![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিগত কয়েকদিন যাবত সাধারন ধর্মপ্রাণ মুসলমান ও আলেম-উলামাদের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম আর শাহবাগের গনজাগরন মঞ্চ মুখামুখি অবস্থানে রয়েছে। এবং তাদের তীব্র প্রতিবাদে চট্রগ্রামে সমাবেশ হতে পারেনি। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে তাদের বয়কট করার ও তাদের সমাবেশ প্রতিহত করার ঘোষনা দেওয়া হচ্ছে।
হেফজতে ইসলাম মুলত সম্পুর্ন অরাজনৈতিক একটি সংগঠন। এ দলে বিভিন্ন শ্রেনীর বিভিন্ন পেশার সব ধরনের মানুষ এখানে রয়েছে। একটি অরাজনৈতিক ঈমানি সংগঠন হওয়াতে এতে রয়েছে সব মানুষের মিলন মেলা। যেমনিভাবে আওয়ামিলীগ-বিএনপি, জাতিয়পার্টির ধর্ম প্রাণ সব মুসলমান খোদাদ্রোহীদের প্রত্যাখ্যান করে কাধে কাধ মিলিয়ে স্লোগান দিচ্ছে ঠিক তেমনি খেটে খাওয়া মানুষ, রাজনীতি নিয়ে যাদের মাথাব্যাথা নেই তারাও স্লোগানে স্লোগানে ইসলাম বিদ্বেষীদের বিচারের দাবীতে এগিয়ে যাচ্ছেন। এ সকল ধর্ম প্রাণ মানুষ দেশের প্রবীণ সর্বজন শ্রদ্ধেয়, দেশের বর্তমানে আলেম-উলামা, ছাত্র-জনতার প্রধান মুরব্বি চট্রগ্রামের হাটাহজারী মাদরাসার প্রধান মাওলানা আহমদ শফি দা: বা: এর নেতৃত্বে ইসলাম বিদ্বেষীদের, খোদাদ্রোহিদের রুখতে আন্দোলন করছেন। যুদ্ধাপরাধীদের বিচারের সাথে এর কোন সম্পর্ক নেই। বরং জামাতে ইসলামের জন্ম লগ্ন থেকেই তারা জামাত বিরোধিতা করে আসছে। তাই হেফজতে ইসলাম ও যুদ্ধাপরাধীদের ফাসি চায়। তারা এ দাবীর সাথে একমত।
যেটা আমি আমার আগের পোস্টে বলে এসেছি
"প্রতিপক্ষ কারা? আলেম-উলামা নাকি জামাত-শিবির"
তাই এ দাবীটা যেন বিশেষ কারো বেফাস কথাবার্তার মাধ্যমে প্রশ্নবিদ্ধ করা না হয় সেদিকে সজাগ দৃষ্ট রাখার আহবান জানাব।
গতকাল ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শাহবাগ আন্দোলনের অন্যতম উদ্দোক্তা ঘাদানিক জনাব শাহরিয়ার কবির মাওলানা আহমদ শফি দা:বা: কে নিয়ে কিছু বাজে মন্তব্য করায় এ লেখাগুলো লেখলাম।
পত্রিকায় তার সেই ভাষন টা
ঘাতক দালাল নির্মুল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রাম হাটাহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শফীকে মাওলানা নামধারী ব্যক্তি আখ্যায়িত করে বলেছেন, ‘আমি তাকে মৌলবাদী দুর্বৃত্ত ছাড়া কিছু বলি না।’
গতকাল স্থানীয় প্রেস কাব মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় শাহরিয়ার কবির এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নির্মূল কমিটির জেলা সভাপতি ফয়জুর রহমান।
শাহরিয়ার কবির বলেন, চট্টগ্রামে শাহবাগের ছেলেদের সমাবেশ করতে না পারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তির সুস্পষ্ট পশ্চাদপসরণ। তিনি বলেন, যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালেও জামায়াত ঢুকে গেছে। ট্রাইব্যুনাল থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যাচ্ছে। শাহরিয়ার কবির বলেন, ইসলামকে রক্ষা করতে জামায়াত এবং হেফাজতে ইসলামকে বর্জন করতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক কাজী মুকুল, মানবাধিকার কমিশনের জেলা সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, সিপিবির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আমীর আহম্মেদ চৌধুরী রতন। শাহরিয়ার কবিরের আগমন উপলক্ষে ময়মনসিংহ প্রেস কাবে পুলিশ মোতায়েন করা হয়। এ সময় সভায় আগতদের পুলিশ দেহ তল্লাশি করে।
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
মোমের মানুষ বলেছেন: তরুন প্রজন্মের এই আন্দোলনে দেশের সাধারন মুসলমান, আলেম-উলামাদের সাথে রাখতে হলে অবশ্যই এ সমস্ত ইসলাম বিদ্বেষীদের সঙ্গ ত্যাগ করতে হবে
২| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬
আহলান বলেছেন: ১/১১ এর সময়ই এসব ভাদাদের চিহ্নতি করা হয়েছে ....
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪
মোমের মানুষ বলেছেন: এরা আজীবনই বিশেষ একটি মহলের হয়ে দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে যাবে। এ দের যেখানেই দেখা সেখানেই বয়কট
৩| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯
আমি বীরবল বলেছেন: শাহারিয়ার কবীর ঐ কানাটা না? যে বেটা স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদারদেরে মুরগী সাপ্লাইয়ার ছিল?-একথা বলেছিলেন চট্টগ্রামের আওয়ামী নেত্রী শফি মুস্তারী।
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫
মোমের মানুষ বলেছেন: তিনিই এখন রাজাকার ওরফে নব্য মুক্তিযোদ্ধা
৪| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫
আলতামাশ বলেছেন: পাগলে কি না বলে........................
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
মোমের মানুষ বলেছেন: ছাগলে কি না খায় :> :>
৫| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
ফারহানা শারমিন বলেছেন: ++++++
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
মোমের মানুষ বলেছেন: +++++++++++++++++++++++
ধন্যবাদ আপু
৬| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭
হিসলা সিবা বলেছেন: "হেফাজতে ইসলাম" নাকি যুদ্ধাপরাধীদের বিচার চায়, তাদের একমাত্র সমস্যা নাকি নাস্তিকরা . .
লক্ষ্য করুণ, বন্ধুরা একটু লক্ষ্য করুণ
যুদ্ধাপরাধীদের পুনর্বাসনে প্রচুর টাকা ঢালা একটি এনজিও হচ্ছে রাবেতা আল ইসলামী যার কান্ট্রি হেড ছিল জামাত নেতা রাজাকার মীর কাসেম আলী,
রাবেতার অঙ্গ সংগঠন মাসিক আল-হক্ব পত্রিকা, এই পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক এবং রাবেতা আলমে আল ইসলামীর বর্তমান বাংলাদেশ ব্যুরো প্রধান
"আল্লামা সুলতান যওক নদভী"।
আর এই "আল্লামা সুলতান যওক নদভী" হচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমীর
এবার বুঝেন, কি বিচারই না তারা চান ! ! !
প্রত্যেকটা লাইনের একাধিক রেফারেন্স দেয়া হল, যার প্রায় সবগুলো জামাত সমর্থিত পত্রিকার লিংক নিজের চোখে পরখ করে নিন দয়া করে
**
পয়েন্ট নাম্বার একঃ “মীর কাসেম রাবেতা আল ইসলামীর কান্ট্রি হেড”
*
"..... ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি হয় মীর কাশেম আলী।
এরপর রোহিঙ্গা পুনর্বাসনের নামে “রাবেতা আল ইসলামী” গড়ে তুলে। কক্সবাজারে এই রাবেতার মাধ্যমে কোটি কোটি টাকা আসে। “রাবেতা আল ইসলামী”র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পদে ছিল কাসেম আলী। কক্সবাজারে রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সাহায্যের নামে আনা এই টাকায় রাবেতা হাসপাতালও করা হয়েছে। যেখানে ইসলামী জঙ্গিসহ রোহিঙ্গা ইসলামী জঙ্গীদের প্রশিক্ষণ দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। রোহিঙ্গা জঙ্গিদেরকে দেশে প্রশিক্ষণ ও বিদেশে পাঠিয়েও প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে মীর কাসেম আলী সহায়তা করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আর এই রাবেতার মাধ্যমে আসা কোটি কোটি টাকা দিয়ে জঙ্গিবাদে অর্থ সহায়তা এবং জামাতে ইসলামীকে অর্থনৈতিকভাবে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর জন্য মীর কাসেম আলী মুখ্য ভূমিকা পালন করেছে এমন তথ্য রয়েছে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছেও। ....."
তথ্যসূত্র :
মুক্তিযুদ্ধ কোষ/৩য় খন্ড (সম্পাদক : ড.মুনতাসীর মামুন)
*
"..... সৌদি ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর অর্থনৈতিক সাহায্যপুষ্ট ‘রাবেতা আল ইসলামী’ নামে একটি এনজিও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পদ লাভ করেন এই জামাত নেতা রাজাকার মীর কাসেম আলী। ......."
তথ্যসূত্র :
http://www.amarblog.com/mamun311/posts/150639
*
এছাড়া গণ জাগরণ মঞ্চ থেকে "True History Of Liberation War 1971" এবং "স্লোগান’৭১"এর পক্ষ থেকে বিলিকৃত লিফলেটে “রাবেতা আল ইসলামী” এর অঙ্গ সংগঠন
"রাবেতা-তাওহিদ ট্রাস্ট" কে জামায়াত ও শিবিরের সদস্য দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করে বর্জনের আহ্বান জানিনো হয়েছে
**
পয়েন্ট নাম্বার দুইঃ “রাবেতা আল ইসলামী এনজিও'র বিনিয়োগের একটা পত্রিকা মাসিক আল-হক্ব“
*
এবার লক্ষ্য করুণ
মাসিক আল হক্বের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক,দারুল মা’আরিফ আল ইসলামিয়ার মহাপরিচালক ও রাবেতা আলমে আল ইসলামীর বাংলাদেশ ব্যুরো প্রধান আল্লামা সুলতান যওক নদভী
সুত্রঃ
*দৈনিক ইনকিলাবঃ "http://www.dailyinqilab.com/details_news.php?id=92422&& page_id= 5"
*দৈনিক নয়া দিগন্তঃ "http://www.dailynayadiganta.com/new/?p=122600"
*সাপ্তাহিক সোনার বাংলাঃ "http://www.weeklysonarbangla.net/news_details.php?newsid=8506"
**
পয়েন্ট নাম্বার তিনঃ “মাসিক আল-হক্বের সম্পাদক এবং রাবেতা আলমে আল ইসলামীর বাংলাদেশ ব্যুরোর বর্তমান প্রধানই হেফাজতে ইসলামের নায়েবে আমীর”
*
এই আল্লামা সুলতান যওক নদভী হচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমীর
সুত্রঃ
*দৈনিক সংগ্রামঃ "http://www.dailysangram.com/news_details.php?news_id=110214"
*দৈনিক নয়া দিগন্তঃ Click This Link
এবার আপনারাই বলেন রাজাকার মীর কাসেমের উত্তরসুরী হেফাজতে ইসলাম কি জামাতের অঙ্গ কি না ?
আরেকটি মুখোশ খুলে গেল, জামাত শিবিরকে চিনুন রুখে দাঁড়ান
জয় বাংলা
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০
মোমের মানুষ বলেছেন: হেফাজতে ইসলামের সাথে জামাতের কোন সম্পর্ক নেই, ভুয়া তথ্যে সব ভরে দিলেন।
৭| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
পিওর গাধা বলেছেন: আমি বীরবল বলেছেন: শাহারিয়ার কবীর ঐ কানাটা না? যে বেটা স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদারদেরে মুরগী সাপ্লাইয়ার ছিল?-একথা বলেছিলেন চট্টগ্রামের আওয়ামী নেত্রী শফি মুস্তারী।
........এমন অভিযোগ এসেছিল নাকি তার বিরুদ্ধে ?
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০
মোমের মানুষ বলেছেন: ফেসবুকে এমন কথা অবশ্য প্রায়ই শুনা যায়
৮| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
ক্লিকবাজ বলেছেন: পিওর গাধা বলেছেন: আমি বীরবল বলেছেন: শাহারিয়ার কবীর ঐ কানাটা না? যে বেটা স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদারদেরে মুরগী সাপ্লাইয়ার ছিল?-একথা বলেছিলেন চট্টগ্রামের আওয়ামী নেত্রী শফি মুস্তারী।
........এমন অভিযোগ এসেছিল নাকি তার বিরুদ্ধে ?
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
মোমের মানুষ বলেছেন: ফেসবুকে এমন কথা অবশ্য প্রায়ই শুনা যায়
৯| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
বুড়ো বলেছেন: শাহরিয়ার কবির চিহ্নিত দালাল। তার বিরুদ্ধে বেশ কয়েকার দেশবিরোধী প্রচারণার অভিযোগ মিলেছে।
শুধুমাত্র ভারতের সাথে বন্ধুত্বের জন্যে আ্ওয়ামীলীগ শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, নতুন দালাল গওহর রিজভী - এদের পুষে আসছে।
দালালরা দালালী করে যাবে। বর্তমান সময়টা পার করতে দিন। শাহরিয়ার কবির আবারো ডিমের স্বাদ আস্বাদন করবে।
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২
মোমের মানুষ বলেছেন: চোরের মার বড় গলা। এগুলোই ফাসি চাওয়ার আড়ালে নিজেদের রাজাকারি ঢাকছে
১০| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
নাবিলা হক রিমা বলেছেন: ক্লিকবাজ বলেছেন: পিওর গাধা বলেছেন: আমি বীরবল বলেছেন: শাহারিয়ার কবীর ঐ কানাটা না? যে বেটা স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদারদেরে মুরগী সাপ্লাইয়ার ছিল?-একথা বলেছিলেন চট্টগ্রামের আওয়ামী নেত্রী শফি মুস্তারী।
........এমন অভিযোগ এসেছিল নাকি তার বিরুদ্ধে ?
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
মোমের মানুষ বলেছেন: ফেসবুকে এমন কথা অবশ্য প্রায়ই শুনা যায়
১১| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
আশিকুর রহমান ১ বলেছেন: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুরগী ব্যবসায়ী শাহরীয়ার কবির। আমাদের উচিত উনার কথা মত হেফাজতে ইসলামকে বর্জন করে নাস্তিক ইসলাম বিদ্ধেষীদের রক্ষা করা। দালাল হয়ে গেল ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি? এটার মতো হাস্যকর আর কি হইতে পারে?
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪
মোমের মানুষ বলেছেন: সমস্ত চিহ্নিত যুদ্ধাপরাধীরা দলে দলে ঘাতক দালাল নির্মূল কমিটিতে নাম লেখাতে হবে
১২| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
ওঙ্কার বলেছেন: হ্যাপাজতে (জামাতে) ইসলাম নাকি 'অরাজনৈতিক'!!
জামাতী পয়সায়, জামাতী লোকজনের দ্বারা পরিচালিত এইটা। সাঈদির বিচার চায়.. .
বাকিটা কওন লাগবো?
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫
মোমের মানুষ বলেছেন: ফাওয়ের উপর কমেন্ট মাইরা গেলেন, কথার কোন ভেলু নেই
১৩| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪
মুক্ত আকাশ বলেছেন: @হিসলা সিবা বলেছেন:....ধরে নিলাম, আপনার সকল কথাই সঠিক। তাই বলে কি অন্য সব আলেম উলামা যারা এই দলের সাথে আছেন তারা সবাই জামায়াত ইসলামী হয়ে গেলেন? ওথচ তাদের অনেকেই সারা জীবন জামায়াতের বিরোধিতা করে এসেছেন
মুশকিল হল আমরা কোন দাবীর যৌক্তিকতা না খুজে পক্ষ খজা শুরু করি।
যারা নবীকে নিয়ে এমন অশ্লীল মন্তব্য করে, চটি পুস্তক লিখে তাদের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি?
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
মোমের মানুষ বলেছেন: এটা হিসলা সবি আর আর শাহরিয়ার গংদের নিকট কিছুই না বরং স্ট্যান্ড বাজি
১৪| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
কালের শপথ বলেছেন:
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
মোমের মানুষ বলেছেন: চরম হয়েছে
১৫| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
কালের শপথ বলেছেন:
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন ঘাদানিকের নেতা শাহরিয়ার কবীর পাকিস্তানি হানাদার বাহিনীর মুরগী সাপ্লাইয়ার ছিলেন। এখন বিরাট দেশপ্রেমিক
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮
মোমের মানুষ বলেছেন: খাটি দেশ প্রেমিকের পরিচয় বটে
আবুল পদক দেওয়া দরকার শাহরিয়াররে। তবে এতে নিশ্চই আমাদের দেশের অপমান হবে
১৬| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
পথহারা সৈকত বলেছেন: লেখক বলেছেন: খাটি দেশ প্রেমিকের পরিচয় বটে
আবুল পদক দেওয়া দরকার শাহরিয়াররে। তবে এতে নিশ্চই আমাদের দেশের অপমান হবে
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
মোমের মানুষ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪
সৃজনশীলপ্রয়াস বলেছেন: সবাইকে বর্জন করতে করতে একদিন নিজের পার্সে আর কাওকে পাবেনা।