![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বন্ধু বান্ধবদের অনেকেই হুজুর, মাদরাসা পড়ুয়া। তারা অনেকেই জানে না, ব্লগ কি। কিন্তু মাঝে মধ্যে তাদের কাছে নিজেকে ব্লগার পরিচয় দিতাম গর্ব করে, অনেকেই অবাক হত, যারা বুঝত না তারা ভাবত ইন্টারনেট জগতের হয়ত বড় কিছু, তারপরে ও একটা মুডে থাকতাম। শাহবাগ আন্দোলন শুরু হল, ব্লগ সম্পর্কে অনেকেই জানতে শুরু করল। এবং মিডিয়ার কল্যানে এর নাড়ী-নক্ষত্র সবই জেনে গেল। এবার শুরু হল ব্লগ নিয়ে তাদের নাক ছিটকানো, ব্লগার মানেই নাস্তিক আরো অনেক কিছু।
সাধারন আলেম সমাজ, কওমী আলেম উলামা তারাও আদর্শিক ভাবেই কঠিন ভাবে জামাত বিরোধী তারপরও তারা শাহবাগের আন্দোলনের সাথে একত্বতা ঘোষনা করতে পারছে না গুটি কয়েক নাস্তিকদের জন্য। এ সমস্ত নাস্তিক গুলোই সাধারন মুসলমানদের ইসলামকে, নবীকে, ইসলামের বিধি-বিধানকে গালিগালাজ করে চরম ভাবে ক্ষেপিয়ে তুলেছে, তারাই এখন শাহবাগের আন্দোলনকে নাস্তিক্যবাদের আন্দোলন মনে করছে। অথচ জামাত-শিবির নিষিদ্ধ করতে গনসচেতনতা সৃষ্টির জন্য আলেম সমাজের ভুমিকা অনেক অনেক
এবার আজকের সারাদিনের কয়েকটি ফটো দিলাম
আমাদের ব্লগ গুলো কোন দিকে যাচ্ছে........।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
মোমের মানুষ বলেছেন: আসলেই ভাই চিন্তার বিষয়, কেউ ব্লগ সম্পর্কে জানতে চাইলে বলি জানি না
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
নিষ্কর্মা বলেছেন:
দুই একটা রাজাকার রাসুলের সুন্নাত আকড়ে ধরে যখন ইসলামের কথা বলে তখন ইসলামের অপমানলেও আমরা যারা মুসলমান তারা তা গায়ে মাখি না। তেমনি দুই-একজন আজেবাজে ব্লগ লিখলেই আপনার ব্লগার পরিচয় কলংকিত হয় না।
ব্লগিং করুন, জেগে থাকুন। ধর্মান্ধদের বিরুদ্ধে সোচ্চার থাকুন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
মোমের মানুষ বলেছেন: ধন্যবাদ সাহস দেওয়ার জন্য।
আজও আমার এক আত্মীয় যিনি ব্লগ কি কিছুই জানেন না, তিনি কোনভাবে জানতে পারলেন আমি ব্লগার, তখন আমারে নিয়ে সন্দেহে পরে গেলেন, বলেই বসলেন হুজুর মানুষ আবার ব্লগার হয় কিভাবে? ব্লগার তো নাস্তিকরা।
তার কথার পরিপেক্ষিতেই পোস্ট টি লেখা
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
বাগসবানি বলেছেন: একসময় ইংরেজীকে নাস্তিকতার ভাষা বলা হইত, এখন জাকির নায়েকও পর্যন্ত ইংরাজীতে বক্তৃতা দেন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
মোমের মানুষ বলেছেন: ব্লগের অবস্থাও মনে হয় তাই
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: কী হইতে কী হইয়া গেলো! শেষ মাখনটুকু যে কার পাতে যাবে সেটাই ক্ষুধিত নয়নে দেখছি।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
মোমের মানুষ বলেছেন: ইনশাআল্লাহ জয় আমাদের হবেই, এ দেশ রাজাকারের অভিষাপ থেকে মুক্ত হবেই
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
আরবিকে007 বলেছেন: ব্লগিং এই প্লাটফর্ম নিশ্চয় খারাপ নই। যারা বিশ্বাষী আছেন তারা যদি এই প্লাটপর্মটি ছেড়ে যান তাহলে নাস্তিকদের দখলে যাবে সেটাই স্বাভাবিক। যেটা এ দেশের মেইনস্ট্রিমের মিডিয়াতে ঘটেছে। তো কোন অবস্থাতে ওদের কে ছাড় দেওয়া যাবে না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
মোমের মানুষ বলেছেন: মডারেশনের সাথে সাথে আমাদেরও আরো সতর্ক হতে হবে।
ধর্ম বিদ্বেষী কোন পোস্ট দেখলেই রিপোর্ট করতে হবে
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
পুংটা বলেছেন: আগে গর্ব করে নিজেকে ব্লগার পরিচয় দিতাম, আর এখন......... ছাগু
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
মোমের মানুষ বলেছেন: ছাগু ক্যাডা ?
আপনার অতিত ইতিহাস কিন্তু ভাল না
নেন এর মত চিবান পেটের কিরমিরি সবই বেরিয়ে যাইব
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
এই মেঘ এই রোদ বলেছেন: সাধারণ নাগরিক হিসাবে ভীত দেশের এই প্রেক্ষাপটে। খুব কষ্ট পাই যখন দেখি প্রিয় আল্লাহ ও রাসূলের অবমাননা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
মোমের মানুষ বলেছেন: বিষয়টি খুবই পীড়া দায়ক, গোটা কয়েক ধর্ম বিদ্বেষীর নিকট ব্লগটি মনে হয় জিম্মী হয়ে পড়েছে
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
*কুনোব্যাঙ* বলেছেন: ব্যাপারনা! এখন ব্লগ চিনেছে এসে দেখলেই বুঝতে পারবে আসল সত্য কি।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৭
মোমের মানুষ বলেছেন: সহমত
এসে দেখলেই বুঝবে এখানে কি হচ্ছে........।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯
দুরন্ত-পথিক বলেছেন: ঝামেলা'র দিকে ই যাচ্ছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯
মোমের মানুষ বলেছেন: খুবই আশ্ঙকার বিষয়, সব ইসলামী দল গুলো আন্দোলনে নামলে সরকার নজর দিতে বাধ্য হবে
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮
শিক্ষানবিস বলেছেন: এক বৈঠকে কথা প্রসঙ্গে আমি বলেছিলাম, আমিও একজন ব্লগার। ব্যস, কয়েকজন আমাকে তেড়ে আসেন, কী বলেন, আপনিও। তাদের ভাবনা, ব্লগার মানেই নাস্তিক মুরতাদ। আমার এক আওয়ামী বন্ধু বললেন, সাবধান! কখনো আর বলবেন না, আমি একজন ব্লগার।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
মোমের মানুষ বলেছেন: আপনার সেই আওয়ামী বন্ধুটিই সঠিক বলেছন
সাবধান! কখনো আর বলবেন না, আমি একজন ব্লগার
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
মোমের মানুষ বলেছেন: আপনার সেই আওয়ামী বন্ধুটিই সঠিক বলেছন
সাবধান! কখনো আর বলবেন না, আমি একজন ব্লগার।
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
ডারক্জাসটিস বলেছেন: ব্লগ এ এসেছিলাম নিত্য নতুন তথ্য,বিনোদন আর নিজের কথা গুলো শেয়ার করার জন্য। কিন্তু এখন ব্লগ এ যে সুন্দর ,শালীন ভাষার ব্যবহার শুরু হয়েছে তাতে সবার সামনে এখন ব্লগ পড়ার মত আর আবস্থা নেই। সামুর মডারেটর দের উচিত, ব্লগে ব্লগিং এর পরিবেশ বজায় রাখা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
মোমের মানুষ বলেছেন: সামুর মডারেটর দের উচিত, ব্লগে ব্লগিং এর পরিবেশ বজায় রাখা।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
বোকামন বলেছেন: আল্লাহ আমাদরে সবাইকে হেদায়েত দান করুক......
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
মোমের মানুষ বলেছেন: আল্লাহ আমাদরে সবাইকে হেদায়েত দান করুক......
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: বাঙ্গালী খেপছে। এবার কি হবে?