoibo.
Galir bodole gali soja kotha. Nastick Chilo, ase, thakbe. Agulare patta na dia ignore korlai amar mone hoi valo.
Jotoi negative comment koruk islam somporke na porlai hoi,
Sima longhon korle sobar sasti upor theke hoi through His creature.
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
মোমের মানুষ বলেছেন: কিন্ত তাদের এভাবে ছেড়ে দিলে দিনের পর দিনে ধর্মের বিরুদ্ধে কুৎসনা রটাতে থাকবে
২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮
ShusthoChinta বলেছেন: @এক্সট্রা টেরিস্ট্রিয়াল স্বর্ণা, এভাবে সবকিছুর মধ্যে রাজাকারির গন্ধ খোঁজাটা সুস্থতার পরিচায়ক নয়,এটা একধরণের ছাগু মনোভাব ই বলা যায়! একজন মুসলমান তার ধর্মের বিষয়ে আঘাতপ্রাপ্ত প্রতিবাদ করলেই রাজাকার? আপনি কি বলতে চাইছেন এই আট নয়টা খুনি ধর্ষকের ফাঁসি হলো কি না হলো সেই চিন্তা করে আমার সমস্ত কর্মকান্ড বন্ধ করে বসে থাকবো? জংগী নাস্তিকদের বিরুদ্ধে লেখাটা কিভাবে রাজাকারদের বিচারে বাঁধা সৃষ্টি করে তা কি একটু বুঝিয়ে বলবেন,প্লিজ?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩
মোমের মানুষ বলেছেন: আমরা এ নিতীটির বাস্তবায়ন চাই
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩
মোমের মানুষ বলেছেন: ৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
রূপালী নদী সোনালী মানুষ বলেছেন:
অচিন.... বলেছেন:
একাকী বাংলাদেশি বলেছেন:
লাবনী আক্তার বলেছেন:
খবর ছাপার উদ্দেশ্যে যাই হোক, খবরের ৯০ভাগ অংশ কিন্তু হুবহু সত্য। --- একমত
খবর সত্য হলে সেটা লিখলে তা অপ্রচার হয় কিভাবে ???
@ যারা অপ্রচার বলে চলেছেন তাদেরকে প্রশ্ন
যুদ্ধাপরাধীকে বাঁচানোর প্রচেষ্টা কে যেমন ঘৃণা করি ,
নিজের ঘরে যুদ্ধাপরাধী লালন করে বিচারের নামে যুদ্ধাপরাধী নিয়ে
প্রসহনের রায় দিয়ে যারা ঘরের যুদ্ধাপরাধী বাঁচানোর চাল দিয়ে
ফায়দা নিচ্ছে তাদেরকে ও ঘৃণা করি ---
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
মোমের মানুষ বলেছেন: রাজাকারদের সাথে সাথে ধর্ম নিয়ে কুৎসনা রটনা কারীদেরও ফাসি চাই
৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
লাবনী আক্তার বলেছেন: ইসলাম নিয়ে কুরুচিপূর্ণ কথা সহ্য করা উচিত নয়। ইসলাম সম্পর্কে উল্টা পাল্টা কথা বলবে আর আমরা মুসলিমরা মুখ বুঝে থাকব এটা একদম ঠিক নয়।
২ ধরনের মানুষের প্রতি ঘেন্না লাগে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে আর যারা নাস্তিক তাদের।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
মোমের মানুষ বলেছেন: রাজাকারদের সাথে সাথে ধর্ম নিয়ে কুৎসনা রটনা কারীদেরও ফাসি চাই
৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
আবুল হাসান নূরী বলেছেন: মাইনাস বাটন আবারো ফিরিয়ে আনা হোক। সেই সাথে নিয়ম করা যেতে পারে, একটি নির্দিষ্ট সংখ্যক মাইনাস পেলে পোস্টটি অটোমেটিক ড্রাফট/ডিলিট হয়ে যাবে। এতে ২৪ ঘন্টা মডারেটর না থাকলেও চলবে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
মোমের মানুষ বলেছেন: ২৪ ঘন্টা মডারেশন চাই, এ ধরনের লেখা সামুতে কোন ভাবেই যেন না আসে
৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
না পারভীন বলেছেন: যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই
নাস্তিক যারা নিজের মধ্যেই আছে , তার বাদ দিয়ে যারা মুসলিমদের বিরূদ্ধে কলম ধরে তাদের ফাঁসি চাই ।
যারা যুদ্ধাঅপরাধীদের বাঁচাতে চায় তাদের ফাঁসি চাই
যারা নাস্তিকদের বাঁচাতে চায় তাদের ফাঁসি চাই
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
মোমের মানুষ বলেছেন: ধর্ম নিয়ে কটুক্তকারীদের রক্ষা নেই
যুদ্ধাপরাধীদের রক্ষা নেই
৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
সাকিব আল মাহমুদ বলেছেন: আমার দেশের রিপোর্ট টা ৯৯% সত্য। সামু ব্লগের উচিত এসব ব্লগারদের ব্যান্ড্রা করা । মনে রাখবেন ৮৫% মুস্লিম এদেশে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩
মোমের মানুষ বলেছেন: এ সমস্ত গোটা কয়েক ব্লগারদের ব্যান না করলে সামুকে ভুগতে হবে অনেক
৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
আল-মাসুম বলেছেন: খবর ছাপার উদ্দেশ্যে যাই হোক, খবরের ১০০ভাগই হুবহু সত্য।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩
মোমের মানুষ বলেছেন: মডেরেশনের দৃষ্টি চাই
৩৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
আহলান বলেছেন: এদের পোষ্ট গুলো এখন পড়া বা পাওয়া যাচ্ছে না কেন?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
মোমের মানুষ বলেছেন: সরিয়ে ফেলল নাকি? তবে জামাতি পন্যের ন্যায় এদের সবখানেই বয়কট করতে হবে
৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
বন্ধুহারা বলেছেন: কথা সত্য । কিন্তু আগে এইসব কই ছিলো।এখন কেনো?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
মোমের মানুষ বলেছেন: বিভিন্ন মিডিয়ায় সামুর সমালোচনা হচ্ছে, আরো প্রকট হওয়ার আগেই মডারেশনের দৃষ্টি চাই
৩৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
না পারভীন বলেছেন: একজন জঙ্গী সাইকো থাবা কে ইমন জুবাইয়ের ভাইয়ের উপরে সম্মানের সাথে ঝুলিয়ে রেখে সামু থাবা কার্যক্রমকে উৎসাহ দিচ্ছে ।
আর যারা থাবার এগেইনস্টে ক্তহা বলছে তাদের ছাগু ট্যাগ দিয়ে দিচ্ছে ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
মোমের মানুষ বলেছেন: রাজীব হত্যাকারীদের ফাসি চাই
ধর্ম নিয়ে কুৎসনা রটনাকারীদেরও ফাসি চাই
৩৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
দায়িত্ববান নাগরিক বলেছেন: জ্বালা ! আস্তিক নাস্তিকের জ্বালায় ব্লগে আসায় দায়। দুইটারেই সমানতালে ব্যান মারা উচিৎ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
মোমের মানুষ বলেছেন: আস্তিক - নাস্তিক সবাই ঠিক থাকলেই হয়, কিন্ত ধর্ম নিয়ে কুৎসনা রটানো নিয়েই ঝামেলা শুরু হয়
৩৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
আহনাফ শাহরিয়ার বলেছেন: আশা করা যায় গরলের ন্যায় সত্য উগড়ে দেওয়ার প্রেক্ষিতে অচিরেই আপনার নিকটাও ব্যান করবে সামু কতৃপক্ষ । পোষ্টে + +
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
মোমের মানুষ বলেছেন:
:-<
৪০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
মো ঃ আবু সাঈদ বলেছেন: টয় বয়-উতেজিত হওয়ার দরকার নাই...
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
মোমের মানুষ বলেছেন:
৪১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
শাকিল ১৭০৫ বলেছেন: কথা গুলি কিন্তু ১০০ সত্য
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
মোমের মানুষ বলেছেন: মডারেশনের জবাব চাই
৪২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
শাকিল ১৭০৫ বলেছেন: কথা গুলি কিন্তু ১০০% সত্য
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
মোমের মানুষ বলেছেন: মডারেশনের জবাব চাই
৪৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
ফজলুলহক কিরন বলেছেন: খবর ছাপার উদ্দেশ্যে যাই হোক না কেন, খবর হুবহু সত্য।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
মোমের মানুষ বলেছেন: এই সত্যটিকের দিকে মডারেশনের নজর দিতে হবে
৪৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
চাঁন মিঞা সরদার বলেছেন:
ঐ পত্রিকাটি ১০০% সত্য কথাই লিখেছে। সামু ও তার পালিত নাস্তিকেরা যেই পাপ করেছে তাদের জন্য হয়তো ভবিষ্যতে ভয়াবহ পরিনতি অপেক্ষা করছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
মোমের মানুষ বলেছেন: এই গোটা কয়েক নাস্তিকদের জন্য আমাদের প্রিয় সামুকে হারাতে চাই না
৪৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
ছিরা কবি বলেছেন: somoyta sotti kotthin,,,dhormobiddeshi nastikra ashole ki chay tara nijeu jane na...nastik khetabe ki emn bisheshotto ase tarai jane....allah tader hedayet koruk...
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
মোমের মানুষ বলেছেন: আসলে আমাদের দেশে ধর্ম নিয়ে কটুক্তি করাটা স্মার্টনেস ভাবা হয়
৪৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
নিয়েল ( হিমু ) বলেছেন: আমার দেশ পত্রিকাটা সময় মত বন্ধ না করার প্রাশচিত্ব এখন করতে হচ্ছে আমাদের ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
মোমের মানুষ বলেছেন: আমারদেশ অপরাধ করলে অবশ্যই শাস্তি পেতে হবে, তাই বলে ব্লগে মুক্তবুদ্ধি চর্চার নামে ধর্ম নিয়ে বিশেদগার করাটা কি সাম্প্রদায়িকতাকে কি উস্কে দিচ্ছে না?
৪৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩
মো ঃ আবু সাঈদ বলেছেন: এই রিপোট এর উপর ৩৯০ কমেন্ট পড়েছে এই পর্যন্ত
Click This Link
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
মোমের মানুষ বলেছেন: এই মহুর্তে (দুপুর ১.৪৮ মিনিট) ৪৭০ চলে
৪৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: সামু বন্ধ হবার সময় আসতেছে...............
আমার দেশ এর নিউজ কে কেউ অপপ্রচারও বলতে পারবে না!!!কারণ, কথাগুলো প্রায় সত্য।
জনমনে(যারা ব্লগিং এর "ব" ও জানেন না), তারা এখনি সামু নিয়ে বিরূপ মনোভাব পোষণ করবে!!!!!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
মোমের মানুষ বলেছেন: এ সুযোগটাই কাজে লাগাবে বিরোধী মিডিয়া গুলো
৪৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮
মরণের আগে বলেছেন: ভাইজান মিলাইয়া দেখেন,
১। হুজুর (সঃ) সাহাবায়ে কেরাম (রাঃ)দের সাথেনিয়ে মসজিদের সামনে আলোচনায়ে মগ্ন ছিলেন এমতাবস্থায়ে একলোক মসজিদে ঢুকে পেশাব করতে লাগলেন তা দেখে সাহাবায়ে কেরামগন রাগে ফেটেপরলেন এবং তাকে মারতে উদ্দতহলেন অতঃপর হুজর (সাঃ) তাদের কে বললেন দাঁরাও অনার পেশাব শেষ করতেদাও ।তারপর তাকে ইসলামের দাওয়াত দিলেন ।
২। হজরত ওমর (রঃ) হুজুর (সঃ) কে হত্তার উদ্ধেশ্যে হাতে খোলা তরবারি নিয়ে আসলেন অতপর হুজুর (সঃ) অই অবস্থায়ে তাকে দাওয়াত দিলেন ।
এই জামানার একটা উধারন
৩। মাওলানা তারিক জামিলকে তার হোস্টেলে এক দ্বীনের দায়ী দাওয়াত নিয়ে গেছেন তাকে মালানা তারিক জামিল ঘারে ধাক্কা দিয়ে বেরকরে দিয়েছেন কিন্তু দ্বীনের দায়ী হাল ছারেন্নি অনি আবার গেসেন দাওয়াত নিয়ে
ভাই , প্রথম ব্যক্তিকে যদি হুজুর (সঃ) হত্তা করার নিদেশ দিতেন ওইলোকটা চিরতরে জাহান্নামি হয়েযেত ওমর (রা কে যদি আল্লাহর নবি(সঃ) আল্লাহর হুকুমে শেষ করেদিতে পারতেন
আর অই দ্বীনের দায়ী তাকে ধাক্কাদিয়ে ফেলে দেওয়ার প্রতিশধ নিতে দলবল নিয়ে তার উপর হামলা করতে পারতেন ।
ভাই ইসলামা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আর আমরা এখন কি করছি , আমরা যাদেরকে দোষ দিচ্ছি তাদেরকাছে কয়েবার দাওয়াতনিয়ে গিয়েছি ?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
মোমের মানুষ বলেছেন: এর বিপরীত অনেক ঘটনা আছে.......
কাব ইবনে আশরাফ এর ঘটনা জানেন? যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুল সা: কে অশ্রাব্য ভাষায় গালিগালায করছিল, তখন নবী সা: তাকে হত্যা করা বৈধ ঘোষনা করলেন।
ধর্ম নিয়ে কটুক্ত কারীদের স্থান কোথাও নেই যেই ধর্মই হউক না কেন!
৫০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
লাবনী আক্তার বলেছেন: এমন নীতি আনা হোক যে কেউ কোন ধর্ম কে নিয়ে কুরুচিপূর্ণ কথা লিখতে পারবেনা। যার যার ধর্ম যার যার কাছে। কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলবেনা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
মোমের মানুষ বলেছেন: সহমত
কোন ধর্ম নিয়েই কটুক্তি করা যাবে না, ধর্ম নিয়ে কটুক্তি করলেই আইপি সহ নিক ব্যান
৫১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
নায়করাজ বলেছেন: মাহমুদুর রহমানের চরিত্র, ফুলের মতো পবিত্র : http://votebd.org/newsarchive/?p=2039
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
মোমের মানুষ বলেছেন: অপরাধ যেই করুক তারই সাজা চাই
৫২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
িলয়া বলেছেন: Islamer shopokke kono kotha bollei rajakar bacanor andolon mone kora hoy....kno vai ami Jodi boli islam biddeshide bacanor cesta korsen ei kotha bole ki korben apnara tahole....mukhe bolen jamayat islam babohar kore ...asole islam tader matha batha noy tahole shadharon muslimra jkn islambiddeshi kono kormokander birodhita Kore tkn Tate jamayater songslishtota kno kuje pan....90% muslimer deshe jamayat jodi atoi shoktishali hoto tobe tarai sorkar gothon korto...onnora noy...allah sense diyesen apply korar jonno...khali na jene bujhe somorthon korar jonno noy....arekta kotha amake maf korben onek hindu vaideri lafate dekhi muktijudhder kotha bole islami songsrity k pak songsrity baniye dite...tader uddeshe bolsi...bangladesh shadhin koresilo muslimrai...ha MUSLIM rai...koyjon hindu muktijodhdhar nam bolte parben apnara...koyjon...hindura ottacarito hoye indiay paliye giesilo...oneke sekhanei theke gase fireo aseni...eirokom onek kei abar dekhi bangladeshi seje aul faul kotha bolte...tader uddeshe bolsi...pakistanider tariyesi...jamayat laththi mere tarabo ...islam k noy...no...never... keu try korle take tar shasti Pete hobe..o achca a bar vebe bosbenna no humki dissi...jara nastik vesh shore islam k gal I debe Tara nobbo rajakar...tarao nastikota babohar kore nijer sharther jonno...setao deshdro...after all 90mu;slim rai Bangladesh majorityer protinidhitto kore.
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
মোমের মানুষ বলেছেন: গোটা কয়েক ধর্ম নিয়ে, ধর্মের বিধান নিয়ে কটুক্তি কারীদের দায় ভার সবাই নিবে কেন
৫৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
দায়িত্ববান নাগরিক বলেছেন:
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
মোমের মানুষ বলেছেন: মুক্তিযুদ্ধের বিপক্ষে বললে মাহমুদুর রহমানের ও জনতার কাঠগড়ায় দড়াতে হবে
৫৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
ShusthoChinta বলেছেন: @নিয়েল হিমু, এটা তো পুরাই বাকশালী মনোভাব! মতপ্রকাশের স্বাধীনতার কথা কৈয়া চিল্লাইবেন,আবার বিরোধী মতের সব পত্রিকা টিভি বন্ধ করে দিতে চাইবেন,এতটা দ্বিচারিতা কি না করলেই নয়? চ্যানেল ওয়ান,আমারদেশ কিন্তু একবার বন্ধ করেও দিয়েছিলেন আপনারা! এই মিডিয়াগুলোর রিপোর্ট বা কলাম যদি মিথ্যা হয় তাহলে তথ্য প্রমাণ আর যুক্তি দিয়ে মোকাবেলা করুন,ছাগুদের মতো গলাটিপে ধরতে চান কেন? নাকি ছাগুদের সাথে মিশতে মিশতে মানে খেদাইতে খেদাইতে কিছু ছাগস্বভাব নিজেদের মধ্যে চলে আসছে?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
মোমের মানুষ বলেছেন: আমারদেশ যদি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয় তাহলে তাদেরও কাঠগড়ায় দাড়াতে হবে
৫৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
ShusthoChinta বলেছেন: @নিয়েল হিমু, এটা তো পুরাই বাকশালী মনোভাব! মতপ্রকাশের স্বাধীনতার কথা কৈয়া চিল্লাইবেন,আবার বিরোধী মতের সব পত্রিকা টিভি বন্ধ করে দিতে চাইবেন,এতটা দ্বিচারিতা কি না করলেই নয়? চ্যানেল ওয়ান,আমারদেশ কিন্তু একবার বন্ধ করেও দিয়েছিলেন আপনারা! এই মিডিয়াগুলোর রিপোর্ট বা কলাম যদি মিথ্যা হয় তাহলে তথ্য প্রমাণ আর যুক্তি দিয়ে মোকাবেলা করুন,ছাগুদের মতো গলাটিপে ধরতে চান কেন? নাকি ছাগুদের সাথে মিশতে মিশতে মানে খেদাইতে খেদাইতে কিছু ছাগস্বভাব নিজেদের মধ্যে চলে আসছে?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
মোমের মানুষ বলেছেন: যৌক্তিক সমালোচনা করুন, বকাবকি পরিহার করুন
৫৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: ShusthoChinta @ ভোদাই কিছু বুঝস? বিরোধী মতবাদ কোনটা? দেশে অস্থিতিশীল অবস্থা শুরুর নাম বিরোধী মিডিয়া?
জামাত শিবিরের মিডিয়া আমার দেশ। জামা্য শিবিরের বাংলাদেশে কোনো ব্যবসা করার যোগ্যতা নাই। দেশের ধংসই এদের উদ্দেশ্য।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
মোমের মানুষ বলেছেন: মু্ক্তিযুদ্ধের বিপক্ষে গেলে আমারদেশেরও রক্ষা নেই
৫৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
শিক্ষানবিস বলেছেন: এক. সামু ব্লগকে আমি হৃদয় দিয়ে ভালবাসি। তাই তো বার বার তার কাছে ফিরে আসি। আমি এই ব্লগের কাছে কৃতজ্ঞ। কিন্তু আজ যে সকল নাস্তিকের কারণে এটা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে তাদের ঘৃণা করি। গুটি কয়েক নাস্তিকের অপকর্মের দোষে ব্লগ কর্তৃপক্ষ দোষী হবেন কেন?
দুই. এ সরকারের আমলে আমি দেখেছি, ব্লগটি এখন আর স্বাধীন মত প্রকাশের প্লাট ফরম নয়। এটি একটি নির্দিষ্ট মতের লালনকেন্দ্র। এ কারণে দেখি, কত পোষ্ট দেয়া হচ্ছে কিন্তু পাঠক নেই, রেটিং নেই, মন্তব্য নেই। এ পর্যন্ত সেই পোষ্ট মাত্র দুই/তিন জনে পাঠ করেছে। একমতের চর্চার লালন করতে গেলে যা হয়।
তিন. যুদ্ধাপরাধীদের স্বচ্ছ, সঠিক, গ্রহণযোগ্য বিচার জামাত শিবির ছাড়া সকলেই চায়। কিন্তু এর চলমান পদ্ধতির বিপক্ষে কেহ মত দিলে সেটা নাজায়েয কেন হবে? আমি এ জাতীয় পোষ্টে মন্তব্য করেছি, পরে দেখেছি, পোষ্টটি সরিয়ে ফেলা হয়েছে।
চার. আমি এ কথা বলছি না, নাস্তিকরা এখানে তাদের মত প্রকাশ করতে পারবে না। অবশ্যই পারবে। কিন্তু তাদের যারা খন্ডন করবে, তাদের কেন ব্যান করা হবে? এ আচরণ সভ্য মানুষের কাছে মত প্রকাশের স্বাধীনতা বলে গণ্য হতে পারে না।
পাচ. নাস্তিকরা যদি তাদের মতাদর্শে আন্তরিক ও সত্যবাদি হয়ে থাকে, তাহলে এখন কেন তারা নিজেরাই নিজেদের পোষ্টগুলো ডিলিট করছে? কেন সাহসের এত অভাব তাদের?
ছয়. আমি কাউকে খুশী করার জন্য মিথ্যা বলছি না, আমি নিজেও জামাতের রাজনীতির বিরোধী। আমার মত আরো অনেক ব্লগার আছেন, জামাত বিরোধী হওয়ার পরও তাদের তাড়িয়ে দেয়া হচ্ছে জামাতী অপবাদ দিয়ে। এটা মডারেশনের স্বচ্ছতা, অদক্ষতা ও জওয়াবদিহিতার অভাব বা খামখেয়ালীপনা। আমিও এ জন্য পোষ্ট দেয়া বন্ধ করে দিয়েছি বহু আগ থেকে। ভয় হয়, কোন পোষ্ট দেয়ার পড়েই ঢুকতে গেলে মেসেজ দেখব, দু:খিত আপনাকে ব্যান করা হয়েছে। কিন্তু এতেও রক্ষা হয়নি। পোষ্ট দেয়া বন্ধ রাখার পরেও তারা যে কোন অপরাধে ব্লগ বাতিল বা স্থগিত করল, বুঝে আসে না।
সাত. ব্লগ পরিচালক বা মালিকদের নিজস্ব কোন এজেন্ডা থাকলে থাকতেও পারে। সবারই থাকে, ওনাদের কেন থাকবে না। কিন্তু তাই বলে ব্লগটাকে একপক্ষের প্লাট ফরম করলে এটা এমনিতেই দেউলিয়া হয়ে যাবে। আমরা তা কামনা করতে পারি না। আমি নিজে এই ব্লগ থেকে অনেক বিষয়ে উপকৃত হয়েছি। অনেক মানুষ উপকৃত হয়েছে। এ সেবাটাকে আমি জনকল্যাণমূলক সেবা মনে করি। ব্লগ কর্তৃপক্ষ আল্লাহ বিশ্বাসী হলে অবশ্যই তিনি তাদের পুরস্কার দেবেন। বর্তমানে অনেক ব্লগ বন্ধ করে দেয়া হয়েছে। এটা যেন বন্ধ না হয়। তাহলে কষ্ট লাগবে সীমাহীন। এ জন্য এটা সচল রাখা ও এগিয়ে নেয়ার ব্যাপারে কর্তৃপক্ষকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের সকলের।
আট. কাউকে ব্যান বা বাতিল করার আগে তাকে যেন নোটিশ দেয়া হয়। কারণ দর্শাতে বলা উচিত। জবাব না দিলে বা ভাল আচরণ না করলে তারপর ব্যান করার চিন্তা করা ভাল।
নয়. অকারণে ব্যান করে, কিছু ব্লগারকে ক্ষেপিয়ে লাভ কি? অযথা শত্রু সৃষ্টি করা বুদ্ধিমানের কাজ নয়।
দশ. ভয় লাগে তাই অনেকদিন পর্যন্ত পোষ্ট দেইনি। তারপরও পোষ্ট দেয়ার সুবিধা বাতিল করা হয়েছে। এ কারণে পোষ্ট না দিতে পেরে এখানে দীর্ঘ মন্তব্য করলাম। কর্তৃপক্ষ দয়া করে মন্তব্য করার সুবিধা এখনো বহাল রেখেছেন।
সামহোয়ারইন : দীর্ঘজীবি হোক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
মোমের মানুষ বলেছেন: সুন্দর বলেছেন, অসচ্ছ মডারেশনের নিন্দা জানাই
৫৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
চলতি নিয়ম বলেছেন: এই রিপোর্ট টা আমার মনেহয় সামুর ই কোনো ব্লগারের করা। কিছু কিছু অংশ তার/তাদের ব্লগ কমেন্টের ই কপি। আরো অনেক ক্লু আছে।
সামু কে কারা বন্ধ কর্তে চায় কখন কখন কি ই হুমকি ধামকি বা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, এখন সামুর ভেবে দেখা উচিত। সামুর এখন সময় এসেছে মাল্টি নিক গুলো বন্ধ করার। তাহারা, রিভার্স /মাল্টি বুঝলেও সামু রিভার্স বুঝেনাই।
যারা রিপোর্ট টাকে নিয়ে সন্দেহ প্রকাশ কর্ছেন না তারা কি গতকালকের রিপোর্টের ৪, ৫, ৭, ৯ ও ১৪ নং পয়েন্টে কিছু বলবেন?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
মোমের মানুষ বলেছেন: রিপোর্ট টি যারই করা হউক, সাধারন মানুষ ক্ষেপে উঠছে।
কিছুদিন আগেও নিজেকে ব্লগার পরিচয় দিতে গর্ববোধ হত, এখন ব্লগার শুনলেই কিছু বুঝুক আর না বুঝুক নাস্তিক বলে একটা গালি দেয়। কেন এমনটা হচ্ছে? গোটি কয়েক ধর্ম বিশেদগারদের কারনেই আমাদের প্রিয় সামুটি হুমকির মুখে
৫৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
শিক্ষানবিস বলেছেন: এগার- ব্লগটাকে গণতান্ত্রিক করা হোক। মাইনাস অপশন আবার ফিরিয়ে আনা হোক। ৫০% এর বেশী মাইনাস হলে পোষ্ট সরিয়ে ফেলা হবে।
তাহলে ফ্যাসিবাদী বদনাম থেকে ব্লগটা মুক্ত থাকবে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
মোমের মানুষ বলেছেন: গোটা কয়েক ব্লগারদের কবল থেকে আমাদের প্রিয় সামুকে মুক্ত করতে হবে
এর সাথে সাথে ২৪ ঘন্টা মডারেশনের ব্যবস্থা করতে হবে।
যে কোন ধর্ম নিয়েই বিশেদগার করা পোস্ট সংগে সংগে সরিয়ে ফেলতে হবে
৬০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
কায়সার আহমেদ কায়েস বলেছেন: জানিনা এই খবর প্রচারের তাদের কি উদ্দেশ্য রয়েছে। কিন্তু খবর তো ১০০% সত্য, যা সামুর প্রতিটি ব্লগারগন সঠিক ভাবে অবগত রয়েছেন এই ধরনের অশ্লীলতায় গালাগালি তে সামু পরোক্ষ ভাবে সেই নাস্তিক নামে ইসলাম বিদ্বেষী ব্লগার দের, বাক স্বাধীনতার নামে ধর্ম নিয়ে কূট উক্তি ও গালাগালি করায় সাহায্য করেছে কিংবা করে আসছে।
প্রত্যেক কে তার ধর্ম প্রকাশের অধিকার রয়েছে, তেমনি নাস্তিক দের কেও তাদের বিশ্বাস প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু নাস্তিক মানে যে যুক্তি তে বিশ্বাস করে চিন্তা করে এবং যুক্তির মাধ্যমেই তার বিশ্বাসকে প্রচার করে আর আমরা আস্তিকরা সেই যুক্তি খন্ডন করেই তাদের কে ইসলামের দিকে আহবান জানাই।
কিন্তু এখানে তো সম্পূর্ণ বিপরীত যুক্তির পাশ কাটিয়ে ধর্ম ও বিশ্বাসের উপর সরাসরি আঘাত করা হচ্ছে।
আশাকরি সামু মডারেটরগন বাক স্বাধীনতার নামে পোস্ট করা সেই ব্লগার দের কুরুচি পূর্ণ ও অশ্লীল পোস্টগুলো মুছে আমাদের প্রিয় সামুকে সবার কাছে গ্রহনযোগ্য একটি ব্লগ হিসেবে পরিণত করবে।
যে সামুর সাথে আমাদের এত স্মৃতি জড়িয়ে আছে, সেই সামু বন্ধ হোক কিংবা সবার কাছে কলঙ্ক যুক্ত ব্লগ হিসেবে পরিচিতি পাক সেটা আমরা কিছুতেই চাই না। আমি গভীর ভাবে আশাবাদী সামু নিজেকে কলঙ্ক মুক্ত করবে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
মোমের মানুষ বলেছেন: যে সামুর সাথে আমাদের এত স্মৃতি জড়িয়ে আছে, সেই সামু বন্ধ হোক কিংবা সবার কাছে কলঙ্ক যুক্ত ব্লগ হিসেবে পরিচিতি পাক সেটা আমরা কিছুতেই চাই না। আমি গভীর ভাবে আশাবাদী সামু নিজেকে কলঙ্ক মুক্ত করবে।
৬১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
পাতি মাস্তান বলেছেন: বুকে জ্বালা করছে
আমার দেশ সত্য প্রকাশে অবিচল থাকবে
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
মোমের মানুষ বলেছেন: সত্য প্রকাশে যেন হলুদ সাংবাদিকতার পরিচয় না দেয়
৬২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
ShusthoChinta বলেছেন: @দায়িত্ত্ববান নাগরিক, ভোদাই কারে কস,তর বাপরে? আবে ঐ ভোদাইয়ের বাইচ্চা,প্রোপাগান্ডার উত্তরে তোদের প্রোপাগান্ডা মেশিনও কম নাই,দুই দুইটা আবাল কন্ঠ জন আর কাল,আমাদের সময়,অসংখ্য টিভি চ্যানেল,এতগুলা প্রোপাগান্ডা মেশিন থাকার পরও গুটিকয় বিরোধী মিডিয়া বন্ধ করতে চাস ক্যান? ইন্দুরের আত্না নিয়া আবার যুদ্ধ করতে চাও,শালা বিলাইয়ের দল!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
মোমের মানুষ বলেছেন: যৌক্তিক সমালোচনা করুন, গালাগালি নয়
ব্যবহারেই বংশের পরিচয়
৬৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
মো ঃ আবু সাঈদ বলেছেন: ShusthoChinta সঠিক মুল্যায়ন
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
মোমের মানুষ বলেছেন: গালাগালি এড়িয়ে যৌক্তিক সমালোচনা কাম্য
৬৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
মো ঃ আবু সাঈদ বলেছেন: এই বল্গ এর আর মন্তব্য কই...
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
মোমের মানুষ বলেছেন: হুমমমমমমমমমমমমমমম
৬৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
htusar বলেছেন: নাস্তিক থাকবে নাস্তিকের যায়গায়,আস্তিক আস্তিকের। যার যার আদর্শ তার তার কাছে। নাস্তক হইলেই ইসলামকে গালি দিতে হবে কেন??? এইটা নিন্দনীয়। আর এদেশের নাস্তিকদের মদ্ধ্যে ইসলামকে কটাক্ষ করার প্রবণতা খুব বেশি। এটার নিন্দা জানাই। মাত্র ২০-৫০ জনের জন্য হাজার হাজার ধর্মপ্রান ব্লগার কষ্ট পাক তা চাই না।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
মোমের মানুষ বলেছেন: এটা আমাদের প্রিয় সামুর নিকট গন দাবী।
মাত্র ২০-৫০ জনের জন্য হাজার হাজার ধর্মপ্রান ব্লগার কষ্ট পাক তা চাই না।
৬৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
htusar বলেছেন: @দায়িত্ববান নাগরিক ঃ একমত। জামাতের সব কিছু বন্ধ করা উচিত। আমার দেশ আর দিগন্ত সবার আগে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
মোমের মানুষ বলেছেন: যুদ্ধাপরাধীদের সামাজিক ভাবেও বয়কট করতে হবে
৬৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: কোনো কিছুর বাড়াবাড়ির ফলই ভাল হয় না.....সীমিতবোধ থাকা খুবই প্রয়োজন।
আমার মাতৃভূমিতে রাজাকারদের যেমন কোনো স্হান নেই......তেমনি আমার ধর্মের নামে কুৎসা রটনাকরীদের (নাস্তিকরা নয়) কেও আমি ঘৃণা করি। আমার কাছে দুজনই পাপী......দুপক্ষকেই সর্ব্বোচ্চ শাস্তি দেয়া হোক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
মোমের মানুষ বলেছেন: ধর্ম ব্যবসায়ী আর ধর্ম আবমাননাকারী কারো রেহাই নেই
৬৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
রাফা বলেছেন: আমার দেশ অসৎ উদ্দেশ্যে এই প্রতিবেদন ছাপিয়েছে।রাজাকার তোষণ নিতীতে বিশ্বসী আমার দেশ ধংশ হোক।
নাস্তিক আর কয়জন ব্লগে?হাজার হাজার ব্লগার যে ইসলামের জয়গান গেয়ে পোস্ট দেয় সেগুলো উল্লেখ নাই কেনো?
ব্লগে এমন কিছু নেই যা নিয়ে লেখা হয়ন।গল্প,কবিতা, প্রবন্ধ,বিঞ্জান কি নেই ওগুলো নিয়ে আলোচনা নেই কেনো!
এইসব লিখে পার পাওয়া যাবেনা।রাজাকারের দালাল মাহমুইদ্দা নিপাত যাক।
জয় বাংলা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
মোমের মানুষ বলেছেন: জয় বাংলা
রাজাকার নিপাত যাক
ধর্ম নিয়ে কুৎসনা রটনা কারী নিপাত যাক
৬৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
মোমের মানুষ বলেছেন: দুখিত দেখা যাচ্ছে না
৭০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪
শিপু ভাই বলেছেন:
এই বলা হচ্ছে- সামু জামাতি তোষনকারী ব্লগ। আবার এখন চাক্কা ঘুরিয়ে বলা হচ্ছে - সামু নাস্তিকতার ব্লগ!!!
কই যাইরে মমিন!!!
আমি বলতে চাই- সামু বাংলাদেশের প্রতিচ্ছবি। নানা মতের, নানা পথের ব্লগার এখানে ব্লগিং করে। এর ব্যপকতাই সামুর সফলতা।
তবে মডারেশন আরো স্ট্রিক্ট হওয়া উচিত।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
মোমের মানুষ বলেছেন: সবদিকেই জালা
মডারেশন আরো কঠিন হলে এগুলো বন্ধ হবে
৭১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
ShusthoChinta বলেছেন: @রাফা,হ্যাঁ অবশ্যই সামুতে ইসলামিক পোষ্ট আসে,তার বিপরীতে সুস্থভাবে নাস্তিকতার চর্চাকারি পোষ্ট আসতে পারে কোন সমস্যা নেই,যেমন পারভেজ আলমসহ গুটিকয়েক নাস্তিক সেটা করে থাকে! কিন্তু আসিফ মহিউদ্দিন,আরিফুর,সবাকদের কুরুচিপূর্ণ গালিগালাজকে আপনি কিভাবে ইসলাম ধর্মীয় আলোচনামূলক পোষ্টের সাথে তুলনা করেন? এটা তো কোনক্রমেই সুস্থতার পরিচায়ক হতে পারেনা!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
মোমের মানুষ বলেছেন: আমাদের প্রিয় সামু মনে হয় আজ গুটি কয়েক ব্লগার যারা ধর্মকে গালিগালায করে তাদের নিকট যিম্মী হয়ে পড়েছে....।
৭২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
জানা বলেছেন:
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চয়তায় কোন প্রশ্নে যাওয়াও অপরাধ। মাথা ঠান্ডা রেখে দৃঢ়তার সাথে যুঝে যান। এদের প্রতিরোধে যূথবদ্ধ থাকুন।
এদের বিচরণ এখন সবখানেই হবে সেটাই স্বাভাবিক। আমাদের সম্মিলিত শক্তিই আজকের শাহবাগ চত্বর।
আমাদের জয় হবেই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
মোমের মানুষ বলেছেন: ইনশাআল্লাহ আমাদের জয় হবেই।
৭৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
নিয়েল ( হিমু ) বলেছেন: মুমের মানুষ এবং ShusthoChinta @ থাবা বাবা / রাজিব হায়দার নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী(২বছর আগে থেকে থাবা বাবা কে চিনি , এবং তার ইসলাম বিদ্বেষীতার জন্য তার সাথে তর্কও করেছি) এটা ঠিক কিন্তু ঐ *** পত্রিকা টা তার নামে যেই লেখা গুলো ছেপেছে এগুলো অতিরিক্ত খারাপ । এবং আমি বিশ্বাস করি ঐ গুলো তার লেখা নয় । এখন একটু মিলিয়ে দেখুন আমাদের আন্দলনকে প্রথম থেকেই প্রশ্ন বিদ্ধ করার চেষ্টা করতেছে । যা কিছু হাতের কাছে পাচ্ছে তাই নিয়েই ঐ *** সম্পাদক লাফিয়ে পড়তেছে কুত্সা রটাতে ।
ShusthoChinta @ আমরা পর্যাপ্ত প্রমাণ দিয়েছি যে ঐ ওয়ার্ডপ্রেসের ব্লগ সাইট টি ভুয়া এবং উদ্দেশ্য প্রণদিত । এর পরেও ঐ *** পত্রিকা এগুলো কানে নিচ্ছে না । ত এত প্রমান দেয়ার পরেও ঐ পত্রিকা যখন তার নিরপেক্ষতা দেখাতে পারে নি তখন তাদের কেমনে কি ?
সুস্থচিন্তা @ মাঝখান থেকে আমাকে লীগার বানায়া ফেল্লেন । হায় সেলুকাস
এখন বলেন সামুকে নাস্তিকদের আখ্রা বানাইতেছে কিন্তু বলেন কয়জন এই নাস্তিক দের কে কয়জন ব্লগার টাইম দেয় মানে পুছে ?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
মোমের মানুষ বলেছেন: যুদ্ধাপরাধীদের পক্ষ যারাই নিবে তাদেরও রক্ষা নাই
৭৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
সাফাত আল মামুন রণ বলেছেন: একদম চুপ খাইয়া গেলাম পইড়া
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
মোমের মানুষ বলেছেন: ডর পাইলেন নাকি?
৭৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
চলতি নিয়ম বলেছেন: সত্যবাদী!! তলোদেশ পত্রিকার আরো সত্যবাদিতার নমুনা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
মোমের মানুষ বলেছেন: আমারদেশের সেদিনের খবরটি ভুয়া ছিল এটা মনে হয় তারা নিজেরাও বুঝতে পেরেছে, যা প্রতিবাদ আসার পর অনলাইন ভার্সন থেকে সরিয়ে ফেলেছিল।
তবে এমন নির্লজ্জ মিথ্যাচারের আগে সংবাদের প্রতি আরো সংবেদনশিল হওয়া উচিত ছিল
৭৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
চলতি নিয়ম বলেছেন: সরি উপরের লিঙ্ক টা এখানে:
Click This Link
মতামত আশা করছি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
মোমের মানুষ বলেছেন: আমারদেশের সেদিনের খবরটি ভুয়া ছিল এটা মনে হয় তারা নিজেরাও বুঝতে পেরেছে, যা প্রতিবাদ আসার পর অনলাইন ভার্সন থেকে সরিয়ে ফেলেছিল।
তবে এমন নির্লজ্জ মিথ্যাচারের আগে সংবাদের প্রতি আরো সংবেদনশিল হওয়া উচিত ছিল
৭৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
আমি তুমি আমরা বলেছেন: আমার মাতৃভূমিতে রাজাকারদের যেমন কোনো স্হান নেই......তেমনি আমার ধর্মের নামে কুৎসা রটনাকরীদের (নাস্তিকরা নয়) কেও আমি ঘৃণা করি।আমার কাছে দুজনই পাপী......দুপক্ষকেই সর্ব্বোচ্চ শাস্তি দেয়া হোক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
মোমের মানুষ বলেছেন: আমি তুমি আমরা বলেছেন: আমার মাতৃভূমিতে রাজাকারদের যেমন কোনো স্হান নেই......তেমনি আমার ধর্মের নামে কুৎসা রটনাকরীদের (নাস্তিকরা নয়) কেও আমি ঘৃণা করি।আমার কাছে দুজনই পাপী......দুপক্ষকেই সর্ব্বোচ্চ শাস্তি দেয়া হোক
আমাদের সকলের প্রাণের দাবীও...।
৭৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
আলতামাশ বলেছেন: সামুর কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে লেখা-লেখির সুযোগ করে দিয়েছে।
তবে কিছু পলিসি না পাল্টালে তারা সমালোচনার মুখোমুখি হতে পারে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
মোমের মানুষ বলেছেন: ব্লগের এ নিতীটির যথাযত বাস্তবায়ন চাই
"৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।"
৭৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
সোনালীমাঠ বলেছেন: সামুকে সতর্ক না হইলে কড়া মুল্য দিতে হইবে ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
মোমের মানুষ বলেছেন: আমদেরও সতর্ক হতে হবে
৮০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
একাকী_পথিক বলেছেন: kicchu kichu manusher comment pore asholei hotash lage..... what is truth is always the truth! shotto k keno oshikar kora hobe. Jara Rajakar tader Fashi hoya dorkar ..eita akta truth..temni jara 'nastikotar' name 'Islam' niye baje kotha bolen oder o thamano dorkar! duitai shotto kotha....akta kotha bolle onno ti bola jabe na eitao to thik na!! eita kun dhoroner manoshikota??? ami Rajakar er Fashi chai...temni ei dhoroner blog a amar Dhormo,amar Nobi, amar Allah k niye baje kotah porte chai na!! khub ki beshi ei chawata!! nastik-astik niye amar matha betha nai!! j nastik o thakuk na ow bisshash niye..j astik o thakuk na or nijer dhan dharona niye!! amra keno akjon ar akjon er bishash niye baje kotha bolbo??
ar yes --- Eita thik - Onekei Amar desh k Gali dicchen--Amar desh gali khawar juggo oder Rajakar der Pokkho neyay..kintu er mane ei na j ja likse oita vul! jara ei blog a regular and jara Bangla blogging koren..tara atleast janen..kotha guli koto percent truth..!! taile keno ei sho-birodhita.... amra rajakr niye andolon korbo--and obossoi amader dhoromo niye keu baje kotah bolle oita niyeo andolon korbo...
mot-prokasher shadhinota valo jinish...but amader mone rakhte hobe- shadhinota orjon er cheye shodhinota rokkha kora kothin... and shadhinota rokkha korte hole amader kichu responsibility nite hobe... shb kichu mot prokasher shadhinota bolle hobe na. there is a fine line between expressing your words and hurting someone's feelings. we should respect that.
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
মোমের মানুষ বলেছেন: নাস্তিক নাস্তিকের বিশ্বাস নিয়ে থাকবে এটাতে মাথা ব্যথার কারন নেই। কিন্ত সমস্যা হল এরাই যখন মুক্তবুদ্ধি চর্চার নামে মতপ্রকাশের দোহাই দিয়ে ধর্মের নামে, নবীর নামে, আল্লাহর নামে বিশেদগারগার করতে থাকে। যা সধারন মানুষের ধর্মীয়অনুভূতিতে চরম আঘাত করে। ব্যাপারটা আমরা এখন আলেম সমাজের তীব্র নিন্দা জানানো ও মিছিল- সমাবেশের মধ্যে দেখতে পাচ্ছি
৮১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
অরিয়ন বলেছেন: প্রচারিত খবরটি ১০০% সত্য।
কিছু অমানুষ নাস্তিকতার ভেক ধরে অন্যের ধর্ম বিশেষ করে ইসলাম নিয়ে কটুক্তি করে, যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু তাদের মৃত্যুর পর দেখা যায় জানাজার জন্য ও কবরে যাওয়ার জন্য ঠিকই ইসলামী লেবাসের প্রয়োজন হয়।
সে নাস্তিক হোক আর যাই হোক এটা তার একান্ত ব্যাক্তিগত ব্যাপার। অন্যের ধর্ম বিশ্বাসের প্রতি আঘাত করার কোন অধিকারই তাদের নেই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
মোমের মানুষ বলেছেন: অন্যের ধর্ম বিশ্বাসের প্রতি আঘাত হানার অধিকার কারো নেই।
৮২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
মাহির কাবির বলেছেন: @janapu assalamu alaikum..
@niyel himu apnar que er answer...
Click This Link
hamba leugue o dakhi ladaitase..
sorna ,valani ?
nagorik valani ?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১
মোমের মানুষ বলেছেন: আশা করি সবাই জবাব দিবেন
৮৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
নিষ্কর্মা বলেছেন: এই সব নাস্তিকরা অনেক আগে থেকেই ব্লগে আছেন। তখন কেন আমার দেশের টনক নড়ল না? আজ যখন দেশ জামাতের বিরুদ্ধে জেগেছে তখন কেন আমার দেশ ব্লগারদের বিরুদ্ধে লাগল? ব্যাপারটা কিন্তু চিন্তার।
এইটা আরেকটা ব্যাপারের দিকে আমাদের দৃষ্টি নেয়! তা হল, ক্রমাগত পিছু হটতে হটতে বিম্পি আজ জামাতের ব্রাঞ্চে পরিনত হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
মোমের মানুষ বলেছেন: ব্যাপারটা আসলেই রহস্যের।
তবে এগুলো আরো মিডিয়ায় আসলে ব্লগ এবং ব্লগাররা সতর্ক হবেন আশা করি
৮৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
অপু ওপি বলেছেন: হ্যাঁ কথা ঠিক বলছে আমার দেশ পত্রিকা
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০১
মোমের মানুষ বলেছেন: হ্যা কথা ঠিক অবশ্যই
তবে এখন এমন সময় প্রকাশ করল কেন, আগে করল না কেন?
৮৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
মাহির কাবির বলেছেন: আগে তো আপনারা নাস্তিকটাকে খাটি মুসলমান বানাতে চাননি,এখন বেবসা করা লাগব দেইখা মুসলমান বানাতে চাইছেন ।
পাবলিক সব বুঝে,নাস্তিকের আবার জানাজা দিল কেন??
মশকারা বাদ দেন,হাম্বা লিগের সাথে থাইকা থাইকা আপনার মাথাও পলিথিনে ভরে গেছে,গোবর থাকলে তাও সার হইত ।
লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড ।
সালাম
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬
মোমের মানুষ বলেছেন: ছাগু মুক্ত সামু চাই,
নাস্তিক মুক্ত সামু চাই
৮৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
আমরা তোমাদের ভুলব না বলেছেন: htusar বলেছেন: নাস্তিক থাকবে নাস্তিকের যায়গায়,আস্তিক আস্তিকের। যার যার আদর্শ তার তার কাছে। নাস্তক হইলেই ইসলামকে গালি দিতে হবে কেন??? এইটা নিন্দনীয়। আর এদেশের নাস্তিকদের মদ্ধ্যে ইসলামকে কটাক্ষ করার প্রবণতা খুব বেশি। এটার নিন্দা জানাই। মাত্র ২০-৫০ জনের জন্য হাজার হাজার ধর্মপ্রান ব্লগার কষ্ট পাক তা চাই না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫
মোমের মানুষ বলেছেন: এটা আমাদের প্রিয় সামুর নিকট গন দাবী।
মাত্র ২০-৫০ জনের জন্য হাজার হাজার ধর্মপ্রান ব্লগার কষ্ট পাক তা চাই না।
৮৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
নিয়েল ( হিমু ) বলেছেন: মাহির কাবির @ এত এত প্রমান একটাও যার কানে যায় না(like ঐ চটি পত্রিকা & য়্যূ ) তারে বুঝানি আমার ডিউটি না ।
৮৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
নিয়েল ( হিমু ) বলেছেন: মুমেরমানুষ @ আপনাকে বুঝালে আপনি বুঝবেন আমি জানি । এখন না অন্য কোন সময় আপনাকে আমি ডিটেল বুঝিয়ে দেব । এখন একটু বিজি আছি । তবে আশা করব আন্দলন থেকে সরে আসবেন না
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
মোমের মানুষ বলেছেন: কি করে ভাবলেন এই আন্দোলন থেকে সরে যাব? বরং এর প্রতিটা দাবীই মিশে আছে শরীরের প্রতিটা ফোটা রক্তের সাথে....
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩
রোদেলা দুপুর বলেছেন: কিছু কিছু মানুষ ইসলাম বিরোধী কথা বলতে পারলে নিজেকে স্মার্ট ভাবে। আল্লাহ তাদের বিচার করবেন।