![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলা ব্লগাররা। নানাভাবে তাদের বিরুদ্ধে হুমকি, অশালীন মন্তব্য, কুৎসা রটনা ও অপপ্রচার চালানো হচ্ছে।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সামহোয়্যার ইন ব্লগ আয়োজিত সংবাদ সম্মেলনে ব্লগটির পরিচালক সৈয়দা গুলশান ফেরদৌস আরা জানা এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলা ব্লগারদের মতো আমিও নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। খুব দ্রুত এ ব্যাপারে থানায় জিডি করবো।”
সামহোয়্যার ইন ব্লগকে বাংলাভাষায় মুক্ত মতামত তুলে ধরার সর্বোচ্চ প্ল্যাটফর্ম উল্লেখ করে তিনি বলেন, এটি বাংলা ভাষাকে ইন্টারনেটে ছড়িয়ে দিতে কাজ করছে।
সাম্প্রতিক সময়ে জামায়াতের অর্থায়ন ও নাস্তিকতায় প্রশ্রয় দিচ্ছি বলে যেসব অভিযোগ উঠেছে, সেসব ব্যাপারে অবস্থান পরিষ্কার করতেই সংবাদ সম্মেলন বলে জানান তিনি।
নিরাপত্তাহীনতায় বাংলা ব্লগাররা: জানা
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
মোমের মানুষ বলেছেন: ভয় নাই তোর গলায় তাবিজ..........।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
জাহিদ১১মে বলেছেন: উনিই তাইলে এই ব্লগের মা জননী।কিন্তু কোনটা ? চশমা ওয়ালা নাকি চশমা ছাড়া ? এই প্রথম দেখলাম। তার সম্পর্কে আরো জানার আগ্রহ রইল।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
মোমের মানুষ বলেছেন: আমাদের সম্মানিত জানা আপু.....
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
মোটামানুষ বলেছেন: ছবির মানুদের পরিচয় গুলো জানাবেন? কোনটা কোনজন?
জানা কে চিনি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
মোমের মানুষ বলেছেন: আমিও জানতে চাই.......।
কেউ জানলে অবশ্যই জানাবেন
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
মেঘ দেখে তুই করিসনা ভয়, আড়ালে তার সূর্য হাসে।
আপু, কোন ভয় এবং নিরাপত্তাহীনতা আপনার কাছে ঘেষতে দিবো না, ইনশাআল্লাহ। সাথে আছি, সাথে থাকবো.............ইনশাআল্লাহ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
মোমের মানুষ বলেছেন: আপু, কোন ভয় এবং নিরাপত্তাহীনতা আপনার কাছে ঘেষতে দিবো না, ইনশাআল্লাহ। সাথে আছি, সাথে থাকবো.............ইনশাআল্লাহ।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
রিমন০০৭ বলেছেন: খবরে দেখলাম
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
মোমের মানুষ বলেছেন: আপু, কোন ভয় এবং নিরাপত্তাহীনতা আপনার কাছে ঘেষতে দিবো না, ইনশাআল্লাহ। সাথে আছি, সাথে থাকবো.............ইনশাআল্লাহ।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
আততায়ী০০৬ বলেছেন: Click This Link
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
মোমের মানুষ বলেছেন:
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
পরের তরে বলেছেন: বিষয় টা আসলেই দুঃখজনক।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
মোমের মানুষ বলেছেন: আমাদের প্রিয় ব্লগের বিরুদ্ধে কোন অপপ্রচার, ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
ছাসা ডোনার বলেছেন: আপা ভয় পাবেন না এই সব জানুয়ারদের ইনশাআল্লাহ্ ওদের পতন খুবই কাছে!!!!!!!!!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
মোমের মানুষ বলেছেন: শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমাদের প্রিয় ব্লগের সাথে আছি......। ইনশাআল্লাহ থাকব
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
bangal manus বলেছেন: ভয় নাই রে ভয়,
করতে হবে জয়।
হবেই হবে
ধর্ম ব্যবসায়ী জামাত শিবিরের ক্ষয়।
জয় বাংলা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
মোমের মানুষ বলেছেন: ভয় নাই রে ভয়,
করতে হবে জয়।
হবেই হবে
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
মেকগাইভার বলেছেন: প্রত্যেক সামু ব্লগার দের জন্য একটি করে গান ম্যানের জোর দাবি জানাই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
মোমের মানুষ বলেছেন: গুড আইডিয়া
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
সত্য কথায় যত দোষ ! বলেছেন: ভয়ের কোনো কারন নেই-লক্ষ লক্ষ ব্লগার সামহ্যোয়ারইন ব্লগ এবং ব্লগ কর্তিপক্ষের সাথে আছে। জানা, আপনি একাই যথেষ্ট,তবে আপনার পাশে ২/১ জনের সততা বিষয় সন্দিহান।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
মোমের মানুষ বলেছেন: সামুর লক্ষ ব্লগারের ভালবাসা আছে সামুর সাথে আর তার এডমিনের সাথে
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
রঁমাকান্তকামারঁ বলেছেন: কিভাবে অবস্থান পরিষ্কার করেছেন সেটতো লিখলো না !!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
মোমের মানুষ বলেছেন: বলেছেন কিন্ত পত্রিকাটি তা হয়ত লিখে নাই
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
ইন্নো_৭১ বলেছেন: উনি আবার কোত্থেকে বের হইলেন? এতদিন তো উনার চেহারায় দেখলাম না। এই দুর্দিনে হুট করে নিরাপত্তাহীনতা নিয়ে হাজির হয়ে গেলেন!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
মোমের মানুষ বলেছেন: আমাদের প্রিয় ব্লগের বিরুদ্ধে কোন অপপ্রচার, ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
s r jony বলেছেন: মদন বলেছেন: এতো ভয় পাইলে চলে? সবাই দেখি আমার মতোই ভীতু
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
মোমের মানুষ বলেছেন: আমরা কারো কোন ভয় করি না... এক মাত্র আল্লাহ ছাড়া....
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
এম.ডি জামান বলেছেন: দেশের প্রতিটা মানুষই নিরাপত্তাহীনতা ভুগছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
মোমের মানুষ বলেছেন: সহমত
১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
কাকচক্ষু বলেছেন: সবার মাঝে একটা কাক স্বভাব থাকে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
মোমের মানুষ বলেছেন: কা কা কা কা কা কা কা কা
১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
লক্ষ্যভেদী বলেছেন: জানা আপুর সততা, আন্তরিকতা এবং সকল ব্লগারদের প্রতি সমান দৃষ্টি ভংগী নিয়ে মনে হয়না কারো বিন্দুমাত্র সনদেহের অবকাশ আছে। সমস্যা হয়েছে "সূর্যের চাইতে বালি গড়ম" নিয়ে। সামুর চাকর বাকরের দৌরাত্বতো আগেই ছিল-এখন সাথে যোগ হয়েছে "মডারেশন প্যানেল" নামক ফালতু একটা উদ্ববাগ! উনারা হইলেন "সুপ্রিম জুডিশিয়াল" টাইপের ক্ষমতাধর।উনাদের বেশী বেশী আতলামীর জন্যই বিশেষ কয়েকজন ব্লগার আসকারা পেয়ে এমন বাড় বেড়েছিল-যার জন্যই আজ জানা আপু এবং সকল ব্লগারদের বিতর্কে জড়িয়েছে। সামুর হাত ধরে যারা আজ ব্লগার হয়েছেন, নেতা হয়েছেন-তারাই আজ সামু তথা সামু পরিবারকে ধংশ করার জন্য উঠে পরে লেগেছে। আজকের "মডারেশন প্যানেল"ও ভবিষ্যতে সামুর জন্য বুমেরাং হবে।
জানা আপুকে বিনীত অনুরোধ করবো-মডারেশন প্যানেল নামক "কঞ্চি"গুলো কেটে ফেলুন তবেই মুল গাছটি শক্ত পোক্ত হবে(পরীক্ষা মূলক ভাবে মডারেশন প্যানেল থেকে কোনো একজন সদস্যকে বাদ দিয়ে দেখেন-সাথে সাথেই তাদের আসল চেহারা উন্মোচিত হবে)। সামুর শুরু থেকে প্রথম পাঁচ বছর আপনি একক ভাবে সামু পরিচালনা করেছিলেন-সেই ভাবেই আরো কিছুদিন কষ্ট করে চালান, নিশ্চয়ই সব সমস্যার সমাধান হবে। লক্ষ লক্ষ সাধারন ব্লগার আপনার সাথে আছে, সাথে থাকবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
মোমের মানুষ বলেছেন: লক্ষাধিক ব্লগারের ভালবাসা জানা আপুর সাথে আছে......
ইনশাআল্লাহ সামনে থাকবেও
১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এমন একটি সংবাদ সম্মেলনের দরকার ছিল খুব।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
মদন বলেছেন: এতো ভয় পাইলে চলে? সবাই দেখি আমার মতোই ভীতু